H পৃষ্ঠা ৫
- English Word handiwork Bengali definition [হ্যানডিওআক্] (noun) [Uncountable noun] হাতের কাজ [countable noun] হাতে-করা জিনিস; কোনো বিশেষ নামের ব্যক্তির কর্ম: That’s some of Reza’s handiwork.
- English Word handle Bengali definition [হ্যান্ড্ল্] (noun) (১) হাতল; হ্যান্ডেল। handlebar (noun) (সাধারণত plural) বাইসাইকেল, রিকশা প্রভৃতির হ্যান্ডেল বার; হাতলদণ্ড। fly off the handle রাগে বেসামাল হয়ে পড়া। give a handle (to somebody) (against somebody) (কাউকে) (কারো বিরুদ্ধে) অসুবিধা সৃষ্টির সুযোগ দেওয়া। (২) (অপশব্দ) উপাধি; খেতাব: have a handle to one’s name, নামের সঙ্গে (রায়বাহাদুর, খানবাহাদুর, ইত্যাকার) খেতাব থাকা। □ (verb transitive) (১) হাত দিয়ে স্পর্শ করা; হাতে নেওয়া: Only an expert should handle explosives like dynamite and gun-cotton. (২) পরিচালনা করা; মোকাবিলা করা; (অধীনস্থ লোকদের) নিয়ন্ত্রণ করা: He knows how to handle his men. I just don’t know how to handle the situation. (৩) আচরণ করা: The referee was roughly handled by the supporters of the losing team. (৪) (বাণিজ্য) কেনাবেচা করা: This shop does not handle stationery. handler [হ্যান্ড্লা(র্)] (noun) যে ব্যক্তি কোনো পশুকে (যথা পুলিশি কুকুর) বিশেষ প্রশিক্ষণ দেয়।
- English Word handloom Bengali definition [হ্যান্ড্লূম্] (noun) হাতে চালিয়ে কাপড় বোনা যায় এমন যন্ত্র; তাঁত: a handloom sari, তাঁতে বোনা শাড়ি।
- English Word handsome Bengali definition [হ্যান্সাম্] (Adjective) (১) সুশ্রী; (পুরুষ) সুদর্শন; সুপুরুষ; (নারী) সুগঠিত দেহ; প্রাণশক্তি ও মর্যাদার অধিকারিণী: a handsome building; a handsome horse; a handsome man/woman. (২) (উপহার দান, আচরণ সম্বন্ধে) উদার; হাতভরা: He had quite a few handsome things to say about you; a handsome birthday present. handsome is as/that handsome does (প্রবাদ) যিনি কাজে উদার তিনিই সুন্দর। handsomely (adverb) উদারভাবে।
- English Word handy Bengali definition [হ্যান্ডি] (adjective) (১) (ব্যক্তি) হাতের কাজে পটু; কুশলী। handyman [হ্যান্ডিম্যান্] (noun) টুকিটাকি নানা কাজে পটু ব্যক্তি। (২) (বস্তু, স্থান) সুবিধাজনক; দরকারি: A first aid kit is a handy thing to have in the house. come in handy কোন একসময় কাজে লাগা: Don’t throw the gunny bag away, it may come in handy. (৩) বেশি দূরে নয়; হাতের কাছে; ব্যবহারের জন্য মেলে এমন: Keep something handy. handily [হ্যান্ডিইলি] (adverb) handiness (noun)
- English Word hang 1 Bengali definition [হ্যাঙ্] (noun) (কেবল singular) (১) ঝোলার ধরন: the hang of a shirt. (২) get the hang of something (কথ্য) (ক) কোনোকিছু (যথা কোনো মেশিন) কেমন করে কাজ করে বা কেমনভাবে চলে তা দেখা: She is trying to get the hang of her new sewing-machine. (খ) কথিত বা লিখিত কোনোকিছুর অর্থ বা তাৎপর্য বুঝতে পারা: I am not sure I get the hang of your argument. (৩) not give/care a hang (কথ্য) (damn - এর অনুরঞ্জিত রূপ) একেবারে পাত্তা না-দেওয়া।
