J পৃষ্ঠা ৪
- English Word jellaba Bengali definition [জেলাবা] (noun) আরব পুরুষদের পরিধেয় ঢিলা, মস্তকাবরণযুক্ত আলখাল্লাবিশেষ; জেলাবা।
- English Word jelly Bengali definition [জেলি] (noun) (১) ফলের রস ও চিনি দিয়ে তৈরি খাদ্যদ্রব্য; জেলি, ফলের রসের মোরব্বা। (২) জেলির মতো কোনোকিছু। jelly-fish জেলি মাছ; স্বচ্ছদেহ সামুদ্রিক মাছবিশেষ। jelled (adjective) জেলিতে তৈরি: jelly eels, জেলিতে মাখানো; জমাট বাঁধা।
- English Word jemmy Bengali definition [জেমি] (noun) চোরের সিঁধকাঠি; দরজা বা জানালা কিংবা সিন্ধুকের ডালা ভাঙায় ব্যবহৃত শিক।
- English Word jenny Bengali definition [জেনি] (noun) (১) চরকা। (২) গ্রাম্য বালিকা। (৩) গর্দভী; মাদি গাধা: very mild jenny.
- English Word jeopardize, jeopardise Bengali definition [জেপাডাইজ] (verb transitive) বিপদগ্রস্ত করা। jeopardy [জেপাডি] (noun) বিপদ; ঝুঁকি; ক্ষতি: His social position is in jeopardize.
- English Word jerboa Bengali definition [জাবোউআ] (noun) এশিয়া ও উত্তর আফ্রিকার মরুভূমির ক্ষুদ্রাকৃতি ইঁদুরজাতীয় প্রাণী।
- English Word jeremiad Bengali definition [জেরিমাইঅ্যাড] (noun) দীর্ঘ শোককাহিনী; কষ্ট ও দুর্ভাগ্যের বর্ণনা।
- English Word jerk Bengali definition [জাক্] (noun) (১) ঝাঁকুনি, ঝাঁকি; হেঁচকা টান: The bus stopped with a jerk. (২) পেশির হঠাৎ ঝাঁকুনি (অনিচ্ছাকৃত)। physical jerks (কথ্য) শরীরচর্চামূলক ব্যায়াম। (৩) (অশিষ্ট) নির্বোধ ব্যক্তি। □ (verb transitive), (verb intransitive) ঝাঁকি মেরে চলা; ঝাঁকি দিয়ে নাড়ানো: She jerked away from him. jerky (adjective) ঝাঁকুনিপূর্ণ অসমতল (পথ)। jerkiness (noun)
- English Word jerkin Bengali definition [জাকিন] (noun) (প্রাচীনকালে পুরুষদের ব্যবহৃত) আঁটসাঁট জামা (জ্যাকেট) (চামড়ার তৈরি)।
- English Word jerry Bengali definition [জেরি] (noun) (১) jerry-builder/-building অল্প সময়ে নিম্নমানের সামগ্রী দিয়ে গৃহপ্রস্তুতকারী/নির্মিত গৃহ। (২) jerrycan পানি বা পেট্রল বহন করতে (দূরপাল্লার যাত্রায়) ব্যবহৃত ক্যানেস্তারা। (৩) Jerry (সামরিক অশিষ্ট) জার্মান সৈনিক। (৪) (অশিষ্ট) ঘরে ব্যবহার্য মূত্রধানী।
- English Word jersey Bengali definition [জাজি] (noun) (১) নরম, সূক্ষ্ম বুনোটওয়ালা কাপড়। (২) হাতাওয়ালা পশমি গেঞ্জি। দ্রষ্টব্যjumper, pullover (খেলোয়াড়দের পরিধেয়)। (৩) জার্সিপ্রদেশ থেকে আনা গাভী।
- English Word jest Bengali definition [জেস্ট] (noun) (১) ঠাট্টা; মজা; ভাঁড়ামি। in jest মজার ছলে। □ (verb intransitive) ঠাট্টা বা মজা করা: students began to jest with him. jesting (adjective) ঠাট্টামলূক: He made some jest remarks about the project.
- English Word jester Bengali definition [জেস্টা(র)] (noun) ভাঁড়; যে ব্যক্তি ঠাট্টা বা মজা করে; রাজসভার ভাঁড়।
- English Word Jesuit Bengali definition [জেজিউইট্ America(n) জেজুইট্] (noun) রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের Society of Jesus নামক ধর্মসংঘের সদস্য। Ignatius Loyala নামক স্পেনদেশীয় একজন ধর্মযাজক ১৫৩৪ খ্রিষ্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন।
- English Word Jesus Bengali definition [জীজাস্] (noun) যিশু; খ্রিষ্টধর্মের প্রতিষ্ঠাতা; খ্রিষ্ট।
- English Word jet 1 Bengali definition [জেট্] (noun) (১) গ্যাস; তরল পদার্থ; বাষ্প বা অগ্নিশিখার ফোয়ারা; A jet of water spurted out when the pipe burst. jet propulsion (engine) বিমানের ইনজিন যা সামনের দিক থেকে বাতাস শোষণ করে নিয়ে বাতাসকে গ্যাসের সঙ্গে মিশ্রিত করে এবং পিছন দিক দিয়ে ধোঁয়া বের করে দেয়- এজন্যই Jet plane, jet fighter ইত্যাদির এ ধরনের নামকরণ। the jetset ধনীরা, যারা ছুটি কাটাতে প্রায়ই জেটবিমানে ভ্রমণে যান। (২) পিচকারি। (৩) ছোট ছিদ্র বা মুখ, যেখান দিয়ে ফোয়ারা উৎসারিত হয়: a gas-jet. □ (verb transitive), (verb intransitive) (১) ফোয়ারার মতো উৎসারণ করা। (২) (কথ্য) জেট বিমানে ভ্রমণ করা।
- English Word jet 2 Bengali definition [জেট্] (noun) কালো ও শক্ত খনিজ পদার্থ যা সহজেই পালিশ করে চকচকে করা যায় (বোতাম, অলংকার তৈরিতে লাগে); ঐ পদার্থের রং। jet-black গভীর চকচকে কালো রং।
- English Word jetsam Bengali definition [জেট্সাম্] (noun) ভার কমাতে জাহাজ থেকে যে মালপত্র সমুদ্রে ফেলা হয়; ঐ রকমভাবে নিক্ষিপ্ত মালের যে অংশ তীরে ভেসে আসে। flotsam and jetsam (লাক্ষণিক) (যুদ্ধ বা অন্য কারণে) যাদের জীবন ধ্বংসপ্রাপ্ত বা দুর্দশাগ্রস্ত হয়েছে।
- English Word jettison Bengali definition [জেটিসন্] (verb intransitive) ভার কমাতে জাহাজ থেকে মালপত্র পানিতে ফেলে দেওয়া (বিশেষত ঝড়ের সময়); পরিত্যাগ করা; পরিহার করা: jetsam an unworkable plan.
- English Word jetty Bengali definition [জেটি] (noun) জাহাজঘাটা; জেটি।