H পৃষ্ঠা ২
- English Word hacktivist Bengali definition [হ্যাকটিভিস্ট্] (noun) (plural hacktivists) ('hack' আর 'activist' মিলে তৈরি) (কোনো মেসেজ দেওয়ার জন্য, বিশেষত রাজনৈতিক) যারা অন্যের ওয়েবসাইটে ঢুকে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার কাজ সক্রিয়ভাবে করেন; হ্যাক্টিভিস্ট: A hacktivist invaded various parts of the bank’s website this week. □ (noun) hacktivism
- English Word had Bengali definition [হ্যাড্] দ্রষ্টব্য have 1
- English Word haddock Bengali definition [হ্যাডাক্] (noun) খাদ্য হিসেবে বহুল ব্যবহৃত সামুদ্রিক মাছ।
- English Word hades Bengali definition [হেইডীজ্] (noun) (গ্রিকপুরাণ) পাতাল; মৃতের আত্মা যেখানে যায়।
- English Word Hadji Bengali definition [হ্যাজি] (noun) মক্কাফেরত মুসলিম তীর্থযাত্রীর পদবি; হাজি।
- English Word hadn’t Bengali definition [হ্যাড্ন্ট্] =had not. দ্রষ্টব্য have 1
- English Word haem Bengali definition = দ্রষ্টব্য hem.
- English Word hafnium Bengali definition [হ্যাফ্নিআম্] (noun) পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত ধাতব উপাদান; (প্রতীক Hf)
- English Word haft Bengali definition [হা:ফ্ট্ America(n) হ্যাফ্ট্] (noun) কুড়াল, ছোরা, চাকু ইত্যাদির হাতল বা বাট।
- English Word hag Bengali definition [হ্যাগ্] (noun) ডাইনি, বস্তুত বা বাহ্যত অপকর্মে রত কদাকার বুড়ি। hag-ridden (adjective) দুঃস্বপ্নপীড়িত; হয়রানিক্লিষ্ট।
- English Word haggard Bengali definition [হ্যাগাড্] (adjective) (কোনো ব্যক্তি, তার মুখের চেহারা) বিশেষত দুশ্চিন্তা, অনিদ্রা ইত্যাদির ফলে চোখমুখ বসে গেছে এমন।
- English Word haggis Bengali definition [হ্যাগিস্](noun) ভেড়ার মাংস দিয়ে বিশেষভাবে তৈরি স্কটদেশীয় এক ধরনের খাবার।
- English Word haggle Bengali definition [হ্যাগল্] (verb intransitive) haggle (with somebody) (about/over something) দরকষাকষি করা।
- English Word hagiology Bengali definition [হ্যাগিঅলাজি] (noun) সাধু মহাপুরুষদের জীবনকাহিনি ভিত্তিক উপাখ্যানসমগ্র।
- English Word haha Bengali definition [হা: হা:] (noun) পার্ক বা বাগান ঘিরে রাখা খুব নিচু দেওয়াল বা বেড়া।
- English Word hail 1 Bengali definition [হেইল্] (noun) (১) [uncountable noun] শিলাবৃষ্টি। hailstorm (noun) [countable noun] শিলাপিণ্ড। hailstorm (noun) শিলাঝড়; শিলাবৃষ্টি। (২) (সাধারণত a hail of) সবেগে বিপুল সংখ্যায় নেমে আসা কোনো কিছু: a hail of blows. □(verb intransitive), (verb transitive) (১) শিলাবৃষ্টি হওয়া: It hailed in the afternoon. (২) hail (something) down (on somebody) (কিল ঘুষি, ইত্যাদি সম্বন্ধে) দ্রুত ও নির্মমভাবে বর্ষণ করা বা বর্ষিত হওয়া: Blows hailed down on him. The angry crowd hailed curses down on the speaker who tried to defend monarchy.
