H পৃষ্ঠা ৩
- English Word hakim Bengali definition [হাকীম্] (noun) (১) বিচারক; হাকিম। ২ হেকিমি মতে চিকিৎসা করেন এমন চিকিৎসক।
- English Word halcyon Bengali definition [হ্যাল্সিআন্] (adjective) শান্ত; দুর্যোগহীন: halcyon days/weather.
- English Word hale Bengali definition [হেইল্] (adjective) (সাধারণত বৃদ্ধদের সম্বন্ধে) স্বাস্থ্যবান। (hale and hearty = সুস্থ ও সবল, এই বিশিষ্টার্থক প্রয়োগ ছাড়া অন্যত্র সচরাচর ব্যবহৃত হয়না)।
- English Word half Bengali definition [হা:ফ্ America(n) হ্যাফ্] (noun) (plural haves: হা:ভ্জ্ America(n) হ্যাভ্জ্) (adjective), (adverb) (১) অর্ধেক: The half of 8 is 4. Two halves make a whole. (do something) by halves অসম্পূর্ণভাবে। go halves (with somebody) (in something) (কারো সঙ্গে) (কোনো কিছুতে) সমান ভাগ নেওয়া বা সমান অংশীদার হওয়া। too clever, etc by half অতিচালাক, ইত্যাদি। one’s better half কারো স্ত্রী, স্বামী ইত্যাদি। (২) (adverb হিসেবে) অর্ধেকের মতো; আধাআধি; অর্ধেক মাত্রায়; যথেষ্ট মাত্রায়; প্রায়; কাছাকাছি: rice that is only half cooked; half cooked meat; half dead. (কথ্য) পরিশ্রান্ত; নিঃশেষিত: not half bad. (অপশব্দ) মোটেও খারাপ নয়। not half (অপশব্দ) সম্ভব সর্বোচ্চ মাত্রায়; যতটুকু সম্ভব: ‘Is he angry?’ ‘Not half!’ (অর্থাৎ যতটা রাগা সম্ভব রেগে আছে, ভীষণ রেগে আছে)। (৩) (যৌগশব্দে) half a dozen (noun) ছয়। half and half এটার অর্ধেক আর ওটার অর্ধেক (নিয়ে/মিশিয়ে/তৈরি কোনো কিছু)। half-back (noun) (ফুটবল, হকি ইত্যাদি খেলায়) আক্রমণভাগ ও রক্ষণভাগের মধ্যবর্তী খেলোয়াড় ও তার অবস্থান। half baked (adjective) (কথ্য) মাথামোটা; স্থূল ও অনভিজ্ঞ: a half-baked young man; বোকাটে; অসিদ্ধ; অনুৎকৃষ্ট: half-baked ideas. half blood (noun) সৎমা বা সৎবাপের সূত্রে সৃষ্ট সম্পর্ক; এরূপ সম্পর্কযুক্ত ব্যক্তি। halfbreed (noun) (ক) দুই ভিন্ন জাতির বাবা ও মায়ের মিলনজাত সন্তান। (খ) দুই ভিন্ন প্রজাতির প্রাণী বা উদ্ভিদের মিলনে সৃষ্ট প্রাণী বা উদ্ভিদ। half-brother (noun) সৎ ভাই। half-caste (noun) জাতিসংকর (half-breed) ব্যক্তি। half cock (noun) পিছনের দিকে আধটানা অবস্থায় বন্দুকের গোড়ার অবস্থান। go off at half cock (লাক্ষণিক) সময় হওয়ার আগেই কাজে হাত দিয়ে ব্যর্থ হওয়া। half hardy (adjective) (উদ্ভিদ) তুষারপাত থেকে রক্ষা করতে হয়, কিন্তু অন্যান্য দিক থেকে উন্মুক্ত স্থানে জন্মানোর উপযোগী। halfhearted (adjective) নিরুৎসাহ; নিরুদ্যম; a halfhearted attempt. এই সূত্রে halfheartedly (adverb) half holiday (noun) একবেলা ছুটি। half-an hour, a half hour (noun(s)) আধঘণ্টা। half hourly (adjective), (adverb) আধঘণ্টা পর পর করা হয় বা ঘটে এমন; আধঘণ্টা পর পর: a half hourly bus service; a wet rub to be given half-hourly. Half length (adjective) (প্রতিকৃতি সম্বন্ধে) আবক্ষ। at half mast (পতাকা সম্বন্ধে) অর্ধনমিত (অবস্থায়): Flags fly at half-mast on a day of national