ঢ পৃষ্ঠা ৩
- Bengali Word ঢাকুনি English definition ⇒ ঢাকনা
- Bengali Word ঢাঙ্গাতি English definition ((মধ্যযুগীয় বাংলা)) [ঢাঙ্গাতি] (বিশেষণ) ১ ধূর্ত; শঠ; প্রবঞ্চক (ঢঙ্গ ঢাঙ্গাতি নহি আখেটির জাতি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ শঠতা; প্রবঞ্চনা; চাতুরী (শিশুমতি মোর নাতি নাই জানে চাঙ্গাতি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {ঢঙ্গ>}
- Bengali Word ঢাচা, ঢাঁচা English definition [ঢাচা, ঢাঁচা] (বিশেষ্য) আকৃতি; কাঠাম। {(হিন্দি) চাঁচা}
- Bengali Word ঢাপা English definition [ঢাপা] (বিশেষ্য) ১ আচ্ছাদন। ২ বেতে-বোনা ঝুড়ি; ঝাঁকাবিশেষ। ঢাপি (বিশেষ্য) ক্ষুদ্রার্থে। {(হিন্দি) ঢাপা}
- Bengali Word ঢাবস English definition [ঢাবোশ্] (বিশেষ্য) বড় ঘুড়ি; ঢাউস (ঢাবস হইল দূর ঢৌল রঙ্গ হইল চুর চুরিয়া না পাইলু দরশন-দৌলত উজির বাহরাম খান)। {(তুলনীয়) (হিন্দি) ঢব্বস}
- Bengali Word ঢাবি English definition [ঢাবি] (বিশেষ্য) মূর্তি (ঢাবি পানে চায় বাউল-গোবিন্দচন্দ্রের গীত)। {(হিন্দি) ঢব}
- Bengali Word ঢামন ((মধ্যযুগীয় বাংলা)) English definition [ঢামোন্] (বিশেষ্য) (বিশেষণ) লম্পট; কামুক (ঠগ ঢামন ঢেঙ্গ ডাকাইত সঙ্গতি। মস্তক ঘোরায় যেন হইল আন-মতি-দৌলত উজির বাহরাম খান)। {ঢেমন>; (তুলনীয়) (হিন্দি) ধামিন্}
- Bengali Word ঢামাল, ঢামালি English definition (-প্রাচীন বাংলা) [ঢামাল্, ঢামালি] (বিশেষ্য) ১ রঙ্গ-তামাশা; ঢলাঢলি (সখি সবে মেলি করিয়া ঢামালি-রাজশেখর বসু (পরশু))। ২ দুষ্টামি (আমা সনে....কিসের ঢামালি?-কৃত্তিবাস ওঝা)। {ধামালি>}
- Bengali Word ঢাল ১ English definition [ঢাল্] (বিশেষ্য) অস্ত্রের আঘাত নিবারক কঠিন চর্মনির্মিত ফলকবিশেষ; shield (কোতোয়াল যেন কাল খাঁড়া ঢাল ঝাঁকে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ঢালকি (বিশেষ্য) ১ ঢালী। □ (বিশেষণ) ঢালধারী। ঢাল হওয়া (ক্রিয়া) রক্ষাকর্তা বা অভিভাবক হওয়া। {(মুণ্ডারি) ঢাল}
- Bengali Word ঢাল ২, ঢালা English definition [ঢাল্, ঢালা] (বিশেষ্য) ঢালু জমি; ক্রমনিম্নভূমি; গড়ান (পুকুরের ঢাল)। □ (বিশেষণ) ক্রমনিম্ন; ক্রমশ নিচু গড়ানো (ঢাল পাড়)। {(তৎসম বা সংস্কৃত) ক্ষর>; (তৎসম বা সংস্কৃত) ধারা>}
- Bengali Word ঢালন, ঢালাই English definition [ঢালন্, ঢালাই] (বিশেষ্য) ধাতু গলিয়ে ছাঁচে ঢেলে রূপ দেওয়া ঢালনদার (বিশেষ্য) (বিশেষণ) যে ঢালাই করে; ঢালাইকর। ঢালনি (বিশেষ্য) যে পাত্রে স্বর্ণরৌপ্যাদি ধাতু গলিয়ে ঢালা হয়। {(তৎসম বা সংস্কৃত) ক্ষরণ>; ঢাল্+অন, আই}
- Bengali Word ঢালশুমার, ঢালসুমর English definition [ঢাল্শুমার্, ঢালসুমোর্] (বিশেষ্য) ১ যেখানে যা আছে সমস্ত একত্র ঢেলে ফেলে গণনা। ২ ধার শোধ দেওয়া; পুনরায় নেওয়া। {ঢাল=(ধার)+শুমার=গণনা}
- Bengali Word ঢালা English definition [ঢালা] (ক্রিয়া) ১ এক পাত্র থেকে অন্য পাত্রে পাতিত করা (পানি ঢালা, দুধ ঢালা)। ২ ধাতু গলিয়ে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য পাতিত করা (ছাঁচে ঢালা)। ৩ বহুল পরিমাণে নিয়োগ করা বা ছড়িয়ে দেওয়া (ব্যবসায়ে টাকা ঢালা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ ছাঁচে ঢালাই করা হয়েছে এমন (ঢালা কড়াই)। ২ সুবিস্তৃত; ঢালাও (ঢালা বিছানা)। ৩ সুবিস্তৃত; ঢালাও (ঢালাবিছানা)। ৪ স্পষ্ট ও স্থায়ী (ঢালা হুকুম)। ঢালাও১ (বিশেষণ) ঢালা; সুবিস্তৃত (ঢালাও ফরাস)। ২ ব্যক্ত ও বিশদ; স্পষ্ট ও স্থায়ী (ঢালাও হুকুম)। ৩ সুপ্রচুর (ঢালাও খাদ্য)। ঢালাঢালি, ঢালা উপরা, ঢালা উবরা (বিশেষ্য) এক পাত্র থেকে অন্যপাত্রে পুনঃপুন ঢালা। ঢালা লোহা (বিশেষ্য) ছাঁচে ঢালা লোহা (পেটা নহে); cast iron। ঢেলে সাজানো, ঢালিয়া সাজানো (ক্রিয়া) ১ পোড়া তামাক ফেলে দিয়ে কল্কে সাজানো। ২ ((আলঙ্কারিক)) কোনো কাজ নতুন করে আরম্ভ করা। গা ঢেলে দেওয়া (ক্রিয়া) ১ নিরুদ্যম হওয়া। ২ আশা ভরসা ছেড়ে দেওয়া। প্রাণঢালা (বিশেষণ) আন্তরিক (প্রাণঢালা অভ্যর্থনা)। {√ঢাল্+আ}
- Bengali Word ঢালাই English definition [ঢালাই] (বিশেষ্য) ১ ধাতু গলিয়ে ছাঁচে ঢেলে বিভিন্ন রূপ দেওয়ার কাজ। ২ ছাঁচে ঢেলে তৈরি (ঢালাই কড়াই)। ঢালাইকর (বিশেষ্য) যে ঢালাইয়ের কাজ করে; ঢালাই করার কারিগর। ঢালাই করা (ক্রিয়া) ১ ছাঁচে তৈয়ার করা (সনেটের ছাঁচে নানারূপ ভাবে মূর্তি ঢালাই করা চলে-প্রথম চৌধুরী )। □ (বিশেষণ) পেটা নহে এমন; ঢারা (ঢালাই-করা লোহা)। ঢালাইখানা (বিশেষ্য) ঢালাইয়ের কারখানা; যেখানে ঢালাই হয়; foundry। ঢালাও, ঢালাউ (বিশেষণ) ১ বিস্তৃত (ঢালাও বিছানা)। ২ দেদার; পর্যাপ্ত; প্রচুর (ঢালাও জিনিস)। ৩ অবাধ (ঢালাও হুকুম)। ঢালানো (ক্রিয়া) অপরের দ্বারা ঢালাই করানো। {√ঢাল্+আই}
- Bengali Word ঢালী English definition (-লিন্) [ঢালি] (বিশেষণ) ঢালধারী; ঢালযুক্ত (সামালিয়া খায় তালি কালু সিংহ মহাঢালি-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) ১ ঢালধারী সৈনিক (তবকী ধানুকী ঢালী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ উপাধিবিশেষ (ঢালীদের বাড়ি)। ঢালিনী (স্ত্রীলিঙ্গ)। ঢালী পাইক (বিশেষ্য) ঢালধারী পদাতিক। {(তৎসম বা সংস্কৃত) ঢাল+ইন্(ইনি)}
- Bengali Word ঢালু English definition [ঢালু] (বিশেষণ) ঢালযুক্ত; গড়ানে; ক্রমশ নিচু; ক্রমনিম্ন (ঢালু জমি)। {ঢাল+উ}
- Bengali Word ঢিকরানো English definition = ঢিকা
- Bengali Word ঢিকা, ঢিকানো, ঢিকনো English definition [ঢিকা, ঢিকানো, ঢিকোনো] (ক্রিয়া) ক্লান্তি হেতু কষ্টেসৃষ্টে আস্তে চলা; ধুঁকে ধুঁকে চলা। ঢিকোতে ঢিকোতে, ঢিকিয়ে ঢিকিয়ে (ক্রিয়াবিশেষণ) মন্থর গতিতে; আস্তে আস্তে। {(তৎসম বা সংস্কৃত) ধিক্ষ্>; ক্রিয়ারূপ-ঢিকাই, ঢিকাও, ঢিকান, ঢিকাতে, ঢিকালে, ঢিকিয়ে ইত্যাদি}
- Bengali Word ঢিট, ঢীট English definition [ঢিট্] (বিশেষণ) ১ ঠিক (পিটনী খেয়ে পিঠ যে তোদের টিট হয়েছে-কাজী নজরুল ইসলাম)। ২ ((মধ্যযুগীয় বাংলা)) দৃষ্ট; শঠ; নির্লজ্জ (হাসি মুখ নিরখয়ে টীট মাধাই-বিদ্যাপতি)। ৩ অশিষ্ট; দুর্বিনীত (টিট আঁখি দুঃখবতী ঢাকিলু নয়ন-জ্যোতি-রাজশেখর বসু (পরশু))। ৪ শায়েস্তা; জব্দ (দাবাড়ি খেয়ে শেয়াল পণ্ডিত ঢিট হয়ে গিয়েছিল)। ঢিট করা (ক্রিয়া) ১ শায়েস্তা করা। ২ বশে আনা। ৩ সংশোধন করা। ঢিটপনা (বিশেষ্য) নির্লজ্জতা; বেহায়াপনা; ধৃষ্টতা (কখন না দেখি আমি এমন ঢিটপনা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দৃষ্ট>(প্রাকৃত) ঢিট্ঠ>}
- Bengali Word ঢিটানি, ঢিটেমি English definition [ঢিটানি, ঢিটেমি] (বিশেষ্য) অবহেলা; চতুরতা (বুদ্ধিশুদ্ধি আছে অথচ পড়াশোনায় ঢিটেমি করছে জানলে তার তখনো ছুটি নেই-সৈয়দ মুজতবা আলী; ঢিটের ঢিটানি খেতের মিটানি-চণ্ডীদাস)। {ঢিট+আনি, আমি}