ঠ পৃষ্ঠা ২
- Bengali Word ঠাট ১ English definition [ঠাট্] (বিশেষ্য) ১ সৈন্য শ্রেণি বা দল (শিকার খুঁজিয়া ঠাট কটক হয়রান হইয়া গেল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ দলসমূহ; সম্প্রদায়। {(তৎসম বা সংস্কৃত) স্রোণ্>}
- Bengali Word ঠাট ২ English definition [ঠাট্] (বিশেষ্য) ১ কাঠামো; ফ্রেম। ২ বাহ্যিক চালচলন; জীবনযাত্রার রীতি (ব্যবসায়ের ঠাট বজায় রাখিতে হয়-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। ৩ ভাবভক্তি; ছলাকলা; ঠমক (কত ঠাট জানে)। ৪ ধরন; রকম; চাল; ঢঙ (নূতন ঠাট)। ঠাটঠমক (বিশেষ্য) বাইরের চালচলন; বাহ্যিক আড়ম্বর। ঠাকবাট (বিশেষ্য) বাহ্যিক আড়ম্বর (বয়সের অনুপাতে ঠাটবাট অনেক বেশী-জগলুল হায়দার আফরিক)। {(তৎসম বা সংস্কৃত) স্থাতৃ>}
- Bengali Word ঠাটা ১ English definition ঠাঠা’ [ঠাটা, ঠাঠা] (বিশেষ্য) বজ্র; বাজ (বোশেখ মাসের ঠাটা যেমন গিরির বুকে ঠুকে-জসীমউদ্দীন)। ঠাটা পড়া (বিশেষণ) বাজ পড়া; প্রখর (.... ঠাটা পড়া রোদের মধ্যে .... রাস্তায় হাঁকে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {ঠাট+আ}
- Bengali Word ঠাটা ২ English definition ⇒ ঠাট্টা
- Bengali Word ঠাট্টা English definition ঠাটা [ঠাট্টা, ঠাটা] (বিশেষ্য) উপহার; বিদ্রূপ; কৌতুক; পরিহাস; তামাশা; রহস্য; রঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) টট্টরী> ঠট্ঠঅ>ঠাঠ্টা>ঠাট্টা}
- Bengali Word ঠাট্টাপোরা English definition [ঠাট্টাপোরা] (বিশেষ্য) রসিকতাপূর্ণ (জলযোগের সকল জিনিসগুলিই ঠাট্টাপোরা-কালীপ্রসন্ন সিংহ)।
- Bengali Word ঠাঠা ১ English definition ⇒ ঠাটা
- Bengali Word ঠাঠা ২ English definition [ঠাঠা] (অব্যয়) উচ্চৈঃস্বরে হাসির এক প্রকার ধরন (আমার মুখে পাণ্ডিত্যের কথা শুনলে ঠা ঠা করে হেসে উঠবেন-সৈয়দ মুজতবা আলী)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঠাণ্ডা English definition [ঠান্ডা] (বিশেষণ) ১ শীতল (ঠাণ্ডা পানি); শীতযুক্ত। ২ স্নিগ্ধ; সুখস্পর্শ; শীতলকারী; শান্ত (ঠাণ্ডা স্বভাব)। ৩ হিম; শৈত্য; শীত (ঠাণ্ডা পড়েছে)। {(তৎসম বা সংস্কৃত) স্তব্ধ>(প্রাকৃত) ঠড্ঢ>}
- Bengali Word ঠান ১ English definition [ঠান্] (বিশেষ্য) (হিন্দু সমাজে প্রচলিত) ঠাকুরানী (মা-ঠান বলে দেছে দুটো ফাউ দিতে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। ঠানদিদি, ঠানদি (বিশেষ্য) ঠাকুরমা; দাদী (প্রৌঢ়া ঠানদি নব বধুর গা ঠেলিয়া দিয়া বলিলেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {ঠাকুরানী>}
- Bengali Word ঠান ২ English definition [ঠান্] (বিশেষ্য) স্থান। {(তৎসম বা সংস্কৃত) স্থান>ঠান}
