অ পৃষ্ঠা ১০
- Bengali Word অগঠন English definition [অগঠোন্] (বিশেষণ) অশোভন; বেমানান (বড়র সঙ্গে ছোটর বিপরীত হয় অগঠন-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + গঠন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অগণন English definition [অগনন্, অগনোন্] (বিশেষণ) গুণে শেষ করা যায় না এমন; অসংখ্য (হাতেলয়ে দীপ অগণন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + গণন.}
- Bengali Word অগণনীয় English definition [অগনোনিয়ো] (বিশেষণ) ১ অসংখ্য; অনেক (অগণিত ফুল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গণনা করা হয়নি এমন।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ গণনীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অগণ্য English definition [অগোন্নো] (বিশেষণ) ১ অসংখ্য; অনেক (শত রাজপথ, গৃহ অগণ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নগণ্য; অকিঞ্চিৎকর; তুচ্ছ।
- Bengali Word অগতি English definition [অগোতি] (বিশেষ্য) ১ অবলম্বনহীন, নিরাশ্রয় বা নিরুপায় লোক (অগতির গতি)। ২ অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হওয়ার অভাব (অগতিতে সমাহিত)। ৩ দুর্গতি; বিপদ। (বিশেষণ) গতিহীন। অগতিক (বিশেষণ) অসুবিধাজনক; বেগতিক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + গতি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অগত্যা English definition [অগোত্তা] (ক্রিয়া (বিশেষণ)) অনন্যোপায় হয়ে (অগত্যা আমাকে যেতে হলো); বাধ্য হয়ে; কাজেই। {(তৎসম বা সংস্কৃত) অগতি+তৃতীয়ার একবচন অথবা (বাংলা) ‘আ’ প্রত্যয়}
- Bengali Word অগদ English definition [অগদ্] (বিশেষ্য) বিষপ্রতিষেধক ঔষধ; antidote ঔষধ। (বিশেষণ) ১ সুস্থ; ব্যাধিহীন। ২ গদাহীন। অগদতন্ত্র (চিকি.) (বিশেষ্য) বিষবিজ্ঞান; বিষক্রিয়া; বিষক্রিয়া প্রতিষেধক বিদ্যা; toxicology। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + গদ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অগন্তব্য English definition [অগন্তোব্বো] (বিশেষণ) অগম্য; গমনের অযোগ্য; দুর্গম। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্) + গন্তব্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অগভীর English definition [অগোভির্] (বিশেষণ) ১ অল্প গভীর; সামান্য খাত বিশিষ্ট (স্বচ্ছ অগভীর জলের তলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ভাসা-ভাসা; সামান্য (অগভীর জ্ঞান)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + গভীর;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অগম English definition [অগম্, অগমো] (বিশেষণ) ১ গমণ করা যায় না এমন; অগন্তব্য; অগম্য (অগম দূরে-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ অগাধ; অথৈ(অগম জল)। ৩ গতিহীন। (বিশেষ্য) দূর্গম স্থান (অতল অগমে মুক্ত আমার প্রাণ-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+গম;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অগম্য English definition [অগোম্মো] (বিশেষণ) ১ দুর্গম; গমনের অযোগ্য। ২ যাওয়া নিষিদ্ধ বা অকর্তব্য এমন। অগম্যা বি. (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে- রমণীকে সম্ভোগ করা নীতি বা ধর্ম বহির্ভূত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + √গম্+য(যৎ);(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অগর্হিত English definition [অগোর্হিতো, অগোর্হিত্] (বিশেষণ) ১ অনিন্দিত; নির্দোষ। ২ বৈধ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + গর্হিত;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অগস্ত্য English definition [অগোস্তো, অগস্তো] (বিশেষ্য) ১ (জ্যোতি) নক্ষত্রবিশেষ; canopus। ২ প্রাচীন মুনি। অগস্ত্য যাত্রা (বিশেষ্য) ১(আলঙ্কারিক) শেষ যাত্রা; যে-যাত্রায় বিদেশযাত্রী আর ফিরে আসে না। ২ ভাদ্র মাসের প্রথম তারিখ। ২ (আলঙ্কারিক) যেকোনো মাস-পয়লা; নিষিদ্ধ যাত্রা। অগস্ত্যোদয় (বিশেষ্য) ভাদ্র মাসের ১৭/১৮ তারিখে ‘অগস্ত্য’ নক্ষত্রের উদয়। {(তৎসম বা সংস্কৃত) অগ+√স্তৈ+অ(ক)}
- Bengali Word অগা, অঘা English definition [অগা, অঘা] (বিশেষণ) ১ মূর্খ; নির্বোধ; হাঁদা। ২ অকর্মা; অপদার্থ। অঘাকান্ত, অঘাচণ্ডী, অঘারাম (বিশেষ্য), (বিশেষণ) মূর্খ; নির্বোধ বা অপদার্থ ব্যক্তি। অঘামারা (বিশেষণ), (বিশেষ্য) মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) অজ্ঞ, অঘ(অর্থ:পাপ)+(বাংলা) আ}
- Bengali Word অগাধ English definition [অগাধ্] (বিশেষণ) ১ অথৈ; অতলস্পর্শ; গভীর (অগাধ সমুদ্র)। ২ অপরিমেয়(অগাধ শান্তি-রবীন্দ্রনাথ ঠাকুর)।৩ অনন্ত; বিস্তৃত; অসীম (অগাধ আকাশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ সুপ্রচুর (অগাধ ঘামে-সত্যেন্দ্রনাথ দত্ত)। (বিশেষ্য) অনন্ত বা অসীম (আমার বুকে অগাধের সাধ জেগেছে-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + √গাধ্+অ(ঘঞ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অগীত English definition [অগিতো] (বিশেষণ) গাওয়া হয়নি এমন (অগীত গান-রবীন্দ্রনাথ ঠাকুর)।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + গীত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অগুন English definition [অগুন্] (বিশেষ্য) অপরাধ; দোষ; অহিত (কিবা তার কৈলো অগুণ-বড়ু চণ্ডীদাস)। (বিশেষণ) গুণহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + গুণ; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অগুনতি, অগুন্তি English definition [অগুন্তি] (বিশেষণ) অসংখ্য; অজস্র; বহু; অনেক (অগুন্তি তারা)। {(তৎসম বা সংস্কৃত) অগণিত>অগন্তি>অগুনতি(স্বরসঙ্গতিতে)এবং ‘গুণ’ শব্দের প্রভাবে}
- Bengali Word অগুরু ১, অগৌর English definition [অগুরু, অগউর্] (বিশেষ্য) শিংশপাবৃক্ষ; গন্ধকাষ্ঠবিশেষ (পুড়িছে অগুরু-মাইকেল মধুসূদন দত্ত; অগৌর চন্দনে রাজা পুড়ি লইল খুড়ি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+গুরু; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অগুরু ২ English definition [অগুরু] (বিশেষণ) গুরুবিহীন; যার গুরু নেই (অগুরু ব্যক্তির মুক্তি নাই)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+গুরু;(বহুব্রীহি সমাস)}