T পৃষ্ঠা ৩
- English Word tail Bengali definition [টেইল্] (noun) (১) লেজ; লেজুড়; পুচ্ছ; লাঙুল: peacock’s tail, পেখম; কলাপ; বর্হ; horses tail, বালামচি। turn tail লেজ গুটিয়ে পালানো। tails up (ব্যক্তি) চনমনে; উৎপুচ্ছ। (২) পুচ্ছ বা লেজসদৃশ কোনো কিছু: the tail of a kite/comet/aircraft/cart/procession;(attributive(ly)) a tail wind, লেজের বাতাস। tail-board (noun) ঘোড়ার গাড়ি, লরি প্রভৃতির পিছনে সাধারণত কবজা-লাগানো ফলকবিশেষ; পশ্চাৎ-কপাট। tail-coat, tails পুরুষের দীর্ঘ সান্ধ্যকোট, যার পিছনের দিক দ্বিধাবিভক্ত ও সুচালো হয়। tail-end (noun) (সাধারণত) the tail-end (of) শেষাংশ; লেজের দিক: at the tail-end of the procession. tail-gate (noun) মোটরযানের পিছনের দিকের দরজা বা ঝাঁপ, যা মাল উঠানো-নামানোর জন্য খোলা যায়; পিছনের ঝাঁপ; পুচ্ছদ্বার। tail-light (noun) (ট্রেন, ট্রাম বা অন্য যানের) পিছনের বাতি। tail-piece (noun) (ক) (বই ইত্যাদিতে) পরিচ্ছেদের শেষে ফাঁকা অংশে মুদ্রিত অলংকরণ; পুচ্ছপট। (খ) কোনো কিছুর শেষে সংযোজিত বস্তু; লেজুড়। tail-spin উড়োজাহাজের চক্রাকার ঝাঁপবিশেষ, যাতে সম্মুখভাগের চেয়ে পশ্চাদ্ভাগ প্রশস্তর বৃত্ত রচনা করে; পুচ্ছাবর্তন। the tail of the eye চোখের বহিঃকোণ; অক্ষিকোণ; অপাঙ্গ: watching somebody from the tail of one’s eye. (৩) tails মুদ্রার যে পিঠে কারো মুণ্ড উৎকীর্ণ থাকে তার উলটা পিঠ; লেজ। দ্রষ্টব্যhead 1 (৩). (৪) tails (কথ্য): tail-coat. (কথ্য) কাউকে অনুসরণ বা কারো উপর নজর রাখার জন্য নিযুক্ত ব্যক্তি; ফেউ; টিকটিকি: put a tails on somebody. □(verb transitive), (verb intransitive) (১) tail after somebody পশ্চাদনুসরণ করা; পায়ে পায়ে অনুসরণ করা। (২) tail a person পিছু নেওয়া; অনুসরণ করা (অপরাধী সন্দেহে)। (৩) tail off/away (ক) সংখ্যা, আয়তন ইত্যাদি বিষয়ে হ্রাস পাওয়া। (খ) (মন্তব্য ইত্যাদি) দ্বিধাগ্রস্তভাবে বা অসম্পূর্ণভাবে সমাপ্ত হওয়া। (গ) বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়া বা পিছিয়ে পড়া। -tailed [-টেইল্ড্] (adjective) (যৌগশব্দে) long-tailed বৃহল্লাঙুল; দীর্ঘপুচ্ছ। short tailed খর্বপুচ্ছ; হ্রস্বপুচ্ছ। tailless (adjective) পুচ্ছহীন; লাঙুলবিহীন: a tailless cat.
- English Word tailback Bengali definition [টেইলব্যাক] (noun) [countable noun] দীর্ঘ যানজট: Tailbacks affected all roads into Chittagong.
- English Word tailor Bengali definition [টেইলা(র্)] (noun) দরজি। tailor-made (adjective) (যথাযথ মাপের প্রতি বিশেষ দৃষ্টিসহ) দরজির তৈরি; (লাক্ষণিক) যথোপযুক্ত; লাগসই; মাফিকসই: tailor-made for a job. □(verb transitive) (১) কাপড় কেটে পোশাক তৈরি করা: a well-tailored suit, উত্তম ছাঁটের। (২) উপযোগী/অভিযোজিত/লাগসই করা: tailored for a special purpose/to a particular audience.
