ঈ পৃষ্ঠা ২
- Bengali Word ঈশ্বর English definition [ইশ্শর্] (বিশেষ্য) ১ আল্লাহ; খোদা; বিধাতা; God। ২ সৃষ্টিকর্তা; স্রষ্টা। ৩ প্রভু; অধিপতি (দিল্লীশ্বর, গৌড়েশ্বর)। ৪ পতি; স্বামী। ৫ প্রণয়ী; হৃদয়েশ (পাইয়া ঈশ্বর পত্র লাইলী অস্থির-দৌলত উজির বাহরাম খান)। ৬ গুরু (ঈশ্বরের স্ত্রী সনে করে পরিহাস-ডাক)। ৭ হিন্দুদের পবিত্র স্থান বা মৃতের নামের পূর্বে ব্যবহার্য মহিমাজ্ঞাপক u চিহ্ন ( u পুরীধাম;; ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষণ) শ্রেষ্ঠ; প্রধান (সুরেশ্বর)। ঈশ্বরকৃত, ঈশ্বরসৃষ্ট (বিশেষণ) অলৌকিক, অপৌরুষেয়। ঈশ্বরত্ব, ঈশ্বরতা (বিশেষণ) ঈশ্বরের ভাব; ঈশ্বরের গুণ, divinity। ঈশ্বরদত্ত (বিশেষণ) অলৌকিক; খোদাপ্রদত্ত; বিধিদত্ত। ঈশ্বরনিষ্ঠ, ঈশ্বরভক্ত, ঈশ্বরপরায়ণ (বিশেষণ) ১ ধার্মিক; ঈশ্বরের প্রতি নিষ্ঠা বা ভক্তি আছে এমন; আল্লাহওয়ালা। ২ আস্তিক। ঈশ্বরনিষ্ঠা, ঈশ্বরভক্তি, ঈশ্বরপরায়ণতা (বিশেষ্য)। ঈশ্বরপ্রসাদাৎ (ক্রিয়াবিশেষণ) ঈশ্বরের দয়ায় অনুগ্রহে বা কৃপায়; খোদার রহমতে। ঈশ্বরবাদ (বিশেষ্য) ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃতিমূলক মত; আস্তিক্য। ঈশ্বরপরায়ণ ⇒ ঈশ্বরনিষ্ঠ। ঈশ্বরবাদী (বিশেষণ)। ঈশ্বরবাদিনী (স্ত্রীলিঙ্গ)। ঈশ্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ স্বামিনী; প্রভুপত্নী; অধিকারিণী (হৃদয়য়েশ্বরী)। ২ ঈশ্বরের পত্নী; দুর্গা; লক্ষ্মী; সরস্বতী (ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ঈশ্বরসৃষ্ট ⇒ ঈশ্বরকৃত। {(তৎসম বা সংস্কৃত) ঈশ্+বর(বরচ্)}
- Bengali Word ঈষ English definition [ইশ্] (বিশেষ্য) লাঙ্গলের ফলা। {(তৎসম বা সংস্কৃত) ঈষা>}
- Bengali Word ঈষা, ঈশা English definition [ইশা] (বিশেষ্য) ১ লাঙ্গলের দণ্ড। ২ সীতা। {(তৎসম বা সংস্কৃত) ঈষ্+অ+আ}
- Bengali Word ঈষিকা, ঈষীকা English definition [ইশিকা] (বিশেষ্য) ১ কাশ তৃণ। ২ তুলি। ৩ হাতির অক্ষিগোলক। ৪ শর ইত্যাদি তৃণের কুশ; খড়কে। {(তৎসম বা সংস্কৃত) ইষ্+ঈক(কীকন্)+আ; ঈষা+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word ঈষৎ English definition [ইশত্] (বিশেষণ), (অব্যয়) কিঞ্চিৎ; অল্প; কিছু; সামান্য। ঈষদচ্ছ (বিশেষণ) আলো আসতে পারে এমন কিন্তু স্বচ্ছ নয়; translucent (যে জিনিসের ভিতর দিয়ে আলো স্বচ্ছ পদার্থের মতো অনায়াসে চলাচল করে না এবং অস্বচ্ছ পদার্থের মতো সম্পূর্ণরূপে বাধা পায় না তাকে ঈষদচ্ছ পদার্থ বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ঈষদুচ্চ, ঈষদুত্থিত, ঈষদুন্নত (বিশেষণ) অল্প উচু; সামান্য উত্থিত। ঈষদুদ্ভিন্ন (বিশেষণ) ১ অল্প বিকশিত; স্বল্প প্রকটিত বা প্রকাশিত; সামান্য পরিমাণে প্রস্ফুটিত। ২ স্বল্প অঙ্কুরিত। ৩ অল্প ফাঁক (ঈষাদুদ্ভিন্ন ওষ্ঠাধর)। ঈষদুষ্ণ বিশষণ সামান্য গরম; কবোষ্ণ; কুসুম কুসুম গরম। ঈষদূন (বিশেষণ) কিছু কম; সামান্য কম। {(তৎসম বা সংস্কৃত) ঈষ্+অৎ(অতি)}
- Bengali Word ঈসা English definition [ইহা] (বিশেষ্য) ১ চেষ্টা। ২ ইচ্ছা; স্পৃহা। ঈহিত বিশেষণ। ঈহিতা, ঈহিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। (ঈদৃশী আদৃশী নহ ঈশান-ঈহিনী-ভারতচন্দ্র রায়গুণাকর)। (তুলনীয়) অনীহা (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) √ঈহ্+অ+আ(টাপ্)}
- Bengali Word ঈসা, ইসা, ঈশা English definition [ইসা, ইশা] (বিশেষ্য) আল্লাহর প্রেরিত একজন নবী; যিশু, খ্রিস্ট ধর্মের প্রবর্তক (চলে গেল ‘ঈসা’, ‘মুসা’ ও ‘দাউদ’-কাজী নজরুল ইসলাম)। ঈসায়ী (বিশেষণ) ১ খ্রিস্টীয় (ঈসায়ী সন)। ২ যিশুর মতাবলম্বী। {(আরবি) ঈসা }
- Bengali Word ঈসামসিহ, ইসামসি English definition [ইসামসিহ্, ইসামসি্] (বিশেষ্য) ১ ঈসা নবী; যিশুখ্রিস্ট। ২ (আলঙ্কারিক) আসল বিষয়; মূল কথা (শেষ ইসামসিতে সমাপ্তি-অর্থাৎ বাবুর বংশরক্ষার দুর্ভাবনা-কেদারনাথ মজুমদার)। {(আরবি) ⇒ ঈসা + সমীহ্}
- Bengali Word ঈসায়ী English definition ⇒ ইসা