F পৃষ্ঠা ২
- English Word facility Bengali definition [ফাসিলাটি] (noun) (facilities) (১) [uncountable noun] সহজসাধ্যতা, সাবলীলতা, সহজে করতে বা লিখতে সাহায্য করে এমন গুণ। (২) (plural) সুযোগসুবিধা; সুযোগসুবিধা প্রদানকারী উপকরণাদি: Trains, buses and air services are examples of facilities for travel.
- English Word facing Bengali definition [ফেইসিঙ্] (noun) (১) ভিন্ন উপাদানের প্রলেপ বা আস্তরণ। (২) (plural) পোশাকের উপর ভিন্ন রঙের উপাদান।
- English Word facsimile Bengali definition [ফ্যাকসিমালি] [noun] [countable noun] লেখা, মুদ্রণ, ছবি প্রভৃতির অবিকল প্রতিরূপ।
- English Word fact Bengali definition [ফ্যাক্ট্] (noun) (১) (প্রকৃত) ঘটনা। accessary before the fact (আইন সম্বন্ধীয়) যে ব্যক্তি অপরাধ সংঘটিত হওয়ার আগে অপরাধে সহায়তা করে। accessary after the fact (আইন সম্বন্ধীয়) অপরাধ সংঘটিত হওয়ার পর জেনেশুনে যে ব্যক্তি অপরাধীকে সহায়তা করে। (২) [countable noun] সত্য (হিসেবে বিদিত বা গৃহীত কিছু) তথ্য। fact-finding (adjective) তথ্যানুসন্ধানী; তথ্যানুসন্ধানমূলক: a fact finding commission. (৩) [uncountable noun] বাস্তবতা; যা সত্য; যার অস্তিত্ব আছে: to distinguish fact from fiction, the fact of the matter is... প্রকৃত সত্য হচ্ছে এই যে,... in fact, as a matter of fact বাস্তবিকপক্ষে।
- English Word faction Bengali definition [ফ্যাকশ্ন্] (noun) [countable noun] (বিশেষত রাজনৈতিক) দলের অভ্যন্তরে ক্ষুব্ধ এবং প্রায়ই স্বার্থান্বেষী বা চক্রান্তকারী গোষ্ঠী। (২) [uncountable noun] দলাদলি। factious [ফ্যাক্শাস] (adjective) দলাদলিপ্রবণ; দলাদলিমূলক।
- English Word factitious Bengali definition [ফ্যাক্টিশাস্] (adjective) (আনুষ্ঠানিক) অস্বাভাবিক, কৃত্রিম, অভিসন্ধিমূলকভাবে রচিত বা সৃষ্ট।
- English Word factor Bengali definition [ফ্যাক্টা(র্)] (noun) (১) (গণিত) উৎপাদক; গুণনীয়ক। (২) উপাদান; হেতু; কারণ; কোনো পরিণতির জন্য সহায়ক ঘটনা বা পরিস্থিতি। (৩) প্রতিনিধি; দালালির বিনিময়ে অপরের বাণিজ্যিক লেনদেনে প্রতিনিধিত্বকারী; গোমস্তা। factorize, factorise (verb transitive) (গণিত) উৎপাদক বা গুণনীয়ক বের করা।
- English Word factory Bengali definition [ফ্যাকটারি] (noun) (factories) (১) কারখানা: factory workers, কারখানার শ্রমিক। (২) (ইতিহাস) বিদেশে বণিক-কোম্পানির বাণিজ্যকুঠি।
- English Word factual Bengali definition [ফ্যাক্চুআল্] (adjective) সত্য ঘটনাসম্পর্কিত; বাস্তব তথ্যপূর্ণ; তথ্যমূলক; প্রকৃত।
- English Word faculty Bengali definition [ফ্যাকাল্টি] (noun) (faculties) [countable noun] (১) (মানসিক) শক্তি, ক্ষমতা (কোনো কিছু করার): the faculty of acting, speech etc. (২) (বিশ্ববিদ্যালয়ে) অনুষদ; শিক্ষাবিভাগ বা পরস্পরসম্পর্কিত বিভাগেসমূহের সমষ্টি: the Faculty of Arts/Sciecnce/Law; (America(n)) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
- English Word fad Bengali definition [ফ্যাড্] [noun] [countable noun] সাময়িক খামখেয়াল; খেপামি। faddy (adjective) খামখেয়ালি; খোশখেয়ালি; খেয়ালি; পছন্দ-অপছন্দসংবলিত। faddily [ফ্যাডিলি] (adverb)
- English Word fade Bengali definition [ফেইড্] (verb transitive), (verb intransitive) fade (away) (১) বর্ণ; ঔজ্জ্বল্য, সজীবতা বা তেজ হারানো বা কমিয়ে ফেলা; ম্রিয়মাণ করা/হওয়া; বিবর্ণ করা/হওয়া। (২) ধীরে ধীরে বিলীন হওয়া: The daylight/sound faded away. (৩) চলচ্চিত্র বেতার সম্প্রচার ইত্যাদিতে শক্তির হ্রাসবৃদ্ধি ঘটানো।
- English Word faeces Bengali definition (America(n) =feces [ফীসীজ্]) (noun) (plural) (চিকিৎসাশাস্ত্র) মল; বিষ্ঠা।
- English Word fag 1 Bengali definition [ফ্যাগ্] [noun] [countable noun, uncountable noun] (কেবল singular) (কথ্য) ক্লান্তিকর কাজ; একঘেয়ে কাজ। (২) (পূর্ব ইংল্যান্ডে) উপরের শ্রেণির কোনো ছাত্রের বিশেষ দায়িত্ব পালনকারী নিচের শ্রেণির কোনো ছাত্র। (৩) (British/Britain অপশব্দ) সিগারেট। (৪) =faggot (৩)।
- English Word fag 2 Bengali definition [ফ্যাগ্] (verb intransitive), (verb transitive) (fagged, fagging, fags) (১) fag (at) (কথ্য) ক্লান্তিকর একঘেয়ে কাজ করা। (২) fag (out) (কথ্য) অত্যন্ত পরিশ্রান্ত করে তোলা: The work fagged me out . (৩) fag (for) উপরের শ্রেণির কোনো ছাত্রের বিশেষ দায়িত্ব পালন করা।
- English Word fagend Bengali definition [ফ্যাগ্-এন্ড্] (noun) (কথ্য) কোনো কিছুর নিকৃষ্ট বা অপ্রয়োজনীয় অবশিষ্টাংশ; পোড়া সিগারেটের শেষাংশ।
- English Word faggot Bengali definition (America(n) অপিচ 'fagot' [ ফ্যাগাট্]) (noun) (১) জ্বালানি হিসেবে ব্যবহার্য আঁটিবাঁধা লাঠি বা ডালপালা। (২) মাংসের বড়াবিশেষ। (৩) (America(n) অপশব্দ তুচ্ছ) সমকামী পুরুষ।
- English Word Fahrenheit Bengali definition [ফ্যারানহাইট্] (noun) হিমাঙ্ক ৩২° ও স্ফুটনাঙ্ক ২১২° চিহ্নিত তাপমান স্কেল।
- English Word faience Bengali definition [ফেইআ:ন্স্] [noun] [uncountable noun] (ফরাসি) চিত্রিত ও চকচকে মৃৎপাত্র বা চীনামাটির পাত্র।
- English Word fail 1 Bengali definition [ফেইল্] (noun) (কেবল without-সহযোগে) without fail নিশ্চিতভাবে; অতি অবশ্য: You must come tomorrow without fail.