B পৃষ্ঠা ২
- English Word back 4 Bengali definition [ব্যাক্] (attributive(ly) ও সমাসবদ্ধ পদের পূর্বপদরূপে ব্যবহার) (১) দ্রষ্টব্য back 1 (১,২)। backache; [Uncountable noun, Countable noun] পৃষ্ঠবেদনা; পৃষ্ঠশূল। backband (noun) গাড়ি জুড়ে দেওয়ার জন্য ঘোড়ার পিঠে জিনের উপর সংযুক্ত চামড়ার পটিবিশেষ; পৃষ্ঠবন্ধনী। backbone (noun) (ক) মেরুদণ্ড; শিরদাঁড়া; পৃষ্ঠবংশ; (লাক্ষণিক) প্রধান অবলম্বন; মেরুদণ্ড; Peasants are the back bone of our country. (খ) [Uncountable noun] (লাক্ষণিক) শক্তি; দৃঢ়তা; মেরুদণ্ড: One must have enough back bone to overcome such a situation. (গ) to the back bone (লাক্ষণিক) সর্বতোভাবে; অস্থিমজ্জায়; মনেপ্রাণে: I am Bangalee to the back bone. back-breaking (adjective) (কাজ সম্বন্ধে) হাড়ভাঙ্গা। (২) দ্রষ্টব্যback 1 (৪,৫)। back-hand(ed) (adjective) হাতের পিঠ বাইরের দিকে ফিরিয়ে কিংবা প্রত্যাশিত দিকের উল্টোদিকে মারা (আঘাত, প্রহার ইত্যাদি): backhand blow/stroke. উল্টো আঘাত/বিপ্রতীপ প্রহার। দ্রষ্টব্যforehand. সুতরাং; (লাক্ষণিক): a back-handed compliment, ব্যাজস্তুতি। back hander (noun) (ক) উলটা হাতের আঘাত; চাটুবাক্য; ব্যাজস্তুতি; শ্লেষ। (খ) উৎকোচ বা ঘুষ। backscratcher (noun) (ক) পিঠ চুলকানোর জন্য দীর্ঘ হাতলের সঙ্গে থাবাযুক্ত যন্ত্রবিশেষ; পৃষ্ঠকণ্ডূয়নক। (খ) চাটুকার; স্তাবক। দ্রষ্টব্যscratch (verb(৫)). back-stroke (noun) (ক) [Uncountable noun] চিৎসাঁতার। (খ) [Countable noun] উলটা হাতের আঘাত। backsword (noun) একধারী তলোয়ার। (৩) দ্রষ্টব্যback 1 (৫) ও back 2 (১)। back-to-back (দেহলিবিশিষ্ট গৃহের সারি সম্বন্ধে) দুই সারি বাড়ির পিছন দিক পরস্পরের মুখোমুখি এমন; পিঠাপিঠি। back-bench(er) (noun) লোকসভা বা অন্য ব্যবস্থাপক সভার পিছনের আসন, যারা সম্মুখের আসনে বসার অধিকারী নন (ক্ষমতাসীন নন বা ক্ষমতাসীন ছিলেন না বলে) এমন সদস্যরা ব্যবহার করেন; ঐরূপ আসনে আসীন সদস্য; পশ্চাদাসন ও পশ্চাদাসীন। দ্রষ্টব্যbench (১)। back-blocks (noun) (plural) (অস্ট্রেলিয়ায়) রেলপথ, নদী, সমুদ্র-উপকূল ইত্যাদি থেকে বহু দূরবর্তী বিরলবসতি এলাকা; অজ এলাকা। backboard (noun) ঘোড়ার গাড়ির পিছনে বিযোজনযোগ্য ফলকবিশেষ; পশ্চাৎফলক। backcloth (noun) রঙ্গমঞ্চে দৃশ্যসজ্জার অংশরূপে লম্বিত চিত্রিত বস্ত্র; প্রচ্ছদপট। backdoor (noun) অন্তর্দ্বার; খিড়কির দরজা; পশ্চাৎদ্বার; (attributive(ly) লাক্ষণিক) গোপন; পরোক্ষ; প্রচ্ছন্ন: backdoor influence. backdrop (noun)=cloth, প্রেক্ষাপট। back ground (noun) (ক) কোনো দৃশ্যের (এবং লাক্ষণিক অর্থে বর্ণনার) যে অংশ প্রধান প্রধান বস্তু, ব্যক্তি প্রভৃতির পটভূমিকারূপে কাজ করে; পশ্চাৎপট। (খ) কোনো ব্যক্তির অতীত অভিজ্ঞতা; শিক্ষাদীক্ষা; পরিবেশ; পটভূমি। (গ) সমকালীন অবস্থাদি; পটভূমি: the social and political background; (বাণিজ্য.) কোম্পানীর ব্যবসা বোঝার জন্য প্রয়োজনীয় আনুপুঙ্খিক তথ্যাদি: Back ground information, প্রাসঙ্গিক তথ্য। (ঘ) (be/keep/stay) in the back ground নেপথ্যে/প্রচার থেকে দূরে (থাকা/রাখা)। (ঙ) back ground music/effects, etc আবহসংগীত ইত্যাদি। backless (adjective) (পোশাক সম্বন্ধে) অনাবৃতপৃষ্ঠ; পিঠখোলা: a backless gown. backmost (adjective) সর্বপশ্চাদ্বর্তী। backroom (noun) বাড়ির পিছনের ঘর; অন্তর্গৃহ; অন্তঃশালা। back room boys (কথ্য) অফিস ও উদযোগশালায় কর্মরত বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক প্রভৃতি; নেপথ্যকর্মী। back seat (noun) পিছনের আসন। take a back seat (লাক্ষণিক) নিজেকে অপ্রধানরূপে প্রকাশ করা; নিজের গুরুত্ব লাঘব করা। backseat driver (গাড়ির) যে আরোহী চালকের দোষত্রুটি ধরিয়ে দেয় কিংবা তাকে উপদেশ দেয়; পিছনের চালক। backside (noun) (কথ্য) পাছা; নিতম্ব। back stage (adverb) (ক) (মঞ্চে) নেপথ্যে। (খ) (attributive(ly)): back stage life, অভিনেতা-অভিনেত্রীদের মঞ্চের বাইরের জীবন; নেপথ্যজীবন। back stair (adjective) গুপ্ত; প্রচ্ছন্ন; চোরা: back stair influence. back stairs (noun) বাড়ির পিছনে গৃহভৃত্যদের মহল থেকে ওঠা সিঁড়ি; অন্তঃসোপান: (attributive(ly)) back stairs gossip, ভৃত্যমহলের খোশালাপ। back stays (noun) (plural) (নৌচালনবিদ্যা) জাহাজের মাস্তুলশীর্ষ থেকে পার্শ্বদেশে; পিছনের দিকে কিঞ্চিৎ তির্যকভাবে; বাঁধা রজ্জুশ্রেণী; পশ্চাৎস্তম্ভ। back wash (noun) তরঙ্গাকারে অপসৃয়মাণ জলধারা; বিশেষত জাহাজের পিছু পিছু জলস্রোত; অপসৃয়মাণ তরঙ্গস্রোত; (লাক্ষণিক) (কিছু করার পর) অপ্রীতিকর প্রতিক্রিয়া; উত্তরস্বাদ। back water (noun) (ক) নদীর অংশবিশেষ; যেখানে স্রোত পৌঁছে না বলে জল স্থির হয়ে থাকে; মরাজল। (খ) (লাক্ষণিক) ঘটনাপ্রবাহ, প্রগতি ইত্যাদি স্পর্শ করে না এমন স্থান বা মানসিক অবস্থা; বিরানভূমি: living in an intellectual back water. backwoods (noun) (plural) অনাবাদি বন; (লাক্ষণিক) শিক্ষাসংস্কৃতিতে পশ্চাৎপদ অঞ্চল। backwoodsman [ব্যাক্মান্] (noun) (plural men) বনবাসী; (লাক্ষণিক) সেকেলে রুচিসম্পন্ন লোক। back yard (noun) (বিশেষত