ল পৃষ্ঠা ৮
- Bengali Word ললৎ English definition [ললোত্] (বিশেষণ) ১ কম্পমান; কম্পিত। ২ দোলায়মান; দোদুল্যমান। ৩ লেহন করে এমন। লেহনকারী। ৪ লেলিহান। ৫ লোলুপ। {(তৎসম বা সংস্কৃত) √লল্+অৎ(শতৃ)}
- Bengali Word লশকর, লস্কর, নস্কর English definition [লশ্কর, লস্কর, নস্কর] (বিশেষ্য) ১ সৈন্য (নীল পোশাক-পরা একটা লস্কর রেলিং ধরিয়া ঝুঁকিয়া পড়িয়া জলের মধ্যে কি দেখিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ ফৌজ; সৈন্যদল (বাদশাহী লস্কর)। ৩ নৌসেনা। ৪ জাহাজের খালাসি। ৫ জাতীয় বা বংশগত উপাধি (লশকর বাড়ি)। লশকরি, লস্করি, গদাই লশকরী চাল (বিশেষণ) অতি মন্থর গদি (সাঁতার ভুলে মেঘ চলে আজ লস্করী চালে-সত্যেন্দ্রনাথ দত্ত; গদাই লশকরি চাল এখানে চলবে না)। {(ফারসি) লশকর}
- Bengali Word লস English definition [লস্] (বিশেষ্য) ক্ষতি; লোকসান (ব্যবসাতে লস দিয়েছে)। {(ইংরেজি) loss}
- Bengali Word লসত, লসৎ English definition [লসত্] (বিশেষণ) ১ নীলাযুক্ত। ২ শোভমান (কনক খম্বকার লসত কুহুডাকি-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) √লস্+অৎ(শতৃ)}
- Bengali Word লসসি, লাসসি English definition [লোস্সি, লাসসি] (বিশেষ্য) দই ও চিনি দ্বারা প্রস্তুত একপ্রকার পানীয় (পাঞ্জাবীদের হালুয়া, লসসি আরও কত প্রদেশের কত অনবদ্য অবদান-সৈয়দ মুজতবা আলী)। {(হিন্দি) লসসী}
- Bengali Word লসিকা, লসীকা English definition [লোশিকা] (বিশেষ্য) ১ (মুখের) লালা। ২ জীবদেহের একপ্রকার বর্ণহীন রস। {(তৎসম বা সংস্কৃত) √রস্+ইক+আ}
- Bengali Word লসিত English definition [লোশিতো] (বিশেষণ) ১ বিলাসিত। ২ শোভমান; শোভিত (লসিত সুন্দর সর্বগাত্র-জ্ঞানদাস)। ৩ এক লসিত (প্রিয় মিলনে লসিত অন্তর)। {(তৎসম বা সংস্কৃত) √লস্+ত(ক্ত)}
- Bengali Word লস্কর English definition ⇒ লশকর
- Bengali Word লহ English definition [লোহা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) লও; গ্রহণ করো (এ বার আমারে লহ করুণা করে-রবীন্দ্রনাথ ঠাকুর) {(বাংলা) √ল+মধ্যম (পুংলিঙ্গ)(একবচন) অনুজ্ঞায়}
- Bengali Word লহনা English definition [লহোনা] (বিশেষ্য) ১ খাজনা ছাড়া অন্যায্য বাকি পাওনা। ২ লভ্য; পাওনা; প্রাপ্য (লাভের জন্য ব্যবসা করিলাম, সব লহনা বাকি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ কবিকঙ্কণ রচিত চণ্ডীমঙ্গল কাব্যের একটি নারীচরিত্র। {(তৎসম বা সংস্কৃত) লভন> (প্রাকৃত)লহণ>}
- Bengali Word লহমা English definition [লহোমা] (বিশেষ্য) মুহূর্ত; ক্ষণ; অত্যল্পকাল (এক লহমার খুশীর তুফান এই তো জীবন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) লম্হা> (বাংলা) লহমা (বর্ণবিপর্যয়ে)}
- Bengali Word লহর English definition [লহোর্] (বিশেষ্য) ১ ঢেউ; তরঙ্গ; ধারা (কাননের পথে লহর খেলেছে অবিরাম জলধারা-জসীমউদ্দীন)। ২ শ্রেণি; সারি (সাত লহর হার)। {(তৎসম বা সংস্কৃত) লহরী>}
- Bengali Word লহরি, লহরী English definition [লহোরি] (বিশেষ্য) তরঙ্গ; ঢেউ; ঊর্মি; বীচি (আকাশের পাখি; ঊর্ধ্বে উঠিয়া নতুন লহরী তোল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) জলং হরতি>}
- Bengali Word লহা English definition [লহা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) লওয়া; গ্রহণ করা। {√ল>}
- Bengali Word লহাই (মধ্যযুগীয় বাংলা), (ব্রজবুলি) English definition [লহাই] (বিশেষণ) নতুন (লগাই যৌবন-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) নবীন> (ব্রজবুলি) নহলী> (বাংলা) নহাই>লহাই}
- Bengali Word লহু ১, লহূ ১ English definition [লোহু] (বিশেষ্য) রক্ত; শোণিত; খুন (লহু দিয়ে গড়া-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) লোহিত>}
- Bengali Word লহু ২, লহূ ২ English definition [লোহু] (ব্রজবুলি) (বিশেষণ) লঘু; মৃদু; অত্যল্প (লহু লহু হাস-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) লঘু>}
- Bengali Word লা ১ English definition [লা] (অব্যয়) স্ত্রীলোকদের পরস্পরের প্রতি ব্যবহৃত সম্বোধনবাচক শব্দ (সব মুরগি হেসে এ ওর গায়ে ঢলে পড়ে বলতে লেগেছে ‘চায় লা চায় লা, দেখতে চায়, দেখতে চায়’-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) হলা>}
- Bengali Word লা ২ English definition [লা] (বিশেষ্য) নৌকা। {(তৎসম বা সংস্কৃত) নৌ>; (ফারসি) নাৱ}
- Bengali Word লা ৩ English definition [লা] (অব্যয়) নঞর্থক উপসর্গবিশেষ (লা-মোহাম্মদ ওয়াজেদ আলীরিস, লাচার)। {(আরবি) লা}