T পৃষ্ঠা ২
- English Word tabula Bengali definition [ট্যাব্যিউলা] (plural tabulae) (ব্যবচ্ছেদবিদ্যা) (noun) অস্থি প্রভৃতির কঠিন উপরিভাগ; অস্থিফলক। tabularasa [ট্যাব্যিউলারেইসা] (noun) (লাতিন) মার্জিত ফলক; (লাক্ষণিক) জন্মলগ্নে সহজাত ভাবলেশশূন্য বলে অনুমিত মানবমন; সাদা পট।
- English Word tabular Bengali definition [ট্যাবিউলা(র্)] (adjective) সারণিবদ্ধ; ছকবদ্ধ: tabular form.
- English Word tabulate Bengali definition [ট্যাব্যিউলেইট্] (verb transitive) (তথ্য, সংখ্যা ইত্যাদি) সারণি তালিকা বা দফায় বিন্যস্ত করা; সারণিবদ্ধ করা। tabulator [ট্যাব্যিউলেইটা(র্)] (noun) যে (ব্যক্তি, যন্ত্র, কৌশল) সারণিবদ্ধ করে; সারণিকার। tabulation [ট্যাব্যিউলেইশ্ন্] (noun) সারণিকরণ।
- English Word tachograph Bengali definition [ট্যাকোগ্রা:ফ] (noun) মোটরযানে চলার গতি ও যাত্রাপথের দূরত্ব মাপার যন্ত্র; গতিলেখযন্ত্র।
- English Word tachometer Bengali definition [ট্যাকোমিটা(র্)] (noun) যন্ত্রের বেগ বা তরল পদার্থের প্রবাহের হার মাপার যেকোনো যন্ত্র; গতিমাপকযন্ত্র। tachometry (noun) গতিগরিমাপ।
- English Word tacit Bengali definition [ট্যাসিট্] (adjective) অনুক্ত; নীরব; মৌন; মানস: tacit consent, মানসানুজ্ঞা: tacit agreement, নীরব/মৌনসম্মতি। tacitly (adverb) মনে মনে; নীরবে।
- English Word taciturn Bengali definition [ট্যাসিটান্] (adjective) অল্পবাদী; মৌনস্বভাব; বাকবিমুখ; মিতবাক। taciturnly (adverb) মৌন হয়ে। taciturnity [ট্যাসিটানাটি] (noun) [uncountable noun] মৌন; মৌনিত্ব; বাগ্বিমুখতা।
- English Word tack Bengali definition [ট্যাক্] (noun) (১) চ্যাপটা-মাথা ছোট পেরেক (যেমন মেঝেতে কোনো কোনো ধরনের গালিচা বা লিনোলিয়ম লাগাতে ব্যবহৃত হয়) ক্ষুদ্র কীল; ট্যাক: tin-tack, টিনের প্রলেপ দেওয়া লোহার ক্ষুদ্র কীল; thumb-tack (America(n))= drawing-pin. (২) (আলগাভাবে বা সাময়িকভাবে কাপড়ের টুকরা জোড়া লাগাতে) লম্বা ফোঁড়। (৩) বাতাসের গতিপথ ও পালের অবস্থান দ্বারা নির্ধারিত পালের জাহাজের গতিপথ; বাগ: on the port/starboard tack বাঁয়ের/ডানের বাতাসে। on the right/wrong tack (লাক্ষণিক) ঠিক/ভুল পথে। (৪) [uncountable noun] (hard) tack জাহাজের শক্ত বিস্কুট। □(verb transitive), (verb intransitive) (১) ট্যাক দিয়ে লাগানো। (২) লম্বা ফোঁড় দিয়ে জোড়া লাগানো: tack a ribbon on to a hat; tack down a fold; (লাক্ষণিক) tack an appeal for money on to a speech, জুড়ে দেওয়া। (৩) আঁকাবাঁকা পথে জাহাজ চালানো; বাতাসের গতিপথ ও পালের অবস্থান অনুযায়ী জাহাজের গতিপথ নির্ধারণ করা: tacking about; tack to port.
- English Word tackle Bengali definition [ট্যাক্ল্] (noun) (১) [countable noun, uncountable noun] জাহাজের পাল উঠানো নামানো কিংবা ভার তোলার দড়ি ও কপিকল। (২) [uncountable noun] (কিছু করার জন্য) সাজসরঞ্জাম; fishing tackle, ছিপ, বড়শি ইত্যাদি। (৩) (রাগবি ও মার্কিন কায়দার ফুটবলে) বলসহ প্রতিদ্বন্দ্বীকে কুপোকাতকরণ। □(verb transitive), (verb intransitive) (১) (সমস্যা, আরব্ধকর্ম) আয়ত্ত/মোকাবিলা/আক্রমণ করা; বাগ মানানো/করা: Can you tackle this problem? tackle somebody about/over something (কোনো বিষয়ে) কারো সঙ্গে খোলাখুলি কথা বলা; মোকাবিলা করা। (২) (চোর, বলসহ রাগবি খেলোয়াড় প্রভৃতি) পাকড়াও/করায়ত্ত করা।
- English Word tacky Bengali definition [ট্যাকি] (adjective) (১) চটচটে; আঠালো; কাঁচা: the varnish is still tacky. (২) (America(n))=tathy.
