D পৃষ্ঠা ২৬
- English Word déshabillé Bengali definition [ডেইজ্যাবীএই] (noun) (ফরাসি)=dishabille, বিস্রস্তবসন অবস্থা; অর্ধবিবসন অবস্থা; অপরিপাট্য; আলথালু।
- English Word desiccant Bengali definition [ডেসিকান্ট্] (noun) (America(n)) আর্দ্রতা শোষণে ব্যবহৃত পদার্থ; বিশোষক।
- English Word desiccate Bengali definition [ডেসিকেইট্] (verb transitive) সংরক্ষণের উদ্দেশ্যে বিশেষত শক্ত খাবারের সব আর্দ্রতা শুকিয়ে ফেলা; শুষ্ক করা: desiccated fruit.
- English Word desideratum Bengali definition [ডিজিডারা:টাম্] (noun) (plural desiderata [ডিজিডারা:টা]) প্রয়োজনীয় বলে অভাব অনুভূত হয় এমন বস্তু; অভিকাঙ্ক্ষিত।
- English Word design Bengali definition [ডিজাইন্] (noun) (১) [countable noun] যে আলেখ্য বা রূপরেখা অবলম্বনে কিছু তৈরি করা হয়; নকশা; আলেখন; চিত্রলেখা; আকল্প: designs for a dress/garden; [uncountable noun] অঙ্কনকলা; চিত্রলেখবিদ্যা: a school of design, অঙ্কন-বিদ্যালয়। (২) [uncountable noun] (চিত্র, পুস্তক, ইমারত, যন্ত্র ইত্যাদির) সামগ্রিক বিন্যাস বা পরিকল্পনা; আকল্প; নকশা: The building is of faulty design will not sell well. (৩) [countable noun] অলংকরণের উদ্দেশ্যে রেখা; আকৃতি বা অনুপুঙ্খাদির বিন্যাস; প্যাটার্ন; নকশা; কারুকাজ: a carpet with a beautiful design of leaves and branches. (৪) [countable noun, uncountable noun] উদ্দেশ্য; অভিপ্রায়; অভিসন্ধি: I trampled on her toes by accident, not by design. Have designs on/against (হস্তগত/আত্মসাৎ করা) অভিসন্ধি থাকা: Your neighbor has designs on your property. (কথ্য) ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের ইচ্ছা পোষণ করা: You seems to have designs on that young lady, মেয়েটির উপর চোখ পড়েছে। □ (verb transitive), (verb intransitive) (১) নকশা/পরিকল্পনা/সংকল্পনা করা: to design a dress/garden. (২) নকশা আঁকা/তেরি করা: I have heard, you design for a textile company. (৩) design to do something, design for somebody/something, design as something (কারো উদ্দেশ্যে) পৃথক করে রাখা; পরিকল্পনা করা: The building was designed as a community centre. This therapy is specially designed to help children coming from broken homes. designedly [ডিজাইন্ইড্লি] (adverb) উদ্দেশ্যমূলকভাবে; জ্ঞানত; অভিপ্রায়ক্রমে।
- English Word designate 1 Bengali definition [ডেজিগ্নেইট্] (adjective) (বিশেষ্যের পরে নিবেশিত) কোনো পদে নিয়োজিত; কিন্তু এখনো অভিষিক্ত হয়নি এমন; মনোনীত: the director designate.
- English Word designate 2 Bengali definition [ডেজিগ্নেইট্] (verb transitive) (১) চিহ্নিত/নির্দেশ করা; নাম বা আখ্যা দেওয়া: to designate boundaries. (২) নিযুক্ত করা: He was designated to succeed Mr. Fahim as chairman.