- English Word hang 2 Bengali definition [হ্যাঙ্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle hung [হাঙ]) (১) ঝোলা; ঝুলে থাকা; ঝোলানো; ঝুলিয়ে রাখা: hang something from the ceiling; a picture hanging on the wall; windows hung with curtains. (২) (past tense, past participle hanged) ফাঁসি দেওয়া; ফাঁসি হওয়া; ফাঁসি নেওয়া: He was hanged for murder, খুনের দায়ে ফাঁসি হয়েছে; He hanged himself, ফাঁস নিয়ে মরেছে। (৩) (সেকেলে অপশব্দ; damn- এর মৃদু বিকল্প) hang it! ধুত্তোর, নিকুচি করি। (৪) (বিবিধ ব্যবহার) hang wallpaper, আঠা দিয়ে দেওয়ালে দেওয়ালকাগজ লাগানো; hang bells, ঘণ্টা লাগানো বা পরানো; hang a door, দরোজায় কবজা লাগানো। hang by a hair/a single thread (কোনো ব্যক্তির ভাগ্য ইত্যাদি সম্বন্ধে) সুতায় ঝোলা; অত্যন্ত নাজুক অবস্থায় থাকা; অত্যন্ত ঠুনকো কোনোকিছুর উপর নির্ভর করা। hang one’s head (লজ্জায়) মাথা নিচু করা। hang fire (ক) (বন্দুক সম্বন্ধে) চট করে গুলি বের না-হওয়া। (খ) (ঘটনা সম্বন্ধে) ধীরে ধীরে ঘটা; চট করে না ঘটা। let things go hang (কথ্য) চুলোয় যাক; আমার তাতে কী! (কোনোকিছুর প্রতি) অনীহা প্রদর্শন করা; উদাসীন থাকা। hang in the balance (ফলাফল, সিদ্ধান্ত ইত্যাদি) অনিশ্চিত অবস্থায় থাকা। (৫) খাবার উপযোগী না-হওয়া পর্যন্ত ঝুলিয়ে বা টাঙিয়ে রাখা: Some meat needs to be well hung. (৬) (যৌগশব্দ) hang man [হ্যাঙ্ মান্] (noun) যে ব্যক্তি ফাঁসি দেয়; জল্লাদ। hangdog (attributive(ly)) (adjective) (কারো চেহারা) চাপা ও লজ্জিত। hangover (noun) (ক) অতিরিক্ত মদ্যপানের পরবর্তী অপ্রীতিকর প্রতিক্রিয়া; খোয়ারি। (খ) (লাক্ষণিক) সেকেলে নিয়মকানুন, বাসি খবরাখবর ইত্যাদির অবশেষ। (৭) (adverbial particle ও preps- সহ) hang about/(a) round লক্ষ্যহীনভাবে দাঁড়িয়ে থাকা বা ইতস্তত ঘোরাফেরা করা: men hanging about at street corners. hang back ইতস্তত করা; অনিচ্ছা প্রদর্শন করা: When I asked her to give me a hand with the washing-up, she hung back. hang on (ক) আঁট করে ধরা: We all hang on as the bus swang around a sharp bend. (খ) (কোনোকিছুতে) লেগে থাকা; নিরলস চেষ্টা করে যাওয়া: I know you’re tired, but try to hang on a bit longer. Hang on (a minute)! (কথ্য) (এক মিনিট) সবুর করো। hang on/upon somebody’s words কারো কথা গেলা; মনোযোগসহকারে কারো কথা শোনা। hang on to something কোনোকিছু শক্ত করে ধরে থাকা। hang out (অপশব্দ) বাস করা; থাকা: Where is he hanging out now? আজকাল কোথায় থাকে? hang something out (ক) (ভেজা কাপড়চোপড় ইত্যাদি) শুকাতে দেওয়া: hang out the washing. (খ) প্রদর্শন করা; টাঙানো: hang out flags for the President’s visit. hang together (ক) (ব্যক্তি) পরস্পরকে সহায়তা দান করা; ঐক্যবদ্ধভাবে কাজকরা; If you all hang together, you will come out successful; (খ) পরস্পর মিল পড়া: The case for the defence just doesn’t hang together, দুর্বলভাবে মামলা সাজানো হয়েছে, ঢিকবে না। hang up টেলিফোন ছেড়ে দেওয়া: He hung up on me, (কথ্য) আমার কথা শেষ হওয়ার আগেই সে টেলিফোন ছেড়ে দিল। be hung up (কথ্য) (ক) বিলম্বিত বা ব্যর্থ মনোরথ হওয়া। (খ) মানসিকভাবে বাধাগ্রস্ত বা অশান্ত হওয়া। এর থেকে hangup (noun) (ক) বাধা; দুঃসাধ্যতা। (খ) মানসিক বাধাগ্রস্ততা; অবদমন; মোহাচ্ছন্নতা; মোহাবিষ্টতা; স্নায়বিক পীড়া।