- English Word taint Bengali definition [টেইন্ট্] (noun) [countable noun, uncountable noun] দাগ; কলঙ্ক; খুঁত; দোষ; দূষণ: a taint of insanity in the family; free from taint. □(verb transitive), (verb intransitive) দূষিত/কলঙ্কিত/কলুষিত/ত্রুটিযুক্ত করা বা হওয়া: tainted meat. taintless (adjective) নিখুঁত; নির্দোষ; নিষ্কলুষ; নিষ্কলঙ্ক; বিশুদ্ধ।
- English Word taka Bengali definition [টাকা] (noun) বাংলাদেশের মুদ্রার একক; টাকা।
- English Word take 1 Bengali definition [টেইক্] (verb transitive), (verb) (past tense took [টুক্], past participle taken [টেইকান্]) (নিচে ১৫- তে বহুসংখ্যক বিশেষ্যের সহযোগে প্রয়োগ দ্রষ্টব্য। adverbial particle ও preps-সহ প্রয়োগের জন্য নিচে ১৬ দ্রষ্টব্য) ধরা; নেওয়া; ধারণ/গ্রহণ করা; তুলে নেওয়া: take somebody’s hand; take something on one’s back; take a man by the throat, টুঁটি চেপে ধরা; take somebody in one’s arms, জড়িয়ে ধরা; take something up with one’s fingers/with a pair of tongs; take a person’s arms, কারো বাহুতে ভর দেওয়া কিংবা তার আলম্বস্বরূপ হওয়া। take hold of something ১ আঁকড়ে/চেপে ধরা; পাকড়াও করা। (২) গ্রেফতার/বন্দি করা; জয়/অধিকার করা; জিতে নেওয়া; ধরা: take a town/a fortress; take 200 prisoners; be taken prisoner/captive. His canvas took the first prize in the exhibition; to take cold, ঠাণ্ডা লাগানো; He took five consecutive tricks, পর পর পাঁচটি দান জিতে নেওয়া। take somebody’s fancy মন জয়/মোহিত করা; মনে ধরা; The song has taken the public’s fancy. take somebody at a disadvantage অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করা; বেকায়দায়/পাকড়াও করা। be taken ill (কেবল passive) অসুখে পড়া। take somebody unawares/by surprise অপ্রস্তুত করা। (৩) ব্যবহার করা; নেওয়া; বিনা অনুমতিতে নেওয়া; চুরি/আত্মসাৎ করা: You have taken my umbrella. He has the habit of taking whatever he can lay his hands on. (৪) নিয়ে যাওয়া: take the luggage upstairs; take one’s wife to the cinema; take letters to the post; Would you take these things in/out/away/back/home, etc? take-home wages/pay (কথ্য) (বিমার কিস্তি, আয়কর ইত্যাদি বাদ দিয়ে) ছাঁকা বেতন। (৫) নেওয়া; গ্রহণ করা; পানাহার করা: take a holiday; take a walk হাঁটতে বেরোনো; take a bath; take a chair/a seat, take a quick look round, চারদিকে একবার চটপট চোখ বুলিয়ে নেওয়া: take a deep breath; গভীরভাবে নিশ্বাস টানা; take medical/legal advice; take driving lessons. গাড়ি চালানোর সবক নেওয়া; take a taxi; take tea/coffee. to take a wife (প্রাচীন প্রয়োগ) বিয়ে করা। (৬) নেওয়া; গ্রহণ করা; পাওয়া; লাভ করা: He took 100 Tk. for the boat. This small bar takes 300 Tk. a week, ৩০০ পা. পরিমাণ বিক্রি করে; নিচে takings দ্রষ্টব্য; She took this man to be her lawful wedded husband, স্বামী হিসেবে গ্রহণ করেছে; I will take no nonsense, বরদাস্ত করব না; You must take us as you find us, আমাদের কাছ থেকে ব্যতিক্রমধর্মী/বিশেষ ব্যবহার আশা করবেন না। take one’s chance অদৃষ্টের উপর নির্ভর করা; ভাগ্যকে মেনে নেওয়া; ভাগ্য যাচাই করা; ব্যর্থতার আশঙ্কা আছে জেনেও চেষ্টা করা: He will have to take his chance with other candidates. take a chance (on somebody) কিছু না-পাওয়ার আশঙ্কাকে মেনে নেওয়া: He was ready to take a chance on finding you in your office- take it from me; take my word for it আমার কথা বিশ্বাস করুন: Take it from me. he’s going to marry that saucy little bird. be able to take it সইতে পারা; মোকাবিলা