- English Word designation Bengali definition [ডেজিগ্নেইশ্ন্] (noun) [uncountable noun] (কোনো পদে) নিয়োজন; নিয়োগ; [countable noun] নাম; পদমর্যাদা; আখ্যা; বিবরণ।
- English Word designer Bengali definition [ডিজাইনা(র্)] (noun) আলেখক; নকশাবিদ; আভিসন্ধিক।
- English Word designing Bengali definition [ডিজাইনিঙ্] (adjective) ধূর্ত; চক্রান্তপরায়ণ; ফন্দিবাজ। □ (noun) [uncountable noun] নকশাবিদ্যা; আলেখনবিদ্যা।
- English Word desirable Bengali definition [ডিজাইআরাব্ল্] (adjective) কাম্য; কাঙ্ক্ষিত; বাঞ্ছিত; স্পৃহনীয়; বাঞ্ছনীয়; প্রার্থনীয়; আকাঙ্ক্ষণীয়: It is desirable that you arrive by ৪ o’clock. desirability [ডিজাইআরাবিলাটি] (noun) কাম্যতা; বাঞ্ছনীয়তা; স্পৃহনীয়তা।
- English Word desire 1 Bengali definition [ডিজাইআ(র্)] (noun) (১) [uncountable noun, countable noun] কামনা; কাম; ইচ্ছা; বাসনা; স্পৃহা; অভিলাষ: He has a strong desire for fame. We cannot satisfy all your desires. (২) (singular) অনুরোধ; অভিরুচি: at the desire of the buyer. (৩) [countable noun] মনস্কামনা; অভীষ্ট বস্তু: He got all of his heart’s desire.
- English Word desire 2 Bengali definition [ডিজাইআ(র্)] (verb transitive) (১) (আনুষ্ঠানিক) কামনা/আকাঙ্ক্ষা করা: What more can you desire? She had everything a woman can desire. Do you desire me to give you a lift? (২) (দাফতরিক রীতি) অনুরোধ করা: It is desired that the school staff shall be punctual in taking classes.
- English Word desirous Bengali definition [ডিজাইআরাস্] (adjective) desirous (of) (আনুষ্ঠানিক দাফতরিক) অভিলাষী; কামী; অভিকাঙ্ক্ষী: desirous of peace; desirous that..
- English Word desist Bengali definition [ডিজিস্ট্] (verb intransitive) desist from (আনুষ্ঠানিক) নিরত/নিবৃত্ত হওয়া; desist from eavesdropping/gossiping.
- English Word desk Bengali definition [ডেস্ক্] (noun) (১) লেখাপড়া বা দাফতরিক কাজের জন্য সমতল বা ঢালু উপরিভাগ এবং দেরাজযুক্ত আসবাববিশেষ; ডেস্ক। (২) অভ্যর্থনা ডেস্ক; দ্রষ্টব্যreception (১): In the absence of the reception clerk he will take care of the desk (of the hotel). desk clerk (noun) (America(n)) অভ্যর্থনা করণিক।
- English Word desolate Bengali definition [ডেসালেইট্] (adjective) (১) (স্থান) জনমানবশূন্য; নির্মনুষ্য; বিধ্বস্ত; হতশ্রী; (দেশ বা ভূমি) নিরালয়; মনুষ্যবসতিহীন; মনুষ্যবর্জিত; পতিত; উচ্ছিন্ন: a desolate barren, hilly area. (২) নির্বান্ধব; নিঃসঙ্গ; দীনহীন; হতশ্রী; নিরানন্দ; নিষাদিত: a forsaken desolate woman; a desolate life. desolately (adverb) □ (verb transitive) [ডেসালেইট্] জনমানবশূন্য/হতশ্রী/উচ্ছিন্ন করা; নির্বান্ধব/নিঃসঙ্গ/বিষাদিত করা। desolation [ডেসালেইশ্ন্] (noun) [uncountable noun] উৎসাদন; উচ্ছিন্নতা; নির্মনুষ্যীকরণ; জনমানবশূন্যতা; ধ্বংস; বিষণ্ণতা; নিঃসঙ্গতা: the desolate caused by famine and epidemic.
- English Word despair 1 Bengali definition [ডিস্পেআ(র্)] (noun) [uncountable noun] (১) হতাশা; নৈরাশ্য; নিরাশা; বৈক্লব্য: She left the meeting in despair. I was filled with despair when I received your telegram. (২) be the despair of হতাশার কারণ হওয়া; He is the despair of his parents.
- English Word despair 2 Bengali definition [ডিস্পেআ(র্)] (verb transitive) despair (of) হতাশ/নিরাশ হওয়া: to despair of success. despairingly (adverb) হতাশভাবে।
- English Word despatch Bengali definition [ডিস্প্যাচ্] (noun), (verb transitive)=dispatch.