D পৃষ্ঠা ৫
- English Word daring Bengali definition [ডেআরিঙ্] (noun) [uncountable noun] দুঃসাহস; অসমসাহস: The daring of the commandoes. □(adjective) দুঃসাহসী; অসমসাহসী: a daring operation. daringly (adverb) অসমসাহসের সঙ্গে।
- English Word dark 1 Bengali definition [ডা:ক্] (noun) [uncountable noun] (১) অন্ধকার; আঁধার; তিমির; তমসা। before/after dark, সূর্যাস্তের আগে/পরে। (২) (লাক্ষণিক) অজ্ঞতা; অনবধানতা। keep somebody/be in the dark (about something) কাউকে অনবহিত রাখা/অনবহিত থাকা: He was kept completely in the dark about our plan.
- English Word dark 2 Bengali definition [ডা:ক্] (adjective) (darker, darkest) আঁধার; অন্ধকার: It is getting dark. darklantern যে লন্ঠনের আলো ঢেকে রাখা যায়; আচ্ছাদিত লণ্ঠন। dark room (noun) আলোকচিত্রের কাজের জন্য যে রুম বা কক্ষ অন্ধকার করে ফেলা যায়; নিরালোক কক্ষ। (২) (রং) প্রায় কালো: a dark suit; ঘন: dark blue/green ইত্যাদি। (৩) (ত্বক) শ্যাম; শ্যামলা: a dark complexion. (৪) (লাক্ষণিক) গূঢ়; রহস্যময়: a dark secret. keep it গোপন রাখা। the Dark Continent অন্ধকার মহাদেশ; আফ্রিকা (যখন এ মহাদেশের অধিকাংশ জায়গা অজ্ঞাত ও অপরিচিত ছিল)। a dark horse অপ্রত্যাশিত বা অজ্ঞাত ক্ষমতাসম্পন্ন দৌড়ের ঘোড়া; অচেনা ঘোড়া; (লাক্ষণিক) যে ব্যক্তির সত্যিকার শক্তিসামর্থ্য তার জ্ঞাত শক্তিসামর্থ্যের চেয়ে অধিক হতে পারে। (৫) নৈরাশ্যজনক; শোকাবহ; অন্ধকার: He is apt to look on the dark side of things. (৬) (শ্রেয়োনীতি বা বুদ্ধিবৃত্তির দিক থেকে) অজ্ঞ; অজ্ঞান। the Dark Ages (ইউরোপীয় ইতিহাস) অন্ধকার যুগ (ষষ্ঠ থেকে ১২শ শতাব্দী; অপিচ, রোমক সাম্রাজ্যের শেষভাগ- ৩৯৫ খ্রিষ্টাব্দ থেকে ১০ম শতাব্দী পর্যন্ত)। (৭) অস্পষ্ট; অস্বচ্ছ: a dark saying. darkly (adverb) অন্ধকারপূর্ণভাবে ইত্যাদি। darkness (noun) [uncountable noun] অন্ধকার; তিমির; তমিস্র।
- English Word darken Bengali definition [ডা:কান্] (verb transitive), (verb intransitive) অন্ধকার করা বা হওয়া। darken somebody’s door (পরিহাস) কারো বাড়িতে পদধূলি দেওয়া।
- English Word Darkey, Darkie, Darky Bengali definition [ডা:কি] (noun) (নিষেধ) (কথ্য) কৃষ্ণাঙ্গ নর বা নারী (-সূচক অপমানকর নাম); কেলো।
- English Word darknet Bengali definition [ডা:ক্ নেট্] (noun) (dark আর 'network মিলে তৈরি) এমন নেটওয়ার্ক ও প্রযুক্তি যা ইন্টারনেট ব্যবহারকারীকে বেআইনি পন্থায় কপিরাইটযুক্ত ডিজিটাল ফাইল ট্রান্সফারে সহায়তা করে অথচ ধরা পড়ার ভয় থাকে না; ডার্কনেট: Here is a prediction- the darknet will never die.
- English Word darling Bengali definition [ডা:লিঙ্] (noun) অতিপ্রিয় ব্যক্তি বা বস্তু; প্রিয়তম; সুপ্রিয়; প্রাণতম: My darling (attributive(ly), কথ্য) মনোরম; রমণীয়; মনোহর: a darling little house.