করা। (৭) রাখা; গ্রাহক হওয়া: How many newspapers do you take? (৮) take (down) লিপিবদ্ধ করা; টুকে/লিখে রাখা; নোট রাখা: take notes of a lecture; take a letter, অনুলেখন নেওয়া; take something down in shorthand; take (down) a broadcast on tape. ফিতায় ধরে রাখা। (৯) প্রয়োজন হওয়া; লাগা: The journey took 5 hours; How long will the work take him? take one’s time (over something). (ক) ধীরে সুস্থে/সময় নিয়ে করা; তাড়াহুড়া না-করা: He takes time over the work, but does it well. (খ) (বক্রোক্তি) প্রয়োজনের চেয়ে বেশি সময় নেওয়া; রয়ে-সয়ে করা; দীর্ঘসূত্রতা করা: They are certainly taking their time over the job. it takes two to make a quarrel (প্রবাদ) এক হাতে তালি বাজে না। take a lot of doing বহু চেষ্টাচরিত্র/নৈপুণ্য দরকার হওয়া। (১০) take somebody/something for..., take somebody/something to be...মনে করা; ধারণা/বিবেচনা/অনুমান করা; ঠাওরানো; ধরে নেওয়া: I took him to be a man of taste. Who do you take me for? take it (from somebody) that...ধরে নেওয়া: I take it that they will be here on time. take somebody/something for granted. দ্রষ্টব্যgrant verb (২). (১১) (জিজ্ঞাসা করে, মেপে) নেওয়া: Take the patient’s temperature. take somebody’s name and address. (১২) কোনো নির্দিষ্ট ধরনে দেখা বা বিবেচনা করা; নেওয়া: take it/things easy, সহজভাবে নেওয়া; ব্যতিব্যস্ত না-হওয়া; খুব বেশি তাড়াহুড়া বা পরিশ্রম না-করা; take things coolly/calmly, উত্তেজিত না-হওয়া; শান্তভাবে নেওয়া: take something ill/amiss, কোনো কিছুতে ক্ষুব্ধ/আহত হওয়া; I should take it kindly if, আমি কৃতজ্ঞ থাকর...I take something as + past participle হয়েছে বলে ধরে নেওয়া: take an apology as given/an objection as answered. take something as read পাঠ করার অনাবশ্যকতা সম্বন্ধে একমত হওয়া (যেমন পূর্ববর্তী সভার কার্যবিবরণী)। take (it) as read (that...) ধরে নেওয়া; We can take (it) as read that the objection was answered. (১৩) দায়িত্ব নেওয়া; নেওয়া: take evening service, (গির্জায়) সান্ধ্যপ্রার্থনা পরিচালনা করা; take a class. (১৪) সাফল্যমণ্ডিত হওয়া; (রং) ধরা: His latest play did not take; Does the dye take in cold water? (১৫) (noun(s))- এর সঙ্গে) (অন্য দৃষ্টান্ত সংশ্লিষ্ট noun ভুক্তিতে দ্রষ্টব্য) take account of something (=take something into account) দ্রষ্টব্যaccount 1 (৭). take advantage of somebody/something, দ্রষ্টব্যadvantage. take aim, দ্রষ্টব্যaim 1 (২). take the biscuit/the cake, দ্রষ্টব্যbiscuit, cake. take care, দ্রষ্টব্যcare 2 (২). take a chair বসা; আসন গ্রহণ করা। take a/one’s chance, উপরে ৬ দ্রষ্টব্য। take charge (of), দ্রষ্টব্যcharge 1 (৫). take courage, দ্রষ্টব্যcourage. take a degree উপাধি অর্জন করা। take (a) delight/an interest/(a) pleasure/(a) pride in something আনন্দিত/আগ্রহান্বিত/সুখী/গর্বিত হওয়া কিংবাআনন্দ/আগ্রহ/সন্তোষ/গর্ব প্রকাশ করা। take a dislike to somebody, দ্রষ্টব্যdislike. take effect, দ্রষ্টব্যeffect (১). take an examination পরীক্ষা দেওয়া। take exception to, দ্রষ্টব্যexception to, (৩). not/never take one’s eyes off, নিচে ১৬ দ্রষ্টব্য। take a fancy to; take the fancy of দ্রষ্টব্যfancy 1 (৩). take fright (at something) ভীত হওয়া; ভয় পাওয়া। take gamble (on something) ঝুঁকি নেওয়া; জুয়া খেলা। a take hand at, দ্রষ্টব্যhand 1 (১৩). take somebody in hand (বিশেষত আচার-আচরণের উন্নতির জন্য) কারো ভার নেওয়া। take (fresh) heart; take something to heart, দ্রষ্টব্যheart (২). take heed