R পৃষ্ঠা ২
- English Word racy Bengali definition [রেইসি] (adjective) (১) (কথা বলা অথবা লেখাসম্পর্কিত) পরিষ্কার, উদ্দীপ্ত এবং সতেজ: He writes in a racy style. (২) প্রবল বৈশিষ্ট্যপূর্ণ: The spice has a racy flavor. racily (adverb) raciness (noun)
- English Word radar Bengali definition [রেইডা:(র্)] (noun) রাডারযন্ত্র; জাহাজ, বিমান বা নভোযানের পাইলট কর্তৃক ব্যবহৃত যন্ত্র যার পরদায় এর সীমার মধ্যে আগত যেকোনো কঠিন বস্তুর অস্তিত্ব ধরা পড়ে এবং সেই বস্তুর অবস্থান, গতি ইত্যাদি সম্পর্কে তথ্য পাওয়া যায়: follow the flight of an aircraft by radar; radar installation; on the radarscreen.
- English Word raddle Bengali definition [রেইডিঅ্যাল্] (Verb transitive) লাল মাটি দিয়ে রঞ্জিত করা। (noun) লাল রঙের গিরিমাটি। raddled (adjective) He looked thoroughly raddled, like a man who’d just stepped away from not one but several excesses.
- English Word radial Bengali definition [রেইডিআল্] (adjective) আলোকরশ্মিসংক্রান্ত অথবা ব্যাসার্ধ-সম্পর্কিত; (সাইকেলের চাকার স্পোকসংক্রান্ত) কেন্দ্র থেকে বিচ্ছুরিত আলোকরশ্মির মতো সাজানো। □(noun) radial (tyre) রাস্তার সমতলে শক্তভাবে এঁটে থেকে ঘোরে এমনভাবে নির্মিত চাকা (বিশেষ করে ভেজা রাস্তায় এমন টায়ারের উপযোগিতা বেশি)। radially (adverb)
- English Word radiant Bengali definition [রেইডিআন্ট্] (adjective) (১) রশ্মি বিকিরণ করে এমন; দীপ্তিমান: the radiant sun. (২) (ব্যক্তি, তার চেহারা, চোখ ইত্যাদি) উজ্জ্বল, দীপ্ত, আনন্দিত অথবা প্রীতিপূর্ণ: She looks radiant in her new dress. (৩) (পদার্থবিদ্যা) রশ্মিবিকিরণকারী; উজ্জ্বল: radiant energy. radiantly (adverb)
- English Word radiate Bengali definition [রেইডিএইট্] (verb transitive), (verb intransitive) (১) তাপ বা আলো বিকিরণ করা: The sun radiates heat. (লাক্ষণিক) উচ্ছৃঙ্খলভাবে প্রকাশ করা; দীপ্তভাবে আনন্দ, উৎসাহ ইত্যাদির বহিঃপ্রকাশ ঘটানো: The mayor radiates enthusiasm whenever he speaks. (২) radiate (from) রশ্মিরূপে বিকিরণ করা বা বিকীর্ণ হওয়া: Heat radiates from a fireplace. He radiated from her eyes. (৩) radiate (from) ব্যাসার্ধরূপে একটি কেন্দ্র থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া।
- English Word radiation Bengali definition [রেইডিএইশ্ন্] (noun) (১) [Uncountable noun] radiate-এর সব অর্থে; তাপ বিকিরণ; রশ্মি বিচ্ছুরণ ইত্যাদি। radiation sickness তেজস্ক্রিয় বস্তু থেকে বিচ্ছুরিত গামারশ্মির সংস্পর্শ থেকে যে অসুস্থতা সৃষ্ট হয়। (২) [Countable noun] রিচ্ছুরিত, বিকীর্ণ তাপ বা আলো: radiations from an X-ray machine.
