ল পৃষ্ঠা ৯
- Bengali Word লা ৪ English definition [লা] (বিশেষ্য) গালা; লাক্ষা। {(তৎসম বা সংস্কৃত) লাক্ষা>}
- Bengali Word লা-জওয়াব English definition [লাজওয়াব্] (বিশেষণ) নিরুত্তর; হতভম্ব; বিমূঢ়; জব্দ (লা-জওয়াব শ্রোতা সেজেও পরিত্রাণ কোথায়-মোহাম্মদ ওয়াজেদ আলী)। {(আরবি) লা-জৱাব}
- Bengali Word লা-দাবি English definition [লাদাবি] (বিশেষণ) কোনো দাবি নেই এমন; unclaimed। {(আরবি) লা+দাৱী}
- Bengali Word লা-শরিক English definition [লাশোরিক্] (বিশেষণ) শরিকহীন (লা=না, নাই+শরিক=অংশীদার-লা-শরিক আল্লাহ); অদ্বিতীয়; কোনো অংশীদার নেই এমন (আল্লাহ্ তব লা- শরীক তাঁর গুণে হও গুণবান-আজহারুল ইসলাম)। {(আরবি) লা-শরিক}
- Bengali Word লাই ১ English definition [লাই] (বিশেষ্য) প্রশ্রয়; অতিরিক্ত আদর (মাস্টার সাবের দয়াতেই বেটা এমন লাই পেয়েছে-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) স্নেহ>নেহ>লেহ>লাই}
- Bengali Word লাই ২ English definition [লাই] (বিশেষ্য) ময়দা খই ইত্যাদি থেকে প্রস্তুত মণ্ড; আঠা; গাম; লেই (আর আমার লাই দিয়েছিলেন-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) লাজা>, (তুলনীয়) (হিন্দি) লাই}
- Bengali Word লাই ৩ English definition [লাই] (বিশেষ্য) নেশা; মাদকতা (সে সুপারী পানে একটু কিছু লাই আছে-(পূর্ববঙ্গ গীতিকা))। {(আরবি) নেশা>লেসা> লেআ>}
- Bengali Word লাই ৪ English definition [লাই] (অব্যয়) জন্য (তিল হইল গোবর্ধনের লাই-(পূর্ববঙ্গ গীতিকা))। {লাজি>}
- Bengali Word লাইগেশন English definition [লাইগেশন্] (বিশেষ্য) অস্ত্রোপচারের মাধ্যমে মহিলাদের ডিম্বক নিঃসরণের পথ রুদ্ধ করার ব্যবস্থা; মহিলাদের গর্ভরোধক ব্যবস্থাবিশেষ। {(ইংরেজি) ligation}
- Bengali Word লাইট English definition [লাইট্] (বিশেষ্য) ১ আলো; বৈদ্যুতিক বাতি। ২ বাতি। ৩ আলো (এঘরে একেবারে লাইট পাওয়া যায় না)। লাইটহাউস (বিশেষ্য) বাতিঘর; জাহাজ ইত্যাদির নিশানার জন্য নির্মিত আলোকস্তম্ভ। {(ইংরেজি) light}
- Bengali Word লাইন English definition [লাইন্] (বিশেষ্য) ১ রেখা (লাইন টানো)। ২ সারি; শ্রেণি (ছাত্রদের লাইন করে দাঁড় করানো হলো)। ৩ লৌহপথ (রেল-লাইন)। ৪ পঙ্ক্তি; ছত্র (এক লাইনে লেখা)। ৫ পথ; প্রণালি; ধারা (চলার বা কাজের লাইন)। লাইনি (বিশেষণ) ছত্রবিশিষ্ট; পঙ্ক্তিওয়ালা (জাহাজের টাইপ করা একশ লাইনি দৈনিক কাগজ-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) line}
- Bengali Word লাইনিং English definition [লাইনিঙ্] (বিশেষ্য) জামার ভিতরের দিকে লাগাবার কাপড়; আস্তর। {(ইংরেজি) lining}