কর্ণপাত করা; মনোযোগ দেওয়া। take a/the hint, দ্রষ্টব্যhint. take (one’s) leave (of somebody), দ্রষ্টব্যleave 2 (৩). take the liberty of; take liberties with, দ্রষ্টব্যliberty (২). take a liking to অনুরাগী হওয়া; পছন্দ করা। take the measure of somebody, দ্রষ্টব্যmeasure 1 (১). take one’s/somebody’s mind off (something), দ্রষ্টব্যmind 1 (২). take no notice (of) দ্রষ্টব্যnotice (৩). take an oath, দ্রষ্টব্যoath (১). take objection to, দ্রষ্টব্যobjection (১). take offence (at something), দ্রষ্টব্যoffence (২). take the opportunity of doing/to do something সুযোগ গ্রহণ করা। take (holy) orders যাজকব্রত গ্রহণ করা। take (great) pains (over something/to do something), দ্রষ্টব্যpains. take part (in), দ্রষ্টব্যpart 1 (৪). take place; take the place of, দ্রষ্টব্যplace 1(১০). take the risk of; take risks, দ্রষ্টব্যrisk (১). take a seat আসন গ্রহণ করা। take silk, দ্রষ্টব্যsilk (৩). take stock, দ্রষ্টব্যstock 1 (১). take one’s time (over something), উপরে ৯ দ্রষ্টব্য। take trouble (over something); take the trouble to do something, দ্রষ্টব্যtrouble (noun) (৩). take umbrage (at), দ্রষ্টব্যumbrage. take my word for it, উপরে ৬ দ্রষ্টব্য। (১৬) (adverb parti ও preps- সহ বিশিষ্ট প্রয়োগ): be taken aback, দ্রষ্টব্যaback. take after somebody (বিশেষত বাবা-মা বা আত্মীয়স্বজনের সঙ্গে চেহারা বা চরিত্রের) মিল থাকা; অনুরূপ হওয়া; Your daughter does not after you. take something apart (যন্ত্র ইত্যাদির) অংশসমূহ বিচ্ছিন্ন করা; (যন্ত্র) বিয়োজন করা; খুলে ফেলা। take (away) from লাঘব/ক্ষুণ্ণ করা: His recent statement took away from his reputation as an astute politician. take something/somebody away (from somebody/something) নিয়ে যাওয়া; সরিয়ে/ছাড়িয়ে নেওয়া; অপসারিত করা: These books are not to be taken away. ‘Grills to take away’, কিনে নিয়ে যাওয়া যায়। অতএব take-away (attributive(ly)) সঙ্গে নেওয়ার: take-away sandwiches; a take-away restaurant, সঙ্গে নেওয়ার মতো খাবারের রেস্তোরাঁ। take something back (ক) (ভুল স্বীকার স্বরূপ, ক্ষমাপ্রার্থনা রূপে উক্ত ইত্যাদি) ফিরিয়ে নেওয়া; He must take back what he said. (খ) ফেরত নেওয়া: The shopkeeper refused to take back the books, take somebody back (to) পূর্ববর্তী কোনো সময়ে নিয়ে যাওয়া; প্রত্যাবৃত্ত করা; স্মরণ করিয়ে দেওয়া; The incident took me back to my boyhood days. take something down (ক) লিখে রাখা; লিপিবদ্ধ করা: The students took down the tecture. (খ) নামানো: take down a book from the top shelf; take down a mast. (গ) নামিয়ে/খুলে ফেলা: take down a partition/a crane. take somebody down a peg (or two) গুমর ভাঙা; দর্পচূর্ণ করা: The upstart has to be taken down a peg. take from, উপরে take (away) from দ্রষ্টব্য। take something in (ক) অর্থের বিনিময়ে বাড়িতে করার জন্য (কাজ) নেওয়া: The poor woman earns a precarious living by taking in sewing/washing. (খ) (উপরে ৭ দ্রষ্টব্য) গ্রাহক হওয়া; নেওয়া: take in journals/periodicals. (গ) (পোশাক, পাল ইত্যাদির) মাপ, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ কমানো; খাটো করা: These trousers need to be taken in at the knee. take in sail দ্রষ্টব্যslack 2 (১) ভুক্তিতে take up the slack. (ঘ) অন্তর্ভুক্ত করা: a motor-coach tour that takes in six European capitals. (ঙ) (জমি ইত্যাদি) দখল/পুনরুদ্ধার করা: This territory was taken in from the sea. (চ) বুঝতে পারা; হত্যা করা; ভিতরে নেওয়া: The students do