আ পৃষ্ঠা ৬০
- Bengali Word আলা ৩ English definition [আলা] (বিশেষণ) ১ অবসন্ন; ক্লান্ত; (ঘুমে নয়ন আলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সম্পর্করহিত (ভালবেসে হয়েছি আলা-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৩ এলো; শিথিল। {(তৎসম বা সংস্কৃত) আকুল>আউল+আ>}
- Bengali Word আলা ৪ English definition [আলা] (বিশেষণ) বিনা উপার্জনের; বিনা পরিশ্রমের; পড়ে-পাওয়া (বলে শালা আলা টাকা মোর-ভারতচন্দ্র রায়গুণাকর)। {আলা’>}
- Bengali Word আলা ৫ English definition ⇒ ওয়ালা
- Bengali Word আলাইকুম English definition ⇒ আলায়কুম
- Bengali Word আলাইবালাই English definition [আলাইবালাই] (বিশেষ্য) ১ আপদ-বিদ্যাপতিদ; রোগশোক; অমঙ্গল। ২ জঞ্জাল। {(আরবি)‘ইল্লত +(আরবি)বালা +ই; দ্বন্দ্বসমাস}
- Bengali Word আলাকড়ি English definition ⇒ এলাকাড়ি
- Bengali Word আলাঝালা English definition [আলাঝালা] (বিশেষ্য) আদর; স্নেহ প্রকাশ (পুত্র কোলে লইয়া সতীন আলাঝালা করে রে-পূর্ববঙ্গ গীতিকা)। □ (বিশেষণ) এলোমেলো; আউলা ঝাউলা। {(তৎসম বা সংস্কৃত) আহ্লাদ>আলা, অনু. ঝালা}
- Bengali Word আলাত ১ English definition ⇒ অলাত
- Bengali Word আলাত ২ English definition [আলাত্] (বিশেষ্য) ১ যন্ত্রপাতি। ২ সাজ-সরঞ্জাম। ৩ জাহাজের কাছি; মোটা দড়ি (ভাল ভাল আলাত লৈল মোটাসোটা কাছি-পূর্ববঙ্গ গীতিকা)। {(আরবি)আলাত}
- Bengali Word আলাদা, আলাহিদা, আলহিদা English definition [আলাদা, আলাহিদা, আল্হিদা] (বিশেষণ) ১ অন্য ভিন্ন। ২ পৃথক; স্বতন্ত্র (ওদের পূজা আলাহিদা হয়েছে কিনা-দীনবন্ধু মিত্র; অন্যদিকে মক্কা শরীফের কথা আলহিদা ছিল-আবদুল মওদুদ)। আলাদা করে দেখা (ক্রিয়া) ১ পর ভাবা; অনাত্মীয় মনে করা। ২ স্বতন্ত্রভাবে বিচার করা। আলাদা হওয়া (ক্রিয়া) পৃথগন্ন হওয়া। {(আরবি)‘আলাহিদাহ্}
- Bengali Word আলান English definition [আলান্] (বিশেষ্য) ১ হাতি বাঁধার থাম (কালিপদ মরকত-আলানে, মন-কুঞ্জরেরে বাঁধ এঁটে-রামরাম বসু)। ২ বেঁধে রাখার খুঁটি বা গোঁজ (রাখ ডিঙ্গা পুঁতিয়া আলান-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öলা+অন(ল্যুট্)}
- Bengali Word আলানো English definition [আলানো] (ক্রিয়া) আলুলায়িত করা; এলানো। ২ খোলা; মেলা (সাধুর নিকটে তার আলাইও পাঁজি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ ওলট-পালট করা; ছড়িয়ে দেওয়া (ধান আলানো)। ৪ আলগা করা। ৫ বাসি হওয়া। {(তৎসম বা সংস্কৃত) আকুল>আউল+আনো>}
