• Bengali Word চিনি English definition [চিনি] (বিশেষ্য) শর্করা; মিষ্টদ্রব্যবিশেষ; ইক্ষু বিট প্রভৃতি থেকে তৈরি মিষ্টি খাদ্য। চিনিপাতা দই (বিশেষ্য) চিনিসহযোগে প্রস্তুত দধি। চিনির বলদ (আলঙ্কারিক) (বিশেষ্য) চিনি বহনকারী বলদ যেমন চিনির স্বাদ ভোগ করতে পারে না তেমনি যে ব্যক্তি পরের সুখের জন্য খাটে কিন্তু নিজের পরিশ্রমলব্ধ সম্পদ ভোগ করতে পারে না। {গুজ. চীনী (চীনদেশীয়); (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) শর্করা, (ফারসি) শকরীন, (হিন্দি) শিরনী}
    • Bengali Word কবাবচিনি English definition [কবাব্‌চিনি] (বিশেষ্য) গোল মরিচ সদৃশ ফল বিশেষ; cubeb । {(ফারসি) কবাবচিনী }
    • Bengali Word কাবাব চিনি English definition [কাবাব্‌ চিনি] গোলমরিচের মতো একপ্রকার মশলা। {(আরবি) কাবাব+ (ফারসি) চিনি}