- English Word darn 1 Bengali definition [ডা:ন্] (verb transitive), (verb intransitive) (বিশেষত বোনা কোনো বস্ত্র) রিফু করা। □(noun) রিফু বা রিফু করা অংশ। darning (noun) (বিশেষত) রিফুর প্রয়োজন এমন বস্তু; রিফুকর্ম। darning needle (noun) রিফুর (জন্য বড়) সুচ।
- English Word darn 2 Bengali definition [ডা:ন্] (verb transitive) (অপশব্দ)= damn(৩); ক্রোধ প্রভৃতি অন্তর্ভাবসূচক: I ’il be darned if I retreat.
- English Word dart 1 Bengali definition [ডা:ট্] (noun) [countable noun] (১) অকস্মাৎ তীব্রগতিতে সম্মুখধাবন: He made a sudden dart towards door. (২) (পালকযুক্ত, তীক্ষ্ণমুখ) ক্ষুদ্র, শাণিত ক্ষেপণাস্ত্রবিশেষ, যা ‘ডার্ট’ নামক খেলায় (বাণখেলা) সংখ্যাচিহ্নিত নির্দিষ্ট লক্ষ্যস্থলে নিক্ষেপ করতে হয়; বাণ। dart board (noun) উক্ত খেলার জন্য বিভিন্ন অংশে বিভক্ত চক্রাকার ফলক; বাণফলক।
- English Word dart 2 Bengali definition [ডা:ট্] (verb intransitive), (verb transitive) অকস্মাৎ তীব্রবেগে ছোটা বা ছোটানো; তীরবেগে ছোটা বা ছোটানো; হানা: The horse darted away in a wink. The Headmaster darted an engry look at the pupil. She darted into the room.
- English Word darwan Bengali definition [দারোআন্] (অপিচ durwan) (noun) কোনো বাড়ির পাহারায় নিযুক্ত ব্যক্তি; দারোয়ান।
- English Word darzee Bengali definition [দোর্জি] (অপিচ durzee) (noun) যিনি পোশাক তৈরি করেন, দরজি।
- English Word dash 1 Bengali definition [ড্যাশ্] (noun) (১) [countable noun] বেগে ধাবন; প্রচণ্ডগতি: to make a dash for shelter; to make a dash at an opponent. at a dash ক্ষিপ্রবেগে; দৃপ্তভঙ্গিতে: The sergeant rode off at a dash. (২) (সাধারণত a/the dash of) (তরল পদার্থের কিংবা তরল পদার্থের উপর) আঘাত, অভিঘাত, প্রহার এবং তা থেকে উদ্ভূত শব্দ; ছিটে; ছপছপ: the dash of the waves on the rocks; the dash of roars striking the water. A dash of cold water brought him back to consciousness. (৩) [countable noun] কোনোকিছুর অল্পপরিমাণ মিশ্রণ বা সংযোজন; চিমটে; ফোঁটা; ছিটে: a dash of rose-water in the sherbet; a dash of pepper in the salad; blue with a dash of yellow. (৪) [countable noun] ছেদছিহ্নবিশেষ ( ̶); দ্রষ্টব্য পরিশিষ্ট ৬। (৫) the dash স্বল্প দূরত্বের দৌড়: the 100-metres dash. (৬) [uncountable noun] প্রবল কর্মতপরতা (-র সামর্থ্য); কর্মশক্তি; উদ্যম: He handled the case with competence and dash. cut a dash (চেহারায় ও আচরণে) চমৎকারিত্ব দেখানো; চোখধাঁধানো। dash board (noun) (ক) রাস্তায় কাদার ছিটে থেকে বাঁচতে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ইত্যাদির সম্মুখভাগে সংযুক্ত আড়ালবিশেষ; পরিস্থিতি। (খ) মোটরগাড়িতে বাতাবরণের নিচে বেগমাপক যন্ত্র; বিভিন্ন নিয়ন্ত্রণ কৌশল ইত্যাদি যুক্ত ফলক; নিয়ন্ত্রণপীঠ।
