L পৃষ্ঠা ৩
- English Word lair Bengali definition [লেআ(র্)] (noun) বন্যপ্রাণীর বিশ্রামস্থল; গুহা।
- English Word laird Bengali definition [লেআড্] (noun) (স্কটল্যান্ডীয়) ভূস্বামী; জমিদার।
- English Word laissez-faire Bengali definition [লেইসেইফেআ(র্)] (noun) [uncountable noun] (ফরাসি) (প্রধানত বাণিজ্যিক) সরকারের হস্তক্ষেপ না-করার নীতি।
- English Word laity Bengali definition [লেইটি] (noun) (১) পুরোহিততন্ত্রের সদস্য নয় এমন সব ব্যক্তি। (২) পেশাবহির্ভূত; অবিশেষজ্ঞ সাধারণ জনগণ।
- English Word lake 1 Bengali definition [লেইক্] (noun) হ্রদ The Lake District উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি অঞ্চল যেখানে অনেক হ্রদ রয়েছে। Lake Poets উপর্যুক্ত অঞ্চলের অধিবাসী কবি; বিশেষত ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজ। laky (adjective) হ্রদবহুল।
- English Word lake 2 Bengali definition [লেইক্] (noun) (মূলত লাক্ষা থেকে প্রাপ্ত) রংবিশেষ।
- English Word lakh, lac Bengali definition [লা:ক্] (noun) (বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে) লক্ষ; লাখ; একশত হাজারের সমপরিমাণ।
- English Word lama Bengali definition [লা:মা] (noun) তিব্বত অথবা মঙ্গোলিয়ার বৌদ্ধ সন্ন্যাসী। lamasery (noun) লামাদের মঠ।
- English Word lamb Bengali definition [ল্যাম্] (noun) মেষশাবক; [uncountable noun] মেষমাংস: a leg of lamb, ভেড়ার রান।
- English Word lambaste Bengali definition [ল্যাম্ বেইস্ট্] (verb transitive) (অপশব্দ) পেটানো; ভয়ংকরভাবে ভর্ৎসনা করা।
- English Word lambent Bengali definition [ল্যামবান্ট্] (adjective) (সাহিত্যিক) (আলো কিংবা অগ্নিশিখা) মৃদু সঞ্চরণশীল; (চোখ, আকাশ) মৃদু উজ্জ্বলতার ধারক। lambency (noun)
- English Word lame Bengali definition [লেইম্] (adjective) (১) পঙ্গু; খোঁড়া। (২) (যুক্তি বা ছল) অগ্রহণযোগ্য: lame excuse, অগ্রহণযোগ্য অজুহাত বা যুক্তি। (verb transitive) খোঁড়া করে দেওয়া। lamely (adverb) lameness (noun)
- English Word lament Bengali definition [লামেন্ট্] (verb transitive), (verb intransitive) lament (for/over) শোক করা; বিলাপ করা। (noun) শোক; বিলাপ; শোকগাথা, শোকসংগীত: The poet wrote a funeral lament. lamentable (adjective) শোকার্হ, শোচনীয়; দুঃখদায়ক। lamentably (adverb) lamentation (noun) শোকের প্রকাশ; বিলাপ।
- English Word laminate Bengali definition [ল্যামিনেইট্] (verb transitive), (verb intransitive) স্তরে স্তরে বিন্যস্তকরণ; পুস্তকের মলাট স্থায়ী করতে পাতলা সেলোফেন কাগজ বা প্লাস্টিকের স্তর সংযোজন করা। lamination (noun)
- English Word lammas Bengali definition [ল্যামাস্] (noun) আগস্টের প্রথম দিন- পূর্ব ইংল্যান্ডে যে দিনে ফসল কাটার উৎসব হতো।
- English Word lamp Bengali definition [ল্যাম্প্] (noun) বাতি, তেল ও সলতেসহযোগে আলো দেয় এমন বাতি; (আধুনিককালে) গ্যাস বিদ্যুতের বাতি। lamp-black (noun) ভুসাকালি। lamplighter (noun) (আগেরদিনে) রাস্তার বাতি জ্বালানোর লোক। lamp-post (noun) বৈদ্যুতিক বা গ্যাসবাতির থাম। lampshade (noun) বাতির ঢাকনা (কাচ, কাপড় বা কাগজের তৈরি)।
- English Word lampoon Bengali definition [ল্যাম্পূন্] (noun) [countable noun] কোনো ব্যক্তিকে তীব্রভাবে ব্যঙ্গ করে রচিত কোনো রচনা। (verb transitive) কাউকে তীব্র ব্যঙ্গ করে কিছু লেখা।
- English Word lance Bengali definition [ল্যা:ন্স্] (noun) বর্শা। lance-corporal সামরিক বাহিনীতে নন-কমিশনড অফিসারের একটি পদ-স্তর।
- English Word lancet Bengali definition [লা:নসিট্] (noun) (১) শল্যবিদ কর্তৃক ব্যবহৃত দুই ধারি সুচালো ছুরি। (২) (স্থাপত্য) উঁচু, সংকীর্ণ ও সুচালো শীর্ষবিশিষ্ট খিলান কিংবা জানালা।
- English Word land 1 Bengali definition [ল্যান্ড্] (noun) (১) ভূপৃষ্ঠের কঠিন উপরিতল: travel over land and sea; to come to land again. make land তীরে পৌঁছা। (২) চাষাবাদে ব্যবহৃত জমি: three acres of cultivable land. (৩) ভূসম্পত্তি: How much land does a man require? landagent (noun) জমি কেনাবেচার ব্যবসায়ী বা দালাল। (৪) দেশ এবং তার অধিবাসী: Bangladesh is our native land. landforces (noun), (plural) স্থলবাহিনী। landholder (noun) ভূম্যধিকারী বা ভূমি ব্যবহারকারী। landlady (noun) বাড়িওয়ালি। land-locked (adjective) ভূবেষ্টিত: Nepal is a land-locked country. landlord (noun) ভূম্যধিকারী; বাড়িওয়ালা; সরাইখানার মালিক। land-lubber (noun) জলভ্রমণে বা জাহাজে চড়ায় অনভিজ্ঞ ব্যক্তি। landmark (noun) (ক) জমির সীমানা চিহ্নিতকরণের খুঁটি বা অন্য কোনো বস্তু। (খ) দূর থেকে দেখা যায় এবং যা দিয়ে কোনো স্থানকে চেনা যায় এমন বস্তু। (গ) (লাক্ষণিক) কোনো ঘটনা, আবিষ্কার বা পরিবর্তন, বা নতুন যুগ সৃষ্টি করে। landmine (noun) [countable noun] মাটিতে পুঁতে রাখা বিস্ফোরক। landowner (noun) জমির মালিক। Land rover (noun) উঁচুনিচু রাস্তায় চালানোর উপযোগী শক্তিশালী মোটরগাড়ি। landslide (noun) (ক) ভূমিধস;(খ) নির্বাচনে বিপুল ভোটে জয়। landsman (noun) যে ব্যক্তি নাবিক নয়।