- English Word tact Bengali definition [ট্যাক্ট্] (noun) কাউকে মনঃক্ষুণ্ণ না-করে মানুষজন ও পরিস্থিতি আয়ত্তে আনার দক্ষতা ও বোধশক্তি; কৌশল; সুবুদ্ধি; বিচক্ষণতা: Show tact/have great tact in dealing with people. tactful [ট্যাক্ট্ফ্ল্] (adjective) সুবুদ্ধিসম্পন্ন। tactfully [ট্যাক্ট্ফালি] (adverb) কৌশলে; বিচক্ষণতার সঙ্গে। tactless (adjective) অকুশল; বিচক্ষণতাবর্জিত; অনিপুণ। tactlessly (adverb) অপটুভাবে; আনাড়ির মতো; নৈপুণ্যহীনভাবে। tactlessness (noun) অকৌশল্য; অনৈপুণ্য।
- English Word tactic Bengali definition [ট্যাক্টিক্] (noun) (১) উপায়; কৌশল; চাতুরী। (২) (প্রায়ই singular verb - সহ plural) সৈন্যসমাবেশ; ব্যূহরচনা; ব্যূহন; দ্রষ্টব্য strategy; (লাক্ষণিক) উদ্দেশ্যসিদ্ধির কৌশল বা পদ্ধতি; ফন্দিফিকির: win by surprise tactic! Will these tactics help you? tactical [ট্যাক্টিক্ল্] (adjective) কৌশলগত; ঔপায়িক; সৈন্য সমাবেশবিষয়ক: tactical exercises; a tactical error. দ্রষ্টব্যstrategic. tactically (adverb) কৌশলগতভাবে; ঔপায়িকভাবে। tactician (noun) উপায়জ্ঞ; কৌশলজ্ঞ; ব্যূহপণ্ডিত।
- English Word tactile Bengali definition [ট্যাক্টাইল্ America(n) ট্যাক্টাল্], tactual [ট্যাক্চুয়াল্] (adjective) স্পর্শনেন্দ্রিয় সম্বন্ধীয়; স্পর্শনেন্দ্রিয়গ্রাহ্য; স্পর্শগ্রাহ্য; স্পর্শ: a tactile organ, স্পর্শনেন্দ্রিয়; ত্বগেন্দ্রিয়: a tactile reflex.
- English Word tadpole Bengali definition [ট্যাড্পোল্] (noun) ব্যাঙাচি।
- English Word taffeta Bengali definition [ট্যাফিটা] (noun) [uncountable noun] পাতলা চকচকে, কিছুটা কড়কড়ে রেশমি কাপড়; শণ, রেয়নের অনুরূপ কাপড়; টাফেটা।
- English Word taffrail Bengali definition [ট্যাফ্রেইল্] (noun) জাহাজের পশ্চাদ্ভাগে গরাদের বেষ্টনী; পশ্চাৎপরিক্ষেপ।
- English Word Taffy Bengali definition [ট্যাফি] (noun) (কথ্য) ওয়েলশম্যান; ওয়েলশীয়।
- English Word taffy 2 Bengali definition [ট্যাফি] (noun) (১) (America(n) টফি। (২) কপট স্তাবকতা; চাটু; চাটু।
- English Word tag Bengali definition [ট্যাগ্] (noun) (১) জুতার ফিতা, তার ইত্যাদির ধাতু বা প্লাস্টিকের মোড়া প্রান্ত; ঘুড়ি। (২) কোনো কিছুর সঙ্গে ঝোলানো বা ভিতরে ঢোকানো (মূল্য, ঠিকানা ইত্যাদি লিখিত) চিরকুট। (৩) প্রায়ই উদ্ধৃত বচন বা বাক্য; বকুনি: Latin tags. (৪) যে কোনো আলগা বা জীর্ণ প্রান্ত; ফেঁসো। question tags (ব্যাকরণ) উক্তির সঙ্গে সংযোজিত ‘isn’t it? won’t you? are there?’ প্রভৃতি বাক্যাংশ; প্রশ্নাত্মক বাক্যাংশ; প্রশ্নের লেজুড়। (৫) [uncountable noun] শিশুদের এক ধরনের খেলা; বুড়ি বুড়ি খেলা। □(verb transitive), (verb intransitive) (tagged, tagging, tags) (১) চিট জুড়ে দেওয়া। (২) tag something on (to) জুড়ে দেওয়া। (৩) tag alone/behind/after পিছু নেওয়া; পিছে লেগে থাকা: Children tagging after their mother. (৪) যুক্ত করা; জোড়া দেওয়া: tag old articles together to make a book.
- English Word taiga Bengali definition [টাইগা] (noun) তুন্দ্রা ও স্তেপের মধ্যবর্তী সাইবেরীয় পাইনঅরণ্য; তৈগা।