ল পৃষ্ঠা ২১
- Bengali Word লেবাস, লেবাছ English definition [লেবাস্, লেবাছ্] (বিশেষ্য) পোশাক (মুন্সি সাহেব বয়ান করেন আতসেরি লেবাছ পরে-জসীমউদ্দীন)। লেবাস পরস্তি/পোরস্তি (বিশেষ্য) পোশাক-পরিচ্ছদে অনুরক্তি (লেফাফাদুরস্তি ও লেবাসপোরস্তিই তার কাছে জীবনের প্রথম ও শেষ কথা-মোতাহের হোসেন চৌধুরী)। {(আরবি) লিবাস}
- Bengali Word লেবু, নেবু English definition [লেবু, নেবু] (বিশেষ্য) একপ্রকার অম্লরসাত্মক ফল (পাতি লেবু, কমলালেবু)। {(পর্তুগিজ) lima; (ইংরেজি) lemon, (ফারসি) লিমূন; (আরবি) লাইমূন}
- Bengali Word লেবেল English definition [লেবেল্] (বিশেষ্য) শিশি বোতল বা জিনিসপত্রের উপর লাগানো বস্তুর পরিচয়পত্র (লেবেল লাগিয়ে যাকে পড়তে হয়-হাবীবুর রহমান)। {(ইংরেজি) label}
- Bengali Word লেভি English definition [লেভি] (বিশেষ্য) উৎপন্ন ফসল; ব্যাংক সুদ প্রভৃতির উপর যে নির্দিষ্ট পরিমাণ সরকারকে নির্দিষ্ট মূ্ল্যে প্রদান বাধ্যতামূলক। {(ইংরেজি) levy}
- Bengali Word লেমনেড English definition ⇒ লিমনেড
- Bengali Word লেলা English definition [ল্যালা] (বিশেষ্য) ১ হাবা; ল্যালা। ২ হাবলা; নির্বোধ; হাবা-গোবা এবং মুখ দিয়ে লালা পড়ে এমন ব্যক্তি। {লালা+উয়া=লালুয়া>}
- Bengali Word লেলাখেপা, লেলাক্ষেপা, নেলাখ্যাপা English definition [ল্যালাখ্যাপা, লেলাক্ষেপা, ন্যালাখ্যাপা] (বিশেষণ) ১ বুদ্ধিহীন; পাগলা ধরনের। ২ লেলা ও ক্ষেপা। ৩ আউলিয়া। {লেলা+ক্ষেপা}
- Bengali Word লেলানো English definition [ল্যালানো] (ক্রিয়া) আক্রমণের জন্য উত্তেজিত করা বা উসকানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {লেলা+আনো}
- Bengali Word লেলিহ English definition [লেলিহো] (বিশেষণ) লোল জিহ্বার মতো প্রসারিত (একেবারে শত লেলিহ রসনা লেহন করিতে লগিল দেহ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √লিহ্+য(যঙ্)+ অচ্)}
- Bengali Word লেলিহান English definition [লেলিহান্] (বিশেষণ) ১ লকলকে জিহ্বাযুক্ত (বিশাল কুণ্ডের লেলিহান অগ্নি শিখাগুলি হাঁ হাঁ করে জ্বলে উঠলো-শেখ ফজলল করিম)। ২ পুনঃপুন লেহনকারী। {(তৎসম বা সংস্কৃত) √লিহ্+য(যঙ্)+আন(শানচ্)}
- Bengali Word লেশ English definition [লেশ্] (বিশেষ্য) অত্যন্ত অল্প পরিমাণ; সামান্য অংশবিশেষ; কণা; রেণু; বিন্দু। লেশমাত্র (বিশেষ্য), (বিশেষণ) একটুও; নামমাত্র; অল্প একটু মাত্র। □ (বিশেষ্য) শ্লেষ্মা কফ জাতীয় মুখ-নাক নিঃসৃত তরল পদার্থ; সর্দি। {স.√লিশ্+অ(অচ্)}
- Bengali Word লেস English definition [লেস্] (বিশেষ্য) ১ ফিতা; জামা-কাপড়ে লাগানোর নকশা করা পাড়। ২ জুতা বাঁধবার ফিতা। {(ইংরেজি) lace}
- Bengali Word লেহ ১, লেহন English definition [লেহো, লেহন্] (বিশেষ্য) চেটে খাওয়া; চাটা; জিভ দিয়ে আস্বাদন। লেহনীয়, লেহ্য (বিশেষণ) ১ চেটে খেতে হয় এমন। ২ লেহনযোগ্য; লেহনের উপযুক্ত। লেহী(-হিন্) (বিশেষণ) লেহনকারী (চরণলেহী)। {(তৎসম বা সংস্কৃত) √লিহ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word লেহ ২, লেহা, নেহ, নেহা English definition [লেহো, লেহা, নেহো, নেহা] (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) ১ প্রেম; প্রীতি; ভালোবাসা; প্রণয় (প্রাণে যুবন লেহা দোল দিয়েছে রে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ স্নেহ; মায়া। {(তৎসম বা সংস্কৃত) স্নেহ>নেহ>লেহ, নেহা, লেহা}
- Bengali Word লেহ, লেহী English definition ⇒ লেহ১
- Bengali Word লেহাজ English definition [লেহাজ্] (বিশেষ্য) ১ লজ্জা-শরম (অসভ্য হলেও মুসলমান পরিবারে এসে আদব-কায়কোবাদদা লেহাজ শিখে সভ্য হয়ে যায়-ইসমাইল হোসেন শিরাজী)। ২ শিষ্টাচার; আদব-কায়কোবাদদা (সে উঠে গলা খাঁকারি দিয়ে লেহাজের সঙ্গে বলে-আবু জাফর শামসুদ্দীন)। {(আরবি) লিহাজ}
- Bengali Word লেড়কা, লড়কা English definition [ল্যাড়্কা, লড়্কা] (বিশেষ্য) বালক; শিশু; ছেলে; অল্পবয়স্ক পুত্র সন্তান। লেড়কি, লেড়কী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) (রাঙা লেড়কীর ভাঙা ভাঙা হাসি-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) লড়কা}
- Bengali Word লেড়ে English definition [লেড়ে] (বিশেষণ) মুণ্ডিত মস্তক; নেড়ে। {নেড়া>}
- Bengali Word লৈখিক English definition [লোইখিক্] (বিশেষণ) লেখা-সম্পর্কীয়; লেখনীয়; লেখ্য (লৈখিক চিত্র)। {(তৎসম বা সংস্কৃত) লেখ+ইক(ঠক্)}
- Bengali Word লৈঙ্গ, লৈঙ্গিক English definition [লোইঙ্গো, লোইঙ্গিক্] (বিশেষণ) ১ লিঙ্গ সম্পর্কীয়। ২ লিঙ্গ পুরান। {(তৎসম বা সংস্কৃত) লিঙ্গ+অ(অণ্), ইক(ঠক্)}