T পৃষ্ঠা ৪
- English Word talon Bengali definition [ট্যালন্] (noun) শিকারি পাখি, বিশেষত ঈগলের নখর।
- English Word talus Bengali definition [টেইলাস্] (noun) (ভূতত্ত্ব) উঁচু খাড়া পাহাড়ের তলদেশে পাথরের ঢালু খণ্ডসমষ্টি।
- English Word tam-o’-shanter Bengali definition [ট্যাম্আশ্যান্টা(র্)], tammy [ট্যামি] (noun(s)) গোল, পশমি বা কাপড়ের টুপিবিশেষ।
- English Word tamarind Bengali definition [ট্যামারিন্ড্] (noun) তেঁতুল গাছ বা তেঁতুল।
- English Word tamarisk Bengali definition [ট্যামারিস্ক্] (noun) [countable noun] সমুদ্রের তীরের লবণাক্ত জমিতে জন্মানো চিরহরিৎ ঝাউগাছ।
- English Word tamasha Bengali definition [ট্যামাশা] (noun) প্রদর্শন, আনন্দানুষ্ঠান, হইচই: Children like to enjoy tamasha.
- English Word tambour Bengali definition [ট্যাম্বুআ(র্)] (noun) টিভি রাখার বাক্সের সামনের ঢাকনা যা গুটিয়ে রাখা যায়।
- English Word tambourine Bengali definition [ট্যাম্বারীন্] (noun) বাদ্যযন্ত্রবিশেষ; খঞ্জনি।
- English Word tame Bengali definition [টেইম্] (adjective) (১) (জন্তু) পোষা; পোষ-মানা। (২) (ব্যক্তি) নির্জীব; অনুগত: He is too tame to raise his voice against his wife. (৩) নিষ্প্রাণ; নিরানন্দ: It was a tame performance. □(verb transitive) পোষ মানানো: to tame a tiger. tamer (noun) যে পোষ মানায়।
- English Word Tamil Bengali definition [তামিল্] (noun) (ক) [uncountable noun] ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার প্রচলিত দ্রাবিড় গোষ্ঠীর ভাষাবিশেষ; তামিল। (খ) [countable noun] উক্ত ভাষায় কথা বলেন এমন ব্যক্তি; তামিল।
- English Word tamp Bengali definition [ট্যাম্প্] (verb transitive) tamp something down আস্তে আস্তে টিপে বা হালকা আঘাত করে করে নিচে বসিয়ে দেওয়া: He tamped down the tobacco in his pipe.
- English Word tampon Bengali definition [ট্যাম্প্ন্] (noun) ঋতুকালে মহিলারা যে তুলা বা অন্যরকম শোষক পদার্থের তৈরি পট্টি ব্যবহার করে।
- English Word tan Bengali definition [ট্যান্] (noun), (adjective) তামাটে বর্ণ; রোদে পুড়ে গাত্রবর্ণ যে বিশেষ রূপ ধারণ করে: I like tan leather shoes. He got a good tan while she lived in San Francisco. □(verb transitive), (verb intransitive) (১) চামড়া পাকা করা (ট্যানারিতে) tan somebody’s hide (অশিষ্ট) কাউকে আচ্ছা করে পিটানো। (২) রোদে পুড়ে গাত্রচর্মকে তামাটে করা বা হওয়া। tanner (noun) চামড়া পাকা করার কাজে নিয়োজিত কর্মী। tannery (noun) চামড়া পাকা করার কারখানা।
- English Word tandem Bengali definition [ট্যান্ডাম্] (noun) দুজনে চড়তে পারে এমন বাইসাইকেল।
- English Word tandoor Bengali definition [তোন্দুর্] (noun) (অপিচ tandur [তোন্দুর্]) বড় আকারের মাটির চুলা; তন্দুর।
- English Word tang Bengali definition [ট্যাঙ্] (noun) তীব্র বা কটু স্বাদ অথবা গন্ধ: The water has a salt tang. tangy (adjective) কটু স্বাদ বা গন্ধযুক্ত: The tobacco has a tangy aroma.
- English Word tangent Bengali definition [ট্যান্জান্ট্] (noun) স্পর্শ করে কিন্তু ভেদ করে না এমন সরল রেখা; (জ্যামিতি) স্পর্শক। go/fly off at a tangent (লাক্ষণিক) কোনো কর্মপন্থা, চিন্তাধারা থেকে সহসা অন্যদিকে মোড় পরিবর্তন করা।
- English Word tangerine Bengali definition [ট্যান্জারীন্] (noun) ছোট আকারের, সুগন্ধযুক্ত, ঢিলা খোসাবিশিষ্ট কমলালেবু।
- English Word tangible Bengali definition [ট্যান্জাব্ল্] (adjective) (১) স্পর্শ দ্বারা বোধগম্য; ধরাছোঁয়া যায় এমন। (২) বাস্তব; শরীরী; নির্দিষ্ট: We need tangible proof. tangibly (adverb) tangibility (noun)
- English Word tangle 1 Bengali definition [ট্যাঙ্গ্ল্] (noun) [countable noun] (১) জট বা জট পাকানো অবস্থা। (২) তার, চুল ইত্যাদির জট। □(verb transitive), (verb intransitive) (১) জট পাকানো বা জট পাকিয়ে যাওয়া: My hair tangles easily. (২) tangle with somebody (কথ্য) কারো সঙ্গে ঝগড়া বা ঝামেলায় জড়িয়ে পড়া।