ল পৃষ্ঠা ১১
- Bengali Word লাগেজ, লগেজ English definition [লাগেজ্, লগেজ্] (বিশেষ্য) যাত্রীদের সঙ্গের বোঝা বা মালপত্র (আমাদের লগেজপত্র যথাস্থানে পরিপাটিরূপে মওজুদ রয়েছে-আবুল কালাম শামসুদ্দিন)। লাগেজ বুক করা (ক্রিয়া) সঙ্গের মালপত্র বহনের দায়িত্ব মাসুলের বিনিময়ে বিমান রেল বা স্টিমার কোম্পানিকে প্রদান। {(ইংরেজি) luggage}
- Bengali Word লাগোয়া English definition ⇒ লাগাও
- Bengali Word লাঘব English definition [লাঘোব্] (বিশেষ্য) ১ লঘুতা; হ্রাস; অল্পতা; অগৌরব; মর্যাদাহানি; গৌরবহানি; মর্যাদানাশ (যোগী বেশে ক্ষেমা দিল অস্ত্র না ধরিল যতেক লাঘব কৈল সকল সহিল-সৈয়দ আলাওল)। ২ অবজ্ঞা; তাচ্ছিল্য; উপক্ষো; লাঞ্ছনা; অপমান (নিদারুণ নরগণ তেজিয়া গৌরব অতিশয় প্রহারএ করিয়া লাঘব-রাজশেখর বসু (পরশু))। ৩ ক্ষিপ্রতা; নিপুণতা। লাঘব করা (ক্রিয়া) হালকা করা; লঘু করা; হ্রাস করা; কমানো বা কমিয়ে দেওয়া (আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) লঘু+অ(অণ্)}
- Bengali Word লাঙল, লাঙ্গল, নাঙল English definition [লাঙোল্, লাঙ্গোল্, নাঙোল্] (বিশেষ্য) জমি চাষ করার যন্ত্র; হল। লাঙল চষা (ক্রিয়া) লাঙল দিয়ে জমি চাষ করা (খেলা লাঙ্গল চষা-জসীমউদ্দীন)। লাঙল-টানা (বিশেষণ) হল বহন করে এমন; হল দ্বরা জমি চাষ করে এমন (লাঙল-টানা গরু)। লাঙল-দড়ি (বিশেষ্য) যে দড়ি দিয়ে লাঙলের সঙ্গে জোয়াল-বাঁধা হয়। লাঙল-দণ্ড (বিশেষ্য) লাঙলের মধ্যস্থ; কাষ্ঠ; লাঙলের ঈষ। লাঙল দেওয়া (ক্রিয়া) লাঙল দিয়ে জমি চাষ করা (এখনও জমিতে লাঙল দেওয়া হয়নি)। লাঙলা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) চাষা; গালিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √লঙ্গ+অল(কলচ্)>}
- Bengali Word লাঙ্গলী English definition [লাঙ্গোলি] (বিশেষ্য) ১ হলধর; কৃষক। ২ হিন্দু পুরাণের বলরাম। {(তৎসম বা সংস্কৃত) লাঙ্গল+ঈ(ঙীষ্)}
- Bengali Word লাঙ্গা English definition [লাঙ্গা] (বিশেষণ) নগ্ন (সহজ নিদালু কাহিল লাঙ্গা-চর্যা)। (তৎসম বা সংস্কৃত) নগ্ন>}
- Bengali Word লাঙ্গুল English definition [লাঙ্গুল্] (বিশেষ্য) লেজ; পুচ্ছ (বৃক্ষাদির উপরে লক্ষ ২ বানর উল্লম্ফন প্রোল্লম্ফন করিতেছে কখন লাঙ্গৃল জড়ায়-কখন প্রসারণ করে-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। লঙ্গুলী(-লিন্) (বিশেষণ) ১ লেজওয়ালা। ২ বানর। {(তৎসম বা সংস্কৃত) √লন্গ্+উল(উলচ্)}
- Bengali Word লাচার, নাচার English definition [নাচার্, নাচার] (বিশেষণ) উপায়হীন; নিরুপায়; সহায়হীন; নিঃসহায় (লোকজন বিনে আছি বহুত লাচার-সৈয়দ হামজা)। লাচারি১, নাচারি (বিশেষ্য) অসহায়তা; সহায়হীনতা। {(আরবি) লা+ (ফারসি) চারহ (লা=না; নাই; চারহ=উপায়)}
- Bengali Word লাচারি ২, নাচাড়ি English definition [লাচারি, নাচাড়ি] (বিশেষ্য) একপ্রকার লঘু পয়ার ছন্দ; নাচের সঙ্গে গান ও অভিনয়। {নাচা+আরি, আড়ি}
- Bengali Word লাচাড়ি, নাচাড়ি English definition [লাচাড়ি, নাচাড়ি] (বিশেষ্য) ত্রিপদী ছন্দ; ত্রিপদী ছন্দে রচিত গান। {(তৎসম বা সংস্কৃত) নত্যৃ>নাচ>লাচ+ (বাংলা) আড়ি}
- Bengali Word লাচি, লাছি English definition [লাচি,লাছি] (বিশেষ্য) গোছা; গুচ্ছ (একলাছি পাট-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) লাক্ষা>(যা লাক্ষার মতো দৃঢ়ভাবে আঁটা থেকে)}