not seem to have taken in much of the professor’s lecture. He is yet to take in the situation, বুঝে ওঠা। (ছ) এক নজরে/চকিতে দেখে নেওয়া: She took in every detail of the room. (জ) উত্তেজিতভাবে শোনা, দেখা; (গোগ্রাসে) গেলা: The spectators took in the whole scene open-mouthed. take somebody in (ক) আহার বা বাসস্থান জোগানো; আশ্রয় দেওয়া: make a living by taking in guests/lodgers. (খ) ঠকানো; ধোঁকা দেওয়া: I was badly taken in when I bought those shares. take something into account, দ্রষ্টব্যaccount (৭). take a person into one’s confidence, দ্রষ্টব্যconfidence (১). take something into one’s head, দ্রষ্টব্যhead 1 (১৯). take off (ক) লাফ দিতে উদ্যত হওয়া। (খ) (বিমান) ভূমি ত্যাগ করা; উড্ডয়ন করা; ওড়া: The plane is to take off at ৪ O’clock. অতএব, take-off (noun) (ক) লাফানোর সময়ে পা যে স্থলে ভূমিত্যাগ করে; উল্লম্ফনস্থল। (খ) (বিমানের) উড়াল: a smooth take-off দ্রষ্টব্যtouch 2 (১১) ভুক্তিতে touch-down. take something off (ক) খুলে ফেলা; অপসারিত করা; কেটে ফেলা: take off one’s coat. The surgeon took off the gangrenous arm. take one’s hat off to somebody, দ্রষ্টব্যhat. (খ) বন্ধ করে দেওয়া; প্রত্যাহার করা; উড়িয়ে দেওয়া; The afternoon local train was taken off last week. take something off (something) (ক) সরানো; তুলে নেওয়া: Would you take your hand off my arm? (খ) বাদ দেওয়া: ২ take Taka 2 off the price. take somebody off (ক) নিয়ে যাওয়া: He took me off to see his new house. take somebody off something সরিয়ে নেওয়া; উদ্ধার করা: The survivors of the accident were taken off by the helicopter. (খ) উপহাসের উদ্দেশ্যে নকল করা; কেরিকেচার করা: The boy is adroit in taking off the Prime Minister. অতএব, take off (noun) কেরিকেচার: a good take-off of the President. not/never take one’s eyes off somebody চোখের আড়াল না-করা: She never took her eyes off her son while he was playing in the park. take one’s mind off (something), দ্রষ্টব্যmind 1 (২). take on (ক) (কথ্য) উত্তেজিত/বিক্ষুব্ধ হওয়া; খেপে যাওয়া; তেলেবেগুনে জ্বলে ওঠা: You should not have taken on so, he was only joking. (খ) (কথ্য) জনপ্রিয় হওয়া; চলা: The new dance did not take on. take something on (ক) দায়িত্ব/ভার নেওয়া; কাঁধে নেওয়া; take on extra. work/responsibilities: (খ) ধারণ করা: Many animals can take on the colours of their environment. take somebody on (ক) প্রতিযোগী/প্রতিপক্ষ হিসেবে গ্রহণ করা; কারো সঙ্গে লড়া: take somebody on golf/billiards. (খ) নিযুক্ত করা; নেওয়া: take on five more workers. (গ) (ট্রেন ইত্যাদি) গন্তব্যস্থল ছাড়িয়ে অধিক দূর নিয়ে যাওয়া; Be careful to get down at Dhaka, otherwise you will be taken on to Tongi. (ঘ) (ট্রেন ইত্যাদি) ঢুকতে দেওয়া; নেওয়া: The train won’t take on more passengers. take something out (ক) অপসারণ/দূর করা; তোলা: have one’s appendix/a tooth taken out. take out a stain from one’s clothes. (খ) নেওয়া; গ্রহণ করা; করা: take out a driving licence/an insurance policy/a summons/a patent, take somebody out (ক) (বাইরে, বেড়াতে) নিয়ে যাওয়া: take one’s wife out for dinner. (খ) (ব্রিজ খেলায়) বেশি হাঁকা: take one’s partner out, তার চেয়ে বেশি হাঁকা। take it out in something ক্ষতিপূরণ হিসেবে গ্রহণ করা; উসুল করা: I didn’t pay him in cash but let him take it out in drinks and sandwiches. take it out of somebody নিঃসার/নিস্তেজ/কাহিল করা: Domestic worries have taken it out of