L পৃষ্ঠা ৭
- English Word latitude Bengali definition [ল্যাটিটিউড্ America(n) ল্যাটিটূড্] (noun) (১) [uncountable noun] অক্ষাংশ; বিষুব রেখা থেকে উত্তর বা দক্ষিণে কৌণিক দূরত্ব। (২) (plural latitudes) এলাকা বা অঞ্চল: high/low latitudes, বিষুবরেখা থেকে দূরবর্তী বা নিকটবর্তী স্থানসমূহ। warm latitudes উষ্ণ অঞ্চলসমূহ। (৩) [uncountable noun] কর্ম, মত ইত্যাদির স্বাধীনতা: She was given considerable latitude in how she spent the money. latitudinal [ল্যাটিটিউডিন্ল্ America(n) ল্যাটিটূডান্ল্] (adjective) latitudinarian [ল্যাটিটিউডিনেআরিআন্ America(n) ল্যাটি টূডনএআরিআন্] (adjective), (noun) সহনশীল ও উদারপন্থি ব্যক্তি (বিশেষত ধর্মবিশ্বাস সম্বন্ধে)।
- English Word latrine Bengali definition [লাট্রন্] (noun) মলমূত্র ত্যাগের স্থান বা পায়খানা (পয়ঃপ্রণালি নেই এমন স্থানে এই উদ্দেশ্যে নির্মিত গর্ত)।
- English Word latter Bengali definition [ল্যাটা(র্)] (adjective) (১) সাম্প্রতিক; কোনো সময়ের শেষের দিকের: the latter half of this century. latter-day (adjective) সাম্প্রতিক; আধুনিক; হালের: latter-day critics. (২) (as pronoun) the latter দুইয়ের মধ্যে পরে উল্লেখিত: I want the latter not the former. latterly (adverb) অধুনা; বর্তমানে।
- English Word lattice Bengali definition [ল্যাটিস্] (noun) জাফরি: lattice work, জাফরির কাজ; লতানো গাছ বেড়ে ওঠার জন্য এ ধরনের সজ্জা। latticed (adjective) জাফরি-কাটা: a lattice window.
- English Word laud Bengali definition [লোড্] (verb transitive) (আনুষ্ঠানিক) প্রশংসা করা; গুণকীর্তন করা। (noun) প্রশংসা; স্তুতিগান। laudable (adjective) প্রশংসার যোগ্য; প্রশংসাজনক। laudably (adverb) প্রশংসাজনকভাবে।
- English Word laudatory Bengali definition [লোডাটারি America(n) লোডাটোরি] (adjective) প্রশংসাসূচক: laudatory verse.
- English Word laugh Bengali definition [লা:ফ্ America(n) ল্যাফ্] (verb intransitive), (verb transitive) (১) শব্দ করে হাসা; (তুলনীয় smile). laugh at (ক) আমোদ পাওয়া: laugh at a joke. (খ) কৌতুক করা; বিদ্রূপ বা উপহাস করা: Do not laugh at a lame man. (গ) উপেক্ষা করা; উদাসীন হওয়া: laugh at dangers. laugh in somebody’s face প্রকাশ্যে অগ্রাহ্য করা বা অবজ্ঞা করা। laugh one’s head off প্রাণভরে হাসা। laugh on the other side of the face গর্ব করার পর হতাশ বা দুঃখিত হতে হওয়া। He laughs best who laughs last (প্রবাদ) পূর্বেই অতিরিক্ত আনন্দ প্রকাশ করা সম্পর্কে সাবধানবাণী। (২) laugh away (কোনো বিষয়) হেসে বা ঠাট্টাতামাশা করে উড়িয়ে দেওয়া। laugh down বিদ্রূপের হাসি