- English Word dash 2 Bengali definition [ড্যাশ্] (verb transitive), (verb intransitive) (১) প্রচণ্ড বেগে নিক্ষেপ করা বা নিক্ষিপ্ত হওয়া; প্রচণ্ড বেগে ধাবিত হওয়া; প্রবল বেগে চালনা করা: The torrents dashed over the fallen tree. The raft was dashed against the beach. A lorry dashed past the old man. The wild horses dashed through the field. dash something off চটপট লিখে বা এঁকে ফেলা: He dashed of a sketch before breakfast. (২) dash somebody’s hopes কারো আশা চুরমার বা বরবাদ করা। (৩) (কথ্য, Damn এর অক্ষুণ্ণ বিকল্পরূপে ব্যবহৃত) জাহান্নামে যাক: Dash it! dashing (adjective) উচ্চণ্ড; বেপরোয়া; প্রাণদীপ্ত; প্রাণবন্ত; তেজস্বী; করিৎকর্মা; অকুতোভয়: a dashing commando attack; a dashing horseman. dashingly (adverb) উচ্চণ্ডভাবে ইত্যাদি।
- English Word dastard Bengali definition [ডা:স্টা(র্)ড্] (noun) কাপুরুষ। dastardly (adjective), (adverb) কাপুরুষোচিতভাবে।
- English Word data Bengali definition [ডেইটা] (noun) (plural) (লাতিন datum এর plural) (১) তথ্য; উপাত্ত; (সাধারণত singular verb-সহ) প্রক্রিয়াজাতকরণের জন্য কম্পিউটার-পূর্বলেখের (প্রোগ্রাম) জন্য প্রস্তুত এবং পূর্বলেখের মাধ্যমে সঞ্চালিত তথ্য; উপাত্ত: The data may be processed now. databank কম্পিউটারের নথিভুক্ত উপাত্তের ব্যাপক সংগ্রহশালা; উপাত্ত সংগ্রহকেন্দ্র। database (noun) কম্পিউটারজাত উপাত্তের বৃহৎ ভাণ্ডার, বিশেষত প্রতিবেদন, বৃত্তান্ত ইত্যাদির তালিকা কিংবা সারাংশ; উপাত্তভাণ্ডার। data processing (noun) তথ্য উদ্ধার, সমস্যার সমাধান ইত্যাদি উদ্দেশ্যে কম্পিউটারের কার্যপরিচালনা; উপাত্ত প্রক্রিয়াজাতকরণ।
- English Word date 1 Bengali definition [ডেইট্] (noun) (১) তারিখ। dateline (noun) (ক) (intermediate dateline) (আন্তর্জাতিক) তারিখরেখা। (খ) সংবাদ-সাময়িকীতে নিবন্ধের তারিখ ও স্থানজ্ঞাপক বাক্যাংশ; দিনাঙ্ক। (২) [uncountable noun] যুগ; আমল: Monuments of Sultani date are abundant in Bangladesh. (৩) (বাক্যাংশে) be/go out of date সেকেলে হয়ে যাওয়া। সুতরাং, out of date (adjective) সেকেলে; অব্যবহারিক: out of date ideas/clothes. be/bring something up to date.(ক) হালফিল হওয়া/কালোন্নীত করা। (খ) সাম্প্রতিককাল পর্যন্ত সম্প্রসারিত করা/হওয়া; কালোন্নীত করা/হওয়া: bring a catalogue up to date দ্রষ্টব্য. update. সুতরাং up-to-date (adjective) কালোন্নীত; অধুনাতন: up-to-date styles/information. to date এযাবৎ; এখন পর্যন্ত: We have received no information to date. (৪) (কথ্য) নির্দিষ্ট স্থান ও সময়ে কারো সঙ্গে সামাজিক সাক্ষাৎকার; দর্শন: Have you got a date of her? blind date আগে কখনো সাক্ষাৎ হয়নি, এমন কারো সঙ্গে সামাজিকভাবে সাক্ষাৎ করার ব্যবস্থা; অজ্ঞাতদর্শন। (৫) (সম্প্রসারিত অর্থে) পুরুষের ক্ষেত্রে সঙ্গিনী এবং স্ত্রীর সঙ্গে সঙ্গী, যার সঙ্গে সাক্ষাতের স্থানকাল নির্ধারিত হয়েছে; অভিসারী/অভিসারিণী। dateless (adjective) অনন্ত; স্মরণাতীত; স্মরণাতিগ।
- English Word date 2 Bengali definition [ডেইট্] (verb transitive), (verb intransitive) (১) তারিখ বসানো/দেওয়া: to date letters. (২) তারিখ নির্ণয় করা; To date old manuscripts. (৩) date from/back (অতীতের) কোনো সময় থেকে বিদ্যমান থাকা: The monument dates back to the 1 6th century. (৪) সেকেলে হওয়ার লক্ষণ প্রকাশ পাওয়া: Her performance is in danger of becoming dated. (৫) সাক্ষাতের স্থানকাল স্থির করা। dated (adjective) সেকেলে; অচলিত। datable (adjective) তারিখ নির্ণয় করা যায় এমন।
- English Word date 3 Bengali definition [ডেইট্] (noun) খেজুর; খর্জুর।