her. take it out on somebody গায়ের ঝাল ঝাড়া; He was angry at losing his money in gamble and took it out on his children. take somebody over (to) (এক স্থান থেকে অন্য স্থানে) নিয়ে যাওয়া: He took his wife over to the zoo in his motor-car. take something over (from somebody) দায়িত্ব/মালিকানা গ্রহণ করা: The new government took over the heavy industries. The eldest son will take over the business from his father. অতএব, take over (noun) ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকানা বদল; অধিগ্রহণ: a take over bid. take over (from somebody) দায়িত্ব গ্রহণ করা: The new headmaster took over today. take to something (ক) শখ বা জীবিকা হিসেবে নেওয়া; অভ্যস্ত হওয়া; ধরা: take to gardening after retirement; take to the road, ভবঘুরে (কিংবা আগেকার দিনে রাহাজান) হওয়া; (সার্কাস ইত্যাদি) এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়ানো। (খ) আশ্রয় নেওয়া; পালানোর উপায়স্বরূপ ব্যবহার করা: take to flight, পালানো; to the woods/the jungle/the heather. take to one’s heels, দ্রষ্টব্যheel 1 (১). take to something/somebody মনে ধরা; মন লাগা; অনুরাগ জন্মানো; আকৃষ্ট হওয়া: The boy has taken to his new tutor. She has taken to guitar. take something up (ক) তোলা; উঁচু করা; ওঠানো: take up one’s pen/book/gun; take up a carpet. (খ) (ট্রেন, ট্যাক্সি ইত্যাদি; take on অধিক প্রচলিত) থামা; যাত্রী নেওয়া। (গ) শুষে নেওয়া: sand takes up water. (ঘ) গলানো: Is this water enough to take up so much salt? (ঙ) (শখ বা ব্যবসা হিসেবে) নেওয়া; হাত দেওয়া; ধরা: take up photography/market gardening. (চ) (অসমাপ্ত কোনো কিছু) আবার শুরু করা; এগিয়ে নেওয়া: She took up the unfinished novel of her father and completed it. (ছ) (স্থান, কাল) দখল/ব্যাপৃত করা; নেওয়া: This shelf will not take up too much space; Social calls and parties take up a lot of his time. (জ) (বাণিজ্য) বন্ধক রেখে টাকা নেওয়া: (হুন্ডি) গ্রহণ করা; (শেয়ার ইত্যাদি) কেনা, নেওয়া। (ঝ) শেষ প্রান্তে ধরে আটকানো: take up a dropped stitch. take-up spool (noun) (চলচ্চিত্র-প্রক্ষেপক, টেপরেকর্ডার) ইত্যাদিতে যে কাটিমে (স্পুল) অন্য কাটিম থেকে ফিল্ম, টেপ ইত্যাদি জড়ানো হয়; গ্রাহক-কাটিম। take something up (with somebody) কোনো বিষয়ে লেখা বা কথা বলা; উত্থাপন করা: Would you take up the matter with the authorities? take somebody up অনুগৃহীত/সাহায্য করা; প্রতিপাল্য হিসেবে নেওয়া: The poor meritorious boy was taken up by the headmaster. take somebody up on something কারো চ্যালেঞ্জ, বাজি ইত্যাদি গ্রহণ করা; নিয়ে নেওয়া; নেওয়া: She took harry up on his bet. be taken up with somebody/something আগ্রহান্বিত/অনুরক্ত হওয়া: Is he taken up with that young lady? take somebody/up short/sharp বক্তাকে মাঝপথে থামিয়ে ভুল শুধরে দেওয়া: I took her up short when she asserted that... take up one’s residence at (আনুষ্ঠানিক) বাসস্থানে অধিষ্ঠিত হওয়া: When will the new Vice-Chancellor take up his residence? take something upon/on oneself দায়িত্ব দেওয়া: He took upon himself the right to select the candidates.
- English Word take 2 Bengali definition [টেইক্] (noun) (১) গৃহীত (অর্থের) পরিমাণ; আদান। (২) (চলচ্চিত্র-শিল্প) যে দৃশ্যের চিত্রগ্রহণ করা হয়েছে বা হবে; চিত্রগ্রহণ। (৩) গ্রহণ।
- English Word taker Bengali definition [টেইকা(র্)] (noun) যে বা যা কিছু গ্রহণ করে, বিশেষত যে ব্যক্তি গ্রহণ করে; গ্রাহক; গ্রহীতা; বাজিগ্রাহী; পণগ্রাহী: Were there many takers?
