ব পৃষ্ঠা ৯৮
- Bengali Word বুঁদ ১ English definition [বুঁদ্] (বিশেষণ) বিভোর; চুর; অভিভূত; বিহ্বল (ভাবে বুঁদ হয়ে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) মুদ>}
- Bengali Word বুঁদ ২, বুঁদি English definition [বুঁদ্, বুঁদি] (বিশেষ্য) ১ ক্ষুদ্র বিন্দু; ছোট ফোঁটা; বৃষ্টির ছোট ছোট ফোঁটা। ২ ভুড়ভুড়ি। {(তৎসম বা সংস্কৃত) বিন্দু>}
- Bengali Word বুঁদিয়া, বুঁদে English definition [বুঁদিয়া, বুঁদে] (বিশেষ্য) বটিকা আকৃতির মিঠাই। {(তৎসম বা সংস্কৃত) বটিকা>; (তৎসম বা সংস্কৃত) বিন্দু+ (বাংলা) ইয়া>}
- Bengali Word বুইল (মধ্যযুগীয় বাংলা) English definition [বুইলো] ১ বলল। ২ বললাম (সত্য আহ্মে বুইল-বড়ু চণ্ডীদাস)। {(বাংলা) √বল্>}
- Bengali Word বুক ১ English definition [বুক্] (বিশেষ্য) ১ বক্ষঃস্থান। ২ ছাতি (বুক বাড়িয়াছে কার সোহাগে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ অন্তর; হৃদয় (বুক ভরা)। বুক চাপড়ানো (ক্রিয়া) শোক প্রকাশপূর্বক বারংবার বুকে চাপড় মারা। বুক চিতিয়ে চলা (ক্রিয়া) অসঙ্কুচিত হয়ে অগ্রসর হওয়া; সাহসের সঙ্গে অগ্রসর হওয়া। বুকজল (বিশেষ্য) বুক পর্যন্ত ডুবে যায় এমন গভীর জল। বুক ঠোকা (ক্রিয়া) সাহস বা ভরসা প্রকাশ করা; বুকে আঘাত করে সাহস দেখানো। বুক দাশ হাত হওয়া, বুক ফুলে ওঠা (ক্রিয়া) আনন্দিত হওয়া; গর্বিত বা অহঙ্কৃত হওয়া। বুক দিয়া পড়া, বুক দেওয়া (ক্রিয়া) সর্বান্তঃকরণে সাহায্য করা। বুক পাতা (ক্রিয়া) দুঃখ-কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকা। বুক ফাটা (ক্রিয়া) দুঃখে হৃদয় ফেটে যাওয়া; প্রচণ্ড দুঃখ বা শোক পাওয়া (বুক ফাটা কান্না)। বুক ফাটে তো মুখ ফোটে না (ক্রিয়া) মনের গোপন কথা প্রকাশ করার ভীষণ ইচ্ছা সত্ত্বেও মুখে না বলা। বুক ফোলানো (ক্রিয়া) অহঙ্কার প্রকাশ করা। বুক বাঁধা (ক্রিয়া) ১ সাহসে ভরা করা। ২ বিপদে ধৈর্য ধারণ করা। বুক ভাঙ্গা (বিশেষণ) প্রবল দুঃখবাচক (বুক ভাঙা কান্না)। ২ দুঃখে-শোকে মর্মান্তিক কষ্ট পাওয়া। বুক শুকানো (ক্রিয়া) ভয় ইত্যাদির জন্য হৃদয়ে শুষ্কতা অনুভব করা; নিরুৎসাহ বোধ করা। বুকে ঢেঁকির পাড় পড়া (ক্রিয়া) তীব্র আতঙ্কে প্রবল বেগে হৃদপিণ্ডের স্পন্দন হওয়া। বুকে পিঠে করে মানুষ করা (ক্রিয়া) অত্যন্ত আদরে ও যত্নে লালন করা। বুকে বসে দাড়ি উপড়ানো (ক্রিয়া) আশ্রয়দাতা বা প্রতিপালকের অনিষ্ট সাধন করা। বুকে বাঁশ ডলা, বুকে বাঁশ দেওয়া (ক্রিয়া) বাঁশ দ্বারা বুক দলন করা; কঠিন শাস্তিবিশেষ। বুকের পাটা (বিশেষ্য) ১ বুকের প্রসার; ছাতি। ২ (আলঙ্কারিক) শক্তি; সাহস; দুঃসাহস। বুকের রক্ত চুষে খাওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) নির্যাতন করে ক্রমশ মৃত্যু ঘটানো। বুকের রক্ত দেওয়া (ক্রিয়া) প্রাণপণে জীবন দেওয়া; সর্বান্তঃকরণে জীবন বিসর্জন দেওয়া; আত্মত্যাগ করা। বুকে হাত দিয়ে বলা (ক্রিয়া) আন্তরিকতা বা সাহসের সঙ্গে বলা; বিবেকের নির্দেশ মেনে চলা। {(তৎসম বা সংস্কৃত) বুক্ক; বক্ষঃ>}
- Bengali Word বুক ২ English definition [বুক্] (বিশেষ্য) ১ আগাম মূল্য দিয়ে আসন সংরক্ষণ বা সিট রিজার্ভ করা। ২ জাহাজে বা রেলে মালপত্র চালান দেবার ব্যবস্থা। ৩ বইপুস্তক। বুক কিপিং (বিশেষ্য) ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব-রক্ষণ। বুকপোস্ট (বিশেষ্য) পুস্তক, খবরের কাগজের মোড়ক ইত্যাদি মুখ-খোলা অবস্থায় কম মাশুলে ডাকযোগে পাঠানোর ব্যবস্থা। বুকশেলফ (বিশেষ্য) বইয়ের তাক। বুকস্টল (বিশেষ্য) বইয়ের দোকান; রেল স্টেশন প্রভৃতি খোলা জায়গায় বইয়ে দোকান। {(ইংরেজি) book}
