ল পৃষ্ঠা ২০
- Bengali Word লেডি, লেডী English definition [লেডি] (বিশেষ্য) ১ ভদ্রমহিলা। ২ গৃহকর্ত্রী। ৩ নাইট ইত্যাদি পদবিধারী ব্যক্তির স্ত্রীর পদবি। ৪ সম্ভ্রান্ত রমণী। ফার্স্ট লেডি (first lady) (বিশেষ্য) রাষ্ট্রপ্রধান পুরুষ হলে তাঁর পত্নী; মহিলা-প্রধান; মুখ্যমহিলা; বেগম-ই-আজম। {(ইংরেজি) lady}
- Bengali Word লেডিকেনি English definition [লেডিকেনি] (বিশেষ্য) ছানা দ্বারা প্রস্তুত প্রসিদ্ধ রসালো মিঠাইবিশেষ। {(ইংরেজি) Lady Canning}
- Bengali Word লেতি, লেত্তি English definition [লেতি, লেত্তি] (বিশেষ্য) লাটিম বা লাট্টু ঘুরানোর দড়ি বা নেতি; লত্তি। {(হিন্দি) লত্তী}
- Bengali Word লেদ মেশিন English definition [লেদ্ মেশিন্] (বিশেষ্য) ধাতু দ্রব্যাদি নির্মাণের যন্ত্র। {(ইংরেজি) lathe machine}
- Bengali Word লেদা English definition [ল্যাদা] (বিশেষ্য) ১ গোময়; গোবর। {(তুলনীয়) (হিন্দি) লীদ}
- Bengali Word লেদাপোকা English definition [ল্যাদাপোকা] (বিশেষ্য) প্রজাপতি হওয়ার পূর্বে যেসব শূককীট কচি গাছ ও ধান প্রভৃতি গাছের পাতা খেয়ে ক্ষতি করে; কীটবিশেষ। লেদাবাছা (বিশেষ্য) স্বল্প বয়সী শিশু। {লেদা+পোকা}
- Bengali Word লেদাড়ু, লেদাড়ে, ল্যাদাড়ে, ন্যাদাড়ে English definition [ল্যাদাড়ু, লেদাড়ে, ল্যাদাড়ে, ন্যাদাড়ে] (বিশেষণ) ১ অলস; চটপটে নয় এমন; দীর্ঘসূত্রী। {লেদা+ড়ু, ড়ে}
- Bengali Word লেন English definition [লেন্] (বিশেষ্য) গলি; শহরের সরু রাস্তা। {(ইংরেজি) lane}
- Bengali Word লেনদেন, লেনাদেনা English definition [লেন্দেন্, লেনাদেনা] (বিশেষ্য) ১ আদান-প্রদান; দেওয়া-নেওয়া; প্রদান ও গ্রহণ (চিত্রিত ভাষা কথিত ভাষা অভিনীত ভাষা, এসব যদি এ ওর কাছে লেনাদেনা করে চললো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ দান ও প্রতিদান; আদান-প্রদান। ৩ কারবার; ব্যবসা-বাণিজ্য। {(হিন্দি) লেনদেন}
- Bengali Word লেন্স English definition [লেন্স্] (বিশেষ্য) স্পষ্ট করে দেখতে সাহায্যকারী কাচখণ্ড। {(ইংরেজি) lens}
- Bengali Word লেপ ১ English definition [লেপ্] (বিশেষ্য) ১ প্রলেপ; লেপন; পেঁচ (মাটির লেপ)। ২ লেপে জোড়ার জিনিস; লেই; আঁটার উপকরণ। লেপক (বিশেষণ) লেপনকারী; লেপনকর্তা। লেপন (বিশেষ্য) ১ লেপ; প্রলেপন; পোঁচ দেওয়া; বিলেপন। ২ যা লেপা যায়। লেপনীয়, লেপ্য (বিশেষণ) লেপনের যোগ্য বা উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √লিপ্+অ(ঘঞ্)}
- Bengali Word লেপ ২, নেপ English definition [লেপ্, নেপ] (বিশেষ্য) এক প্রকার তুলাপূর্ন শীত নিবারক কাঁথা বা গাত্রাবরণ; বালাপোশ; রেজাই। {(আরবি) লিহাফ}
- Bengali Word লেপচা English definition [লেপ্চা] (বিশেষ্য) পূর্ব হিমালয় অঞ্চলে প্রধানত সিকিমে বসবাসকারী আদিম পার্বত্য জাতিবিশেষ। {অজ্ঞাতমূল}
- Bengali Word লেপটা, লেপটানো English definition [ল্যাপ্টা, ল্যাপ্টানো] (ক্রিয়া) ১ জড়িয়ে যাওয়া (সেই লেপটানো আঁটা জামা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ লিপ্ত বা জড়িত হওয়া। ৩ লেপা; লেপন করা। {√লেপটা, +আনো}
- Bengali Word লেপটেন্যান্ট English definition [লেফ্টেন্যান্ট্] (বিশেষ্য) উপরওয়ালার পক্ষে কাজ চালাতে নিযুক্ত তাঁর অব্যবহিত নিম্নস্থ কর্মচারী; সহকারী; স্থলবাহিনীতে ক্যাপ্টেনের কর্মচারী (যেই কোন লেফটেন্যান্ট কাজ দেখতে আসেন-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) lieutenant}
- Bengali Word লেপন, লেপনীয়, লেপ্য English definition ⇒ লেপ১
- Bengali Word লেপা English definition [লেপা] (ক্রিয়া) নিকানো; লেপন করা; তরল পদার্থের পোঁচ দেওয়া; আবৃত করা; ঢাকা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে (ভীষণ অন্ধকার বিশ্বছবিটির উপর লেপা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। লেপানো (ক্রিয়া) ১ তরল পোঁচ দেওয়ানো। ২ অপরকে দিয়ে নিকানো বা আবৃত করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √লিপ্+আ}
- Bengali Word লেফট-রাইট English definition [লেফ্ট্রাইট্] (বিশেষ্য) বাম-ডান; সৈন্য বাহিনীর পা মিলিয়ে চলার সংকেত-ধ্বনিবিশেষ; মার্চ করা (ঐ পাশে কাদের তালে তালে পা মিলিয়ে চলার শব্দ পাচ্ছি। ঝপঝপ-লেফট-রাইট লেফট-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) left-right}
- Bengali Word লেফাফা English definition [লেফাফা] (বিশেষ্য) খাম; চিঠিপত্রের উপরের আবরণবিশেষ; envelope। লেফাফাদুরস্ত, লেফাফাদোরস্ত (বিশেষণ) বাইরের আদব-কায়কোবাদদায় ত্রুটিহীন কিন্তু আসলে ফাঁকিবাজ; কপট (আমি লেফাফাদুরস্ত কাজ চাই-রাজশেখর বসু (পরশু))। {(আরবি) লিফাফাহ}
- Bengali Word লেবরেটরি English definition [ল্যাব্রেটোরি] (বিশেষণ) বিজ্ঞান গবেষণাগার (কালের করাল হস্তে পৃথিবীর এই সর্ব প্রথম লেবরেটরি আজ নিশ্চিহ্ন-আবদুল মওদুদ)। {(ইংরেজি) laboratory}