- English Word taking Bengali definition [টেইকিঙ্] (adjective) মনোহারী; হৃদয়গ্রাহী; চিত্তাপহারী; মনকাড়া। □(noun) (plural) ব্যবসায়ে প্রাপ্ত অর্থ আদায়; উসুল আদান; আগাম; অবাপ্তি।
- English Word talc Bengali definition [ট্যাল্ক্] (noun) [uncountable noun] অভ্র; অভ্রক।
- English Word talcum Bengali definition [ট্যালকাম্] (noun) talcum powder অভ্র দিয়ে প্রস্তুত; গায়ে মাখার সুবাসিত চূর্ণ; অভ্রচূর্ণ।
- English Word tale Bengali definition [টেইল্] (noun) [countable noun] (১) গল্প; কাহিনি; উপাখ্যান; আখ্যান: fairy tales, রূপকথা; tales of adventure. (২) প্রতিবেদন; বিবরণ; বর্ণনা; বয়ান। tell tales কেউ নিজের সম্বন্ধে যা গোপন রাখতে চায় (যেমন নিজের অকীর্তি) তা রটিয়ে দেওয়া; হাটে হাঁড়িভাঙা; কলঙ্ক রটনা করা। অতএব, tale-bearer/teller (noun(s)) হাঁড়ি-ভাঙানে; রটনাকারী।
- English Word talent Bengali definition [ট্যালান্ট্] (noun) (১) [countable noun, uncountable noun] কোনো কিছু উত্তমরূপে করার (বিশেষ ধরনের) নৈসর্গিক ক্ষমতা; প্রতিভা: man of great talent; local talent, কোনো এলাকার (সাধারণত শখের) গাইয়ে, বাজিয়ে, অভিনেতা, অভিনেত্রী প্রভৃতি; a Talent scout, (কথ্য) যে ব্যক্তি চলচ্চিত্র, মঞ্চ, খেলাধুলা প্রভৃতির জন্য সহজাত ক্ষমতাসম্পন্ন ছেলেমেয়েদের সন্ধানে থাকেন; প্রতিভাশিকারি; have a talent for music/not much talent for painting. (২) [countable noun] গ্রিক, রোমক, আসিরীয় প্রভৃতি প্রাচীন জাতির মধ্যে প্রচলিত ওজন ও মুদ্রার এককবিশেষ; ট্যালেন্ট। talented (adjective) প্রতিভাবান; গুণী: a talented painter.
- English Word talisman Bengali definition [ট্যালিজ্মান্ America(n) ট্যালিস্মান্] (noun) [countable noun] (plural talismans) সৌভাগ্যবহ বলে বিবেচিত কোনো কিছু; কবচ; তাবিজ।
- English Word talk 1 Bengali definition [টোক্] (noun) (১) [countable noun, uncountable noun] কথা; কথাবার্তা; আলাপ; কথোপকথন; আলোচনা: I proposed to have a talk about the matter. (২) [countable noun] অনানুষ্ঠানিক ভাষণ/বক্তৃতা; কথিকা: give a talk on family planning. (৩) (বাগ্ধারা) the talk of the town সকলের আলোচ্য ব্যক্তি বা বস্তু; সর্বজনীন আলোচ্যবিষয়। be all talk কথায় দৃঢ়; কাজের বেলায় অষ্টরম্ভা; কথামাত্র সার; কথার ধোকড়; মুখসর্বস্ব। small talk হালকা কথাবার্তা; খুচরা আলাপ।
- English Word talk 2 Bengali definition [টোক্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle talked) (১) talk (to/with somebody) (about/of something) কথা/কথাবার্তা বলা; গল্প/আলাপ-আলোচনা করা; বকা: I was talking to the postman.They talked for three hours. be/get oneself talked about (কোনো কোনো প্রসঙ্গে) আলোচনা/গুজবের বিষয়ে পরিণত হওয়া: If she goes on behaving so foolishly, she will soon get herself talked about. talk at something জবাবের পতি কর্ণপাত না-করে কারো সঙ্গে কথা বলা: How do you like to be talked at, instead of being talked with? talk away বক বক করতে থাকা; Are they still talking away? talk back (to somebody) (প্রায়ই answer back) স্পর্ধার সঙ্গে জবাব দেওয়া। talk big বড় বড় কথা বলা; বাগাড়ম্বর করা। talk somebody down চিৎকার করে থামিয়ে দেওয়া। talk down an aircraft অবতরণোদ্যত বিমানের