ঢ পৃষ্ঠা ২
- Bengali Word ঢলঢল English definition [ঢলোঢলো, ঢল্ঢল্] (বিশেষণ) ১ শিথিল বা ঢিলা হওয়া; যথেষ্ট ঢিলা হওয়া (চুড়ি হাতে ঢলঢল করে)। ২ ঢুলুঢুলু; আবেশ-বিভোর (ঢলঢল আঁখি)। ৩ রূপ-লাবণ্যের প্রাচুর্যব্যঞ্জক (‘ঢলঢল কাঁচা অঙ্গের লাবণি’)। □ (অব্যয়) লাবণ্য ভাব (মুখখানি ঢলঢল করে)। □ (বিশেষ্য) টলটলায়মান; টলটল (মাঝে মাঝে তুমি শতদল ফুটেছিল ঢলঢল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঢলঢলে, ঢলঢলিয়া (বিশেষণ) ১ ঢিলা; শ্লথ; আলগা (ঢলঢলে পাজামা)। ২ লাবণ্যযুক্ত (ঢলঢলে মুখ)। ৩ তরল। {ঢল+ঢল (শিথিল অর্থে)}
- Bengali Word ঢলতা English definition [ঢল্তা] (বিশেষ্য) মাপে কিছু বেশি দেওয়া; যথার্থ ওজনের কিছু বেশি; ওজনের সম্ভাব্য ঘাটতি পূরণের জন্য বাড়তি কিছু (মণ হিসাবে মাপে একসের ঢলতা ত যাবেই)। {(হিন্দি) ঢলতা}
- Bengali Word ঢলন English definition [ঢলোন্] (ক্রিয়া) ঢলে পড়া কার্য। {ঢল+অন}
- Bengali Word ঢলা English definition [ঢলা] (ক্রিয়া) ১ হেলে বা ঝুঁকে পড়া (সূর্য পশ্চিম দিকে ঢরে পড়েছে)। ২ পক্ষপাতী হওয়া (পিতা পুত্রের দিকে ঢলেছে)। ৩ অবসন্ন হয়ে পড়া (রোদে চারাগুলো ঢলে পড়েছে)। ৪ ঢুলুঢুলু করা (ঘুমে ঢরে পড়া)। ৫ রসাবেশে বিভোর হওয়া (আবেশে ঢলা নয়ন)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঢলাঢল (বিশেষ্য) মাতামাতি (রসের তরঙ্গে ঢলাঢল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ঢলাঢলি (বিশেষ্য) অতিরিক্ত স্ফুর্তির ভাব; প্রকাশ্যে উচ্ছৃঙ্খল আচরণ; কেলেঙ্কারি (আজ তুমি বড় ঢলাঢলি করলে-বিদ্যাপতি)। ঢলানো, ঢলান (ক্রিয়া) ১ হেলানো; চলতে বাধ্য করা। ২ প্রদর্শন করা; অনাবশ্যকভাবে আতিশয্য প্রকাশ করা (অত পণ্ডিতি ঢলিয়ে কাজ নেই)। ৩ কেলেঙ্কারি করা। ৪ মাতলামি করা; মাতালের মতো কাজ করা। ৫ কাজ দ্বারা লোক হাসানো। ঢলানি (বিশেষ্য) ১ কেলেঙ্কারি; লোক হাসানো কাজ। ২ (স্ত্রী.) কলঙ্কিনী; লোক-হাসানি; কুলটা। ঢলানে (বিশেষণ) কেলেঙ্কারি করে এমন। {ঢল+আ}
- Bengali Word ঢল্ক English definition ⇒ ঢল্কো
- Bengali Word ঢল্কো, ঢল্ক English definition [ঢল্কো] (বিশেষণ) ঢিলা; আলগা; ঢলঢলে। {(প্রাকৃত) ঢংঢল্ল}
- Bengali Word ঢসকা English definition ⇒ ঢোস্কা
