আ পৃষ্ঠা ৫৯
- Bengali Word আলবার্ট English definition ⇒ এলবার্ট
- Bengali Word আলবাল English definition [আল্বাল্] (বিশেষ্য) জল সেচন করার জন্য গাছের চারিদিকের আলি বা মাটির ঘের (জলসেক করিতাম তরু আলবালে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অল্প>আল/ (বাংলা) আইল>}
- Bengali Word আলবেদা English definition [আল্বেদা] (বিশেষ্য) বিদায় (আলবেদায় ধ্বনিয়া জাহান-শাহাদাত হোসেন)। {(আরবি)আল্রেদা; (ফারসি) আল্রিদা}
- Bengali Word আলবোলা English definition [আল্বোলা] (বিশেষ্য) দীর্ঘ নলবিশিষ্ট হুক্কা বিশেষ; গুড়গুড়ি; ফরাসি (বহু-কুণ্ডলায়িত বৃহৎ আলবোলা লইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) আল্বলা}
- Bengali Word আলম English definition [আলোম্] (বিশেষ্য) পৃথিবী; দুনিয়া (ফকির হয়ে দেশ-দেশান্তর ঘুরে আল্লার আলেম দেখে বেড়াব-মীর মশাররফ হোসেন)। আলমগির (বিশেষ্য) ১ দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি। ২ মুঘল বাদশাহ্ ঔরঙ্গজীবের উপাধি। {(আরবি)আলম্}
- Bengali Word আলমানী English definition ⇒ এলেমান
- Bengali Word আলমারি , আলমারী English definition [আল্মারি] (বিশেষ্য) জিনিসপত্র রাখার জন্য কপাট ও তাকযুক্ত আধার বিশেষ। {(পর্তুগীজ) almario, (ইংরেজী) almirah, (আরবি)আলমারআতু }
- Bengali Word আলমাস English definition [আল্মাস্] (বিশেষ্য) হীরা (আমি আলমাস, গওহর লুটে-ফররুখ আহমদ)। {(আরবি)অল্মাস্}
- Bengali Word আলম্পানা , আলম্পনা English definition [আলোম্পানা, আলোম্পনা] (বিশেষ্য) জাহাঁপনা; বাদশাহ (শুন শুন আলম্পানা বাদশা নামদার-সৈয়দ হামজা; উজীর কহিছে আলম্পনা সেলামত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি)‘আলম + (ফারসি) পানাহ্}
- Bengali Word আলম্ব English definition [আলম্বো] (বিশেষ্য) আশ্রয়; অবলম্বন (নিরালম্ব)। আলম্বন (বিশেষ্য) ১ আশ্রয়; অবলম্বন; আশ্রয়করণ। ২ (আলঙ্কারিক) স্থায়ীভাব-উদ্রেককারী বিভাব বিশেষ। আলম্বিত (বিশেষণ) ১ আশ্রিত; অবলম্বিত। ২ লম্বিত; ঝুলানো। ৩ ধৃত। আলম্বী (-ম্বিন্) (বিশেষণ) ১ আশ্রয়কারী; অবলম্বনকারী। ২ লম্বমান। {(তৎসম বা সংস্কৃত) আ + Öলম্ব্+অ(অচ্)}
- Bengali Word আলস (পদ্যে ব্যবহৃত) English definition [আলশ্] (বিশেষ্য) আলস্য; জড়তা (ক্রমে ক্রমে আনন্দ আলস-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) অলস। আলসে, আলসিয়া (বিশেষণ) অলস; কুঁড়ে (আলসে নয় সে ওঠে রোজ সকালে-কাজী নজরুল ইসলাম)। আলসেমি, আলসেমো (বিশেষ্য) কুঁড়েমি; অলসতা। {(তৎসম বা সংস্কৃত) আলস্য>}
- Bengali Word আলসে ১ English definition ⇒ আলিসা
- Bengali Word আলসে ২ , আলসেমি, আলসেমো English definition ⇒ আলস
- Bengali Word আলস্য English definition [আলোশ্শো] (বিশেষ্য) ১ কুঁড়েমি; অলসতা। ২ জড়তা। ৩ শ্রমবিমুখতা; কর্মে উপেক্ষা বা অনুৎসাহ। আলস্যত্যাগ (বিশেষ্য) ১ হাই তোলা; আড়মোড়া ভাঙা। ২ পরিশ্রমী হওয়া; জড়তা ত্যাগ; অলসতা বর্জন। {(তৎসম বা সংস্কৃত) অলস+য(ষ্যঞ্)}
- Bengali Word আলহামদুলিল্লাহ English definition [আল্হাম্দুলিল্লাহ্] ১ সমুদয় প্রশংসা আল্লাহর। ২ শোকর বা কৃতজ্ঞতা প্রকাশক বাক্য-ভোজনান্তে, সুসংবাদ শুনলে বা হাঁচি দিলে বলতে হয়। {(আরবি)আল্হামদুলিল্লাহ্ }
- Bengali Word আলহামরা English definition [আল্হম্রা] (বিশেষণ) রক্তবর্ণ; লাল (আলহামরা পাথর)। □ (বিশেষ্য) মুসলিম আমলে স্পেনের একটি বিখ্যাত প্রাসাদ। {(আরবি)আল্হুমরা’}
- Bengali Word আলহিদা English definition ⇒ আলাদা
- Bengali Word আলহেলাল English definition [আল্হেলাল্] (বিশেষ্য) নতুন চাঁদ (মুক্তিপথের আলহেলাল-ফররুখ আহমদ)। {(আরবি)আল্হিলাল}
- Bengali Word আলা ১ English definition [আল্] (বিশেষণ) সর্বোচ্চ; প্রথম; শ্রেষ্ঠ; প্রধান (উজিরে আলা)। {(আরবি)আলা}
- Bengali Word আলা ২ English definition [আলা] (বিশেষণ) আলোকিত; উদ্ভাসিত; উজ্জ্বল (হয় বেহেশ্ত আলা-ড. মুহম্মদ শহীদুল্লাহ; ভুবন করেছে আলা-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য ) আলোক; আলোকিত পরিবেশ (আলার ভিতরে কালাটি রয়েছে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) আলোক>}