R পৃষ্ঠা ৩
- English Word raffle Bengali definition [র্যাফ্ল্] (noun) [Countable noun] লটারির মাধ্যমে কোনো জিনিস বিক্রয়; বহু লোকের কাছ থেকে প্রবেশমূল্য নিয়ে লটারি করে একজনের কাছে বিক্রয়। □ (verb transitive) লটারি করে বিক্রি করা।
- English Word raft Bengali definition [রা:ফ্ট America(n) র্যাফ্ট্] (noun) (১) ভেলা। (২) কাঠ বা অন্য পদার্থের (বরফ, শৈবাল) ভাসমান স্তূপ। □ (verb transitive), (verb intransitive) ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়া; ভেলায় চড়ে (নদী) পার হওয়া। rafter, raftman (noun(s)) যে কাঠের গুঁড়ির সারিকে ভেলার মতো ভাসিয়ে নেয়।
- English Word rag 1 Bengali definition [র্যাগ্] (noun) [Countable noun] (১) ন্যাকড়া; টুকরা কাপড়। (২) পুরনো ছেঁড়া কাপড়। rags (noun) পুরনো ছেঁড়া পোশাক: He was dressed in rags. from rags to riches দারিদ্র্য থেকে ধনী অবস্থায়। the rag trade (অশিষ্ট) কাপড়ের ব্যবসা। glad rags, দ্রষ্টব্যglad. (৩) টুকরা; ভাঙা; কুড়ানো জিনিসপত্র। rag-bag (noun) (ক) যে থলিতে টুকরা কাপড় জমা করা হয়। (খ) (অশিষ্ট) অগোছালো পোশাক পরা ব্যক্তি। (৪) (plural) পুরনো কাপড় থেকে যে উন্নতমানের কাগজ তৈরি হয়: rag paper. (৫) (তুচ্ছার্থে) খবরের কাগজ: no news in these worthless rags.
- English Word rag 2 Bengali definition [র্যাগ্] (verb transitive) (কথ্য) (১) জ্বালাতন করা; (কারো উপর) রসিকতার নামে অত্যাচার করা। (২) অত্যধিক হৈ-হুল্লোড়ের মাধ্যমে আনন্দ প্রকাশ করা। □ (noun) (কথ্য) হুল্লোড়পূর্ণ আনন্দ উৎসব; সাধারণত কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের সমাপ্তিতে আনন্দ-উৎসব। rag-day (noun) র্যাগ-উৎসবের দিন।
- English Word raga Bengali definition [রাগা] (noun) ভারতীয় উচ্চাঙ্গ সংগীতে স্বরবিন্যাসের ধরন; রাগ; রাগিণী: Raga Bhairavi, ভৈরব রাগিণী।
- English Word ragamuffin Bengali definition [র্যাগামাফিন্] (noun) নোংরা; নিন্দিতচরিত্র মানুষ; বিশেষত ছেঁড়াকাপড় পরা ছোট বালক।
- English Word rage Bengali definition [রেইজ্] (noun) (১) [Countable noun, Uncountable noun] ক্রোধ; উন্মত্ততা। a fit of rage ক্ষিপ্তাবস্থা; অলৌকিক প্রেরণাসঞ্জাত উন্মত্ত অবস্থা। be in/fly into rage ক্রোধে উন্মত্ত হয়ে ওঠা। (২) [Countable noun] rage for প্রবল কামনা: I noticed his rage for collecting view cards. (৩) be (all) the rage (কথ্য) কোনো বস্তু যা পাওয়ার জন্য অনেকের কিছুকালের জন্য প্রবল আগ্রহ থাকে; সাময়িক অত্যন্ত জনপ্রিয় ফ্যাশন-বস্তু: The new hair-style is all the rage among the ladies. □ (verb intransitive) ক্রোধে উন্মত্ত হওয়া; প্রচণ্ড হওয়া; The storm raged furiously. ragingly (adverb)
- English Word ragged Bengali definition [র্যাগিড্] (Adjective) (১) ছিন্ন; (বস্ত্র): He was wearing a ragged dress. (২) বন্ধুর; অসমতল; অমসৃণভাবে তৈরি: The sleeve is ragged at the cuff. (৩) (কাজ) খারাপভাবে; কাঁচা হাতে সম্পন্ন; অসঙ্গতিপূর্ণ: raggedly (adverb) raggedness (noun)