চালকদের সঙ্গে বেতারে কথা বলা এবং তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া। talk down to somebody তাচ্ছিল্য করে/অবজ্ঞাভরে কথা বলা: people felt resentment when the speaker talked down to them. Talking of- এর কথাই যখন হচ্ছে: Talking of music. how do you like electronic concert? talk something over আলোচনা করা। talk round something প্রসঙ্গে বা সিদ্ধান্তে না-পৌঁছে কোনো বিষয়ে কথা বলতে থাকা। talk to somebody (কথ্য) তিরস্কার করা; বকা দেওয়া। অতএব, talking to (noun) তিরস্কার; বকুনি: I shall give him a good talking-to. (২) কথা বলার শক্তি থাকা; কথা বলতে পারা: The baby can not talk. (৩) কোনো ভাষা বলতে পারা; বলা: talk French/Arabic. (৪) আলোচনা করা: talk business; talk shop, দ্রষ্টব্যshop (২); talk music. talking-point বিসংবাদের বিষয়; নিঃসংশয় করার মতো/মোক্ষম যুক্তি। (৫) কথায় প্রকাশ/ব্যক্ত করা: talk sense/nonsense/treason. (৬) কথা বলে বলে একটা বিশেষ অবস্থায় নিয়ে আসা: talk oneself hoarse. বকে বকে গলা ফাটানো/মুখে ফেনা ওঠানো। talk somebody into/out of doing something কিছু করতে/না-করতে বুঝিয়েসুজিয়ে রাজি করা: She talked her husband into buying a new dressing table. He talked his wife out of giving a party. talk somebody over/round বুঝিয়েসুজিয়ে দলে ভিড়ানো/ স্বপক্ষে আনা: Try to talk him over to your way of thinking. (৭) (বিবিধ প্রয়োগ): The police is trying to make the accused man talk, মুখ খোলা; You know how people talk, গুজব রটানো; This myna can talk, মানুষের কথা নকল করা; কথা বলা। talkative [টোকাটিভ্] (adjective) বাচাল; বাক্যবাগীশ। talker (noun) (১) (বিশেষত adjective -সহ) কথক; বক্তা: a good/poor etc talker. বাক্যবাগীশ; বাচাল; কথার ধোকড়: a mere talker.
- English Word tall Bengali definition [টোল্] (adjective) (taller, tallest) (১) (ব্যক্তি) লম্বা; দীর্ঘকায়; উন্নতকায়; প্রাংশু; ঢ্যাঙা; (মাস্তুল, গাছ, মিনার) দীর্ঘ; উচ্চ; উন্নত। tallboy (British/Britain; America(n)= highboy) (noun) (৫)/৬ ফুট উঁচু, শোয়ার ঘরের দেরাজওয়ালা আলমারি। (২) নির্দিষ্ট উচ্চতাবিশিষ্ট; লম্বা: He is six feet tall. (৩) (কথা) চড়া; আকাশচুম্বী; অত্যধিক; অপরিমিত। a tall order অযৌক্তিক/অসম্ভব আবদার/দাবি; অসম্ভব দায়িত্ব। a tall story গাঁজাখুরি গল্প। tallish [টলিশ্] (adjective) লম্বাটে।
- English Word tallow Bengali definition [ট্যালো] (noun) [uncountable noun] মোম ইত্যাদি তৈরি করার জন্য (বিশেষত পশুর) শক্ত চর্বি; মেদ।
- English Word tally Bengali definition [ট্যালি] (noun) [countable noun] (plural tallies) (১) হিসাব; গণনা: Keep the tally. (২) শনাক্ত করার জন্য ব্যবহৃত টিকিট, চিরকুট ইত্যাদি। tally-clerk (noun) জাহাজঘাটে যে কর্মচারী মাল উঠানো-নামানোর হিসাব রাখে; মালনবিশ। tallyman [ট্যালিম্যান্] (noun) (plural tallymen) যে ব্যক্তি পণ্য বিক্রি করে সপ্তাহান্তে মূল্য আদায় করে। □(verb intransitive) (past tense, past participle tallied) tally (with) (কাহিনি, বর্ণনা, হিসাব ইত্যাদি) মেলা: The accounts of the two men do not tally.
- English Word Talmud Bengali definition [ট্যাল্মুড্ America(n) টা:ল্মুড্] (noun) ইহুদি আইন ও শিক্ষণীয় বিষয়ের সংগ্রহ।