আ পৃষ্ঠা ৬২
- Bengali Word আলীহুকুম English definition ⇒ আলি৫
- Bengali Word আলু English definition [আলু] (বিশেষ্য) বিখ্যাত সবজি; গোল আলু; মূল বা কন্দ বিশেষ। গোলআলু (বিশেষ্য) গোলাকৃতি আলুজাতীয় কন্দ; potato। আলুর দোষ (বিশেষ্য) লাম্পট্য; চরিত্রদোষ। {অনার্য ওরাওঁ শব্দ ‘আরু’> আলু(র=ল)}
- Bengali Word আলুথালু English definition [আলুথালু] (বিশেষণ) ১ আলুলায়িত; শিথিল (আলুথালু হায় এবে কবরী বন্ধন-মাইকেল মধুসূদন দত্ত)। ২ অসংবৃত; অসংযত (বিস্রস্ত বেশে আর আলুথালু কেশে)। {(তৎসম বা সংস্কৃত) আলুলায়িত>আলু+অনু. থালু}
- Bengali Word আলুনি, আলুনী English definition [আলুনি] (বিশেষণ) ১ লবণহীন; আলোনা; উপযুক্ত পরিমাণে লবণের অভাবহেতু বিস্বাদযুক্ত (আলুন আতেল কড়কড়া ভাত-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ কমনীয়তাশূন্য; লাবণ্যহীন (যদি মেয়েগুলোর শরীর ভাল থাকে, আলুনি না হয়ে যায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ+লবণ+আ>আলোনা>আলোনি>}
- Bengali Word আলুফা English definition ⇒ অলুফা
- Bengali Word আলুবুখারা English definition ⇒ আলুবোখারা
- Bengali Word আলুবোখারা, আলুবুখারা English definition [আলুবোখারা, আলুবুখারা] (বিশেষ্য) অম্লস্বাদ কাবুলি ফলবিশেষ। {(ফারসি) আলুবুখারাহ}
- Bengali Word আলুলায়িত, আলুলিত English definition [আলুলায়িতো, আলুলিতো] (বিশেষণ) এলায়িত; অসংযত (আলুলায়িত কুন্তল-রবীন্দ্রনাথ ঠাকুর; আলুলিত কেশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öলুল্+ অ(ক)=আলুল; আলুলায়্+ত(ক্ত),>}
- Bengali Word আলুয়ানো English definition [আলুয়ানো] (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) এলানো; শিথিল হওয়া (অবধানে আলুয়ায় দৃঢ়বন্ধন দড়ি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আলুলায়ন>আলুয়ান}
- Bengali Word আলেকুম English definition ⇒ আলায়কুম
- Bengali Word আলেখা English definition [আল্যাখা] (বিশেষণ) ১ অলিখিত। ২ সাদা; আঁচড়শূন্য। {আ+লেখা}
- Bengali Word আলেখ্য English definition [আলেক্খো] (বিশেষ্য) চিত্র; ছবি; প্রতিমূর্তি। {(তৎসম বা সংস্কৃত ) আ+ Öলিখ্+য}
- Bengali Word আলেপ English definition ⇒ আলেপন
- Bengali Word আলেপন, আলাপ English definition [আলেপোন্, আলেপন, আলেপ্] (বিশেষ্য) ১ আলপনা। ২ লেপন; প্রলেপ দান। {(তৎসম বা সংস্কৃত) আ+Öলিপ+ অন(ল্যুট্), অ(ঘঞ্)}
- Bengali Word আলেম, আলিম English definition [আলেম, আলিম্] (বিশেষ্য), (বিশেষণ) ১ ইসলাম ধর্মতত্ত্বজ্ঞ (মোল্লা আলীম ফকির-দৌলত উজির বাহরাম খান; আলিম ওলমা নহি, করেন্ত আদর-সৈয়দ আলাওল)। ২ বিদ্বান। আলেমদার (বিরল) (বিশেষণ) বিদ্বান; পণ্ডিত (ফার্সিতে সত্যই আলেমদার-গোপাল হালদার)। আলেমুন গায়েব (বিশেষ্য), (বিশেষণ) যিনি অদৃশ্য বিষয় জানেন; সর্বজ্ঞ (আল্লাহ্ আলেমুল গায়েব-মঈন)। {( আরবি)আলিম}
