অ পৃষ্ঠা ২
- Bengali Word অইরান English definition [ওইরান্] (বিশেষণ)) ১ বিরান; জনমানবহীন। ২ ধ্বংসপ্রাপ্ত। {(ফারসি)বীরান}
- Bengali Word অউপকারী English definition (মধ্যযুগীয় বাংলা) [অ-উপোকারী] (বিশেষ্য) অপকারী; যে উপকার করে না (তোমা প্রতি উপকারী কিবা অউপকারী-সৈয়দ সুলতান) {অ+উপকারী}
- Bengali Word অঋণ English definition [অরিন্] (বিশেষ্য) ঋণাভাব। {অ+ঋণ, (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অঋণী English definition [অরিনি] (বিশেষণ) ঋণমুক্ত; ঋণশূন্য। {(তৎসম বা সংস্কৃত) অ+ঋণ+ইন্(ইনি); (তৎসম বা সংস্কৃত) অনৃণী}
- Bengali Word অওরত English definition ⇒ আওরত
- Bengali Word অওসৎ English definition ⇒ আওসত
- Bengali Word অক ১ English definition [অক্] (বিশেষ্য) ১ পাপ। ২ দুঃখ; অশান্তি। {(তৎসম বা সংস্কৃত)অ+ক}
- Bengali Word অক ২ English definition [অক্] (বিশেষ্য) রূপকথার বৃহৎ পাখিবিশেষ। {(ফারসি) বাক্}
- Bengali Word অকখর English definition (প্রাচীন বাংলা) (বিশেষ্য) অক্ষর; বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অক্ষর>}
- Bengali Word অকচ English definition [অকচ্] (বিশেষণ) কেশবিহীন; টেকো। অকচা (স্ত্রীলিঙ্গ)।{(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কচ}
- Bengali Word অকট-বিকট English definition [অকট্বিকট্] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) আকুঁবাকুঁ; ছটফট (অকট বিকট করে পড়িয়া তরাসে-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত)অকৃত-বিকৃত}
- Bengali Word অকটু English definition [অকোটু] (বিশেষণ) কটুতাহীন; মধুর। অকটুতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কটু;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকঠোর English definition [অকঠোর্] (বিশেষণ) ১ অকঠিন; অকর্কশ; সদয়। ২ সহজ; সরল। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কঠোর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকথন English definition [অকথোন্] (বিশেষণ) ১ কথায় প্রকাশ করার অযোগ্য; অবক্তব্য (অকথন বেয়াধি এ কহা নাহি যায়-চণ্ডীদাস)। (বিশেষ্য) কুকথা; অনুচিত কথা। অকথনীয় (বিশেষণ) বলার উপযুক্ত নয় এমন; বলা অনুচিত এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কথন;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকথা English definition [অকথা] (বিশেষ্য) অশ্লীল বা অনুচিত কথা। {অ+কথা}
- Bengali Word অকথিত English definition [অকোথিতো] (বিশেষণ) ১ অনুক্ত বা অনুচ্চারিত (অকথিত বাণী -রবীন্দ্রনাথ ঠাকুর) । ২ বলার অযোগ্য (শরম দিবে কি তাহারে –অকথিত নিবেদনে -রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কথিত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকথ্য English definition [অকোত্থো] (বিশেষণ) ১ অশ্লীল বা অনুচিত (কথা); বলার অযোগ্য (অকথ্য খবর-মনোজ বসু)। ২ কথায় প্রকাশ করা যায় না এমন (অকথ্য বেদনা–চণ্ডীদাস)। অকথ্য কথন (বিশেষ্য) ১ বলার মতো নয় এমন কথা; গালি (উচিত কহিতে লাজ অকথ্য কথন-সৈয়দ আলাওল)। ২ অরর্ণনীয়; অনির্বচনীয়। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কথ্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অকনিষ্ঠ ১ English definition [অকোনিশ্ঠো] (বিশেষণ) কনিষ্ঠ নেই এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কনিষ্ঠ; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অকনিষ্ঠ ২ English definition [অকোনিশ্ঠো] (বিশেষ্য), (বিশেষণ) পাপাসক্ত; পাপী। {(তৎসম বা সংস্কৃত)অক(=পাপ)+নিষ্ঠ; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অকন্টক English definition [অকন্টক্] (বিশেষণ) ১ কাঁটা নেই এমন; কাঁটাশূন্য; নিষ্কন্টক। ২ (আলঙ্কারিক)বাধাহীন; উপদ্রবহীন; শত্রুহীন (পুনর্বার অকন্টক রাজ্যপ্রাপ্ত হইয়াছে ঈবি)।