F পৃষ্ঠা ১
- English Word F, f Bengali definition [এফ্] (plural F’s f’s [এফ্স]) ইংরেজি বর্ণমালার ষষ্ঠ বর্ণ।
- English Word fa Bengali definition [ফা:] (noun) স্বরগ্রামের চতুর্থ স্বর; মধ্যম (মা)।
- English Word Fabian Bengali definition [ফে্ইবিআন্] (noun), (adjective) (১) বিরোধীপক্ষকে হয়রান করতে সতর্ক ও কালহরণকারী কৌশলাবলম্বী (ব্যক্তি): a Fabian policy. (২) (Britain/British) ধীর ও ক্রমান্বয়িক সমাজতান্ত্রিক পরিবর্তনের সমর্থক: Fabian Society.
- English Word fable Bengali definition [ফে্ইব্ল্] (noun) (১) [countable noun] জীবজন্তুর আচরণ ও কথাবার্তার মাধ্যমে নীতিকথা তুলে ধরার উদ্দেশ্যে রচিত কল্পকাহিনি। (২) [uncountable noun] (singular) পৌরাণিক কাহিনি; উপকথা। (৩) [countable noun] মিথ্যা বিবরণ। fabled [ফে্ইব্ল্ড্] (adjective) উপকথাখ্যাত; পৌরাণিক।
- English Word fabric Bengali definition [ফ্যাব্রিক্] (noun) [countable noun, uncountable noun] (১) বস্ত্র: woolen fabrics. (২) গঠন; কাঠামো: the fabric of society; নির্মাণ; অট্টালিকা; সৌধ।
- English Word fabricate Bengali definition [ফ্যাবরিকেইট্] (verb transitive) নির্মাণ করা; (অংশ) জোড়া লাগানো; মিথ্যা কিছু উদ্ভাবন বা রচনা করা; (দলিলাদি) জাল করা। fabrication [ফ্যাব্রিকেইশ্ন্] [noun] [uncountable noun] নির্মাণকরণ, মিথ্যাকাহিনি, জাল দলিল।
- English Word fabulous Bengali definition [ফ্যাবিউলাস্] (adjective) (১) পৌরাণিক বা উপকথায় বর্ণিত: fabulous heroes. (২) অবিশ্বাস্য; অসম্ভব; অবাস্তব। (৩) (কথ্য) চমৎকার। fabulously (adverb) অবিশ্বাস্য রকমের: fabulously rich.
- English Word facade Bengali definition [ফা্সা:ড্] [noun] [countable noun] অট্টালিকার সম্মুখভাগ বা সদরের বহির্ভাগ; (লাক্ষণিক) মুখোশ; নকল বা বিভ্রান্তিকর চেহারা: a facade of unconcern.
- English Word face 1 Bengali definition [ফেইস্] (noun) (১) মুখমণ্ডল; মুখ। face to face মুখোমুখি; সামনাসামনি। look somebody in the face কারো দিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকা। be unable to look somebody in the face লজ্জা ভয় ইত্যাদি কারণে কারো প্রতি চোখ তুলে তাকাতে না-পারা। set one’s face against somebody কারো বিরোধিতা করা। show one’s face দেখা দেওয়া; মুখ দেখানো: He could show his face here after that incident. in (the) face of (ক) মোকাবিলায় কোনো কিছুর সম্মুখীন হয়ে: In the face of all provocations he kept silent. fly in the face of something খোলাখুলিভাবে অগ্রাহ্য করা। to one’s face প্রকাশ্যে; মুখের উপর। (২) (যৌগশব্দে)face-card (noun) (তাস) সাহেব, বিবি বা গোলাম। face-cream (noun) প্রসাধনী ক্রিম; মুখের ক্রিম। face-lift(ing) (noun) মুখমণ্ডলের চামড়ার ভাঁজ তাড়াতে অস্ত্রোপচার (কমনীয়তা বাড়াতে)। face-pack (noun) মুখমণ্ডলের ত্বক পরিষ্কার ও সজীব করতে ব্যবহৃত মলমজাতীয় প্রসাধনী। face-powder (noun) মুখের প্রসাধনী পাউডার। (৩) চেহারা; অভিব্যক্তি: a smiling face. keep a straight face (হাসি দমনসহকারে) নিজের উল্লাস বা আমোদ গোপন করা। make/pull a face / faces (at somebody) মুখভঙ্গি করা; ভেঙচানো। put on/wear a long face গম্ভীর হওয়া বা মুখ ভার করা। (৪) (বিশিষ্টার্থে) have the face (to do something) সাহস বা ধৃষ্টতা থাকা (কিছু করতে)। lose face অপমানিত হওয়া; ছোট হওয়া; মুখ না-পাওয়া। put a good/bold/brave face on something কোনো কিছুর চেহারা সুদৃশ্য করা; কোনো কিছু করতে সাহস দেখানো। put a new face on something কোনো কিছুর চেহারা বদলানো। save one’s face মর্যাদাহানি এড়ানো। face-saver মুখরক্ষাকর। on the face of it আপাতদৃষ্টিতে। (৫) পৃষ্ঠদেশ; সম্মুখভাগ। face value অভিহিত মূল্য; (লাক্ষণিক) কারো বা কোনো কিছুর চেহারা দেখে যা মনে হয়। take something at its face value দেখতে যেমন মনে হয় সেইভাবেই গ্রহণ করা। (৬) (মুদ্রণ) অক্ষরের আদল: bold-type. faceless (adjective) (লাক্ষণিক) অজ্ঞাতনামা।
