D পৃষ্ঠা ২৯
- English Word dethrone Bengali definition [ডীথ্রোউন্] (verb transitive) (কোনো শাসককে) সিংহাসনচ্যুত করা; (লাক্ষণিক) কাউকে প্রভাবশালী অবস্থান বা পদ থেকে সরিয়ে দেওয়া। dethronement (noun) সিংহাসনচ্যুতি।
- English Word detonate Bengali definition [ডেটানেইট্] (verb transitive), (verb intransitive) উচ্চশব্দে বিস্ফোরিত হওয়া বা বিস্ফোরণ ঘটানো। detonator (noun) বোমা বা গোলার যে অংশটি প্রথমে বিস্ফোরিত হয়ে বোমা বা গোলাকে বিস্ফোরিত করে। detonation (noun) বিস্ফোরণ; বিস্ফোরণের শব্দ।
- English Word detour Bengali definition [ডীটুআ(র্) America(n) ডিটুআ(র্)] (noun) ঘোরানো পথ; মূলপথ বন্ধ থাকলে যে বিকল্প পথ ব্যবহৃত হয়। □ (verb transitive) বিকল্প পথ ব্যবহার করা।
- English Word detoxify Bengali definition [ডীটক্সিফাই] (verb transitive) কোনো বস্তু থেকে বিষাক্ত উপাদান সরিয়ে দেওয়া। detoxification (noun) বিষাক্ত উপাদান অপসারণ প্রক্রিয়া।
- English Word detract Bengali definition [ডিট্র্যাক্ট্] (verb intransitive) detract from হরণ করা; (গুণ) খর্ব করা; মানহানি বা কুৎসা করা: The poor texture detracts from the cloth’s quality. detractor (noun) নিন্দুক; কুৎসাকারী; যে ব্যক্তি অন্যের খ্যাতি খর্ব করতে তৎপর। detraction (noun) হরণ; খর্বকরণ; নিন্দা।
- English Word detriment Bengali definition [ডেট্রিমান্ট্] (noun) ক্ষতি: I know nothing to his detriment, তার প্রতি কোনো বৈরূপ্য নেই। to the detriment of ক্ষতি বা অনিষ্ট সাধন করে: He worked hard to the detriment of his health. detrimental (adjective) ক্ষতিকর: Smoking is detriment to health. detrimentally (adverb)
- English Word detritus Bengali definition [ডিট্রাইটাস্] (noun) শিলাদির ঘর্ষণজনিত ক্ষয়ে সৃষ্ট পদার্থ, যেমন কাঁকর, বালি, পলি।
- English Word deuce 1 Bengali definition [ড্যিউস্ America(n) ড্যিডূস্] (noun) (১) পাশার দুয়া বা তাসের দুরি। (২) (টেনিস খেলায়) যে অবস্থায় পর পর দুটি পয়েন্ট পেলে প্রতিদ্বন্দ্বীদের একজন বিজয়ী হয়।
- English Word deuce 2 Bengali definition [ড্যিউস্ America(n) ড্যিডূস্] (noun) (প্রাচীন কথ্য) (বিরক্তিসূচক উক্তিতে) শয়তান; দুর্ভাগ্য। deuced (adjective) শয়তানোচিত।
- English Word devadashi Bengali definition [দেবোদাশি] (noun) (পুরাতনী) কোনো মন্দির বা দেবতার নামে উৎসর্গীকৃত নর্তকী; দেবদাসী।
- English Word devalue Bengali definition [ডীভ্যাল্যিউ], devaluate [ডীভ্যাল্যিউট্] (verb transitive) মূল্য কমানো (যেমন মুদ্রার): Taka has been devalued several times. devaluation (noun) মূল্যহ্রাস; নতুন ও নিম্নতর মূল্যমান স্থিরকরণ।
- English Word Devanagari Bengali definition [দেবোনাগোরি] (অপিচ Nagari [নাগোরি]) (noun) [uncountable noun] হিন্দিসহ ভারতবর্ষের বেশ কয়েকটি আর্য ভাষার বর্ণমালা।
- English Word devastate Bengali definition [ডেভাসটেইট্] (verb transitive) ধ্বংস করা; বিধ্বস্ত করা: The entire coastal area was devastated by cyclone. devastation (noun) ধ্বংস।
- English Word devata Bengali definition [দেবোতা] (noun) দেবতা।
- English Word develop Bengali definition [ডিভেলাপ্] (verb transitive), (verb intransitive) (১) বড় হওয়া (বা করা); পূর্ণতর; পক্বতর হওয়া (বা করা): Plants develop from seeds. We must develop our country economically. The idea of the poem gradually developed in the poet’s mind. developing country উন্নয়নশীল দেশ। (২) ক্রমে ক্রমে (লক্ষণাদি) প্রকাশিত হওয়া: symptoms of typhoid developed. He developed chronic dysentery. (৩) রাসায়নিক দ্রব্যাদি প্রয়োগে ফিল্মের নেগেটিভ থেকে ছবি পরিস্ফুট করা। (৪) বাড়িঘর বানাতে নিচু জমি ভরাট করে উন্নত করা।
- English Word development Bengali definition [ডিভেলাপমান্ট্] (noun) (১) উন্নয়ন (develop -এর সব অর্থে)। (২) কোনো ঘটনার সর্বশেষ অবস্থা বা পর্যায়: We must await for further developments.
- English Word devi Bengali definition [দেইবী] (noun) (১) স্ত্রী দেবতা; দেবী। (২) (প্রধানত সম্বোধনে) সম্মানিত হিন্দু নারীদের নামের প্রধান অংশের সঙ্গে ব্যবহৃত উপাধি: Indira Devi, ইন্দিরা দেবী।
- English Word deviant Bengali definition [ডীভিআনট্] (noun), (adjective) যে ব্যক্তির নৈতিক ও সামাজিক মান স্বাভাবিক বা সচরাচর দৃষ্ট মান থেকে ভিন্ন; স্বাভাবিক মান থেকে ভিন্ন।
- English Word deviate Bengali definition [ডীভিএইট্] (verb intransitive) deviate from পথভ্রষ্ট হওয়া; স্বাভাবিক মান থেকে চ্যুত হওয়া: deviate from the truth.
- English Word deviation Bengali definition [ডীভিএইশ্ন্] (noun) বিচ্যুতি; স্বাভাবিক পথ থেকে সরে আসা; পার্থক্য: deviations from the rules will not be tolerated. deviationist (noun) সামাজিক বা রাজনৈতিক প্রতিষ্ঠানের রীতিনীতি থেকে বিচ্যুত ব্যক্তি; রীতি লঙ্ঘনকারী। deviationism (noun)