D পৃষ্ঠা ২
- English Word dagger Bengali definition [ড্যাগা(র্)] (noun) (১) অস্ত্ররূপে ব্যবহৃত খাটো, তীক্ষ্ণ, দুধারি ছুরিবিশেষ; ছোরা; খঞ্জর। at daggers drawn (with somebody) উদ্যতখঞ্জর; আক্রমণোদ্যত। look daggers at somebody ঘৃণা ও বিদ্বেষভরে কটমট করে তাকানো। (২) (মুদ্রণ) অভিসম্বন্ধ বা রেফারেন্সের চিহ্ন (ᵼ)।
- English Word dago Bengali definition [ডেইগোউ] (noun) (plural dagos [ডেইগোউজ্]) (নিষেধ.) (অপশব্দ অবজ্ঞাসূচক) ইতালীয়, স্পেনীয় বা পর্তুগিজ।
- English Word daguerreotype Bengali definition [ডাগেরাটাইপ্] (noun) ফরাসি উদ্ভাবক জাক দামের (১৭৮৭- ১৮৫১) কর্তৃক ১৮৩৮ সালে উদ্ভাবিত আলোকচিত্র গ্রহণপদ্ধতি এবং ঐ পদ্ধতিতে গৃহীত আলোকচিত্র; দাগোরোচিত্র।
- English Word dah Bengali definition [দা] (noun) রামদা; দা।
- English Word dahlia Bengali definition [ডেইলিআ America(n) ড্যালিআ] (noun) কন্দজাত উজ্জ্বল বর্ণের উদ্যানপুষ্পবিশেষ; ঐ ফুলের গাছ; ডালিয়া।
- English Word dai Bengali definition [দাই] (noun) ধাত্রী; দাই।
- English Word Dail Eireann Bengali definition [ডয়ল্ এআরান্] (noun) আইরিশ প্রজাতন্ত্রের ব্যবস্থাপক সভা; ডয়ল এয়ারান।
- English Word daily Bengali definition [ডেইলি] (adjective), (adverb) প্রাত্যহিক; দৈনিক; প্রত্যহ; প্রতিদিন। dailydozen প্রাত্যহিক (নিয়মিত) ব্যায়াম। one’s daily bread কারো প্রাত্যহিক খাদ্যাদি; নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। □ (noun) (১) (সংবাদপত্র) দৈনিক ২ (কথ্য) ছুটা কাজের লোক। daily passenger [ডেইলি প্যাসেনজা(র)] (noun) বাসস্থান থেকে যিনি প্রতিদিন ট্রেনযোগে তার কর্মক্ষেত্রে আসা-যাওয়া করেন।
- English Word dainty 1 Bengali definition [ডেইন্টি] (adjective) (daintier, daintiest) (১) (ব্যক্তি) সুশ্রী; পরিচ্ছন্ন এবং নাজুক স্বাস্থ্য ও সূক্ষ্ম রুচিবোধসম্পন্ন; সুকুমার: a dainty little lady. (২) (ব্যক্তি ও প্রাণী) খুঁতখুঁতে: My daughter is dainty about her dress. (৩) (বস্তু) সুকুমার; নাজুক; সূক্ষ্ম; ভঙ্গুর: dainty Chinaware. (৪) (খাদ্য) হালকা ও মুখরোচক; সুস্বাদু। daintily (adverb) সুকুমাররূপে। daintiness (noun) সৌকুমার্য; সূক্ষ্মতা।
- English Word dainty 2 Bengali definition [ডেইন্টি] (noun) (plural dainties) (সাধারণত plural) সুস্বাদু; রসনারোচক খাদ্য; সুখাদ্য: The table was laid with dainties of every kind.
