B পৃষ্ঠা ৩
- English Word bag 2 Bengali definition [ব্যাগ্] (verb transitive), (verb intransitive) (bagged, bagging, bags) (১) থলেতে ভরা/পোরা: to bag (up) rice. (২) (শিকারিদের সম্বন্ধে) মারা বা ধরা: He bagged three snipes. (৩) (কথ্য) (অনুমতি ছাড়া অপরের সম্পত্তি) দখল করা; আত্মসাৎ করা: I am afraid, you have bagged my umbrella. They bagged a corner table in the restaurant. (৪) থলের মতো ঝোলা; ঢলঢল করা: trousers that bag at the knees.
- English Word bagatelle Bengali definition [ব্যাগাটেল্] (noun) (১) [Uncountable noun] বিলিয়ার্ডের মতো একটি খেলা, যাতে পকেটের স্থলে গর্ত ব্যবহৃত হয়; বাগাতেল। (২) [Countable noun] (প্রায়ই a mere bagatelle) তুচ্ছ/অকিঞ্চিৎকর বিষয় বা দ্রব্য। (৩) [Countable noun] তুচ্ছ সাংগীতিক রচনা।
- English Word bagel Bengali definition [বেইগ্ল্] (noun) গোলাকার ক্ষুদ্র রুটিবিশেষ।
- English Word baggage Bengali definition [ব্যাগিজ্] (noun) (১) [Uncountable noun] (America(n)) ছাড়া অন্যত্র "luggage"-ই বহুল ব্যবহৃত) (যাত্রীর) মালপত্র; মোটঘাট; যাত্রিক সামগ্রী। baggage room (America(n)) যাত্রীদের মালামাল গচ্ছিত রাখার ঘর; মোটঘর। (২) (সেনাবাহিনীর) লটবহর: baggage animals, ভারবাহী পশু; baggage train লটগাড়ি। (৩) (প্রাচীন) (পরিহাসচ্ছলে) দুষ্টু/পাজি মেয়ে: You little baggage!
- English Word baggravation Bengali definition [বেগরেভেইশ্ন্] (noun) (অশিষ্ট) [Uncountable noun] ('bag' ও 'aggravation' মিলে তৈরি)। বিমানবন্দরে কনভেয়ার বেল্টের মাধ্যমে সব যাত্রীর ব্যাগ চলে এলেও নিজেরটা না আসায় বিরক্তি ও হতাশার অনুভূতি: Bushra couldn’t help but fell baggravation as she watched other passengers get their luggage and leave the airport.
- English Word baggy Bengali definition [ব্যাগি] (adjective) ঢোলা; ঝোলা; ঢলঢলে; থলথলে: baggy trousers; baggy skin under the eyes.
- English Word bagpipe Bengali definition [ব্যাগ্পাইপ্] (noun) (প্রায়ই the bagpipes) থলিযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ; এতে শব্দসৃষ্টির জন্য বাহুমূলে রক্ষিত থলের বাতাস চাপ দিয়ে নলের মধ্য দিয়ে সঞ্চালিত করা হয়; ব্যাগপাইপ।
- English Word bags Bengali definition [ব্যাগ্জ্] (noun) (plural) (কথ্য) পাতলুন: Oxford bags. দ্রষ্টব্যdebag
- English Word bah Bengali definition [বা:] (interjection) (সেকেলে) ঘৃণা, হতাশা, বিরক্তি প্রকাশক শব্দবিশেষ।
- English Word bahadur Bengali definition [বাহা:দুর্] (অপিচ bahaudur [বাহাউদুর্]) (noun) সাহসী ব্যক্তি।
- English Word baiji Bengali definition [বাইজী] (noun) নাচ, গান ও আপ্যায়নে পটু এক ধরনের বারবনিতা; বাইজি।
- English Word bail 1 Bengali definition [বেইল্] (noun) [Uncountable noun] জামানত; জামিন; হাজির জামিন। go/put in/ stand bail (for somebody) (কারো জন্য) জামিন/জামিনদার হওয়া। (be) out on bail জামিনে খালাস পাওয়া/করা। forfeit one’s bail জামিন বাজেয়াপ্ত হওয়া; আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়া। refuse bail (বিচারক সম্বন্ধে) জামিনের দরখাস্ত নামঞ্জুর করা। surrender to one’s bail জামিনশেষে আদালতে হাজির হওয়া। □(verb transitive) bail somebody out জামিনে খালাস করা। bailee [বেইলী] (noun) (আইন সম্বন্ধীয়) যার বা যাদের কাছে অন্যের সম্পত্তি দেখাশোনার ভার দেওয়া হয় (যেমন কাপড়চোপড় ধোলাই করার ভারপ্রাপ্ত কোনো ধোলাইখানা); মালজামিনদার; জিম্মাদার। bailment (noun) (আইন সম্বন্ধীয়) জিম্মাদান। bailor [বেইলো(র্)] (noun) (আইন সম্বন্ধীয়) জিম্মাদাতা; জিম্মাদায়ী।
- English Word bail 2 Bengali definition [বেইল্] (noun) (ক্রিকেট) তিনটি স্থাণুর (স্টাম্প) উপর আড়াআড়িভাবে ন্যস্ত দুটি আড়কাঠির যেকোনো একটি; বেইল।
- English Word bail 3 Bengali definition [বেইল্] (verb transitive), (verb intransitive) (১) bail (out) (নৌকার) জল সেচাঁ। bailing water (out); bail (out) the boat, নৌকার জল সেচেঁ ফেলা। (২) কখনো কখনো bale 2 অর্থে প্রযুক্ত।
- English Word bailey Bengali definition [বেইলি] (noun) দুর্গের বহিঃপ্রাকার; প্রাকারবেষ্টিত দুর্গাঙ্গন। Old Bailey লন্ডনের কেন্দ্রীয় ফৌজাদরি আদালত; ওল্ড বেইলি।
- English Word bailey bridge Bengali definition [বেইলি ব্রিজ্] (noun) দ্রুত সংযোজনযোগ্য সেতুবিশেষ; বেইলি সেতু।
- English Word bailiff Bengali definition [বেইলিফ্] (noun) (১) কাউন্টির প্রধান প্রশাসনিক কর্মকর্তার (শেরিফ) সহকারী; আইনবিষয়ক কর্মকর্তা; নাজির। (২) (ভূস্বামীর) নায়েব; পাটোয়ারি।
- English Word bairn Bengali definition [বেআন্] (noun) (স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ড) শিশু।
- English Word bait 1 Bengali definition [বেইট্] (noun) (১) টোপ: to take/swallow/rise to/nibble at the bait. live bait বড় মাছ ধরার জন্য ব্যবহৃত ছোট মাছ; জ্যান্ত টোপ। (২) (লাক্ষণিক) প্রলোভনের বস্তু; টোপ। rise to the bait টোপ গেলা।
- English Word bait 2 Bengali definition [বেইট্] (verb transitive), (verb intransitive) (১) টোপ দেওয়া/ফেলা: hook with a worm. (২) (ভ্রমণপথে ঘোড়াকে) খাওয়ানো; (ঘোড়া সম্বন্ধে) খাবার খাওয়া। (৩) (শৃঙ্খলিত পশুদের) কুকুর লেলিয়ে উত্ত্যক্ত করা: bear-baiting; bull-baiting. (৪) (নিষ্ঠুর বা অবমাননাকর মন্তব্য দিয়ে কাউকে) উত্ত্যক্ত/জর্জরিত করা।