B পৃষ্ঠা ৪
- English Word baize Bengali definition [বেইজ্] [Uncountable noun] (টেবিল ইত্যাদি) ঢাকার জন্য সাধারণত সবুজ রঙের মোটা পশমি কাপড়; বনাত।
- English Word bake Bengali definition [বেইক্] (verb transitive), (verb intransitive) (১) (রুটি ইত্যাদি বদ্ধ উনুনে) সেকা; ঝলসানো: bake bread/cakes. (২) তাপে কঠিন হওয়া বা করা; (ভাঁটিতে) পোড়ানো; ঝলসানো: The long, hot summer bake the ground hard. Bricks are baked by fire or sun. (৩) তপ্ত হওয়া; (গায়ের রং) তামাটে হওয়া; (রোদে) পোড়া; ঝলসা: The children are baking in the sun. half-baked (adjective) (কথ্য) অল্পবুদ্ধি; অনভিজ্ঞ; আনাড়ি; অর্ধপক্ব: half-baked ideas; a half baked prophet. baking-hot (adjective) অতিতপ্ত; কাঠফাটা: a baking-hot day. baking-powder (noun) রুটি, কেক ইত্যাদি ফোলানোর জন্য যে মিশ্রণ ব্যবহার করা হয়; বেকিং পাউডার। baker (noun) রুটি ইত্যাদির প্রস্তুতকারক; নানবাই। baker’s dozen রুটিওয়ালার ডজন, অর্থাৎ তেরো। bakery [বেইকারি] (noun) (plural bakeries) রুটিঘর।
- English Word bakelite Bengali definition [বেইকালাইট্] [Uncountable noun] (ফরাসী) (কলম, খাঞ্চা, টেলিফোন ইত্যাদি তৈরির জন্য আগেকার দিনে ব্যবহৃত) সর্জরস বা ধুনোর কৃত্রিম যৌগ; ব্যাকেলাইট।
- English Word bakr-Id Bengali definition [বকর্-ঈদ] (অপিচ Id-ul-zoha, Id-uz-zoha [ঈদূল্জোহা:, ঈদূজ্জোহা:]) [Uncountable noun] (১) মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব, যে উৎসবে পশু কোরবানি করা হয়।
- English Word baksheesh Bengali definition [ব্যাক্শীশ্] [Uncountable noun] (অপিচ buckshhesh [বোউক্শীশ্] [Uncountable noun] (অনানুষ্ঠানিক) (১) সাধারণত পরিচারক-পরিচারিকাদেরকে খুশি করতে অর্থ প্রদান; বকশিশ। =tip 3 (noun)। (২) কাউকে প্রভাবিত বা প্ররোচিত করতে প্রদত্ত অর্থ বা অন্য কোনো সামগ্রী; ঘুষ। =bribe (noun)
- English Word balaclava Bengali definition [ব্যালাক্লা:ভা](noun) আঁটসাঁট পশমি টুপি, যা মুখমণ্ডল ব্যতীত গোটা মাথা ঢেকে রাখে।
- English Word balalaika Bengali definition [ব্যালালাইকা] (noun) (plural balalaikas) রাশিয়া ও পূর্ব ইউরোপের অন্যান্য দেশে জনপ্রিয় গিটারসদৃশ (তিনটি তারযুক্ত, ত্রিকোণাকার) বাদ্যযন্ত্রবিশেষ; বালালাইকা।
- English Word balance 1 Bengali definition [ব্যালান্স্] (verb transitive), (verb intransitive) (১) (প্রশ্ন ইত্যাদি) তুলনা/বিচার করা; (দুটি বস্তু, পরিকল্পনা ইত্যাদি) তুলনা করা। (২) (কোনো কিছু বা নিজেকে) ভারসম অবস্থায় রাখা: balance a pitcher on one’s head; balance oneself on a rope. (৩) (হিসাব) মেলানো; জমাখরচ মেলানো। balance the budget বাজেট সুষম করা; (স্থিতিপত্রের দুই দিক সম্বন্ধে) সমান/সুষম হওয়া: The accounts do not balance. (৪) a balanced diet সুষম পথ্য/ খাদ্য।
- English Word balance 2 Bengali definition [ব্যালান্স্] (noun) (১) তুলা; তুলাদণ্ড; দাঁড়িপাল্লা; নিক্তি। be/hang in the balance (লাক্ষণিক ফলাফল) অনিশ্চিত হওয়া। (২) ঘড়ির গতি নিয়ন্ত্রক যন্ত্রবিশেষ; তৌল। balance-wheel (noun) ঘড়ির গতিনিয়ন্ত্রক চাকাবিশেষ; তৌলচক্র। (৩) [Uncountable noun] স্থিতাবস্থা; বিরুদ্ধ শক্তির মধ্যে ভারসাম্য। checks and balances দ্রষ্টব্যcheck 2 (১). hold the balance মীমাংসা করার কলকাঠির অধিকারী হওয়া। in the balance অনিশ্চিত। keep one’s balance ভারসাম্য রক্ষা করা; স্থির থাকা; স্থৈর্য বজায় রাখা। lose one’s balance ভারসাম্য হারানো; টলে পড়া; (লাক্ষণিক) স্থৈর্য হারানো; বিচলিত