হেসে কাউকে নিশ্চুপ করে দেওয়া। laugh off হেসে এড়ানো: laugh off an embarrassing situation. (৩) হাসতে হাসতে কোনো অবস্থাপ্রাপ্ত হওয়া বা ফল লাভ করা: laugh oneself to convulsions. laugh somebody/something out of court বিদ্রূপ করে কাউকে বা কোনো কিছু বাতিল করা বা খারিজ করা। (৪) হাসির মাধ্যমে প্রকাশ করা। □ (noun) [countable noun] হাসার শব্দ; হাস্যধ্বনি; হাসা: They joined in the laughing. have/get the laugh of somebody যে উপহাস করে তাকেই উপহাসের পাত্রে পরিণত করা। have the last laugh সন্তুষ্টি লাভ করা। belly (noun) laugh অট্টহাস্য। laughable (adjective) হাস্যকর; কৌতুকজনক। laughably (adverb) হাস্যকরভাবে। laughing (adjective) হাস্যময়, হাস্যোদ্রেককর ইত্যাদি: a laugh face. laughing gas (noun) নাইট্রাস অক্সাইড (N 2O); যে গ্যাস বিশ্বাসের সঙ্গে গ্রহণ করলে হাসির উদ্রেক হতে পারে; ছোটখাটো অস্ত্রোপচার (যেমন দাঁতের) কাজে রোগীকে অচেতন করতে এই গ্যাস ব্যবহৃত হয়। laughing-stock (noun) হাস্যাস্পদ ব্যক্তি। laughingly (adverb) সহাস্যবদনে।
- English Word laughter Bengali definition [লাফ্টা(র্) America(n) ল্যাফ্টা(র্)] (noun) [uncountable noun] হাস্য; সশব্দ হাসি: burst into laughter, উচ্চহাসিতে ফেটে পড়া।
- English Word launch 1 Bengali definition [লোন্চ্] (verb transitive), (verb intransitive) (১) বিশেষত (নতুন) জাহাজ ইত্যাদি পানিতে ভাসানো: launch a new ship. (২) launch something (against/at) চালু করা; পাঠানো; সবেগে নিক্ষেপ করা; উৎক্ষেপণ করা: launch an attack; launch a missile; launch a spacecraft. launcher (noun) সবেগে নিক্ষেপ বা উৎক্ষেপণ করার কল বা যন্ত্র: a rocket launcher. launching-pad (noun) যে মঞ্চ থেকে ক্ষেপণাস্ত্র বা রকেট উৎক্ষেপণ করা হয়। (৩) launching-site (noun) যে স্থানে উৎক্ষেপণমঞ্চ বসানো হয়। (৩) আরম্ভ করানো; শুরু করা: launch a new programme/business. (৪) launch out, launch (out) into নতুন কোনো কাজে প্রবৃত্ত হওয়া।
- English Word launch 2 Bengali definition [লোন্চ্] (noun) নদী, হ্রদ বা বন্দরে ব্যবহৃত যাত্রীবাহী বড় নৌকা; লঞ্চ।
- English Word launder Bengali definition [লোন্ডা(র্)] (verb transitive), (verb intransitive) (বস্ত্র) কাচা ও ইস্ত্রি করা; ধৌত ও ইস্ত্রি হওয়া। laundered (adjective) ধৌত ও ইস্ত্রি করা: launder clothes. launderer [লোন্ডর(র্)] (noun) ধোপা, কাপড় ধোলাই ও ইস্ত্রি করা যাদের পেশা। laundress [লোন্ড্রিস্] (noun) (feminine) ধোপানি।
- English Word launderette Bengali definition [লোন্ড্রেট্] (noun) যে ধোপাখানায় লোকজন পয়সাচালিত স্বয়ংক্রিয় যন্ত্রে কাপড় ধুতে ও শুকাতে পারে।