- Bengali Word বুকনি English definition [বুক্নি] (বিশেষ্য) ১ গুঁড়া; কণা; ক্ষুদ্র টুকরা। ২ মিছরির ক্ষুদ্র ক্ষুদ্র দানা। ৩ টুকরা মন্তব্য বা ফোড়ন; রসালো অথবা চটুল কথার টুকরা; এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ। {(তৎসম বা সংস্কৃত) বুক্ক্+অন = বুক্কন> (প্রাকৃত) বুক্কই>; (তুলনীয়) (হিন্দি) বুকনী}
- Bengali Word বুকি English definition [বুকি] (বিশেষ্য) বোকা বা বুদ্ধিহীন নারী। বোকা পু.। {(বাংলা) বোকা+ই(স্ত্রীপ্রত্যয়)}
- Bengali Word বুক্ক English definition [বুক্কো] (বিশেষ্য) ১ বুক; হৃদপিণ্ড। ২ বোকা পাঁঠা। বুক্কা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বুক্ক্+অ(অচ্)}
- Bengali Word বুক্কুশী English definition [বুক্কুশি] (বিশেষ্য) পিশাচী; প্রেতিনী (যে বেশে বসেছো ঘাটে বুক্কুশী বলবে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পুক্কশী>}
- Bengali Word বুকড়ি, বুকড়ী English definition [বুক্ড়ি] (বিশেষ্য) আছাঁটা মোটা চাল (স্ত্রীলোকের সৌন্দর্য রূপ বুকড়ি চাউলের ভাত প্রণয় কলা পাতে ঢালিতে ঢালিতে ঠাণ্ডা হইয়া যায়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষণ) অশোভনরূপে বড় ও মোটাসোটা। {(তুলনীয়) (হিন্দি) বগড়}
- Bengali Word বুগবুগি English definition [বুগ্বুগি] (বিশেষ্য) ভুড়ভুড়ি (ন্যাসের বুগবুগি-হাবীবুর রহমান)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word বুজকুড়ি English definition [বুজ্কুড়ি] (বিশেষ্য) ভুড়ভুড়ি; বুদ্বুদ। {বুদ্বুদ>বুজ+গুড়ি>কুড়ি}
- Bengali Word বুজদিল English definition [বুজ্দিল্] (বিশেষণ) ভীরু; কাপুরুষ (বুজদিল ঐ দুশমন সব বিলকুল সাফ হো গিয়া-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) বুজদিল}
- Bengali Word বুজরুক English definition [বুজ্রুক্] (বিশেষণ) ১ (ব্যঙ্গার্থ) অলৌকিক বা দৈবশক্তির ভানকারী; পাণ্ডিত্যের ভান করে এমন; কুটিল (প্রথম পরিচয়ে শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন-রাজশেখর বসু (পরশু))। ২ প্রতারক; ঠক। বুজরুকি, বুজরুড়ি, বুজরুকী (বিশেষ্য) ১ পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভান; চালিয়াতি; ছলনা; ভান (ঐন্দ্রজালিক শক্তির বুজরুকী-আঁখা)। ২ প্রতারণা। {(ফারসি) বুজুর্গ}
- Bengali Word বুজা, বুজানো English definition ⇒ বোজা
- Bengali Word বুজি English definition [বুজি] (বিশেষ্য) বাঙালি মুসলিম সমাজে বড় বোনকে ডাকা আদরের সম্বোধন; বু। {(হিন্দি) বুয়া>বু+জি}
- Bengali Word বুজুর্গ English definition [বুজুর্গ্] (বিশেষ্য) মহান; সম্মানিত; মুরব্বি; সাধু। বুজুর্গি (বিশেষণ) মাহাত্ম্য; আভিজাত্য। {(ফারসি) বুজুর্গ}
- Bengali Word বুঝ English definition [বুঝ্] (বিশেষ্য) ১ বোধ; বিচার; জ্ঞান (বুঝ সুঝ আছে বলতে হবে)। ২ প্রবোধ; সান্ত্বনা (বুঝ মানা)। ৩ বোধ; জ্ঞান (অবুঝে বুঝাবো কত বুঝ নাহি মানে-প্রবাদ)। বুঝ-সমঝ (বিশেষ্য) বিচার-বিবেচনা (রীতিমতো বুঝ সমঝ থাকা দরকার-মনোজ বসু)। বুঝই (ব্রজবুলি) অসমাপিকা ক্রিয়া বুঝতে (বুঝে ন বুঝ ইহ রস বোল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্>}
- Bengali Word বুঝনু, বুঝণু (মধ্যযুগীয় বাংলা) English definition [বুঝনু] (ক্রিয়া) বুঝলাম (না বুঝনু কৈছন কেলী-বিদ্যাপতি)। বুঝয় (মধ্যযুগীয় বাংলা) অসমাপিকা ক্রিয়া বুঝতে (বুঝয় না পারি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্>}