- English Word raglan Bengali definition [র্যাগ্লান্] (noun) (সাধারণত attributive(ly)) কাঁধে সেলাই নেই এমন কোট বা সোয়েটার।
- English Word ragout Bengali definition [র্যাগূ America(n) র্যাগূ] (noun) মাংস ও তরকারিসহ তৈরি ডালনাবিশেষ; মাংস এবং সবজির ঝোল।
- English Word ragtag Bengali definition [র্যাগ্ট্যাগ্] (noun) (the) ragtag and bobtail ইতর; উচ্ছৃঙ্খল জনসাধারণ; আজেবাজে লোক।
- English Word ragtime Bengali definition [র্যাগ্টাইম্] (noun) (১৯২০)- এর দশকের জনপ্রিয় নাচ ও গান (নিগ্রোদের)।
- English Word raid Bengali definition [রেইড্] (noun) (১) আকস্মিক আক্রমণ; (জাহাজের বা বিমানের): make a raid upon the enemy’s camp. air raid বিমান হামলা: killed in an air raid. (২) আসামি ধরতে পুলিশের ঝটিকা হামলা। (৩) টাকা ছিনতাইয়ের জন্য ব্যাংক ইত্যাদিতে হামলা: Armed gangsters made a raid on the bank. □ (verb intransitive), (verb transitive) হামলা করা: The police raided the University halls of residence. raider (noun) হামলাকারী ব্যক্তি, জাহাজ, বিমান ইত্যাদি।
- English Word rail 1 Bengali definition [রেইল্] (noun) (১) অনুভূমিক বা হেলানো পাত বা রড যা বেড়া হিসেবে ব্যবহৃত: Iron rails were used as a fence around the statue. (২) জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য ব্যবহৃত রড, যেমন বেসিনের পাশে তোয়ালে রাখার জন্য: towel-rail. (৩) ট্রাম, রেলগাড়ি চলাচলের জন্য পাতা লাইন। railway (noun) রেললাইন। off the rails রেলগাড়ির লাইনচ্যুতি; (লাক্ষণিক) নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া; বিশৃঙ্খল হয়ে পড়া; বিশৃঙ্খল অবস্থা; (কথ্য) খেয়ালি; পাগল; বাতিকগ্রস্ত। rai- road (noun) (America(n) রেলপথ। □ (verb transitive) (কথ্য) (ক) rail off/in বেড়া দেওয়া; বেড়া দিয়ে পৃথক করা: The field was railed off from the road. railing (noun) [countable noun] বেড়া; রেলিং।
- English Word rail 2 Bengali definition [রেইল্] (verb intransitive) rail (at/against) (সাহিত্যিক) তীব্র গালিগালাজ/নিন্দা করা। railing (noun) [Uncountable noun] তীব্র প্রতিবাদ; গালিগালাজ; (plural) এ ধরনের বক্তব্য।
- English Word raiment Bengali definition [রেইমান্ট্] (noun) [Uncountable noun] (সাহিত্যিক) পোশাকপরিচ্ছদ; জামাকাপড়।
- English Word rain 1 Bengali definition [রেইন্] (noun) (১) [Uncountable noun] বৃষ্টি; বর্ষণ; বৃষ্টির মতো পতন। rainbow (noun) রংধনু; ইন্দ্রধনু। rainbow trout (noun) রংধনুর মতো রেখা ও কালো বিন্দুওয়ালা মাছবিশেষ। raincoat (noun) বর্ষাতি; জলনিরোধক পোশাক। raindrop (noun) বৃষ্টির ফোঁটা। rainfall বৃষ্টিপাতের পরিমাণ। (noun) rainforest বৃষ্টিপ্রধান ক্রান্তীয় অঞ্চলের জঙ্গল। rain-gauge (noun) পরিমাপক যন্ত্র। rainwater (noun) বৃষ্টির জল। (২) a + adjective + rain বৃষ্টিপাতের ঘটনা; বর্ষণ: There was a light rain in the morning. the rains বর্ষাকাল। (৩) (সাধারণত) বর্ষণের মতো নেমে আসা কোনো কিছু; প্রপাত: a rain of bullets; a rain of congratulations ইত্যাদি।