- Bengali Word আলেয়া English definition [আলেয়া] (বিশেষ্য) ১ জলাভূমিতে দৃষ্ট একপ্রকার বাষ্পোদ্ভূত আলোক বা জ্বলন্ত গ্যাস (আলেয়াগুলো দপদপিয়ে জ্বলছে নিবে, নিবছে জ্বলে -সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (আলঙ্কারিক) ধাঁধা; প্রহেলিকা (আলেয়ার পিছনে ছুটিও না; আঁধার জীবন মাঠে দেখিলাম যে আলেয়া-কায়কোবাদ)। আলেয়ার আলো (বিশেষ্য) (আলঙ্কারিক) মিথ্যা প্রলোভন। {( তৎসম বা সংস্কৃত) আলোক+ইয়া>আলোকিয়া>আলেয়া}
- Bengali Word আলো ১ English definition [আলো] (বিশেষ্য) ১ আলোক; দীপ্তি। ২ দীপ। ৩ রূপ; সৌন্দর্য (সতী এমন সুন্দরী যে সোনা হীরে তাঁর সোনার অঙ্গের আলোর কাছে টিম-টিম করতে লাগল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) উজ্জ্বল; আলোকিত। আলো-আঁধারি (বিশেষ্য) আলো ও অন্ধকারের মিশ্রণ; অস্পষ্ট আলোক। □ (বিশেষণ) (আলঙ্কারিক) কিছুটা স্পষ্ট ও কিছুটা অস্পষ্ট এমন ভাষায় বা ভাবে বর্ণিত বা চিত্রিত। আলোকরা (ক্রিয়া) উদ্ভাসিত করা; শোভিত করা। □ (বিশেষণ) উজ্জ্বলকারী; দীপ্তিদানকারী (দশ দিক আলো করা)। আলোচাল (বিশেষ্য) সূর্যতাপে পক্ব চাল; আতপ চাল; অসিদ্ধ ধানের চাল। আলোছায়া (বিশেষ্য) ১ আলো ছায়ার পাশাপাশি অবস্থান। ২ ছবিতে যুগপৎ আলো ও আঁধার বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ; আলো-আঁধার। আলো-বিহঙ্গ (বিশেষ্য) আলো রূপ বিহঙ্গ (আলো-বিহঙ্গ ভোলে হে সূর্য তোমার শেখানো পথের সুর-ফররুখ আহমদ)। আলোয় আলোয় (ক্রিয়াবিশেষণ) ১ দিনের আলো থাকতে; অন্ধকার হওয়ার পূর্বে। ২ (আলঙ্কারিক) সুযোগ বা সময় থাকিতে। {(তৎসম বা সংস্কৃত) আলোক> আলোঅ> আলো}
- Bengali Word আলো ২, আল English definition [আলো, আল, আলো] (অব্যয়) সম্বোধনসূচক (আল রাধা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) হলা>}
- Bengali Word আলোক English definition [আলোক্] (বিশেষ্য) জ্যোতি; কিরণ; দীপ্তি; প্রভা। আলোকচিত্র (বিশেষ্য) ছায়াচিত্র; ফোটোগ্রাফ। আলোচ্ছটা/ছটা. (বিশেষ্য) আলোক-রশ্মি; আলোকের বিচ্ছুরণ। আলোবিজ্ঞান (বিশেষ্য) আলোক ও দৃষ্টিসংক্রান্ত বিজ্ঞান; optics । আলোলতা (বিশেষ্য) সাধারণত কুলগাছে বর্ধিত মূলহীন হরিদ্রাভ লতা বিশেষ (মানুষের উন্নাসিকতা আলোকলতার মতো মূল্যহীন চটক-মুহম্মদ এনামুল হক)। আলোসঙ্কেত (বিশেষ্য) আলোকের সাহায্যে পথাদি জানানোর ব্যবস্থা; beacon। আলোসজ্জা (বিশেষ্য) আলো দ্বারা সজ্জিত মণ্ডপাদির বৈদ্যুতিক আলোকের সাজ। আলোস্তম্ভ (বিশেষ্য) পথনিদের্শক আলোকযুক্ত উচ্চ স্তম্ভ; বাতিঘর; light house। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öলুক্+অ(ঘঞ্)}
- Bengali Word আলোকন English definition [আলোকন্] (বিশেষ্য) ১ দর্শন; দেখা; অবলোকন। ২ প্রদর্শন; দেখা। আলোকননীয় (বিশেষণ) দর্শনযোগ্য; দ্রষ্টব্য। আলোকননীয় (স্ত্রীলিঙ্গ)। (তৎসম বা সংস্কৃত) আ+Öলুক্+অন (ল্যুট্)}