অ পৃষ্ঠা ৩
- Bengali Word অকন্টকে English definition (ক্রিয়া (বিশেষণ)নিরাপদে; নির্বিঘ্নে; বিনাবাধায়। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কন্টক;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকপট English definition [অকপট্/অকপোট্] (বিশেষণ); সরল; কপটতাহীন। (বিশেষ্য) অকপটতা। অকপটে (ক্রিয়া (বিশেষণ))সরলভাবে; গোপন না রেখে। অকপটচিত্ত (বিশেষণ) সরলমনা; অমায়িক স্বভাবসম্পন্ন। {অ+কপট}
- Bengali Word অকফ English definition ⇒ ওয়াক্ফ
- Bengali Word অকবজ English definition [অকবোজ্] (বিশেষণ) অনায়ত্ত; অনধিকৃত। {অ+(আরবি) কবদু}
- Bengali Word অকবি English definition [অকোবি] (বিশেষ্য), (বিশেষণ) কবি-প্রতিভাহীন বা কবি নামের অযোগ্য (কবি ও অকবি যাহা বলো মোরে -কাজী নজরুল ইসলাম)। {অ+কবি;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকমনীয় English definition [অকমোনিয়ো] (বিশেষণ) ১ অবাঞ্ছনীয়; কাম্য নয় এমন। ২ অসুন্দর; কুৎসিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কম্+ অনীয়; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকম্প, অকম্পন, অকম্পিত, অকম্প্র English definition [অকম্পো, অকম্পোন্, অকোম্পিতো, অকোপ্রো] (বিশেষণ) স্থির; কম্পনশূন্য; অবিচলিত (অকম্প চামর শিরে-মাইকেল মধুসূদন দত্ত; অকম্পিত নিদ্রাহীন আঁখি-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকম্পনীয় বিন কম্পনের অযোগ্য; কম্পনের মতো নয় এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কম্প, কম্পন, কম্পিত, কম্প্র; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকর English definition [অকর্] (বিশেষণ) নিষ্কর; শুল্কের অযোগ্য; duty free। ২ হস্তহীন। ৩ কিরণহীন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কর;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকরণ English definition [অকরন্] (বিশেষ্য) ১ কর্মশূন্যতা; নিষ্ক্রিয়তা। ২ অবৈধ বা অন্যায় কাজ। অকরণী (বিশেষ্য) (গনিত.) যে রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না; rational quantity – যেমন √৪৯=৭। অকরণীয় (বিশেষণ) ১ অকর্তব্য; করা উচিত নয় এমন। ২ সর্ম্পক স্থাপনের অযোগ্য (অকরণীয় ঘর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+করণ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকরোটি English definition [অকরোটি] (বিশেষ্য) (প্রাণীবিদ্যা) যে সকল প্রাণীর মাথার খুলি আংশিক বা সম্পূর্ণ নেই; acrania। {(তৎসম বা সংস্কৃত)অ+ করোটি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকর্কশ English definition [অকর্কোশ] (বিশেষণ) ১ কোমল; নরম। ২ মসৃণ; তেলতেলে। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কর্কশ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকর্ণ English definition [অকর্নো] বিশেষ (বিশেষণ) ১ কান নেই এমন (অকর্ণ শুনিতে পান–ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বধির। ৩ হালশূন্য (অকর্ণ নৌকা)। (বিশেষ্য) সর্প। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ কর্ণ;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকর্তব্য English definition [অকর্তোব্বো] (বিশেষণ) করা উচিত নয় এমন; অনুচিত (বুঝিবার চেষ্টা করা অকর্তব্য–বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(ণঞ্)+কর্তব্য;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকর্তা English definition [অকর্তা] (বিশেষ্য), (বিশেষণ) ১ কর্তা নয় যে। ২ অপ্রধান। অকর্তৃত্ব (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ কর্তা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অকর্ম English definition [অকর্মো] (বিশেষ্য) ১ কর্মের অভাব; নিষ্ক্রিয়তা। ২ অপকর্ম; খারাপ কাজ। অকর্মক (বিশেষণ) ১ (ব্যাকরণ) যে ক্রিয়াপদের কর্ম নেই; Intransitive (অকর্মক ক্রিয়া)। ২ বেকার; কর্মশূন্য (শুধু অকর্মক নয়, নিঃসম্বল-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। অকর্মকাণ্ড (বিশেষ্য) অপকর্মের ঘটা (অকর্মকাণ্ড প্রকাণ্ড না হলে ওরা বাঁচে কী করে?-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকর্মণ্য (বিশেষ্য) ১ কর্মক্ষম নয় এমন; অপটু (অকর্মণ্য দাস -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অকেজো; ব্যবহারের অযোগ্য।
- Bengali Word অকর্মা English definition (বিশেষণ) ১ কোনো কাজের নয় এমন। ২ অলস (অকর্মা বলা হল তাঁদের –অঠা)। ৩ কুকর্মকারী; অন্যায়কারী। অকর্মার ধাড়ি (বিশেষ্য) নিতান্ত অলস ব্যক্তি; আলস্যের দরুন কাজ পণ্ড করে এমন লোক। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ কর্ম; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকর্মিষ্ঠ English definition [অকোর্মিশ্ঠো] (বিশেষ্য) ১ কুকর্মে রত। ২ অকর্মণ্য। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ কর্মিষ্ঠ; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অকল English definition ⇒ আকল
- Bengali Word অকলঙ্ক English definition [অকলোঙ্কো] (বিশেষণ) ১ কলঙ্কহীন; অপবাদহীন; নির্দোষ (সারথি তব শুভ্র শুচি কীর্তি অকলঙ্ক-সদ)। ২ দাগশূন্য (অকলঙ্ক শশী)। ৩ নির্মল; পবিত্র; সুন্দর (অকলঙ্ক হাস্যমুখে… ঘুমাইতে কার অঙ্কটিতে -রবীন্দ্রনাথ ঠাকুর)।
- Bengali Word অকলঙ্কিত, অকলঙ্কী English definition (বিশেষণ) কলঙ্কী নয় এমন; সাধু; নির্দোষ। অকলঙ্কিত, অকলঙ্কিনী (স্ত্রীলিঙ্গ)।{(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কলঙ্ক;(নঞ্ তৎপুরুষ সমাস)}