- English Word rain 2 Bengali definition [রেইন্] (Verb intransitive), (verb transitive) (১) বৃষ্টি হওয়া: I won’t go out if it rains. rain cats and dogs, দ্রষ্টব্যtorrent, তুমুলবর্ষণ। It never rains as but it pours (প্রবাদ) অনাকাঙ্ক্ষিত বস্তু একা আসে না, দলবেঁধে আসে (যেমন বিপদ)। ২ ধারায় নেমে আসা: Tears rained down his cheeks. (৩) বৃষ্টির মতো (কিলঘুষি, উপহার, অভিনন্দন) বর্ষণ করা: rain bullets. Rained on the enemy bunker. Admires rained congratulations on the actress.
- English Word rainy Bengali definition [রেইনি] (adjective) বৃষ্টিপূর্ণ; বাদলা; বর্ষণমুখর: a rainy day; the rainy season. save/provide/put a way/keep something for a rainy day ভবিষ্যৎ দুঃসময়ের জন্য কিছু (বিশেষত টাকা-পয়সা) সঞ্চয় করা।
- English Word raise Bengali definition [রেইজ্] (Verb transitive) (১) উঠানো; উত্তোলন করা: raise your hands. The price of telephone calls has been raised twice this year. raise one’s glass to somebody কারো স্বাস্থ্যপান করা (সুস্বাস্থ্য কামনা করা)। raise one’s hand to somebody গায়ে হাত তোলা। raise somebody’s hope কারো আশা জাগ্রত করা। raise a man to the peerage কাউকে লর্ডের পদমর্যাদায় উন্নীত করা। raise the temperature (ক) তাপমাত্রা বাড়িয়ে কোনো স্থানকে উষ্ণতর করা। (খ) (লাক্ষণিক) উত্তেজনা বাড়ানো। raise one’s voice (ক) গলা চড়িয়ে কথা বলা। (খ) সরবে প্রতিবাদ করা: You should raise your voice against the government. (২) খাড়া বা সিধা করা। raise somebody from the dead মৃতকে পুনর্জীবিত করা। (৩) উঠতে বা ঘটতে সাহায্য করা: The storm raised a cloud of dust. The speech raised a strong protest from the audience. Raise a commotion (লাক্ষণিক) হট্টগোল সৃষ্টি করা। raise a laugh হাস্যকর কিছু করা: His behaviour raised a laugh. raise Cain/hell/the devil/the roof (অশিষ্ট) হৈচৈ করা; বিরাট গণ্ডগোল বাধানো। (৪) আলোচনার জন্য প্রসঙ্গ উত্থাপন: The member raised a point of order. (৫) (শস্য) জন্মানো; (ভেড়া ইত্যাদির) বংশবৃদ্ধি; লালনপালন করা; পরিবার প্রতিপালন করা। (৬) জড়ো করা; সংগঠিত করা: Robert Bruce raised a big army. They are raising a fund for the tornado-affected people. (৭) raise siege/blockade অবরোধ উঠিয়ে নেওয়া। raise an embargo নিষেধাজ্ঞা তুলে নেওয়া। (৮) raise land (নৌচালনবিদ্যা) তীরের কাছাকাছি আসা। □ (noun) (বিশেষত America(n) তুলনীয় British/Britain rise) বেতনবৃদ্ধি। raiser (noun) (যৌগশব্দে) cattle raisers গবাদিপশু পালনকারী। fire raisers অগ্নিসংযোগকারী ব্যক্তিগণ।