- English Word radiator Bengali definition [রেইডিএইটা(র্)] (noun) [Countable noun] (১) ঘর গরম রাখতে তাপবিকিরণকারী যন্ত্র। (২) মোটরযানের ইনজিনের সিলিন্ডারকে শীতল করার যন্ত্র।
- English Word radical Bengali definition [র্যাডিক্ল্] (adjective) (১) মৌলিক; মূলগত; মৌলিক কাঠামোগত: Many radical reforms have been made. (২) (রাজনীতি) সমাজকাঠামোর আমূল পরিবর্তনে বিশ্বাসী; চিন্তাভাবনা এবং নীতিতে প্রাগ্রসর; প্রগতিবাদী: He is radical/he holds radical opinions in politics. (৩) (গণিত) বর্গমূলসম্পর্কিত: the radical sign (√). □(noun) (১) আমূল সংস্কারে বিশ্বাসী ব্যক্তি। (২) (গণিত.) বর্গমূল চিহ্ন (√)radically (adverb) radicalism (noun) আমূল সংস্কারকামী মতবাদ।
- English Word radicle Bengali definition [র্যাডিক্ল্] (noun) ভ্রূণমূল (শিম ইত্যাদি গাছের)।
- English Word radii Bengali definition [রেইডিআই] (noun) radius-এর plural
- English Word radio Bengali definition [রেইডিও] (noun) (১) [Uncountable noun] বেতার; তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে যোগাযোগ। (২) [Uncountable noun] বেতারসম্প্রচার। (৩) [Countable noun] radio-(set) জাহাজ, বিমান ইত্যাদিতে বেতারসংকেত পাঠানো ও গ্রহণ করার যন্ত্র; বেতারকেন্দ্র থেকে সম্প্রচারিত অনুষ্ঠান শোনার (ঘরে ব্যবহৃত) বেতারযন্ত্র; রেডিও সেট। (৪) radio beacon (noun) বৈমানিকদের সাহায্য করতে বেতারসংকেত পাঠানোর স্টেশন। radio beam বেতারসংকেতের রশ্মি যা বেতার স্টেশন থেকে পাঠানো হয়। radio frequency সেকেন্ডে ১০ কিলো-সাইকেলস থেকে ৩০০০০০০ মেগাসাইকেল্স্- এই পরিধির মধ্যে বেতারতরঙ্গ দৈর্ঘ্য।
- English Word radio- Bengali definition [রেডিও] (prefix) হিসেবে ব্যবহার 'radio-active' (adjective) তেজস্ক্রিয়;: radio active dust, পারমাণবিক রিস্ফোরণের ফলে উৎক্ষিপ্ত ধূলি: radio active waste, পারমাণবিক শক্তিকেন্দ্র থেকে উপজাত বর্জ্য পদার্থ। radio activity (noun) তেজস্ক্রিয়তা। radio graph (noun) এক্স-রে আলোকচিত্র। radiographer (noun) এক্স-রে আলোকচিত্র গ্রহণে প্রশিক্ষিত ব্যক্তি। radio sotope (noun) ওষুধ তৈরি ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত তেজস্ক্রিয় উপাদানবিশেষ। radio location (noun) রাডার। radiology (noun) এক্স-রে এবং চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য বিকিরণের বৈজ্ঞানিক বিচার; এতৎসম্পর্কিত বিদ্যা। radiologist (noun) এক্স-রে এবং অন্যান্য প্রকার রশ্মি প্রয়োগবিদ্যাবিশারদ। radio telescope (noun) মহাশূন্য থেকে আসা রেডিও তরঙ্গ গ্রহণ ও বিশ্লেষণের মাধ্যমে নক্ষত্রের অবস্থান নির্ণয় করার দুরবিন যন্ত্র। radio therapy (noun) রশ্মিবিকিরণ, বিশেষত এক্স-রের সাহায্যে চিকিৎসা। radio therapist (noun) রশ্মিবিকিরণের মাধ্যমে চিকিৎসা করার প্রশিক্ষিত ব্যক্তি।
- English Word radish Bengali definition [র্যাডিশ্] (noun) কন্দজাতীয় তরকারিবিশেষ; মুলা।
- English Word radium Bengali definition [রেইডিআম্] (noun) [Uncountable noun] (রসায়ন) তেজস্ক্রিয় মৌলিক ধাতব পদার্থবিশেষ (প্রতীক Ra), যা ক্যানসার ইত্যাদি রোগ নিরাময়ে ব্যবহার করা হয়।
- English Word radius Bengali definition [রেইডিআস্] (noun) (১) ব্যাসার্ধ। (২) ব্যাসার্ধ দ্বারা পরিমাপকৃত বৃত্তাকার জায়গা: There is no police station within the radius of 20 miles. (৩) (ব্যবচ্ছেদবিদ্যা) হাতের দুটি হাড়ের মধ্যে বহিঃস্থিত হাড়টি।
- English Word radix Bengali definition [রেইডিক্স্] (noun) ভিত্তি; উৎস; গণনার ভিত্তি হিসেবে ব্যবহৃত সংখ্যা ও প্রতীক: Judaism is the radix of Christianity. radices (plural)
- English Word radon Bengali definition [রেইডন্] (noun) [Uncountable noun] (রসায়ন) তেজস্ক্রিয় পদার্থবিশেষ (প্রতীক Rn)
- English Word raffia Bengali definition [র্যাফিআ] (noun) [Uncountable noun] এক ধরনের পামগাছের পাতা থেকে প্রাপ্ত তন্তু যা ঝুড়ি, মাদুর, টুপি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।
- English Word raffish Bengali definition [র্যাফিশ্] (adjective) নিন্দিত; কুখ্যাত; ইতর; উচ্ছৃঙ্খল এবং অসৎ বিলাসব্যসনে লিপ্ত। raffishly (adverb)