J পৃষ্ঠা ২
- English Word jade 2 Bengali definition [জেইড্] (noun) (১) পরিশ্রান্ত বা হাড্ডিসার ঘোড়া; বেতো ঘোড়া; অশ্বক। (২) (অবজ্ঞায় কিংবা পরিহাসচ্ছলে) মেয়েমানুষ; পাজি মেয়ে: you crazy little jade! jaded (জেইডিড্) (adjective) হাড্ডিসার; কাহিল; পরিশ্রান্ত; মন্দীভূত: You look jaded; a jaded appetite.
- English Word jag 1 Bengali definition [জ্যাগ্] (noun) (বিশেষত পর্বতের) তীক্ষ্ণ অভিক্ষিপ্ত অংশ, দন্তক; উদ্দন্ত। jaggy (adjective) দাঁতালো; দন্তুর; খাঁজ-কাটা।
- English Word jag 2 Bengali definition [জ্যাগ্ (verb transitive) (jagged, jagging, jag) খাঁজ কাটা; করাতের মতো (দাঁতালো) করে কাটা; অমসৃণ করে কাটা। jagged (জ্যাগিড্) (adjective) খাঁজ-কাটা; বিষম ধার: jagged rocks.
- English Word jaguar Bengali definition [জ্যাগিউআ(র)] (noun) মধ্য ও দক্ষিণ আমেরিকার বিড়ালজাতীয় বৃহৎকায় মাংসাশী জন্তুবিশেষ; জাগুয়ার।
- English Word jail Bengali definition [জেইল্] দ্রষ্টব্য gaol.
- English Word Jain Bengali definition [জোইন্] (noun) জৈনধর্মে বিশ্বাসী ব্যক্তি। Jainism (noun) [uncountable noun] জৈনধর্ম।
- English Word jake Bengali definition [জেইক্] (adjective) সন্তোষজনক, ঠিক, সৎ: She said the whole college seemed jake to her.
- English Word jam 1 Bengali definition [জ্যাম্] (noun) [uncountable noun] টিন, কাচের পাত্র ইত্যাদিতে সংরক্ষিত, চিনিসহযোগে জ্বাল দিয়ে ঘন করা ফলের রস; ফলের আচার; জ্যাম। money for jam (অপশব্দ) অহেতুক প্রাপ্তি; সৌভাগ্যের প্রাপ্তি jam-jar/-pot (noun(s)) জ্যামের ডিবা/পাত্র। jam session (noun) জাজ বাদকদলের প্রত্যুৎপন্ন অনুষ্ঠান।
- English Word jam 2 Bengali definition [জ্যাম্] (verb transitive), (verb intransitive) (jammed) (১) jam (in/under/between etc) (চাপে) পিষ্ট করা বা হওয়া; ঠাসা, আটকে যাওয়া/পড়া: The machines jammed. (২) jam on (যন্ত্রাদির অংশ) এমনভাবে আটকে যাওয়া বা আটকানো যাতে গতি ব্যাহত বা রুদ্ধ হয়: jam the brakes on. (৩) ঠেসে ভরা; গাদাগাদি/ঠাসাঠাসি করা: jam one’s goods into a bag. The town was jammed with traffic. (৪) উদ্দেশ্যমূলকভাবে বিঘ্নসৃষ্টিকর সংকেত সম্প্রচারের মাধ্যমে শ্রোতাদের পক্ষে কোনো সম্প্রচার-কার্যক্রম শোনা অসম্ভব বা দুরূহ করে তোলা: Communication network of a country is usually jammed by its enemies during war. □ (noun) [countable noun] ১ ঠাসাঠাসি, গাদাগাদি, সংকুলতা: traffic-jams, যানজট; যানসংকুলতা। (২) যন্ত্রাংশ আটকে যাওয়ায় যন্ত্রের থেমে যাওয়া। (৩) (অপশব্দ) বেকায়দা: be in/get into a jam.
- English Word jamb Bengali definition [জ্যাম্] (noun) (দরজা-জানালা ইত্যাদি) বাজু; (plural) গৃহাভ্যন্তরস্থ অগ্নিকুণ্ডের পাথরে তৈরি চতুষ্পার্শ্ব।
- English Word jamboree Bengali definition [জ্যাম্বারী] (noun) (১) আনন্দমেলা। (২) বিশেষত স্কাউট বা গাইডদের বিরাট সম্মিলন; জাম্বুরি।
- English Word jamdani Bengali definition [জামদানি] (noun) [uncountable noun] বিবিধ নকশা অঙ্কিত ঢাকায় তৈরি এক ধরনের সুতি কাপড়; জামদানি।
- English Word jampack Bengali definition [জ্যামপ্যাক্] (verb transitive) (কথ্য) ঠেসে ভরা; গাদানো; তিলধারণের স্থান না-রাখা: jampacked with spectators.
- English Word jangle Bengali definition [জাঙ্গল্] (verb transitive), (verb intransitive) ঝনঝন করা বা করানো; উচ্চশব্দে কলহ/ঝগড়াঝাটি করা। □ (noun) [uncountable noun] কর্কশ ধ্বনি।
- English Word janitor Bengali definition [জ্যানিটা(র)] (noun) (১) দ্বাররক্ষক; দারোয়ান; দৌবারিক। (২) (America(n)) ঘরবাড়ি, অফিস ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য নিযুক্ত ব্যক্তি; পরিচারক বা তত্ত্বাবধায়ক।
- English Word January Bengali definition [জানিউআরি America(n) জানিউএরি)] (noun) ইংরেজি বছরের প্রথম মাস।
- English Word jape Bengali definition [জেইপ] (noun) (প্রাচীন প্রয়োগ) কৌতুক, রঙ্গ।
- English Word japonica Bengali definition [জাপনিকা] (noun) জাপানের অম্লস্বাদযুক্ত নাশপাতিজাতীয় ফল বা তার গাছ।
- English Word jar 1 Bengali definition [জা:(র)] (noun) [countable noun] (১) (সাধারণত কর্কশ) শব্দ; কম্পন: We felt a jar as the train started to move. (২) চোট; ধাক্কা; উত্তেজনা; অবনিবনা; সংঘর্ষ: The sudden outburst of his anger gave me an unpleasant jar.
- English Word jar 2 Bengali definition [জা:(র)] (noun) কাচ, পাথর বা মাটির তৈরি, প্রশস্তমুখ, হাতলওয়ালা বা হাতল ছাড়া, সাধারণত গোলাকার, দীর্ঘ পাত্রবিশেষ; বয়েম: a jar of olives.