- Bengali Word ঠাম English definition [ঠাম্] বিক ১ স্থান; ঠাঁই; জায়গা (স্থান বিবর্জিত মাত্র আছে সর্বঠাম রূপরেখা বহির্ভূত নিরমল নাম-সৈয়দ আলাওল)। ২ নিকট; সমীপ (রাধার ঠাম-চণ্ডীদাস)। ৩ আকার; মূর্তি (বঙ্কিম ঠাম)। ৪ রূপ। ৫ স্ত্রী; শোভা; সৌন্দর্য (সুঠাম দেহ)। ৭ ভঙ্গি; ভঙ্গিমা; ঢঙ; ধরন; রীতি (কালাচাঁদ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছেন-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) স্থান>ঠাম্}
- Bengali Word ঠার English definition [ঠার্] (বিশেষ্য) ইশারা; সংকেত; ইঙ্গিত (নয়নের ঠার দিয়া কথা কহে ছলে-শেখ ফয়জুল্লাহ)। ঠারা (ক্রিয়া) ইশারা বা সংকেত করা; বাঁকাভাবে চাহিয়া ইঙ্গিত করা (চোখ ঠারা)। ঠারাঠারি (বিশেষ্য) চোখের ইঙ্গিতে ভাব বিনিময়। ঠারেঠোরে ক্রিবিন ইঙ্গিতে; ইশারায় (তাই টাপে টোপে ঠারে ঠোরে কই-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) স্তার>সার>}
- Bengali Word ঠাস ১ English definition ঠাশ [ঠাশ্] (অব্যয়) ১ সাজোরে চড় মারার শব্দ। ২ হঠাৎ চিৎ হয়ে বা উপুড় হয়ে পড়বার শব্দ। ঠাস ঠাস (অব্যয়) বার বার ঠাস ধ্বনি। q (ক্রিয়াবিশেষণ) বার বার ঠাস শব্দ করে (ঠাস ঠাস বাঁশ ভাঙছে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঠাস ২ English definition [ঠাশ্] (বিশেষণ) ১ নিবিড়; ঘন (ঠাসাবুনানি)। ২ ঘেঁষাঘেঁষি। ঠাস বুনুনি/বুনানি (বিশেষ্য) ঘনভাবে গ্রন্থনা; জমাটভাবে গ্রথিত (আম-জামে ঘেরা ঠাসবুনুনির গ্রাম নেই-সৈয়দ মুজতবা আলী)। ঠাসবুনোন (বিশেষ্য) ঘনভাবে গ্রন্থন; ঘনভাবে সংগ্রথিত (আমার কোণ-ঘেঁষা জীবনে ছায়ার ঠাসবুনোন তা আবছায়ার সমান-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অষ্টি>}
- Bengali Word ঠাসা, ঠাঁসা English definition [ঠাশা, ঠাঁশা] (ক্রিয়া) ১ গাদা; গাদানো; অত্যন্ত চেপে ঢুকানো। ২ বেশি বোঝাই করা। ৩ পেট খুব বেশি ভরে খাওয়া। ৪ চাপা (ঠেসে ধরা)। ৫ মর্দন বা পেষণ বা দলন করা (ময়দা ঠাসা)। (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঠাসাঠাসি (বিশেষ্য) অল্প স্থানে বেশি জিনিসের ভিড় বা চাপ; গাদাগাদি। ণিজন্ত-ঠাসান। {ঠাস+আ}
- Bengali Word ঠাহর English definition ⇒ঠাওর
- Bengali Word ঠাড় English definition [ঠাড়্] (বিশেষণ) খাড়া; দণ্ডায়মান (ঠাড় করা বা হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) স্তব্ধ>(প্রাকৃত) ঠড্ড>}
- Bengali Word ঠায় English definition [ঠায়্] (বিশেষ্য) স্থান (মধু মোম আর মৃগনাভি যারা কিনিত সুরের ঠাঁয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্থান>}
- Bengali Word ঠায় ১ English definition [ঠায়্] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) ১ নিশ্চলভাবে; কর্মহীনভাবে; একভাবে (ঠায় বসে আছে)। ২ একটানা (একস্থানে স্থির থাকা)। {(তৎসম বা সংস্কৃত) স্থির>ঠার>}