- English Word laundry Bengali definition [লোন্ড্রি] (noun) (plural laundries) (১) লন্ড্রি, কাপড়চোপড় ধোয়া ও ইস্ত্রি করতে যে দোকানে পাঠানো হয়। (২) the laundry ধুতে দেওয়ার কাপড়চোপড়। laundryman (noun) (plural laundrymen) লন্ড্রির পুরুষ কর্মচারী; ধুতে দেওয়ার কাপড়চোপড় যে সংগ্রহ করে ও ধৌত বস্ত্রাদি যে পৌঁছে দেয়। laundrymaid (noun) ঐ (feminine)। laundry basket (noun) ঢাকনাওয়ালা বড় ঝুড়ি যার মধ্যে চাদর, তোয়ালে, ময়লা কাপড় ইত্যাদি ধোয়ার জন্য রাখা হয়।
- English Word laureate Bengali definition [লরিএট্ America(n) লোরিএট্] (adjective) লরেল মুকুটভূষিত। the (Poet) Laureate (noun) (ব্রিটেনের) রাজকবি।
- English Word laurel Bengali definition [লরাল্ America(n) লোরাল্] (noun) জলপাইজাতীয় বৃক্ষের চিরসবুজ পাতা; এ পাতায় তৈরি মাথায় পরার জয়মাল্য যা প্রাচীন গ্রিস ও রোমে সম্মানের প্রতীকরূপে ব্যবহৃত হতো: (often plural) laurels অর্জিত জয় বা সম্মান। look at one’s laurel যাতে অর্জিত সুনাম অক্ষুণ্ণ থাকে সেদিকে নজর রাখা। rest on one’s laurels অর্জিত জয় বা সাফল্যে তৃপ্ত থাকা (সাধারণত সমালোচনামূলক অভিব্যক্তি)। win/gain one’s laurels জয় বা সম্মান অর্জন করা। laurelled (adjective) লরেল মুকুটশোভিত; সম্মানভূষিত।
- English Word lav Bengali definition [ল্যাভ্] (noun) lavatory শব্দের কথ্য ও সংক্ষিপ্ত রূপ।
- English Word lava Bengali definition [লা:ভা] (noun) [uncountable noun] লাভা; আগ্নেয়গিরি থেকে উত্থিত উত্তপ্ত গলিত পদার্থ; এই পদার্থের ঠাণ্ডা ও শক্ত রূপ।
- English Word lavatory Bengali definition [ল্যাভাট্রি America(n) ল্যাভাটোরি] (noun) (plural lavatories) (১) হাতমুখ ধোয়ার পাত্র বা কক্ষ। (২) স্নানপাত্র বা স্নানাগার। (৩) শৌচাগার, মলমূত্র ত্যাগে ব্যবহৃত পাত্র, মেঝের সঙ্গে আবদ্ধ গামলাজাতীয় পাত্র, যার উপর বসে মলমূত্র ত্যাগ করা যায় এবং সঞ্চিত জলাধার থেকে নিঃসৃত পানির সাহায্যে মলমূত্র পাইপ দিয়ে নির্গমন করানো যায় (দ্রষ্টব্যcommode, water-closet)।
- English Word lavender Bengali definition [ল্যাভান্ডা(র্)] (noun) [uncountable noun] ফ্যাকাসে বেগুনি রঙের সুগন্ধি ফুল ও ডাঁটাওয়ালা এক প্রকার উদ্ভিদ; এর শুকনা ডাঁটা ও ফুল, যা কাপড়ের মধ্যে রেখে কাপড়কে সুবাসিত করা যায়; ফ্যাকাসে বেগুনি রং। lavender water (noun) [uncountable noun] ঐ উদ্ভিদের ফুল থেকে আহরিত সুগন্ধি।
- English Word lavish Bengali definition [ল্যাভিশ্] (adjective) (১) lavish (of something/in doing something) অমিতব্যয়ী; অপব্যয়ী। (২) অতি পর্যাপ্ত। □ (verb transitive) lavish on মুক্তহস্তে খরচ করা বা অপরিমিত ব্যয় করা।