- Bengali Word লাচ্ছি, লাসসি, লাচ্চি English definition [লাচ্ছি, লাস্সি, লাচ্চি] (বিশেষ্য) চিনি মিশ্রিত ঘন দইয়ের পানীয়; ডাল-ময়দা মিশ্রিত সিদ্ধ মণ্ডবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) লপ্সিকা>লপসি>}
- Bengali Word লাজ ১ English definition [লাজ্] (বিশেষ্য) খই (তোমার বীরত্বকাহিনী অঞ্চলে পুরে লাজের মত পথে ছড়াতে ছড়াতে-ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ)। লাজবর্ষণ (বিশেষ্য) (হিন্দুসমাজে প্রচলিত) কোনোও শুভ অনুষ্ঠানে খই ছড়ানো। {(তৎসম বা সংস্কৃত) √লাজ্+অ(ঘঞ্)}
- Bengali Word লাজ ২ English definition [লাজ্] (বিশেষ্য) লজ্জা; শরম; হ্রী। লাজলজ্জা (বিশেষ্য) লজ্জা (লাজলজ্জার মাথা খেয়োছো)। লাজুক (বিশেষণ) লজ্জাশীল; বলতে ও মিশতে লজ্জাবোধ করে এমন (লাজুক মেয়ে)। লাজশোণিমা (বিশেষ্য) লজ্জায় রক্তিম মুখমুণ্ডল; লজ্জায় লাল হয়ে ওঠা (শিথিল-বসনার ফুল্ল কপোল লাজ-শোণিমা বিদীর্ণপ্রায় দাড়িম্বের মতো হিঙ্গুল হয়ে ফুটল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) লজ্জা>}
- Bengali Word লাঞ্চ English definition [লান্চ্] (বিশেষ্য) দুপুরের খাবার; মধ্যাহ্নভোজ। লাঞ্চ টেবিল (বিশেষ্য) মধ্যাহ্ন-ভোজনের টেবিল (ডিনার কি লাঞ্চ টেবিলে বসে খাবার শেষে-হাই)। {(ইংরেজি) luncheon}
- Bengali Word লাঞ্চপ্যাকেট English definition [লান্চপ্যাকেট্] (বিশেষ্য) দুপুরের খাবারের বাক্স। {(ইংরেজি) luncheon packet}
- Bengali Word লাঞ্ছন English definition [লান্ছোন্] (বিশেষ্য) ১ কলঙ্ক; চিহ্ন; মার্কা; trade mark; দাগ (শশলাঞ্ছন, ব্যাঘ্রলাঞ্ছন)। ২ পতাকা; নিশান (গরুড়লাঞ্ছন)। ৩ উপাধি; নাম। ৪ অঙ্কন; চিত্রণ। লাঞ্ছন-মুদ্রা (বিশেষ্য) সিল মোহর। {(তৎসম বা সংস্কৃত) √লাঞ্ছ+অন(ল্যুট্)}
- Bengali Word লাঞ্ছনা English definition [লান্ছোনা] (বিশেষ্য) ১ ভর্ৎসনা; খোয়ার; দোষারোপ; বেইজ্জতি; অপমান (খিন্নশীর্ণ জীবনের শতলক্ষ ধিক্কার লাঞ্ছনা উৎসর্জন করি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উৎপীড়ন; নির্যাতন। {(তৎসম বা সংস্কৃত) √লাঞ্ছ+অন(ল্যুট্)+আ(টাপ্)}
- Bengali Word লাঞ্ছিত English definition [লান্ছিতো] (বিশেষণ) ১ ভর্ৎসিত; তিরস্কৃত; নিন্দিত; অপমানিত; অপদস্থ (রূপ প্রকাশের পূর্বে তিন অবস্থার মধ্য দিয়ে চললো-ঘট্টিত অবস্থা লাঞ্ছিত অবস্থা রঞ্জিত অবস্থা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ উৎপীড়িত; নির্যাতিত। ৩ কলঙ্কিত। ৪ চিহ্নিত মার্কাযুক্ত; চিত্রিত। ৫ ধ্বজযুক্ত; পতাকাবিশিষ্ট। ৬ নামযুক্ত; উপাধিবিশিষ্ট। লাঞ্ছিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √লাঞ্ছ+ত(ক্ত)}
- Bengali Word লাট ১ English definition [লাট্] (বিশেষ্য) (ব্রিটিশ শাসনামলে) প্রদেশের সর্বপ্রধান শাসনকর্তা; রাজ্যপাল; গভর্নর (বাংলার ছোটলাট)। ২ সামরিক সর্বাধিনায়ক (জঙ্গি লাট)। ৩ রাজ্যপালের ন্যায় মর্যাদাসম্পন্ন ব্যক্তি। লাট-বেলাট (বিশেষ্য) গভর্নর ও তৎতুল্য সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ। লাটসাহেব (বিশেষ্য) ১ গভর্নর; প্রদশের সর্বপ্রধান শাসনকর্তা; রাজ্যপাল; দেশের সর্বপ্রধান শাসক। ২ (ব্যঙ্গার্থ) হর্তাকর্তা; বিধাতাস্বরূপ; অত্যন্ত ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (হুকুম দেখ না, যেন লাট সাহেব)। ছোটলাট (বিশেষ্য) প্রদেশের শাসনকর্তা; lieutenant governor। জঙ্গিলাট (বিশেষ্য) প্রধান সেনাপতি; সামরিক বিভাগের সর্বময় কর্তা। বড়লাট (বিশেষ্য) দেশের সর্বপ্রধান শাসনকর্তা; governor general। {(ইংরেজি) lord}