দেহলিবিশিষ্ট বাড়ি সম্বন্ধে) পিছনের উঠান/চত্বর/আঙিনা; (৪) দ্রষ্টব্যback 2 (১); আগেকার কালের; পূর্ববর্তী স্থানের। back date (verb transitive) পুরনো বা পিছনের তারিখ বসানো। back fire (noun) অন্তর্দাহ; ইঞ্জিনে নির্ধারিত সময়ের পূর্বেই গ্যাসের বিস্ফোরণ (ফলে পিস্টনের উলটাদিকে চলন) এবং সেই কারণে তৈরি উচ্চশব্দ; উদ্দহন। □(verb intransitive) উদ্দহন ঘটা; (লাক্ষণিক) অপ্রত্যাশিত বা অবাঞ্ছিত ফল প্রসব করা; উলটা ফল ফলা: Though carefully planned, the stratagem backfired. back-formation; [Uncountable noun, Countable noun] কোনো দীর্ঘতর শব্দের মূলরুপে প্রতিভাত হয় এ রকম শব্দ এবং শব্দগঠনের এই প্রক্রিয়া, যেমন televise ক্রিয়াপদটি বিশেষ্য television থেকে গঠিত হলেও প্রথম শব্দটিই দ্বিতীয় শব্দটির মূল বলে প্রতিভাত হয়; পরাগত শব্দগঠন। backlog (noun) জমে ওঠা অসম্পন্ন কাজের বোঝা; বকেয়া কাজ। back number (noun) (ক) (সাময়িকপত্রের) পিছনের সংখ্যা। (খ) (লাক্ষণিক কথ্য) সেকেলে লোক, বস্তু, পদ্ধতি ইত্যাদি। backpay/rent/taxes, etc (noun) বকেয়া বেতন, ভাড়া, কর ইত্যাদি। back pedal (verb intransitive) (সাইকেল ইত্যাদিতে) পিছন দিকে চালানো; (লাক্ষণিক) প্রদত্ত প্রতিশ্রুতি বা বিবৃতি থেকে দ্রুত পিছিয়ে যাওয়া; পিছু হটা। back slide (verb intransitive) পুনরায় পাপাচারে মগ্ন হওয়া; পুনরায় পাপের পথে পদঙ্খলিত হওয়া; নষ্ট হওয়া; বখে যাওয়া। back space (verb intransitive) চাবি টিপে মুদ্রাক্ষরযন্ত্রের সঞ্চালনী (ক্যারেজ) এক বা একাধিক অন্তর (স্পেস্) পিছে ছড়িয়ে দেওয়া: পিছে ঠেলা। back spacer key (noun) পিছে ঠেলার চাবি। back track (verb intransitive) (ক) অতিক্রান্ত পথ ধরে ফিরে আসা; পিছিয়ে আসা: we had to back track two kilometres to take the right turning. (খ) মত পরিবর্তন করে আগেকার পরিকল্পনা বা বিশ্বাসে ফিরে যাওয়া: Come whatever may, he won’t back track. (৫) দ্রষ্টব্যback 2 (৩); বিনিময়ে; প্রত্যুত্তরে। back bite (verb transitive), (verb intransitive) (অসাক্ষাতে) কুৎসা/নিন্দা করা; অপবাদ দেওয়া। back biter (noun) পরিবাদক; পরোক্ষনিন্দুক। backchat [Uncountable noun] (কথ্য) উদ্ধত/অশোভন/অশিষ্ট মন্তব্য; প্রগল্ভতা: I hate your indulging in backchat. backlash [Uncountable noun] (ক) যন্ত্রাংশের শিথিল সংযোগের ফলে অত্যধিক নড়াচড়া; ওলটচলন। (খ) (লাক্ষণিক) (বিশেষত সামাজিক ও জাতিগত সম্পর্কের ক্ষেত্রে) বিপরীত/বিরূপ প্রতিক্রিয়া। backtalk [Uncountable noun] =backchat.