mourning. half-pay (noun) [uncountable noun] হ্রাসকৃত বেতন; অর্ধেক বেতন: He has been placed on half-pay. half-penny [হেইপ্নি America(n) হ্যাফ্পেনি] (noun) আধপেনি মূল্যমানের ব্রিটিশ মুদ্রা। halfpennyworth [হেইপ্নিওআথ্ America(n) হ্যাফ্পেনিওআথ্], ha’p’orth [হেইপাথ্] (noun) যার মূল্য আধা পেনির সমান (বর্তমানে এর ব্যবহার প্রধানত লাক্ষণিক) মূল্যহীন। half-price (adverb) অর্ধেক দামে। half-seas-over (predicative(ly) adjective) (কথ্য) আধমাতাল। half-sister (noun) সৎ বোন। half-size সাধারণ মাপের অর্ধেকের সমান; আধমাপের। half-timbered (adjective) (ভবন সম্বন্ধে) ইট, পাথর বা প্লাস্টারে পূর্ণ কাঠের কাঠাম দিয়ে তৈরি দেওয়ান আছে এমন। Half-time (noun) [uncountable noun] (ক) আধবেলার কাজ ও আধবেলার বেতন: be on halftime. (খ) ফুটবল ইত্যাদি খেলার মধ্যবর্তী বিরতি বা বিশ্রাম। half-tone (noun) সাধারণ কাগজে পুনর্মুদ্রিত সাদা-কালো ছবি, যথা, নিদের্শন বা উদাহরণস্বরূপ বইপত্রে সংযোজিত চিত্র। half-track (noun) সৈন্যবাহী যানবিশেষ। half-truth (noun) অর্ধসত্য কথা বা উক্তি। half-way (adjective) (ক) মাঝপথে অবস্থিত: The central Shahid Minar is half-way between Gulistan and Azimpur. (খ) মাঝামাঝি; অসম্পূর্ণ half-way measures, অসম্পূর্ণ বা মাঝামাঝি ব্যবস্থা। □ (adverb) মাঝপথে; মাঝামাঝি শর্তে: meet a person half-way, সন্ধি করতে রাজি থাকা বা রাজি হওয়া। half-witted (adjective) দুর্বল মস্তিষ্ক; হাবা। এই সূত্রে half-wit (noun) নির্বোধ বা হাবা লোক। half-yearly (adjective), (adverb) ষাণ্মাসিক; বছরে দুই বার করে: half-yearly examinations; money to be paid half-yearly.
- English Word half-birthday Bengali definition [হা:ফ্ বা:থ্ডেই] (noun) [countable noun] (অপিচ half birthday) কোনো ব্যক্তির জন্মদিনের ঠিক ছয় মাস আগের বা পরের দিনটি: Children sometimes celebrate hall-birthdays.
- English Word halibut Bengali definition [হ্যালিবাট্] (noun) এক ধরনের সামুদ্রিক মাছ।
- English Word halitosis Bengali definition [হ্যালিটোউসিস্] (noun) [uncountable noun] দুর্গন্ধযুক্ত শ্বাস।
- English Word hall Bengali definition [হোল্] (noun) (১) সভাকক্ষ;মিলনায়তন; হলঘর (সংবলিত ভবন): the Town Hall; dance halls. (২) (ইংলিশ বিশ্ববিদ্যালয়সমূহের কলেজে) খাবার গ্রহণের জন্য বড় কামরা; ভোজনকক্ষ: dine in hall. (কলেজ সংশ্লিষ্ট) ভোজনকক্ষে আহার করা। (৩) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক ভবন বা হল, ছাত্রাবাস: a hall of residence, আবাসিক হল। (৪) (ইংল্যান্ডে) গ্রামাঞ্চলে অবস্থিত জমিদার বাড়ি। (৫) কোনো ভবনের প্রধান ফটকসংলগ্ন অন্দরমুখী ঢাকা বারান্দা বা পথ। hall-stand (noun) টুপি, কোট, ছাতা ইত্যাদি রাখার জন্য (হলঘরে স্থাপিত) আলনা। (৬) সমবায় ভবন।
- English Word hallelujah Bengali definition [হ্যালিলূইয়া] (noun), (interjection) ঈশ্বরের উদ্দেশ্যে প্রশস্তি বা স্তব।
- English Word halliard Bengali definition [হ্যাল্ইয়াড্] =halyard.
