D পৃষ্ঠা ৮
- English Word dear Bengali definition [ডিআ(র)] (adjective) (dearer, dearest) (১) dear (to) প্রিয়; আদুরে; প্রীতিভাজন: a dear little child. hold something/somebody dear (আনুষ্ঠানিক) অতিপ্রিয় বলে বিবেচনা করা। (২) সম্বোধনরূপে ব্যবহৃত (শিষ্ট ও বক্রোক্তিমূলক): Dear Madam/Sir. দুর্মূল্য; আক্রা; চড়া দামের: Don’t you find that shop too dear? dear money (যখন ঋণ পাওয়া কঠিন, তখন) চড়া সুদে নেওয়া ঋণ, মহার্ঘ অর্থ। (৪) dear (to) □ (adverb) চড়া দামে: to buy cheap and sell dear is his practice. □(noun) (১) ভালোবাসার যোগ্য ব্যক্তি: Isn’t she is a dear! (২) (অপিচ, dearest) (কোনো ব্যক্তিকে সম্বোধন করতে ব্যবহৃত) প্রিয়; প্রিয়তম: ‘yes dear’; (বিশেষত কাউকে মিষ্টি কথায় ভোলাতে (indefinite article- সহ ব্যবহৃত): Please get ready, Mary, there’s ‘a dear’. □(interjection) বিস্ময়, অধৈর্য, চমক, ত্রাস ইত্যাদি প্রকাশে- আরে! উহ! হা কপালে! Oh dear! Dear me! dearly (adverb) (১) অত্যন্ত; সাংঘাতিক; ভীষণ: I love the child dearly. (২) চড়া দামে; বহুমূল্যে: Our freedom was dearly bought. dearness (noun) মহার্ঘতা; দুর্মূলতা।
- English Word dearth Bengali definition [ডাথ্] (noun) dearth (of) (কেবল singular) অভাব; অনটন; আকাল: in time of dearth; a dearth of daily necessities. দ্রষ্টব্যstorage.
- English Word deary, dearie Bengali definition [ডিআরি] (noun) (কথ্য) প্রিয়জন; লক্ষ্মীসোনা; সোনামণি (বিশেষত বয়োজ্যেষ্ঠরা ছোটদের উদ্দেশে ব্যবহার করেন), (যেমন শিশুকে সম্বোধনকালে ‘মা’)।
- English Word death Bengali definition [ডেথ্] (noun) [countable noun, uncountable noun] (১) মৃত্যু; মরণ; জীবনহানি: The accident resulted in many deaths. at deaths door মৃত্যুর দ্বারপ্রান্তে; মুমূর্ষু। to death যাতে মৃত্যু ঘটে: The thief beaten to death. He worked himself to death, অতিরিক্ত পরিশ্রমের দরুন মারা গেছে। bore somebody to death অত্যধিক বিরক্তি উৎপাদন করা; বিরক্ত করে মারা। sick to death of something/somebody চরম বিরক্ত, ক্লান্ত ইত্যাদি। deathbed (noun) অন্তিমশয্যা; মৃত্যুশয্যা: a death bed confession মৃত্যুকালীন স্বীকারোক্তি। death duties মৃতব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারীদের অধিকারভুক্ত হওয়ার আগে প্রদেয় কর; মৃত্যুকর। death’s head (মৃত্যুর চিহ্ন) নরকরোটি। death rattle (noun) মুমূর্ষু ব্যক্তির গলায় অস্বাভাবিক ঘড়ঘড় শব্দ; নাভিশ্বাস। (২) হত্যা; প্রাণহরণ: The criminal is under sentence of death, প্রাণদণ্ডে দণ্ডিত। be in at the death (শিয়াল-শিকার) শিয়ালকে মরতে দেখা; (লাক্ষণিক) কোনো প্রতিষ্ঠানের অন্তিম মুহূর্তের সাক্ষী থাকা। put somebody to death হত্যা করা; প্রাণহরণ করা। stone somebody to death পাথর ছুড়ে হত্যা করা। death roll (noun) (যুদ্ধ, ভূমিকম্প ইত্যাদিতে) নিহতদের তালিকা। death trap (noun) মরণফাঁদ। death warrant (noun) অপরাধী; বিশ্বাসঘাতক প্রভৃতির প্রাণনাশের জন্য সরকারি হুকুম; (লাক্ষণিক) জীবন বা সুখের সম্ভাবনাবিনাশী; মৃত্যুর পরোয়ানা। (৩) [uncountable noun] মৃত্যুর অবস্থা; মৃত্যু: eyes closed in death, মৃত্যুতে নিমীলিত চক্ষু; united in death, মৃত্যুতে একত্র। (a fate) worse than death মৃত্যুর চেয়েও দুর্ভাগ্যজনক; অতি ভয়ঙ্কর। death mask মৃত্যুর পর নেওয়া মুখের আদল; মরণমুখোশ। (৪) be the death of somebody কারো মৃত্যুর কারণস্বরূপ হওয়া; মৃত্যু ডেকে আনা: That dilapidated old house will be the death of them. catch one’s death (of cold) (কথ্য) মারাত্মক সর্দি/মরণসর্দি লাগা। deathblow (noun) মারাত্মক আঘাত; (লাক্ষণিক) চরম আঘাত: a deathblow to his aspirations. The Black Death চতুর্দশ শতকের ইউরোপীয় মহামারীবিশেষ; মহামড়ক। ৫ (লাক্ষণিক) ধ্বংস; অবসান: the death of one’s hopes/plans.