- Bengali Word ঢসকিয়া পড়া English definition ⇒ ঢসকে পড়া, ঢসকে পড়া, ঢসকিয়া পড়া (সা.) [ঢোশ্কে পড়া, ঢোশ্কিয়া পড়া] (ক্রিয়া) খসে পড়া (ইয়া দাড়ি-গোঁপসমেত আরেকটি সমুচা রবি ঠাকুর বেহেশ্ৎ থেকে টুকুস্ করে ঢস্কে পড়বেন-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত),ধস>}
- Bengali Word ঢসন English definition [ঢশোন্] (ক্রিয়া) ধসন; নদীর পাড় ভাঙন; খসন। ঢসা (ক্রিয়া) ভেঙে পড়া; ধসা। ঢসানো (ক্রিয়া) ভেঙে ফেলা; খসানো। {(তৎসম বা সংস্কৃত) ধস>ঢস+অন}
- Bengali Word ঢাঁই English definition [ঢাঁই] (বিশেষ্য) আঁশহীন বড় মাছবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ধার>ধাঁ+ই}
- Bengali Word ঢাঁচা English definition ⇒ ঢাচা
- Bengali Word ঢাঁট English definition [ঢাঁট] (বিশেষণ) নির্লজ্জ; প্রগলুভ; অশিষ্ট; অভব্য (বুঝিল বড়ই টাঁর্ট-শ্রীকৃষ্ণমঙ্গল)। টাঁটী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>; (তুলনীয়) (হিন্দি) ঢাঁট}
- Bengali Word ঢাউস English definition [ঢাউশ্] (বিশেষণ) ১ অত্যন্ত বৃহদাকার; স্থূল (গিয়ে দেখি এক ঢাউস ট্রফি-সৈয়দ মুজতবা আলী)। ২ বড় ঘুড়িবিশেষ। {(তুলনীয়) (হিন্দি) ঢব্বুস}
- Bengali Word ঢাক English definition [ঢাক্] (বিশেষ্য) সুপরিচিত বৃহৎ বাদ্যযন্ত্র; ঢক্কা। ঢাক করা (ক্রিয়া) ঢাক পিটিয়ে প্রচার করা। ঢাক ঢাক গুড় গুড় (বিশেষ্য) রহস্য বা কলঙ্ক চেপে রাখার চেষ্টা; চাপাচাপি; ঢাকাঢাকি; গোপনতা (আর ঢাকঢাক গুড়গুড়ে প্রয়োজন নেই, স্পষ্ট করে বলে ফেলো)। ঢাক পড়ে যাওয়া (ক্রিয়া) চতুর্দিকে রাষ্ট্র হওয়া। ঢাক পেটা, ঢাকঢোল পেটা (ক্রিয়া) ১ ঢাক বাজানো। ২ সকলের বা সর্বসাধারণের নিকট প্রচার করা। ঢাক বাজানো, ঢাক বাজান (ক্রিয়া) সুনাম জাহির করা। ঢাকে কাঠি দেওয়া (ক্রিয়া) ঢাক বাজানো, রাষ্ট্র করা; চতুর্দিকে প্রচার করা। ঢাকের কাঠি, ঢাকের কাটি (বিশেষ্য) ১ ঢাক বাজানোর সরু দণ্ড। ২ ((আলঙ্কারিক)) নিত্য সঙ্গী অথচ বৃহৎ ঢাকের ন্যায় বড়র সঙ্গে কাঠির ন্যায় ছোট; মোসাহেব। ঢাকের দায়ে মনসা বিকানো (ক্রিয়া) প্রধান কাজের চেয়ে অপ্রধান কাজে বেশি খরচ করা; অনাবশ্যক বাহ্যাড়ম্বরের ফলে আসল উদ্দেশ্যের জন্য অর্থাভাব ঘটা। ঢাকের পিঠে বাঁশ ((আলঙ্কারিক)) অনাবশ্যক বস্তু (ঢাকের পিঠে বাঁশ অনাবশ্যক-তা দিয়ে বাজানো অসম্ভব)। ঢাকের বাঁয়া (বিশেষ্য) ((আলঙ্কারিক)) সঙ্গে আছে অথচ কাজে লাগে না; অনাবশ্যক ও অকেজো সঙ্গী। ধর্মের ঢাক আপনি বাজে-পাপ কাজ গোপন করতে চেষ্টা করলেও তা চাপা থাকে না। {(তৎসম বা সংস্কৃত) ঢাক্ক<(প্রাকৃত) ঢক্কা>}