- English Word face 2 Bengali definition [ফেইস্] (verb transitive), (verb intransitive) (১) (কোনো কিছুর দিকে) মুখ ঘুরানো বা ঐ অবস্থায় থাকা; অভিমুখী হওয়া: faces the garden. (২) দৃঢ়ভাবে মোকাবিলা করা: to face the enemy, সম্মুখীন হওয়া; মুখোমুখি হওয়া: not afraid of facing any challenge. face something/it out হার না-মানা; সাহসের সঙ্গে চালিয়ে যাওয়া। face the music পরীক্ষা বা বিপদের সময় ভীত নড়া-হওয়া। face up to (something) কোনো সত্য বাস্তবতা ইত্যাদি মেনে আন্তরিকতা ও সাহসের সঙ্গে আচরণ করা। let’s face it (কথ্য) এটাকে মেনে নিতেই হবে। (৩) (কোনো কিছুর) অস্তিত্ব স্বীকার করা। (৪) কারো বা কিছুর সামনে উপস্থিত হওয়া বা দেখা দেওয়া: What is the problem that faces you? (৫) face (with) ভিন্ন বস্তুর প্রলেপ দিয়ে ঢেকে দেওয়া: to face a wall. facer (noun) (British/Britain কথ্য) হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে কেউ যে অসুবিধার সম্মুখীন হয়।
- English Word face time Bengali definition [ফেইস্ টাইম্] (noun) (১) অ্যাপলের ভিডিও কলিং সার্ভিস অ্যাপ। এ সময় ব্যবহারকারীরা একে অন্যকে দেখতে ও অন্যের কথা শুনতে পান: Some bosses think lots of face time is a sign of loyalty to the company. (২) ভিডিওটেলিফোনি ও ভিওআইপি, সোশ্যাল নেটওয়ার্কিংয়েও এই অ্যাপসের প্রয়োগ। (৩) ই-মেইল করার জন্য ব্যয়িত সময়। (৪) মিডিয়া যখন কারো ছবি তোলে বা ভিডিও করে।
- English Word facebook Bengali definition [ফেইস্বুক্] (noun) ফেসবুক বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবহার একটি ওয়েবসাইট। এতে ব্যবহারকারীরা বন্ধু সংযোজন, বার্তা পাঠানো এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলি হালনাগাদ ও আদান-প্রদান করতে পারেন।
- English Word facekini Bengali definition [ফেইস্কিনি অপিচ 'face-kini'] (noun) [countable noun] সমুদ্রসৈকতে সূর্যকিরণ থেকে মুখের ত্বক রক্ষার জন্য কৃত্রিম মুখোশ: take a look at the face-kini.
- English Word faces Bengali definition (noun) (plural) (চিকিৎসাশাস্ত্র) মল; বিষ্ঠা।
- English Word facet Bengali definition [ফ্যাসিট্] (noun) কাটাপাথর বা রত্নের বহুপার্শ্বের যেকোনো একটি পার্শ্ব; (লাক্ষণিক) সমস্যাদির বিশেষ দিক।
- English Word facetious Bengali definition [ফাসীশাস] (adjective) ইয়ারকিপূর্ণ বা ঠাট্টাবিদ্রূপপূর্ণ; অশালীন ঠাট্টাপূর্ণ বা তাতে অভ্যস্ত: a facetious remrk/man . facetiously (adverb) facetiousness (noun)
- English Word facia Bengali definition [ফে্ইশা] (noun) =fascia = মোটরগাড়ির ড্যাশবোর্ড।
- English Word facial Bengali definition [ফে্ইশ্ল্] (adjective) মুখসম্পর্কিত বা মুখের জন্য।
- English Word facile Bengali definition [ফ্যাসাইল্ America(n) ফ্যাস্ল্] (adjective) (১) সহজসাধ্য; সহজলব্ধ: a facetious victory. (২) (ব্যক্তি) কোনো কিছু সহজে করতে সক্ষম; (বক্তৃতা বা লেখা) অবলীলায় সম্পন্ন বা রচিত; অবলীলাক্রমে করা হয় এমন: a facile remark.
- English Word facilitate Bengali definition [ফা্সিলিটেইট্] (verb transitive) (কোনো বস্তু বা প্রক্রিয়া) সহজ করা; কোনো অসুবিধা বা কষ্ট লাঘব করা; সহজতর করা: Computer has facilitated office-work (কর্তা হিসেবে ব্যক্তির সঙ্গে এই ক্রিয়া ব্যবহৃত হয় না)।