J পৃষ্ঠা ৫
- English Word Jew Bengali definition [জূ] (noun) ইহুদি; হযরত মুসা (আ.) কর্তৃক প্রবর্তিত ধর্মের অনুসারী। Jewess [জূইস] ইহুদি রমণী। Jewish [ জূইস] (adjective)
- English Word jewel Bengali definition [জূআল্] (noun) (১) রত্ন; মূল্যবান পাথর, যেমন হীরা, চুনি, রত্নপাথর বসানো অলংকার। (২) কৃত্রিম রত্ন, যেমন ঘড়ির জুয়েল: This watch has 1 7 jewels. (৩) (লাক্ষণিক) গুণধন; রত্নের মতো মূল্যবান ব্যক্তি: His youngest son is a jewel. □(verb transitive) রত্নে খচিত করা: She bought a jeweled ornament. jeweller (noun) অলংকার তৈরিকারী; রত্নবিক্রেতা; স্বর্ণকার, মণিকার। jewellery (noun) রত্নপাথর; রত্নখচিত অলংকারাদির সমগ্র।
- English Word Jezebel Bengali definition [জেজাব্ল্ America(n) জেজাবেল্] (noun) নির্লজ্জ; বেহায়া; চরিত্রহীনা রমণী; বাইবেলে উল্লেখিত একটি চরিত্র।
- English Word jib 1 Bengali definition [জিব্] (noun) (১) জাহাজের মূল পালের সামনের ছোট্ট তিনকোনা পাল। the cut of his jib তার চেহারা বা মুখাকৃতি। (২) ক্রেনের সামনের দিকে বের হয়ে থাকা বাহু।
- English Word jib 2 Bengali definition [জিব্] (verb intransitive) (ঘোড়া ইত্যাদির) হঠাৎ থেমে যাওয়া; (লাক্ষণিক) অগ্রসর হতে অসম্মতি জানানো: Once again the horse jibbed. jib at (লাক্ষণিক) অনিচ্ছা বা বিরাগ প্রকাশ করা: He jibbed at carrying out my orders.
- English Word jibe Bengali definition দ্রষ্টব্যgibe
- English Word jiffy Bengali definition [জিফি] (noun) (কথ্য) মুহূর্ত; ক্ষণ। in a jiffy মুহূর্তের মধ্যে; তৎক্ষণাৎ: Please wait, I’ll be coming back in a jiffy.
- English Word jig Bengali definition [জিগ্] (noun) (১) দ্রুত তালের নাচ; এমন নাচের জন্য সংগীত। (২) কোনো বস্তুর উপর যন্ত্র চালনার সুবিধার জন্য তাকে আটকে ধরে রাখার যন্ত্রবিশেষ। □ (verb intransitive), (verb transitive) (১) দ্রুত নাচা। (২) ঝাঁকি মেরে হাঁটা বা উঠানামা করা। jig a baby শিশুকে ঝাঁকি মেরে বা উপরে ছুঁড়ে দিয়ে হাতে ধরে খেলা করা।
- English Word jigger Bengali definition [জিগা(র্)] (noun) (১) মদ মাপার একক। (২) ফসলের ক্ষতি করে এমন পোকাবিশেষ।
- English Word jiggered Bengali definition [জিগাড্] (adjective) (কথ্য) (১) আশ্চর্যান্বিত; বিস্মিত। (২) ক্লান্ত। (৩) (গালিতে ব্যবহৃত) , গোল্লায় যাওয়া।
- English Word jiggery-pokery Bengali definition [জিগারি-পোউকারি] (noun) (কথ্য) ভোঁজবাজি; ভাঁওতা; ধাপ্পা।
- English Word jigsaw Bengali definition [জিগ্সো] (noun) (১) মেশিনচালিত করাত। (২) jigsaw puzzle এক ধরনের খেলা, যে খেলায় কাঠ বা বোর্ডের উপর কোনো ছবি বা মানচিত্র সাঁটা হয় এবং পরে তাকে অনেকগুলো অসমান টুকরায় কাটা হয়। খেলোয়াড় ঐ টুকরাগুলো জোড়া দিয়ে পুরো ছবিটি পুনর্নির্মাণ করে।
- English Word jihad Bengali definition [জিহা:ড্] (noun) ধর্মযুদ্ধ; বিধর্মীদের বিরুদ্ধে পরিচালিত মুসলমানদের যুদ্ধ; জেহাদ; (লাক্ষণিক) যেকোনো অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রাম।
- English Word jilt Bengali definition [জিল্ট্] (verb transitive) (কাউকে) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বা প্রেমে উৎসাহ দিয়ে পরে পরিত্যাগ করা; She jilted him.
- English Word Jim crow Bengali definition [জিমক্রোউ] (noun) (তুচ্ছার্থে) নিগ্রো।
- English Word jim-jams Bengali definition [জিম্জ্যাম্জ্] (noun) (অশিষ্ট) অধিক মদ্যপানজনিত প্রলাপ ও কম্প; গাত্রশিহরণ।
- English Word jimmy Bengali definition [জিমি] =Jemmy.
- English Word jingle Bengali definition [জিঙ্গ্ল্] (noun) (১) ঝুনঝুন বা রুনরুন শব্দ (যেমন পয়সা, চাবির গোছা বা ছোট ঘন্টির)। (২) এরকম ধ্বনিবিশিষ্ট শব্দ; মিঠে আওয়াজের ছড়া। □(verb transitive), (verb intransitive) (১) ঠুনঠুন বা ঝুন ঝুন আওয়াজ করা: He jingled his keys. The coins in his pocket jingled. (২) অনুপ্রাসবহুল ও ছন্দোময় হওয়া (পদ্য) যাতে সহজেই মনে রাখা যায়।
- English Word jingo Bengali definition [জিঙ্গোউ] (noun) সংগ্রামশীল দেশপ্রেমিক; যে নিজ দেশকে বড় মনে করে এবং সেই সঙ্গে অন্য দেশকে ঘৃণা করে। By jingo! (অচলিত অশিষ্ট) বিস্ময়; আনন্দ প্রকাশ কিংবা কোনো বিষয়ে জোর দিতে ব্যবহৃত বাক্যাংশ। jingoism (noun) সংগ্রামশীল দেশপ্রেম; অতিস্বদেশী মনোভাব। jingoist (noun) jingoistic (adjective)
- English Word jinks Bengali definition [জিঙ্ক্স্] (noun) high jinks উদ্দাম আনন্দ; অসংযত স্ফূর্তি।