ব পৃষ্ঠা ৯৯
- Bengali Word বুঝা, বুঝানো English definition ⇒ বোঝা২
- Bengali Word বুঝি English definition [বুঝি] (ক্রিয়া) অনুমান করি; অনুভব করি; বোধ করি। □ (অব্যয়) বোধ হয়; সম্ভবত; অনুমান; হয়তো (তাই বুঝি)।{√বুঝ্+ই}
- Bengali Word বুট ১ English definition [বুট্] (বিশেষ্য) এক ধরনের মজবুত জুতা যা পরলে পায়ের গোড়ালির উপর অংশ আবৃত থাকে (যে বুট এবং ম্যাকিস্টশ পরিয়া ক্যালকাটা রোডের ধারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) boot}
- Bengali Word বুট ২ English definition [বুট্] ⇒ ছোলা২
- Bengali Word বুটি, বুটী English definition [বুটি] (বিশেষ্য) বস্ত্রাদিতে সুচে-তোলা ফুল। বুটিদার (বিশেষণ) বুটিযুক্ত; বুটি দ্বারা মণ্ডিত। {(তুলনীয়) (হিন্দি) বুটা}
- Bengali Word বুঢ্ঢা English definition [বুঢ্ঢা] (বিশেষণ) বৃদ্ধ; প্রবীণ (যুবা যুবতীর সে দেশে ভিড় সেথা যেতে নারে বুঢ্ঢা পীর-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধ>; (তুলনীয়) (হিন্দি) বুড্ঢা}
- Bengali Word বুত English definition [বুত্] (বিশেষ্য) মূর্তি। বুতপরস্ত (বিশেষণ) মূর্তি উপাসক (বুত পরস্ত আরব ইসলাম বরণ করল-আহমদ শরীফ)। {(ফারসি) বুত}
- Bengali Word বুতাম English definition ⇒ বোতাম
- Bengali Word বুদ্দু English definition [বুদ্দু] (বিশেষ্য), (বিশেষণ) মরুবাসী আবর (আশেপাশে যতেক ছিল বুদ্দু বেদুঈন জাত-রওশন ইজদানী)। {(আরবি) বুদরী}
- Bengali Word বুদ্ধ English definition [বুদ্ধো] (বিশেষ্য) বৌদ্ধধর্মের প্রবর্তক ও প্রচারক; সিদ্ধার্থ; গৌতম। □ (বিশেষণ) ১ জাগরিত; উদ্বোধিত। ২ জ্ঞানপ্রাপ্ত; প্রজ্ঞাপ্রাপ্ত। ৩ জ্ঞানী। বুদ্ধত্ব (বিশেষ্য) বুদ্ধের ভাব; বোধিলাভের অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্+ত(ক্ত)}
- Bengali Word বুদ্ধি English definition [বুদ্ধি] (বিশেষ্য) ১ ধী; বোধ; বিচারশক্তি; মনীষা। ২ পরামর্শ; মন্ত্রণা; যুক্তি (বুদ্ধি দেওয়া)। ৩ মতলব; ফন্দি; কৌশল (বুদ্ধি বের করতে হবে)। ৪ মনোবৃত্তি (পাপবুদ্ধি)। ৫ জ্ঞান। বুদ্ধি-কৌশল (বিশেষ্য) বুদ্ধির দ্বারা উদ্ভাবিত উপায় বা ফন্দি; চতুরতা। বুদ্ধিগম্য (বিশেষণ) জ্ঞানগোচর; বুদ্ধির সাহায্যে জানা যায় এমন। বুদ্ধিচাতুর্য (বিশেষ্য) বুদ্ধিকৌশল; বুদ্ধির নৈপুণ্য; বুদ্ধির প্রাখর্য; চতুরতা। বুদ্ধিজীবী(-বিন্) (বিশেষণ) ১ সমাজ ও সংস্কৃতি সচেতন এবং জ্ঞান বিজ্ঞানে দক্ষ সুশিক্ষিত মানুষ, যারা বুদ্ধির বলে বা বুদ্ধির কাজ দিয়ে জীবিকা নির্বাহ করে। ২ জ্ঞান বা বুদ্ধিকৌশলে কাজ সম্পাদন করে এমন। বুদ্ধিতে বৃহস্পতি (বিশেষণ) হিন্দু পুরাণোক্ত দেবগুরু বৃহস্পতির মতো অত্যন্ত বুদ্ধিমান; মহাপণ্ডিত। বুদ্ধিনাশ, বুদ্ধিভ্রংশ, বুদ্ধিলোপ, বুদ্ধিহানি (বিশেষ্য) বুদ্ধির লোপ; বুদ্ধিশূন্যতা। বুদ্ধিবৃত্তি (বিশেষ্য) বুদ্ধিশক্তি; মানসিক শক্তি। বুদ্ধিভ্রম (বিশেষ্য) মতিভ্রান্তি; বুঝবার ভুল। বুদ্ধিভ্রষ্ট (বিশেষণ) বুদ্ধি ভ্রংশ হয়েছে এমন। বুদ্ধিমত্তা (বিশেষ্য) বিজ্ঞতা; ধী-শক্তি; বুদ্ধিশালিতা; মনীষা। বুদ্ধিমান (বিশেষণ) ১ জ্ঞানবিশিষ্ট; বুদ্ধিসম্পন্ন; বুদ্ধিযুক্ত; জ্ঞানী। ২ চালাক; চতুর। বুদ্ধিমতী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া (ক্রিয়া) বিবেচনা বা চিন্তা করতে বসা। বুদ্ধির ঢেঁকি (বিশেষণ) নির্বোধ; নিতান্ত স্থুলবুদ্ধি। বুদ্ধিশুদ্ধি (বিশেষ্য) বিচার-বিবেচনা। বুদ্ধিহত (বিশেষণ) হতবুদ্ধি; লুপ্তবুদ্ধি (রিক্তহস্ত গৃহস্থ দাঁড়ায়ে বুদ্ধিহত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্+তি(ক্তি)}
- Bengali Word বুদ্ধি (মধ্যযুগীয় বাংলা) English definition [বুদ্ধি] অসমাপিকা ক্রিয়া জেনে; বুঝে (বুদ্ধি নাও তোনে পাও-হর)। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্+তি(ক্তি)>}
- Bengali Word বুদ্ধীন্দ্রিয় English definition [বুদ্ধিন্দ্রিয়ো] (বিশেষ্য) জ্ঞানেন্দ্রিয়; যে ইন্দ্রিয় দ্বারা জ্ঞান লাভ করা যায়। {(তৎসম বা সংস্কৃত) বুদ্ধি+ইন্দ্রিয়}
- Bengali Word বুদ্ধু English definition [বুদ্ধু] (বিশেষণ) (ব্রজবুলি) বোকা; মূর্খ (স্পর্শ পেলে বুদ্ধু হত বুদ্ধদেরি বুনিয়াদে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বুদ্ধ>}
- Bengali Word বুদ্বুদ, বুদ্বুদ্ English definition [বুদ্বুদ্] (বিশেষ্য) পানির ভুড়ভুড়ি; জলবিম্ব। বুদ্বুদন, বুদ্বদুন (বিশেষ্য) বুদ্বুদোদ্গম; ভুড়ভুড় উঠা; effervescence। বুদ্বুদী, বুদ্বুদী (-দিন্) (বিশেষণ) বুদ্বুদ নিঃসারণ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) ধ্বন্যাত্মক}
- Bengali Word বুধ English definition [বুধ্] (বিশেষ্য) ১ সপ্তাহের একটি বার; সাতদিনের একটি বুধবার। ২ একটি গ্রহের নাম; Mercury। ৩ জ্ঞানী; বোধশক্তিসম্পন্ন ব্যক্তি। ৪ পন্ডিত; বিদ্বান; জ্ঞানী; প্রতিভাধর ব্যক্তি। ৫ (হিন্দু পুরাণে) চন্দ্রের পুত্র। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্+অ(ক)}
- Bengali Word বুধী (মধ্যযুগীয় বাংলা) English definition [বুধি] (বিশেষ্য) বুদ্ধি>}
- Bengali Word বুনট, বুনাট English definition [বুনোট্, বুনাট্] (বিশেষ্য) ১ বয়নকাজ; বয়নকৌশল। ২ বয়নের পারিশ্রমিক; বয়নমূল্য। ৩ বস্ত্রাদির বুনন বা জমিন। {(তুলনীয়) (হিন্দি) বুনারট}
- Bengali Word বুনন, বুনান English definition [বুনন্, বুনান্] (বিশেষ্য) ১ বীজরোপণ; বপন। ২ বস্ত্রাদি প্রস্তুতকরণ; বয়ন। {(তৎসম বা সংস্কৃত) বপন>বয়ন>; (তুলনীয়) (হিন্দি) বুন্না}
- Bengali Word বুননি, বুনানি, বুনুনি English definition [বুনোনি, বুনানি, বুনুনি] (বিশেষ্য) ১ কাপড়ের জমিন; কাপড়ের বুনন (বুনুনি সাদায় কালোতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বপন>বয়ন>; (তুলনীয়) (হিন্দি) বুন্না}