হওয়া। throw somebody off his balance বিচলিত/বিপর্যস্ত করা; উলটে ফেলা। balance of power শক্তির ভারসাম্য। (৪) [Uncountable noun] (শিল্পকলায়) অঙ্কনের সুসামঞ্জস্য ও সম্মিতি; সৌষম্য: a picture lacking in balance. (৫) (হিসাব) জমাখরচের দুই দিকের মধ্যে তফাত; উদ্ধর্ত। on balance সব কিছু বিবেচনাপূর্বক। strike a balance (between…) (জমাখরচের) তারতম্য নির্ণয় করা; (লাক্ষণিক) সবার জন্য গ্রহণযোগ্য সমাধানে পৌঁছা; আপস করা; আপসরফা করা; মধ্যপন্থা অবলম্বন করা। balance of payments (একটি নির্দিষ্ট কালপরিমাণে) বিদেশী রাষ্ট্রসমূহকে পরিশোধিত সর্বমোট অর্থসম্পদ এবং বিদেশ থেকে প্রাপ্ত সর্বমোট অর্থসম্পদের বিবরণী; পরিশোধন-বিবরণী। balance of trade আমদানী ও রপ্তানির মূল্যের মধ্যে পার্থক্য; বাণিজ্যস্থিতি। balance-sheet জমা ও খরচ উল্লেখপূর্বক উক্ত পার্থক্যের বিস্তারিত লিখিত বিবরণ; স্থিতিপত্র। (৬) আংশিক পরিশোধের পর দেওনার অবশিষ্টাংশ; বাকি; অবশেষ: to be settled within one month. (৭) the balance (যে কোনো কিছুর) অবশেষ; অবশিষ্টাংশ; শেষভাগ।
- English Word balcony Bengali definition [ব্যালকানি] (noun) (plural balconies) (১) ইন্দ্রকোষ; ঝুলবারান্দা। (২) (রঙ্গালয়ে) গৃহতল থেকে উঁচু আসনপঙ্ক্তি; প্রেক্ষাবিতান। (America(n) =gallery.) balconied; (adjective) ঝুলবারান্দাযুক্ত: a balconied house.
- English Word bald Bengali definition [বোল্ড্] (adjective) (balder; baldest) (১) (মানুষ) টেকো; টাকবিশিষ্ট; (পশু) লোমহীন; নির্লোম; (পাখি) নিষ্পক্ষ; পালকহীন; (গাছ) নিষ্পত্র; পত্রপল্লবহীন; (ভূমি, পাহাড় ইত্যাদি) নিষ্পাদপ; অনাবৃত; নগ্ন। (২) (লাক্ষণিক) নিরাভরণ; নিষ্প্রভ; নীরস: a bald style of writing; a bald statement of facts. (৩) bald–head, bald-pate (noun) টেকো (লোক); টাকওয়ালা। go at it bald -headed (কথ্য) সর্বশক্তি দিয়ে বেপরোয়াভাবে ঝাঁপিয়ে পড়া। baldly (adverb) (সর্বদা লাক্ষণিক) রাখঢাক না-করে; অনলংকৃতভাবে; সাদামাটাভাবে: speaking baldly; to put it baldly. baldness (noun) টাক; মুণ্ডতা; লোমহীনতা; পালকহীনতা; পত্রপল্লবহীনতা; নগ্নতা; নিরাভরণতা।
- English Word balderdash Bengali definition [বোল্ডাড্যাশ্] [Uncountable noun] বাগাড়ম্বর; অনর্থকবাক্য; বৃথাবাক্য; প্রলাপোক্তি (সেকেলে)।
- English Word bale 1 Bengali definition [বেইল্] [Countable noun] গাঁট; গাদা; গাদি: bales of jute; bales of hay. □ (verb transitive) গাঁট বাঁধা; গাদি বাঁধা।
- English Word bale 2 Bengali definition [বেইল্] (verb transitive) =bail 3 (১)। bale out (of) (বৈমানিক সম্বন্ধে) ক্ষতিগ্রস্থ বা নিয়ন্ত্রণবহির্ভূত বিমান থকে প্যারাসুটের সাহায্যে লাফিয়ে পড়া।
- English Word baleful Bengali definition [বেইল্ফুল্] (adjective) পাপ; অকল্যাণ; অশুভ; কুটিল; হিংস্র: baleful look, পাপদৃষ্টি; কুটিলদৃষ্টি; baleful influence, কুপ্রভাব; অশুভ প্রভাব। balefuly [বেইল্ফুলি] (adverb) হিংস্রভাবে।
- English Word balk, baulk 1 Bengali definition [বোক্] (noun) (১) চৌকোনা দীর্ঘ কাষ্ঠখণ্ড। (২) অন্তরায়; প্রতিবন্ধক; বাধা; বিঘ্ন; বিলম্বহেতু।
- English Word balk, baulk 2 Bengali definition [বোক্] (verb transitive), (verb intransitive) (১) অন্তরায় সৃষ্টি করা; বিঘ্নিত/খণ্ডিত করা: balk somebody’s plan, বানচাল/নস্যাৎ/পণ্ড করা; balk somebody of his prey, পরিবঞ্চিত করা: be balked in one’s purpose, উদ্দেশ্যসিদ্ধিতে বিঘ্নিত হওয়। (২) balk (at) (যেমন ঘোড়া সম্বন্ধে) বেঁকে বসা; দ্বিধা করা: The horse balked at the wide ditch.