- English Word deathless Bengali definition [ডেথ্লিস্] (adjective) মৃত্যুহীন; অমর; অমর্ত্য; অবিনশ্বর: deathless fame.
- English Word deathlike Bengali definition [ডেথ্লাইক্] (adjective) মৃত্যুতুল্য: a deathlike silence.
- English Word deathly Bengali definition [ডেথ্লি] (adjective) মৃত্যুর মতো; মৃত্যুকল্প: a deathly stillness. □(adverb) মৃত্যুতুল্য; মড়ার মতো: deathly pale.
- English Word deb Bengali definition [ডেব্] (noun) débutante- এর সংক্ষেপ।
- English Word débâcle Bengali definition [ডেইবা:ক্ল্] (noun) (ফরাসি) হুড়োহুড়ি; অভিধাবন; মহাদুর্যোগ; পতন; অধপতন; ধ্বংস; সমূহ বিনাশ।
- English Word debar Bengali definition [ডিবা:(র)] (verb transitive) (debarred, debarring, debars) debar somebody from নিবারিত করা; বাইরে রাখা; আইনের সাহায্যে কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা কিংবা কিছু করা থেকে বিরত রাখা; প্রতিষিদ্ধ করা: debar persons from voting at elections.
- English Word debark Bengali definition [ডিবা:ক্] (verb transitive), (verb intransitive)=disembark, জাহাজ ইত্যাদি থেকে তীরে নামা/অবতরণ/উত্তরণ/অবরোহণ করা; জাহাজ ইত্যাদি থেকে তীরে নামানো; অবতীর্ণ/উত্তীর্ণ করা। debarkation [ডীবা:কেইশ্ন্] (noun)=disembarkation অবতরণ; উত্তরণ; অবরোহণ; অবতারণ; উত্তারণ।
- English Word debase Bengali definition [ডিবেইস্] (verb transitive) মূল্য, গুণ, চরিত্র ইত্যাদির অধঃপতন ঘটানো; অধঃপতিত/অপভ্রষ্ট করা; to debase the coinage, (যেমন রূপার পরিমাণ কমিয়ে) মুদ্রামান কমানো। debasement (noun) অধঃপতন;, অপকর্ষণ; অপভ্রংশন।
- English Word debatable Bengali definition [ডিবেইটাব্ল্] (adjective) প্রশ্নসাপেক্ষ; বিচারসাপেক্ষ; তর্কসাপেক্ষ; বিচার্য: debase ground.
- English Word debate Bengali definition [ডিবেইট্] (noun) [countable noun] আনুষ্ঠানিক আলোচনা; বিতর্ক; বাগযুদ্ধ; তর্ক; বিতণ্ডা; The decision followed a long debate. The question under debate. □(verb transitive), (verb intransitive) বিতর্ক বা তর্ক করা; বিতর্কে যোগ দেওয়া; বিচারবিবেচনা করা: to debate about something; to debate (upon) a question with somebody. debater (noun) তার্কিক।
- English Word debauch Bengali definition [ডিবোচ্] (verb transitive) (কাউকে) চরিত্রভ্রষ্ট/নীতিভ্রষ্ট করা; দূষিত; নষ্ট/অধপাতিত/পাপাসক্ত করা। □(noun) [countable noun] (সাধারণত দল বেঁধে) অপরিমিত মদ্যপান ও নীতিবিগর্হিত আচরণের অনুষ্ঠান; ব্যসন: a drunken debauch, উৎকট ব্যসনবিলাস। debauchery [ডিবোচারি] (noun) [uncountable noun] অসংযম ও ভোগলালসা; ইন্দ্রিয়পরতন্ত্রতা: a life of debauchery; (plural debauchries) ইন্দ্রিয়পরতন্ত্রতার দৃষ্টান্ত ও পর্যায়কাল। debauchee [ডিবোচী] (noun) ব্যসনী; দুরাচার; পাপিষ্ঠ; লম্পট।
- English Word debenture Bengali definition [ডিবেন্চা(র্)] (noun) [countable noun] আসল পরিশোধ না করা পর্যন্ত নির্দিষ্ট হারে সুদ দেওয়া হবে, এই শর্তে ব্যবসাপ্রতিষ্ঠান ইত্যাদিতে প্রদত্ত ঋণের প্রত্যয়নপত্র; প্রতিজ্ঞাপত্র; ঋণস্বীকারপত্র।
- English Word debilitate Bengali definition [ডিবিলিটেইট্] (verb transitive) দুর্বল করা: a debilitating claimate, দৌর্বল্যকর জলবায়ু।
- English Word debit Bengali definition [ডেবিট্] (noun) (হিসাব.) যে দেনা এখনও শোধ করা হয়নি, তার ভুক্তি; দেনা; বিকলন। debitside হিসাবের খাতার বাঁ দিক; বিকলনের ঘর। দ্রষ্টব্যcredit 1 (৮)। □(verb transitive) debit something (against/to somebody) (কারো হিসাবে) বিকলনের ঘরে টাকার অঙ্ক লেখা; বিকলন করা: debit £ 10 against his account. debit somebody (with something) কারো হিসাব থেকে বিকলন করা: debit somebody/somebody’s account with £ 10.
- English Word debonair Bengali definition [ডেবানেআ(র্)] (adjective) প্রফুল্ল; খোশমেজাজি; সদানন্দ।
- English Word debouch Bengali definition [ডিবাউচ্] (verb transitive), (verb intransitive) উদ্ভূত হওয়া বা করা; বেরিয়ে আসা বা বের করা।