L পৃষ্ঠা ২
- English Word laconic Bengali definition [লাকনিক্] (adjective) অল্পকথায় প্রকাশিত: a laconic person স্বল্পভাষী ব্যক্তি। laconically (adverb) laconism (noun) স্বল্পভাষিতা; ছোট বাক্য।
- English Word lacrosse Bengali definition [লাক্রস্] (noun) [uncountable noun] ঘরের বাইরে অনুষ্ঠিত হয় এমন খেলা (উত্তর আমেরিকা)।
- English Word lactation Bengali definition [ল্যাক্টেইশ্ন্] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) স্তন্যদান; স্তন্যদানের সময়কাল (মায়েদের)।
- English Word lacteal Bengali definition [ল্যাক্টিঅ্যাল্] (noun) দুগ্ধজাত; অম্লবৎ বা দুগ্ধজাত তরল পদার্থ নিঃসারক: Goat milk is the lacteal secretion, practically free from colostrum.
- English Word lactic Bengali definition [ল্যাক্টিক্] (adjective) দুগ্ধবিষয়ক। lactic acid দুগ্ধজাত অম্ল।
- English Word lacuna Bengali definition [লাকিঊনা] (noun) ফাঁক, শূন্যস্থান; বিশেষত লেখা বা যুক্তির ফাঁক।
- English Word lacy Bengali definition [লেইসি] (adjective) ফিতার মতো।
- English Word lad Bengali definition [ল্যাড্] (noun) বালক; কিশোর; ছোকরা।
- English Word ladder Bengali definition [ল্যাডা(র্)] (noun) মই; (লাক্ষণিক) উন্নতিলাভের সিঁড়ি।
- English Word laden Bengali definition [লেইড্ন্](adjective) laden with ভারাক্রান্ত; বোঝাইকৃত: a tree laden with fruits.
- English Word lading Bengali definition [লেইডিঙ্] (noun) [uncountable noun] (সামুদ্রিক) জাহাজে বোঝাইকৃত মাল। Bill of lading জাহাজে বোঝাই করা মালের তালিকা।
- English Word ladle Bengali definition [লেইড্ল্] (noun) বড় চামচ; হাতা। (verb transitive) ladle out হাতা দিয়ে তরল খাদ্য বিতরণ করা।
- English Word lady Bengali definition [লেইডি] (noun) (১) মহিলা; সংস্কৃতিবান বা উচ্চবংশীয় স্ত্রীলোক। lady-in-waiting রানি বা উচ্চপদস্থ মহিলার সঙ্গিনী। (২) (attributive(ly)) স্ত্রীবাচক: a lady doctor. (৩) লর্ড, ব্যারন প্রমুখের পত্নীদের সম্বোধনের আখ্যা। (৪) ladybird (noun) রঙিন পাখাওয়ালা পতঙ্গবিশেষ। (৫) our Lady কুমারী মেরি। Lady Day ২৫শে মার্চের ধর্মীয় অনুষ্ঠান (খ্রিষ্টীয়)। Lady Chapel কুমারী মেরিকে উৎসর্গীকৃত গির্জা।
- English Word lag 1 Bengali definition [ল্যাগ্] (verb intransitive) খুব ধীরে চলা; পিছিয়ে পড়া: Is the country lagging behind in industrialization?
- English Word lag 2 Bengali definition [ল্যাগ্] (noun) অপরাধী; (বিশেষত) বহুবার জেলখাটা অপরাধী; জেলঘুঘু।
- English Word lag 3 Bengali definition [ল্যাগ্] (noun) জলের পাইপ, ইনজিন ইত্যাদি থেকে তাপ বা শৈত্য যাতে বের না-হতে পারে সেজন্য ব্যবহৃত ঢাকনা।
- English Word lager Bengali definition [লা:গা(র্)] (noun) [uncountable noun] হালকা বিয়ারবিশেষ।
- English Word laggard Bengali definition [ল্যাগাড্] (noun) পিছিয়ে পড়া ব্যক্তি; শক্তিহীন ব্যক্তি।
- English Word lagoon Bengali definition [লাগূন্] (noun) অগভীর লবণাক্ত জলের হ্রদ, উপহ্রদ।
- English Word laic Bengali definition [লেইক্] (adjective) পুরোহিততন্ত্র বহির্ভূত; ধর্মনিরপেক্ষ।