- English Word dairy Bengali definition [ডেআরি] (noun) (plural dairies) যে ভবন বা ভবনের যে অংশে দুগ্ধ সংরক্ষণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হয়; গব্যশালা; গব্যগৃহ। dairyfirm (noun) যে খামারে দুধ ও মাখন উৎপন্ন হয়; গব্যখামার। dairying, dairy-farming (noun) গব্যখামার ব্যবসা। dairy cattle দুধের জন্য যেসব গাভী পোষা হয়; দুধের গরু। dairy-maid (noun) গব্যশালায় কর্মরত নারী; গোপকন্যা। (২) যে দোকানে দুধ, মাখন, ডিম ইত্যাদি বিক্রি হয়; দুগ্ধবিপণি। dairyman [ডেআরিমান্] (noun) (plural dairymen) দুগ্ধ ইত্যাদির কারবারি; দুগ্ধব্যবসায়ী।
- English Word dais Bengali definition [ডেইই্স] (noun) (plural daises ডেইই্সিজ) মঞ্চ, বেদি।
- English Word daisy Bengali definition [ডেইজি] (noun) (plural daisies) হলুদ কেন্দ্রবিশিষ্ট (সাধারণত বুনো) ছোট সাদা ফুলবিশেষ; একই প্রজাতির কিংবা অনুরূপ ভিন্ন জাতের ফুল। (Michaelmas daisy ইত্যাদি); ডেইজি। push up the daisies দ্রষ্টব্যpush 1 (৮).
- English Word dak Bengali definition [ডাক্] (noun) [singular uncountable noun] (প্রেরণ ও বিলিসংক্রান্ত কাজ করে এমন সংস্থার ক্ষেত্রে) চিঠিপত্র, পারসেল প্রভৃতি; ডাক। dakbunglow (অপিচ rest house) (noun) প্রধানত সরকারি কর্মচারীদের ভ্রমণকালীন সময়ের জন্য নির্মিত সাময়িক বাসস্থান; ডাকবাংলা। dakrunner (noun) (পুরাতনী) ডাকবিভাগের যে কর্মচারী তার জন্য নির্ধারিত পায়েচলা পথ অতিক্রম করে পরবর্তী কর্মচারীর কাছে মেইল হস্তান্তর করেন। dakwala (noun) চিঠিপত্র সংগ্রহ করা ও বিলি করা যার কাজ; ডাকওয়ালা।
- English Word dal Bengali definition [ডাল্] (noun) [uncountable noun] ডাল। dalroti (noun) [uncountable noun] কারো জন্য নির্ধারিত প্রতিদিনের খাবার।
- English Word dale Bengali definition [ডেইল্] (noun) (বিশেষত উত্তর ইংল্যান্ডে ও কবিতায়) উপত্যকা। dales-man [ডেইল্জ্মান্] (noun) (plural dales-men) (উত্তর ইংল্যান্ডের) উপত্যকাবাসী।
- English Word dalliance Bengali definition [ড্যালিআন্স্] (noun) [uncountable noun] চপল আচরণ; চপলতা; ছেলেখেলা; ফষ্টিনষ্টি; প্রেমবিলাস।
- English Word dally Bengali definition [ড্যালি] (verb intransitive) (১) dally with চপলতা/ছেলেখেলা/ছ্যাবলেমি/ফষ্টিনষ্টি করা; অলস মনে চিন্তা করা: dally with an idea or proposal; dally with a girl’s sentiments. (২) dally(over) সময় নষ্ট করা; কালক্ষেপণ করা; He is just dallying over the matter.
- English Word dalmatian Bengali definition [ড্যালমেইশন] (noun) সাদার ওপর কালো দাগযুক্ত, খাটো লোমওয়ালা বড় জাতের কুকুরবিশেষ; ড্যালমাশিয়ান।
- English Word dam 1 Bengali definition [ড্যাম্] (noun) (১) (জলাধার নির্মাণ, জলবিদ্যুৎ উৎপাদনে) জলের গতিরোধের স্তর উন্নীত করতে নির্মিত প্রাকার; জলবন্ধন; বাঁধ (দ্রষ্টব্যBarrage, সাধারণত পানিসেচের উদ্দেশ্যে নদীর এপার থেকে ওপার পর্যন্ত বিস্তৃত প্রতিবন্ধক; বাঁধ)। (২) (উক্তরূপ জলবন্ধনের দ্বারা) সৃষ্ট জলাধার। □(verb transitive) (dammed, damming, dams) dam (up) (কোনো সংকীর্ণ উপত্যকার এপার-ওপার) জলবন্ধন নির্মাণ করা; জলবন্ধনের দ্বারা ধরে রাখা; (লাক্ষণিক) ধরে রাখা; সংযত করা: to dam up one’s emotion/somebody’s anger.