- Bengali Word লাইফ English definition [লাইফ্] (বিশেষ্য) ১ প্রাণ; জীবন। ২ শক্তি। ৩ জীবনচরিত (শেরে বাংলার লাইফ)। ৪ উৎসাহ-উদ্দীপনা (লাইফ নাই)। লাইফ ইন্সিওরেন্স (বিশেষ্য) জীবনবিমা; life insurance। লাইফবেল্ট (বিশেষ্য) জাহাজ প্রভৃতির দুর্ঘটনায় ডুবন্ত ব্যক্তিদের ভেসে থাকার জন্যে নির্মিত এক প্রকার চক্র; life-belt। লাইফবোট (বিশেষ্য) জাহাজ স্টিমার প্রভৃতিতে রক্ষিত দুর্ঘটনায় পতিত ব্যক্তিদের জীবন রক্ষার্থে ব্যবহৃত এক প্রকার ক্ষুদ্র ও দ্রুতগামী নৌকা; life-boat। {(ইংরেজি) life}
- Bengali Word লাইব্রেরি English definition ⇒ লাইব্রেরি
- Bengali Word লাইব্রেরি, লাইব্রেরী English definition [লাইব্ব্রেরি] (বিশেষ্য) ১ গ্রন্থাগার; পুস্তকাগার; পুস্তক-ভাণ্ডার (লাইব্রেরি হতে হিস্ট্রি আনিয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গ্রন্থাগার ও পাঠাগার। ৩ বইয়ের দোকান। {(ইংরেজি) library}
- Bengali Word লাইলতুল কদর English definition [লাইলাতুল্কদোর্] (বিশেষ্য) ১ সম্মানিত রাত্রি; মর্যাদাযুক্ত গুরুত্বপূর্ণ রাত। ২ ইসলামি শাস্ত্রমতে রমজান মাসের শেষ দশদিনের কোনো একটি বেজোড় রাত; অনেকের মতে সাতাশে রমজানের রাত; যে রাতের ইবাদতের পুণ্য হাজার মাসের ইবাদতের তুল্য (ইহারই মধ্যে লাইলাতুল কদর-মুক্তির মহালোক ভাস্কর-এয়াকুব আলী চৌধুরী)। {(আরবি) লাইলাতুল-কদর}
- Bengali Word লাইলাক English definition [লাইলাক্] (বিশেষ্য) সুবাসযুক্ত বিদেশি ফুল (অধীর মদির ঘ্রাণ-বিকশিত লাইলাক বাসে-সুধীণ্দ্রনাথ দত্ত)। {(ইংরেজি) lilac}
- Bengali Word লাইসেন্স English definition [লাইসেন্স্] (বিশেষ্য) ১ ব্যবসা বা বৃত্তি গ্রহণে সরকারি অনুমতি। ২ বিশেষ বিশেষ অস্ত্র এবং নিষিদ্ধ কোনো দ্রব্য রাখার ও ব্যবহার করার সরকারি অনুমতি। {(ইংরেজি) licence}
- Bengali Word লাউ English definition [লাউ] (বিশেষ্য) ১ কুমড়াজাতীয় ফল; অলাবু; বদু; তুম্বী। ২ বাদ্যযন্ত্ররূপে ব্যবহৃত লাউয়ের খোল। লাউডগা (বিশেষ্য) ১ লাউগাছ বা লাউশাকের অগ্রভাগ। লাউডগা সাপ (বিশেষ্য) লাউয়ের লতার মতো সরু ও সবুজ রঙের এক প্রকার সাপ। লাউমাচা (বিশেষ্য) লাউগাছ লতিয়ে বড় হওয়ার জন্য বংশাদি দ্বারা নির্মিত মাচা; জাংলা। {(তৎসম বা সংস্কৃত) অলাবু>}
- Bengali Word লাউঞ্জ, লাউন্জ English definition [লাউন্জ্] (বিশেষ্য) বিশ্রামস্থান; আরামে সময় কাটানোর স্থান (নিজের সুট ঠিক করা হলে লাউঞ্জে গেল সে-হেমায়েত হোসেন)। □ (ক্রিয়া) ১ আরামে অর্ধশায়িত হয়ে থাকা। ২ অলসভাবে ঘুরে বেড়ানো বা সময় কাটানো। {(ইংরেজি) lounge}