- English Word hallmark Bengali definition [হোল্মা:ক্] (noun) অলংকারাদিতে ব্যবহৃত সোনা ও রূপার গুণগত মান নির্দেশক ছাপ; (লাক্ষণিক) স্বাতন্ত্র্য বিধায়ক উৎকর্ষের লক্ষণ বা বৈশিষ্ট্য। □ (verb transitive) (কোনো কিছুর উপর) এমন ছাপ দেওয়া।
- English Word hallo Bengali definition [হালোউ] (interjection) =hullo.
- English Word halloo Bengali definition [হালূ] (interjection), (noun) শিকারি কুকুরকে শিকারের পিছনে লেলিয়ে দেওয়ার জন্য করা চিৎকার। halloo (verb intransitive) বিশেষত কুকুরের প্রতি এমন চিৎকার করা।
- English Word hallow 1 Bengali definition [হ্যালোউ] (verb transitive) (সাধারণত passive) পবিত্র করা; পবিত্র বলে গণ্য করা: a land hallowed by the memories of great saints.
- English Word hallow 2 Bengali definition [হ্যালোউ] (noun) (শুধু) All Hallow’s Day, দ্রষ্টব্য all 1 (৬)।
- English Word hallowe’en Bengali definition [হ্যালোউঈন্] (noun) (৩১) অক্টোবর All Saints’ Day বা All Hallows’ Day-এর প্রাক্কাল।
- English Word hallucinate Bengali definition [হালূসিনেইট্] (Verb intransitive) যা চোখের সামনে নেই তা দেখা; কল্পিত বস্তু দেখা: She often hallucinates.
- English Word hallucination Bengali definition [হালূসিনেইশ্ন্] (noun) [countable noun, uncountable noun] দৃষ্টিভ্রম; অবর্তমান বা কল্পিত কিছু দেখার প্রক্রিয়া বা দৃষ্টান্ত: In a drunken state people are sometimes subject to hallucinations. hallucinatory [হালূসিনাট্রি America(n) হালূসিনাটোরি], hallucinogenic [হালূসিনাজেনিক্] (adjective(s)) (ওষুধ সম্বন্ধে) ভ্রমোৎপাদক।
- English Word halo Bengali definition [হেইলোউ] (noun) চন্দ্র বা সূর্য বেষ্টনকারী বা (প্রতিকৃতিতে) মহাপুরুষদের মাথা ঘিরে আঁকা আলোকের বলয়; জ্যোতিশ্চক্র; বর্ণবলয়।
- English Word halt 1 Bengali definition [হোল্ট্] (noun) (১) (প্রধানত সামরিক) সাময়িক নিবৃত্তি; বিরতি। call a halt (to) (সৈন্যদের) অভিযাত্রাপথে সাময়িকভাবে থামা; যাত্রাবিরতি করা: The officer called a halt. It’s time to call a halt to misuse of public money. (লাক্ষণিক) নিবৃত্ত করা; থামানো। (২) (অধিকতর প্রচলিত ব্যবহার) come to a halt থামা; থেমে যাওয়া: The train came to a halt. (৩) রেলপথে (সাধারণ স্টেশনের চেয়ে ছোট এমন) থামার স্থান। □ (verb intransitive), (verb transitive) (১) (সামরিক আদেশ হিসেবে) অভিযাত্রা বা মার্চ থামাও , থামো, রোখো। (২) থামানো: The officer halted his troops for a rest.