ব পৃষ্ঠা ১০১
- Bengali Word বুলবুল, বুলবুলি English definition [বুল্বুল্, বুল্বুলি্] (বিশেষ্য) মিষ্টি সুরের এক জাতীয় পাখি (বুলবুলের মতো তার দৃষ্টি থাকে গোলাপ কুঞ্জের দিক-মোতাহের হোসেন চৌধুরী)। {(ফারসি) বুলবুল}
- Bengali Word বুলভরি English definition [বুল্ভোরি] (বিশেষ্য) শহরের প্রধান রাস্তা; এভিন্যু (এ রাস্তা কাবুলিদের বুলভার-সৈয়দ মুজতবা আলী)। {ফরাসি boulevard}
- Bengali Word বুলা (মধ্যযুগীয় বাংলা) English definition [বুলা] (ক্রিয়া) ভ্রমণ করা; বিচরণ করা; ঘুরে বেড়ানো (ঘুরিয়া ঘুরিয়া বুলে-গোবিন্দদাস)। {(প্রাকৃত) √বোল্লা>}
- Bengali Word বুলাক English definition ⇒ বুলক
- Bengali Word বুলানো English definition ⇒ বোলানো
- Bengali Word বুলি English definition [বুলি] (বিশেষ্য) ১ কথা; শব্দ; বাক্য; বোল; ভাষা; dialect (ফরাসি বুলি)। ২ মুখস্থ ভাষা বা গৎ (বুলি আওড়ানো)। ৩ অস্পষ্ট কথা; আঞ্চলিক ভাষা; উপভাষা (শিশুর বুলি)। {(হিন্দি) বোলী}
- Bengali Word বুলেট English definition [বুলেট্] (বিশেষ্য) বন্দুকের গুলি; ছররা (গোটা কয়েক শুভেচ্ছা বুলেটের গতিতে এসে ঠোকর খেলো মীনার মস্তিকে-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) bullet}
- Bengali Word বুসা English definition [বুসা] (বিশেষ্য) চুম্বন (সত্যই মহানবীর তুই, বুসা দেই তোকে আয়-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) বুসাহ}
- Bengali Word বুস্তাঁ, বুস্তান, বোস্তান English definition [বুস্তাঁ, বুতান্, বোস্তান] (বিশেষ্য) ফুলের বাগান (হে ধ্যানী তোমার মন বুস্তান গুলান-ফররুখ আহমদ)। {(ফারসি) বুস্তান}
- Bengali Word বুহিত English definition [বুহিত্] (বিশেষ্য) নৌকা; তরণী; বাণিজ্য তরী (জীবন সংশয় দেখি হারায়ে বুহিত-কবি মঈনুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বহিত্র>}
- Bengali Word বুড় English definition ⇒ বুড়া১
- Bengali Word বুড়নো English definition ⇒ বুড়া১
- Bengali Word বুড়বক English definition [বুড়্বক্] (বিশেষণ) নিরেট মূর্খ; একান্ত নির্বোধ (তুই লজ্জা পাচ্ছিস কেনরে বুড়বক-সৈয়দ মুজতবা আলী)। {(তুলনীয়) (হিন্দি) বড়ুবাক্}
- Bengali Word বুড়া ১ English definition [বুড়া] (ক্রিয়া) ১ নিমজ্জিত হওয়া; ডোবা; জলমগ্ন হওয়া (জেলে ডিঙ্গা বুড়ে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ ভরে যাওয়া (জঙ্গলে বুড়েছে)। বুড়ানো, বুড়নো (ক্রিয়া) ১ ডোবানো। ২ ভরে দেওয়া বা যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) ব্রুড্>}
- Bengali Word বুড়া ২, বুড়ো, বুড় English definition [বুড়া, বুড়ো, বুড়] (বিশেষ্য) বৃদ্ধ ব্যক্তি। □ (বিশেষণ) ১ প্রবীণ। ২ অতি পুরনো; প্রাচীন (বুড়া বট গাছ)। ৩ অতিশয় বয়স্ক (বুড়া গরু)। ৪ পরিপক্ব; জেঠা; ফাজিল; অকালপক্ব (বুড়ো মেয়ে)। বুড়া আঙ্গুল (বিশেষ্য) অঙ্গুষ্ঠ; বৃদ্ধাঙ্গুলি। বুড়া আঙুল দেখানো (ক্রিয়া) ফাঁকি দেওয়া। বুড়ি১, বুড়ী (বিশেষণ), (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । বুড়াটে, বুড়ুটে, বুড়োটে (বিশেষণ) ১ বৃদ্ধ সদৃশ; বুড়ার মতো। ২ প্রায় বুড়ো। বুড়াপনা, বুড়োপনা, বুড়ামি, বুড়োমি, বুড়োমো (বিশেষ্য) পাকামি; জেঠামি; বৃদ্ধ না হয়েও তদ্রূপ আচরণ বা ব্যবহার। বুড়ি ছুঁয়ে থাকা (ক্রিয়া) নামমাত্র নিয়ম পালন করা। বুড়ো মেরে খুনের দায় (আলঙ্কারিক) সামান্য অপরাধে গুরুতর ফল ভোগ করা। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ-বৃদ্ধ বয়সে শিশু বা যুবকের মতো আচরণ। বুড়োহাড় (বিশেষ্য) অভিজ্ঞ লোক। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধ> (প্রাকৃত) বুড্ড>}
- Bengali Word বুড়ি ১ English definition [বুড়ি] (বিশেষ্য) পাঁচগণ্ডা বা সিকিপণ। বুড়িকিয়া, বুড়িকে (বিশেষ্য) বুড়িসম্বন্ধীয় গণনাপদ্ধতি। {(তৎসম বা সংস্কৃত) বোড্রী>}
- Bengali Word বুড়ি ২, বুড়ী, বুড়ুটে, বুড়ো English definition ⇒ বুড়া২
- Bengali Word বৃংহণ English definition [বৃংহণ্] (বিশেষ্য) হাতির ডাক। □ (বিশেষণ) বলকর; পুষ্টিকর। {(তৎসম বা সংস্কৃত) √বৃন্হ্+অন(ল্যুট্)}
- Bengali Word বৃংহিত English definition [বৃঙ্হিত্] (বিশেষ্য) হাতির গর্জন; হাতির চিৎকার। □ (বিশেষণ) ১ বৃদ্ধিপ্রাপ্ত; বর্ধিত। ২ পুষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √বৃন্হ্+ত(ক্ত)}
- Bengali Word বৃক English definition [বৃকো] (বিশেষ্য) ১ নেকড়ে বাঘ। ২ শৃগাল। ৩ কাক। ৪ জঠরানল; জঠরাগ্নি। ৫ ক্ষত্রিয়। বৃকোদর (বিশেষ্য) ১ মহাভারতোক্ত মধ্যম পাণ্ডব ভীম। ২ নেকড়ে বাঘের মতো উদর যার। {(তৎসম বা সংস্কৃত) √বৃক্+অ(ক)}