- Bengali Word ঢাকন English definition ⇒ ঢাকনা
- Bengali Word ঢাকনা, ঢাকনি, ঢাকুনি, ঢাকন English definition [ঢাক্না, ঢাকনি, ঢাকুনি, ঢাকোন্] (বিশেষ্য) ১ আবরক বস্তু; আচ্ছাদন। ২ বাক্স প্রভৃতির ডালা; lid। ৩ হাঁড়ি ইত্যাদির আবরক; সরা প্রভৃতি। {√ঢাক্+অন+আ}
- Bengali Word ঢাকা ১ English definition [ঢাকা] (বিশেষ্য) ১ ঢাকনা (কৌটার ঢাকা)। ২ আবরণ (খুলে দিলে স্তব্ধতার ঢাকা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) আবৃত; আচ্ছাদিত; গুপ্ত; প্রকাশিত (কিছুই ঢাকা থাকবে না)। □ (ক্রিয়া) ১ আবৃত করা; আচ্ছাদিত করা। ২ গোপন করা; চাপা দেওয়া; লুকানো (দোষ ঢাকা)। ঢাকাঢাকি (বিশেষ্য) সংগোপন; সম্পূর্ণ গোপন; লুকানো (লতাপাতার অন্তরালে বড়ো সরস ঢাকাঢাকি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঢাকা দেওয়া (ক্রিয়া) ১ আবৃত করা; আচ্ছাদিত করা। ২ গোপন করা; জানতে না দেওয়া। ঢাকা পড়া (ক্রিয়া) ১ আবৃত হওয়া; আচ্ছাদিত হওয়া। ২ অদৃশ্য হওয়া; চাপা পড়া। ৩ বিস্মৃতির গর্ভে বিলীন হওয়া (কথাটা ঢাকা পড়ে গেল)। গা ঢাকা দেওয়া (ক্রিয়া) ১ লোকের দৃষ্টির আড়ালে থাকা। ২ গোপনে চলাফেরা করা। শাক দিয়া মাছ ঢাকা (ক্রিয়া) যা গোপন থাকবে না তাকে গোপন করার প্রয়াস পাওয়া; গোপন করার বৃথা চেষ্টা করা। {√ঢাক্+আ}
- Bengali Word ঢাকা ২ English definition [ঢাকা] (বিশেষ্য) সুবা বাংলার এক কালের রাজধানী-বাংলাদেশের সুপরিচতি নগরী ও রাজধানী; ঢাকা নগরী। ঢাকাই (বিশেষণ) ১ ঢাকাসংক্রান্ত; ঢাকাসম্বন্ধীয়। ২ ঢাকায় উৎপন্ন বা প্রস্তুত (ঢাকাই জামাদানি)। ২ ঢাকায় প্রচলিত। ঢাকাই জালা (বিশেষ্য) ১ ঢাকায় প্রস্তুত বড় জালা। ঢাকাইয়া (বিশেষ্য) (বিশেষণ) ঢাকার অধিবাসী। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) অতি স্থূল; খুব স্ফীত (পেট যেন ঢাকাই জালা)। ঢাকাই মসলিন (বিশেষ্য) ঢাকায় প্রস্তুত অতি সূক্ষ্ম বস্ত্রবিশেষ। {ঢাক+আ}
- Bengali Word ঢাকি English definition [ঢাকি] (বিশেষ্য) যে ঢাক বাজায়; ঢাক বাজনদার; যে ঢাক বাজিয়ে জীবিকা অর্জন করে। ঢাকি শুদ্ধ বিসর্জন (বিশেষ্য) সর্বস্ব জলাঞ্জলি; সব খোয়ানো। {ঢাক+ই}
- Bengali Word ঢাকুন, ঢাকুম English definition [ঢাকুন্, ঢাকুম্] (বিশেষ্য) সরা; মাটির তৈরি ঢাকনি (এক ঢাকুম জলে ডুবে মরতে পার না ধিঙ্গি বেহায়া ছুঁড়ী?-কাজী নজরুল ইসলাম)। {ঢাকন>}