- Bengali Word আলাপ English definition [আলাপ্] (বিশেষ্য) ১ কথাবার্তা; সম্ভাষণ। ২ পরিচয়; জানাশোনা (তার সঙ্গে আমার আলাপ নেই)। ৩ সঙ্গীতের সুর ভাঁজা (সেতারে সে করেছে আলাপ-সত্যেন্দ্রনাথ দত্ত)। আলাপচারিতা (বিশেষ্য) আলাপ-আলোচনার অবস্থা (আমার মেজাজ ঠিক আলাপচারিতার স্তরে নেই-শওকত ওসমানকত ওসমান)। আলাপচারী (-রিন্) (বিশেষণ) আলাপ-আলোচনাকারী। আলাপন (বিশেষ্য) কথোপকথন; সম্ভাষণ (এ নহে পথের আলাপন-কাজী নজরুল ইসলাম)। আলাপনীয়, আলাপ্য (বিশেষণ) আলাপের যোগ্য। □ (বিশেষ্য) যে সম্পর্কে আলাপ করতে হবে; আলাপের বিষয়। আলাপ পরিচয়, আলাপ-সালাপ (বিশেষ্য) ১ পরস্পর কথোপকথন। ২ কথোপকথন ও জিজ্ঞাসাবাদ দ্বারা পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা সাধন। আলাপ-প্রলাপ (বিশেষ্য) বহু লোকের আলাপ জনিত কলরোল; আনন্দ কলরব (আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। আলাপী (-পিন্) (বিশেষ্য) আলাপের পাত্র (আমাদের নব পরিচিত আলাপীটি ঈষৎ হাসিয়া কহিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) মিশুক; আলাপ করতে ভালোবাসে এমন (লোকটা খুব আলাপী)। আলাপিনী (স্ত্রীলিঙ্গ)। আলাপিত (বিশেষণ) পরিচিত; আলাপ আছে বা আলাপ হয়েছে এমন। আলাপিতা (স্ত্রীলিঙ্গ) (যে-কোনো আলাপিতার সঙ্গেই কথা ব’লে বিশেষ পক্ষপাতের সুর লাগায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öলপ্+অ(ঘঞ্)}
- Bengali Word আলাভোলা English definition [আলাভোলা] (বিশেষণ) ১ আত্মবিস্মৃত; আপনভোলা (প্রেমিক-প্রেমিকা মিলন-শয়নে চিরদিন আলাভোলা-মোহিতলাল মজুমদার)। ২ সাদাসিধা; অচতুর; সরল। {(হিন্দি) অল্বেলা}
- Bengali Word আলামত English definition [আলামত্] (বিশেষ্য) ১ চিহ্ন; নিদর্শন; লক্ষণ (এ তো মৃত্যুরই আলামত-সৈয়দ আলী আশরাফ)। ২ অলৌকিক ঘটনা; অবাক কাণ্ড (গাছের ওপরে সন্ন্যাসী তারা দেখিয়াছে আলামত-বন্দে আলী মিয়া)। ৩ জমির সীমা নিদের্শক চিহ্ন। {(আরবি)‘আলামত্}
- Bengali Word আলাল English definition [আলাল্] (বিশেষণ) ধনী; বড়োলোক। আলালের ঘরের দুলাল (বিশেষ্য) ধনীর ঘরের অতি আদুরে ও প্রায় ক্ষেত্রে বখাটে ছেলে। {(হিন্দি) আলাল= অকর্মণ্য}
- Bengali Word আলাহিদা English definition ⇒ আলাদা
- Bengali Word আলায়কাস্সালাম, আলেকসালাম English definition [আলায়্কাস্-সালাম্, আলেক্সালাম্] (বিশেষ্য) তোমার উপর শান্তি বর্ষিত হোক; সালামের জবাব। {(আরবি)‘আলাইকাস্ সালাম্,
- Bengali Word আলায়কুম, আলাইকুম, আলেকুম English definition [আলায়্কুম্, আলাইকুম্, আলেকুম্] (বিশেষ্য) সালামের প্রত্যুত্তর অর্থাৎ আপনাদের উপরও শান্তি বর্ষিত হউক। {(আরবি)‘আলাইকুমুস্ সালাম}
- Bengali Word আলি ৩ ,আলী ২ English definition [আলি] (বিশেষ্য) শ্রেণি; পঙ্ক্তি; সারি (গীতালি)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öঅল্+ই(ইন্)}