- English Word backgammon Bengali definition [ব্যাক্গ্যামান্ (America(n) ব্যাক্গ্যামান্] [Uncountable noun] বিশেষভাবে প্রস্তুত পট্টিকার অক্ষ ও ঘুঁটি নিয়ে দুজন খোলোয়াড়ের জন্য ক্রীড়াবিশেষ; চর্মপট্টিকাক্রীড়া।
- English Word backsheesh Bengali definition দ্রষ্টব্যbaksheesh
- English Word backup Bengali definition [ব্যাকআপ] (noun) ব্যাকআপ; মূল ডাটা থেকে এক বা একাধিক কপি তৈরি করাই ব্যাকআপ। যদি কখনো মূল ডাটা নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, বা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে তখন ব্যাকআপ থেকে ডাটা নিয়ে কাজ করা যায়: To ease the procedure you can use automatic backup software.
- English Word backward Bengali definition [ব্যাক্ওয়াড্] (adjective) (১) পিছনে বা সূচনা বিন্দুর দিকে; পশ্চাৎ: a backward glance পশ্চাতে দৃষ্টিপাত; backward movement, পশ্চাৎগতি; a backward flow of water, বিপরীত জলস্রোত। (২) পিছিয়ে-পড়া; পশ্চাৎপদ: a backward country. (৩) অনিচ্ছু; দ্বিধান্বিত; কুণ্ঠিত: Don’t be backward in giving your views. □(adverb) backward(s) (১) পিছনে; পিছনের দিকে: The car moved backwards. (২) উলটাদিকে মুখ করে; উলটাদিক থেকে: to walk backward(s); to count from hundred backward(s), know something backward(s), সম্যকরূপে/উত্তমরূপে জানা। backward(s) and forward(s) আগুপিছু: travelling backward(s) and forward(s), গমনাগমন; যাতায়াত; আসাযাওয়া।
- English Word bacon Bengali definition [বেইকান্] [Uncountable noun] লবণে জারিত কিংবা ধূমশোধিত (পিঠ বা পাশের) শূকরমাংস; বেকন। bring home the bacon (অপশব্দ) কাজ হাসিল করা। save one’s bacon (কথ্য) মৃত্যু; আঘাত বা শাস্তি এড়ানো; জানে বাঁচা।
- English Word bacteria Bengali definition [ব্যাক্টিআরিআ] (noun) (plural) (singular bacterium [ব্যাক্টিআরিইআম্]) উদ্ভিদের ক্ষুদ্রতম ও সরলতম (সাধারণত এককোষী) রূপভেদ, যা জল, বায়ু, মাটি এবং জীবিত ও মৃত প্রাণী ও উদ্ভিদের দেহে থাকে; এরা প্রাণীর জীবনধারণের জন্য অপরিহার্য এবং কখনো কখনো রোগের কারণস্বরূপ; ব্যাকটেরিয়া। bacterial [ব্যাক্টিআরিআল্] (adjective) ব্যাক্টেরিয়াঘটিত/জনিত: bacteria contamination. Bacteriology [ব্যাক্টিআরিঅলাজি] (noun) ব্যাকটেরিয়াবিজ্ঞান। bacteriologist [ব্যাক্টিআরিঅলাজিস্ট্] (noun) ব্যাকটেরিয়াবিদ।
- English Word bad 1 Bengali definition [ব্যাড্] (adjective) (worse; worst) (বাংলায় প্রায়শ অপ, অব, কু, কৎ, দুঃ বা বি–যোগে bad-এর অর্থ প্রকাশিত হয়) (১) খারাপ; মন্দ; গর্হিত; পাপ; কদর্য; অন্যায়: It is bad to tell a lie. act in bad faith অসাধু উদ্দেশ্য নিয়ে কাজ করা। a bad egg/hat/lot (প্রাচীন অপশব্দ) যে ব্যক্তির নীতিবোধের উপর আস্থা স্থাপন করা যায় না; দুর্জন; নষ্টাত্মা। call somebody badnames গালিগালাজ/ গালমন্দ/ কটুকাটব্য করা। bad language কুবচন; কুকথা; অশ্লীল ভাষা। bad word অশ্লীল শব্দ; গালি; অপশব্দ। (২) অপ্রীতিকর; অনাকাঙ্খিত; অপ্রিয়; খারাপ; অশুভ: bad news; bad weather, দুর্যোগপূর্ণ/খারাপ আবহাওয়া, bad smell, দুর্গন্ধ; to create a bad odour, অপ্রীতিকর অনুভূতি সৃষ্টি করা। (৩) (যেসব বস্তু আদপেই গর্হিত, তাদের সম্বন্ধে) বাজে; বিশ্রী; মারাত্মক; সাংঘাতিক; উল্লেখযোগ্য: a bad accident; a bad mistake; a bad recession. (৪) নিকৃষ্ট; অপকৃষ্ট; বাজে; বিশ্রী; কদর্য; কুৎসিত; অপর্যাপ্ত: His handwriting is bad. bad eyesight. He succeeded in having good photographs even though the light was bad. be in a bad way অসুখে/দুরবস্থায়/ বিপদে পড়া: He is in a bad way, তার বড়ো দুর্দিন/দুরাবস্থা। be in bad (with) (America(n) কথ্য) বিরাগভাজন হওয়া; কুনজরে পড়া: I’m in bad with the Principal. go from bad to worse গুরুতর অবনতি হওয়া। with bad grace অনিচ্ছায়। not (so) bad (কথ্য উনোক্তি) বেশ ভালো। not half bad খুব ভালো; মন্দ কী। a bad business/job (কথ্য) দুর্ভাগ্যজনক ব্যাপার। bad debt যে ঋণ শোধিত হওয়ার সম্ভাবনা নেই; কুকর্জ। bad-lands (America(n)) অনুর্বর এলাকা। badlaw যে আইন বৈধ বলে টেকানো বা সাব্যস্ত করা সম্ভবপর নয়; বাজে/খেলো আইন। badshot (লাক্ষণিক) ভুল অনুমান/আন্দাজ। (৫) খাওয়ার অনুপযোগী; পচা; নষ্ট; bad eggs/meat. Gobad খাওয়ার অযোগ্য হওয়া; পচা; নষ্ট হওয়া। (৬) bad for (কারো বা কোনো কিছুর জন্য) ক্ষতিকর; অনুপযোগী; অনিষ্টকর; অপকারক: Drinking is bad for health. (৭) অসুস্থ; পীড়িত: a bad finger; (কথ্য) to feel bad, অসুস্থ বোধ করা। be taken bad (কথ্য) অসুখে পড়া; অসুস্থ হয়ে পড়া; (স্বাস্থ্যগত) অবস্থার অবনতি হওয়া। (৮) (কথ্য) দুর্ভাগ্যজনক: It’s too bad you cannot join us. (৯) (কথ্য) দুঃখিত: He felt so bad about not being able to come to your aid, তার খুব দুঃখ হয়েছে। badly (adverb) (worse, worst) (তুলনীয় well, better, best) (১) খারাপভাবে, অপরিচ্ছন্নভাবে, মারাত্মকভাবে, বিশ্রীভাবে; কদর্য/কুৎসিতভাবে, বাজেভাবে ইত্যাদি: badly made/dressed/wounded. (২) শোচনীয়ভাবে; দারুণভাবে: badly defeated; badly in need of succor. (৩) (want; need– এর সঙ্গে) অত্যন্ত: I need him badly. (৪) badly off দরিদ্র; দুর্গত। badly off for কোনো কিছুর অভাব (বোধ করা)। badness (noun) কদর্যতা; নিকৃষ্টতা; দুষ্টতা।
- English Word bad 2 Bengali definition [ব্যাড্] [Uncountable noun] মন্দ: take the bad with the good. go to the bad বখে যাওয়া; নষ্ট হয়ে যাওয়া। to the bad (হিসাব.) গচ্চা: He is € 100 to the bad, ১০০ ইউরো গচ্চা দিয়েছে।
- English Word bade Bengali definition [ব্যাড্] দ্রষ্টব্য bid 1
- English Word badge Bengali definition [ব্যাজ্] (noun) (১) কোনো ব্যক্তির পেশা, পদমর্যাদা ইত্যাদির পরিচায়ক (সাধারণত কাপড়ে অঙ্কিত নকশা বা ধাতুনির্মিত) চিহ্নবিশেষ; পদচিহ্ন; চাপরাশ; তকমা; কার্যাঙ্ক; চিহ্ন। (২) (লাক্ষণিক) কোনো গুণ বা অবস্থাসূচক বস্তু; নিদর্শন; অভিজ্ঞান: At the meeting, we all had to wear badges with our names on.