- English Word hail 2 Bengali definition [হেইল] (verb transitive), (verb intransitive) (১) সম্ভাষণ জানানো; শুভেচ্ছা জানানো অভিনন্দিত করা, (দৃষ্টিআকর্ষণে) ডাক দেওয়া: The workers hailed their new leader. He was hailed as a hero. He hailed a taxi. (২) hail from কোথাও থেকে আসা: Where do you hail from? কোত্থেকে এসেছো, তোমার দেশের বাড়ি কোথায়? They hail from all parts of the country, (কথ্য) সারাদেশ থেকে আসে। □ (noun) সম্ভাষণ, হর্ষধ্বনি। within hail (বিশেষত জাহাজ) সন্নিকটে। be hail-fellow-well-met (with somebody) (কারো সঙ্গে) সুপরিচিত ও বন্ধুভাবাপন্ন হওয়া।
- English Word hair Bengali definition [হেআ(র্)] (noun) (১) [uncountable noun] (collective singular) চুল; লোম: He has fine curly hair. a dog with a black coat of hair; [countable noun] একগাছি চুল: find a hair in the soup. get somebody by the short hairs (অপশব্দ) কাউকে বাগে পাওয়া। keep your hair on (অপশব্দ) মাথা ঠাণ্ডা রাখো। let one’s hair down (মহিলা) চুলের/খোপার বাঁধন খুলে দেওয়া; (লাক্ষণিক) ভদ্রতা করার পর হাত-পা ছড়িয়ে আরাম করা। lose one’s hair (ক) টেকো হওয়া। (খ) মাথা গরম করা। make one’s hair stand on end ভয়ে মাথার চুল খাড়া করানো; আতঙ্কিত করা। put one’s hair up মাথার উপর চুল খোপা করে বাঁধা। split hairs চুলচেরা বিচার করা। এই সূত্রে। hair splitting (noun) চুলচেরা বিচার। tear one’s hair (রাগে, দুঃখে) নিজের মাথার চুল ছেঁড়া। not turn a hair একটি চুলও না নড়ানো, বিচলিত হওয়ার কোনো লক্ষণ না দেখানো। to a hair (কোনো কিছুর বর্ণনা সম্বন্ধে) যথাযথ; হুবহু। (২) (যৌগশব্দে) hair(’s)-breadth (noun) চুল-পরিমাণ ব্যবধান; escape by a hair’s breadth; a hair-breadth escape, কোনোমতে/অল্পের জন্য রক্ষা। hairbrush (noun) চুল আঁচড়ানোর বুরুশ। haircloth (noun) সুতা ও পশুর লোম মিশিয়ে তৈরি করা কাপড়। haircut (noun) চুলছাঁটাই বা চুলছাঁটাইয়ের ধরন। hairdo (noun) (কথ্য) চুলছাঁটাই। hairdresser (noun) চুলছাঁটাই ও কেশবিন্যাস যে ব্যক্তির পেশা। hairdye (noun) চুলে মাখার রং; কেশরঞ্জক। hairline (noun) কপালের যে অংশ থেকে মাথার চুলের শুরু; একটি চুলের বিস্তার; (attributive(ly)) অত্যন্ত সরু: a hair line fracture. hairnet (noun) চুল বেঁধে রাখার জাল; কেশজাল। hair-oil (noun) চুলে মাখার তেল; কেশতৈল। hairpiece (noun) নকল চুলের বেণী; পরচুলা। hairpin (noun) (মহিলাদের) চুলের কাঁটা। hairpin bend (noun) রাস্তার খাড়া (U-আকারের) বাঁক। hair raising (adjective) ভয়ংকর। hair-shirt (noun) সুতা ও পশুর লোম মিশিয়ে তৈরি যোগী-তপস্বীদের পরিধেয় আরামহীন জামা। hair slide (noun) চুলের ক্লিপ। hairspring (noun) পকেট বা হাতঘড়িতে ব্যবহৃত অত্যন্ত সূক্ষ্ম স্প্রিং। hairstyle (noun) চুলছাঁটাইয়ের ধরন। hairstylist (noun) =hairdresser. hair-trigger (noun) ন্যূনতম চাপে যে ট্রিগার গুলি ছুড়তে পারে। hair trigger temper (noun) এমন মেজাজ যা অতি সহজে খারাপ হয়; He has a hair trigger temper. hairless (adjective) চুলহীন; টেকো। hairlike (adjective) চুলের মতো। hairy (adjective) চুলসম্পর্কিত বা চুলের মতো; চুলে ঢাকা; কেশাবৃত: a hairy chest. hairiness (noun)
- English Word Haji Bengali definition [হাজি] (অপিচ hadji [হ্যাজি]) (noun) হজব্রত পালনকারী মুসলমান।
- English Word hake Bengali definition [হেইক্] (noun) খাদ্য হিসেবে ব্যবহৃত কডজাতীয় মাছ।