- English Word hangar Bengali definition [হ্যাঙা(র্)] (noun) বিমানছাউনি; বিমানঘর।
- English Word hanger Bengali definition [হ্যাঙা(র্)] (noun) যে বস্তুতে কোনোকিছু টাঙিয়ে রাখা হয়; ঝুলনা; (যৌগশব্দে):dress/clothes-/coat-hanger কাপড়চোপড় টাঙিয়ে রাখার ঝুলনা। hanger-on [হ্যাঙ্গার অন্] (noun) যে ব্যক্তি লাভের আশায় কোনো ধনী প্রভাবশালী ব্যক্তির পেছনে পেছনে ঘোরে। paper-hanger (noun) যে ব্যক্তি দেওয়ালে দেওয়ালকাগজ লাগানোর কাজ করে।
- English Word hanging Bengali definition [হ্যাঙ্গিঙ্] (noun) (১) [uncountable noun, countable noun] ফাঁসিতে মৃত্যু: There were as many as a dozen hangings after the abortive coup d’état . (২) (সাধারণত plural) দেওয়ালে টাঙানোর পরদা, ঝালর ইত্যাদি।
- English Word hangnail Bengali definition [হ্যাঙ্নেইল] (noun) হাতের নখের গোড়ায় চামড়ার ছাল।
- English Word hank Bengali definition [হ্যাঙ্ক্] (noun) সুতার ফেটি।
- English Word hanker Bengali definition [হ্যাঙ্কা(র্)] (verb intransitive) hanker after/for something কোনোকিছুর জন্য অত্যন্ত লালায়িত হওয়া: hanker after wealth. hankering (noun) তীব্র লালসা; have a hankering for money.
- English Word hanky Bengali definition [হ্যাঙ্কি] (noun) (শিশুবুলি) রুমাল।
- English Word hanky-panky Bengali definition [হ্যাঙ্কি প্যাঙ্কি] (noun) [uncountable noun] (কথ্য) গুপ্তপন্থা; অসদুপায়; হাতের কারসাজি; অপকৌশল; প্রতারণা।
- English Word Hansard Bengali definition [হ্যান্সা:ড্] (noun) পার্লামেন্টের কার্যবিবরণী।
- English Word hansom Bengali definition [হ্যান্সাম্] (noun) (অপিচ hansomcab) (ইতিহাস) দুই আসনবিশিষ্ট দুই চাকার ঘোড়ার গাড়ি; এতে চালকের আসন গাড়ির ছাদ বরাবর পিছন দিকে থাকে এবং লাগাম ছাদের উপর দিয়ে যায়।
- English Word haphazard Bengali definition [হ্যাপ্হ্যাজা্ড্] (adjective), (adverb) বিশৃঙ্খল; পরিকল্পনাহীন; এলোমেলো; এলোপাতাড়ি। haphazardly (adverb)
- English Word hapless Bengali definition [হ্যাপ্লিস্] (adjective) (পুরাতনী) ভাগ্যহীন; দুর্ভাগা।
- English Word happen Bengali definition [হ্যাপান্] (verb intransitive) (১) happen (to) ঘটা; সংঘটিত হওয়া: How did it happen? What happened next? If anything happens to her (যদি তার কিছু হয়, যদি তার কোনো দুর্ঘটনা ঘটে)। (২) দৈবাৎ ঘটা বা দৈবাৎ হওয়া; ঘটনাক্রমে হওয়া। I happened to be there when the fight between the two groups broke out. It so happened that I had left the key in the lock. as it happens দৈবাৎ; দৈবক্রমে: As it happens, I have all my papers with me. (৩) happen on/upon হঠাৎ বা দৈবক্রমে পাওয়া: I happened on just the book I had been looking for. happening [হ্যাপানিঙ্] (noun) (প্রায়ই plural) ঘটনা: strange happenings.