- English Word ball 1 Bengali definition [বোল্] (noun) (১) খেলার জন্য যেকোনো নিরেট বা ফাঁপা গোলক; কন্দুক; গেন্ডু; বল; (দ্রষ্টব্যbaseball, দ্রষ্টব্যfootball, দ্রষ্টব্যtennis ball, দ্রষ্টব্যcricket ball ইত্যাদি)। be on the ball সজাগ/সতর্ক থাকা; (আরদ্ধ কোনো কাজের) যোগ্য হওয়া। have the ball at one’s feet, সাফল্য অর্জনের উত্তম সুযোগ পাওয়া। keep the ball rolling কথাবার্তা ইত্যাদি চালিয়ে যাওয়া/চালু রাখা। play ball (কথ্য) সহযোগিতা করা: The union leaders would not play ball. start/set the ball rolling বিশেষত কথাবার্তা শুরু করা। The ball is in his, etc court/with him, etc (আলাপ-আলোচনা ইত্যাদিতে) পরবর্তী পদক্ষেপ তাকেই নিতে হবে; বল এখন তার হাতে/ ঘরে ইত্যাদি। three balls বন্ধক ব্যবসায়ীর চিহ্ন। ball-bearing(s) (যন্ত্রকৌশলে) যন্ত্রের সচল অংশসমূহের ধারক এবং ঘর্ষণনিবারক প্রযুক্তিবিশেষ, যাতে ঘর্ষণ কমাতে ইস্পাতের গোলক ব্যবহৃত হয়। ball (-)cock (noun) চৌবাচ্চা বা জলাধারে জলের সরবরাহ নিয়ন্ত্রণের কৌশলবিশেষ; এতে একটি ভাসমান গোলক জলের ওঠানামা অনুযায়ী একটি কপাটক বন্ধ বা খুলে দেয়। ball-pen, ballpoint-pen কলমবিশেষ, যাতে কাগজের সংস্পর্শে আবর্তিত একটি কন্দুকের চারপাশ দিয়ে কালি নিঃসৃত হয়: বলপেন। (২) (ক্রিকেট) বলনিক্ষেপের একক; বল। no ball নিয়মবহির্ভূত বলনিক্ষেপ; বাতিল বল; (বেসবল) যেকোনো আঘাত বা নিক্ষেপ: a foul ball; (ফুটবল) খেলোয়াড় কর্তৃক বলচালনা: send over a high ball. (৩) দলা; ডেলা; গুলি; পিণ্ড; কোষ: a ball of wool/string; a snow ball; a meat ball, মাংসের বড়া। (৪) গুলি; গোলা: cannon ball. (প্রাচীন, তুলনীয় shell)। ball cartridge বুলেটপূরিত/বুলেটযুক্ত কার্তুজ (বিপরীত blank cartridge)। (৫) গোলাকার অংশ: the ball of the thumb (করতলবর্তী)অঙ্গুষ্ঠমূল; the ball of the foot, পদাঙ্গুষ্ঠমূল। (৬) (নিষেধ.) (অপশব্দ) অণ্ডকোষ; বিচি। □ (interjection) balls (অপশব্দ) ঘোড়ার ডিম! □ (verb transitive), (verb intransitive) (১) পিণ্ডীভূত হওয়া; দলা পাকানো; পেঁচিয়ে গোলা বানানো। (২) balls something up (অপশব্দ) তালগোল পাকানো। balls-up (noun) তালগোল; দুর্গতির একশেষ; হ-য-ব-র-ল।
- English Word ball 2 Bengali definition [বোল্] (noun) সুবিন্যস্ত কর্মসূচী ও (প্রায়ই) বিশেষ বিনোদন ব্যবস্থাসমেত সামাজিক নৃত্যানুষ্ঠান; মজলিশি নাচ; বলনাচ। ball-dress উক্তরূপ নাচের জন্য মহিলাদের জামা। ball room বলনাচের জন্য প্রশস্ত কক্ষ; নাচঘর।
- English Word ballad Bengali definition [ব্যালাড্] (noun) বিশেষত প্রাচীন কাহিনিসংবলিত সাদামাটা গান বা কবিতা; গাথা।