অ পৃষ্ঠা ১২
- Bengali Word অগ্রিম English definition [ওেগ্গ্রিম্] (বিশেষণ) ১ আগাম (অগ্রিম দেয় চাঁদার হার)।২ প্রথম। ৩ জ্যেষ্ঠ। অগ্রিমক (বিশেষ্য) কোনো কিছু কেনার আগে অথবা কাজ শুরু করার পূর্বে মূল্যের অথবা পারিশ্রমিকের যে অংশ দেওয়া হয়; বায়না; দাদন; আগাম; advance । {(তৎসম বা সংস্কৃত) অগ্র+ইম}
- Bengali Word অগ্রিয়, অগ্রীয় English definition [ওগ্গ্রিয়ো] (বিশেষণ) ১ প্রধান; শ্রেষ্ঠ; প্রথম। ২ অগ্র সম্বন্ধীয়। ৩ অগ্রিম। অগ্রীয় প্রদান (বিশেষ্য) দাদন; যা আগাম দেওয়া হয়েছে; payment on account। {(তৎসম বা সংস্কৃত) অগ্র+ঈয়}
- Bengali Word অগ্রে English definition [অগ্গ্রে] (ক্রিয়া (বিশেষণ) ১ আগে; প্রথমে (অগ্রে যাওয়া)। ২ সম্মুখে; সমীপে (দ্রোণগুরু অগ্রে কহে করিয়া রোদন-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>}
- Bengali Word অগ্র্য English definition [অগ্গ্রো] (বিশেষণ) ১ পূর্ববর্তী। ২ আদ্য। ৩ শ্রেষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) অগ্র+য(যৎ)}
- Bengali Word অগড়-বগড় English definition ⇒ আগড়ম-বাগড়ম
- Bengali Word অগড়ম-বগড়ম English definition ⇒ আগড়ম-বাগড়ম
- Bengali Word অঘ English definition [অঘ] (বিশেষ্য) ১ পাপ; অধর্ম। ২ কলঙ্ক। ৩ দুঃখ। {(তৎসম বা সংস্কৃত) √অঘ্+অ(অচ্)}
- Bengali Word অঘটন English definition [অঘটন্] (বিশেষ্য) ১ অসম্ভব ঘটনা; অপ্রত্যাশিত ব্যাপার। ২ সংঘটিত না হওয়া। অঘটন ঘটনপটীয়সী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অসাধ্য সাধনে সুনিপুণা (লেখকগণের অঘটনঘটনপটিয়সী অসাধারণ প্রতিভা-মওলানা আকরম খাঁ)। অঘটনীয় (বিশেষণ) অসম্ভাব্য; ঘটা সম্ভব নয় এমন। অঘটিত (বিশেষণ) ঘটেনি এরূপ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ঘটন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অঘর English definition [অঘর্] (বিশেষ্য) অসমান ঘর; বৈবাহিক সম্পর্ক স্থাপনের পক্ষে অযোগ্য ঘর বা বংশ। {অ+ঘর(<(তৎসম বা সংস্কৃত) গৃহ);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অঘা English definition ⇒ অগা
- Bengali Word অঘাট English definition ⇒ আঘাট
- Bengali Word অঘৃণ্য English definition [অঘ্রিন্নো] (বিশেষণ) ঘৃণ্য নয় এমন; ঘৃণার অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ঘৃণ্য;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অঘোর ১ English definition [অঘোর্] (বিশেষণ) ১ অচেতন; বেহুঁশ (অঘোর নিদ্রা)। ২ প্রচণ্ড; ভীষণ (অঘোর বাদল-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ঘোর;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অঘোর ২ English definition [অঘোর্] (বিশেষণ) শান্ত; ভয়ঙ্কর নয় এরূপ। (বিশেষ্য) শিব (অঘোর-মন্ত্র)। অঘোরতন্ত্রী, অঘোরপন্থি, অঘোরী (বিশেষ্য) শিবোপাসক সম্প্রদায়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ঘোর;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অঘোষ English definition [অঘোশ্] (বিশেষণ) অনিনাদিত; অনুদাত্ত; লঘুধ্বনিযুক্ত; ফিসফিসে। অঘোষ ধ্বনি (বিশেষ্য) যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ভিতরকার স্বরতন্ত্রী (vocal cord) যথারীতি কাঁপে না সেগুলো অঘোষ-ধ্বনি। অঘোষ বর্ণ (বিশেষ্য) যেসব বর্ণ উচ্চারণকালে স্বরতন্ত্রী যথেষ্ট কম্পিত হয় না; লঘু ধ্বনিযুক্ত বর্ণ; বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং শ ও স অঘোষবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ঘোষ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অঘ্রাত English definition ⇒ অনাঘ্রাত
- Bengali Word অঘ্রান English definition ⇒ অগ্রহায়ণ
- Bengali Word অঙ্ক English definition [অঙ্কো] (বিশেষ্য) ১(গণি.)আঁক; sum(অঙ্ক করা)। ২(গণিত.) রাশি; সংখ্যা; number; digit; figure। ৩ হিসাব; গণনা। ৪ কোল; ক্রোড় (মাতৃ অঙ্ক)। ৫ নাটকের পরিচ্ছেদ বা বিভাগ(পঞ্চাঙ্ক নাটক)। ৬ দাগ; চিহ্ন; কলঙ্ক (ললিতমোহনের চরিত্রে অঙ্কদান করে-দীনবন্ধু মিত্র)।৭ অলঙ্কার; ভূষণ (কপট অঙ্ক রটায় আমার কত কলঙ্ক-বুদ্ধদেব বসু)। অঙ্ককরা, অঙ্ককষা ক্রি ১ আঁক কষা। ২ হিসাব করা। ৩ গণনা করা। অঙ্কগত (বিশেষণ) ১ ক্রোড়স্থিত। ২ আয়ত্ত; হস্তগত। অঙ্কদেশ (বিশেষ্য) ১ কোল; ক্রেড়ি। ২ পাতার উপরস্থিত তল; ventral surface। অঙ্কপাত (বিশেষ্য) সংখ্যা স্থাপন। ২ রেখা অঙ্কন। ৩ চিহ্নিত করণ (চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকা দ্বারা কি অঙ্কপাত করিতেছে-সঞ্জীব চট্টোপাধ্যায়)। অঙ্কবাচক (বিশেষণ) সংখ্যা নির্দেশক; ১ ২ ইত্যাদি সংখ্যাবোধক; cardinal। অঙ্কবিদ, অঙ্কবেত্তা, অঙ্কশাস্ত্রবিদ, অঙ্কশাস্ত্রবেত্তা (বিশেষ্য) যে অঙ্ক অর্থাৎ গণিত জানে; গণিতজ্ঞ ব্যক্তি। অঙ্কবিদ্যা (বিশেষ্য) গনিতশাস্ত্র। অঙ্কলক্ষ্মী (বিশেষ্য) পত্নী; স্ত্রী। অঙ্কলগ্ন (বিশেষণ) ১ ক্রোড়স্থ। ২ নিকটস্থ। অঙ্কশায়ী (-য়িন্) (বিশেষণ) কোলে শায়িত। অঙ্কশায়িনী (স্ত্রীলিঙ্গ)। অঙ্কশাস্ত্র (বিশেষ্য) গণিত শাস্ত্র; বীজগণিত; পাটীগণিত ইত্যাদি। অঙ্কশাস্ত্রবিদ, অঙ্কশাস্ত্রবেত্তা ⇒ অঙ্কবিদ। অঙ্কস্থ, অঙ্কস্থিত (বিশেষণ) ১ কোলে অবস্থিত। ২ অতি নিকটস্থ। ৩ (আলঙ্কারিক) আয়ত্ত; হস্তগত। অঙ্কস্থলী (বিশেষ্য) ক্রোড়; কোল(পিতামাতার অঙ্কস্থলীর একটি সংক্ষিপ্ত ইতিহাস-রবীন্দ্রনাথ ঠাকুর)। অঙ্কস্থিত ⇒ অঙ্কস্থ। অঙ্কোপরি অব্যয় কোলের উপর। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্ক্+অ(অচ্)}
- Bengali Word অঙ্কন English definition [অঙ্কোন্] (বিশেষ্য) ১ আঁকা; চিত্রণ। ২ চিহ্নিতকরণ; চিহ্ন দেওয়া। ৩ সংখ্যা লিখন। ৪ (জ্যা.) রেখাপতন; construction। অঙ্কনি (বিশেষ্য) পেন্সিল খড়ি তুলি ইত্যাদি; অঙ্কনের উপকরণ। অঙ্কনীয় বিন ১ অঙ্কনের যোগ্য; লেখনীয়। ২ আকঁতে হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্ক্+অন(ল্যুট্)}
- Bengali Word অঙ্কারূঢ় English definition [অঙ্কারুঢ়ো] (বিশেষণ) অন্তর্ভুক্ত; ক্রোড়ভুক্ত (এর পরের ঘটনা আর ইতিহাসের অঙ্কারূঢ় নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্ক্+আরূঢ়}