- English Word badger 1 Bengali definition [ব্যাজা(র্)] (noun) গর্তবাসী; নিশাচর; ধূসর বর্ণের ক্ষুদ্রাকায় জন্তুবিশেষ; ব্যাজার।
- English Word badger 2 Bengali definition [ব্যাজা(র্)] (verb transitive) badger somebody (with questions, etc) (for something)/(into doing something) (প্রশ্নাঘাত ইত্যাদিতে) জর্জরিত করা / জ্বালাতন করা; প্যানপ্যান করা: His wife was badgering him to buy a diamond ring.
- English Word badinage Bengali definition [ব্যাডিনা:জ্ America(n) ব্যাডান্আ:জ্] [Uncountable noun] হাস্যপরিহাস; হাসিঠাট্টা; তামাসা; ঠাট্টা।
- English Word badminton Bengali definition [ব্যাড্মিন্টান্] (noun) ব্যাডমিন্টন খেলাবিশেষ।
- English Word badshah Bengali definition [বা:দ্শা:] (অপিচ padshah, padshaw [পা:দ্শা:]) (noun) কোনো সাম্রাজ্যের শাসক; বাদশাহ।
- English Word bae Bengali definition [বায়ে] (noun) (অপশব্দ) ইন্টারনেট বিশ্বে জনপ্রিয় শব্দ ‘বায়ে’। প্রিয় মানুষ অর্থে প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডেনিশ ভাষার এ শব্দটি ইংরেজি সম্বোধনসূচক শব্দ hi-এর সমতুল: Bae, I love you so much (adjective) চমৎকার; অসাধারণ; দারুণ: This sandwich is bae.
- English Word baffle 1 Bengali definition [ব্যাফ্ল্] (verb transitive) বিপাকে ফেলা; হতবুদ্ধি করা; ধাঁধায় ফেলা; প্রতিহত করা; বানচাল/ব্যাহত করা: He was baffled in his attempt to win a seat. This problem baffles me.
- English Word baffle 2 Bengali definition [ব্যাফ্ল্] (noun) গ্যাস; শব্দ বা তরলপদার্থের প্রবাহ রুদ্ধ বা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত পাত; ফলক বা অন্য কোনো কৌশল; নিয়মফলক।
- English Word bag 1 Bengali definition [ব্যাগ্] (noun) (১) থলে; ব্যাগ: shopping-bag; travelling-bag; handbag; kitbag; toolbag; mailbag; bag and baggage (বিশেষত বহিষ্কৃত ব্যক্তি) তল্পিতল্পাসমেত; বোঁচকাবুঁচকিসমেত। a bag of bones কঙ্কালসার/অস্থিচর্মসার মানুষ বা জন্তুজানোয়ার। let the cat out of the bag (অজ্ঞাতসারে) গোপন কথা ফাঁস করে দেওয়া; থলের বিড়াল বের করে দেওয়া। pack one’s bags (যাত্রার উদ্দেশ্যে) বোঁচকা/তল্পিতল্পা বাঁধা। the whole bag of tricks (কথ্য) (কোনো উদ্দেশ্যসাধনের জন্য) সমস্ত উপায়উপকরণ; সমস্ত মালমসলা। (২) (= game-bag ) শিকারীর হাতে নিহত বা ধৃত পশুপাখির সমষ্টি; শিকারের থলে; শিকার: The sportsmen were happy to secure a good bag. be in the bag (ফলাফল) যথাকাঙ্ক্ষিত/ইচ্ছানুরুপ হওয়া: The match is in the bag. (৩) bags of (অপশব্দ) মেলা; অঢেল; ভূরি ভূরি: There’s a bags of fish. (৪) bags under the eyes (কথ্য) (অনিদ্রা, মদ্যপান ইত্যাদি কারণে) চোখের নিচে ফোলা-ফোলা ভাব/থলে। (৫) old bag (কথ্য) খুঁতখুঁতে; অনাকর্ষণীয়া বিরক্তিকর স্ত্রীলোক; ছেঁড়া থলে; ব্যবহারের অনুপযোগী থলে।