আ পৃষ্ঠা ২২
- Bengali Word আজবতর English definition [আজ্বতর্] (বিশেষণ) বিস্ময়কর (বিধাতার এক আজবতর সৃষ্টি-মোজাম্মেল হক)। {(আরবি)‘আজব’ +(ফারসি) তর }
- Bengali Word আজবোজ English definition [আজ্বোজ্] (বিশেষণ) বোকা; অবোধ (টাকা পেয়ে মুঠাভরা, হীরা পরধনহরা বুঝিল এ মেনে আজবোধ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {আজ(আড়)+বোজ(বুঝ)}
- Bengali Word আজম ১ English definition [আজোম্] (বিশেষ্য) আরব ব্যতীত অন্যান্য দেশ বা তার অধিবাসী (আরব ও আজম)। {(আরবি)আজম্ }
- Bengali Word আজম ২ , আযম English definition [আজোম্] (বিশেষণ) সবচেয়ে বড়ো; সবচেয়ে মহান। {(আরবি)আ’জম }
- Bengali Word আজমীঢ় English definition [আজ্মিঢ়] (বিশেষ্য) ভারতের রাজস্থান প্রদেশের অন্তর্গত একটি জেলা ও শহরের নাম-এখানে খাজা মঈনুদ্দীন চিশ্তির দরগাহ আছে। {অজমীঢ়(জনৈক রাজা)+(তৎসম বা সংস্কৃত) অ(অণ্)}
- Bengali Word আজরাইল , আযরাইল English definition [আজ্রাইল্] (বিশেষ্য) প্রাণহরণকারী ফেরেশ্তা; মালেকুলমউত; যমদূত। {(আরবি)‘আযরা’ইল }
- Bengali Word আজরাঈল English definition ⇒ আজরাইল
- Bengali Word আজা English definition [আজা] (বিশেষ্য) (হিন্দু সমাজে ব্যবহৃত)মাতামহ। আজি (স্ত্রীলিঙ্গ) মাতামহী। {(তৎসম বা সংস্কৃত) আর্যক>}
- Bengali Word আজাজিল , আযাযীল English definition [আজাজিল্] (বিশেষ্য) শয়তান; ইবলিস। {(আরবি)‘আজাজীল }
- Bengali Word আজাদ , আযাদ English definition [আজাদ্] (বিশেষণ) ১ স্বাধীন। ২ মুক্ত; নিস্কৃতিপ্রাপ্ত (পেরেশানি হৈতে দেল হইল আজাদ-সৈয়দ হামজা )। আজাদ- দিল (বিশেষ্য) মুক্ত হৃদয়; স্বাধীন চিত্ত। {(ফারসি) আজাদ }
- Bengali Word আজাদি , আযাদি English definition [আজাদি] (বিশেষ্য) মুক্তি; স্বাধীনতা। {(ফারসি) আজাদী }
- Bengali Word আজান , আযান English definition [আজান্] (বিশেষ্য) নামাজ পড়তে আসার জন্য আহবান (আজানের প্রতিশব্দ পীযূষ বর্ষণ করিত সেখানে-কায়কোবাদ)। আজান দেওয়া (ক্রিয়া) আজানের বাণী উচ্চৈঃস্বরে ঘোষণা করা। {(আরবি)আযান }
- Bengali Word আজানু English definition [আজানু] (ক্রিয়াবিশেষণ) জানু পর্যন্ত; হাঁটু অবধি। আজানুচুম্বিত (বিশেষণ) জানুকে চুম্বন করেছে এমন; জানুস্পর্শী (আজানুচুম্বিত মুক্তকৃষ্ণ কেশপাশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। আজানু লম্বিত (বিশেষণ) জানু বা হাঁটু পর্যন্ত দীর্ঘ (আজানুলম্বিত জামা)। আজানু লম্বিতবাহু (বিশেষণ) হাঁটু পর্যন্ত প্রসারিত বাহু বিশিষ্ট; দীর্ঘবাহু (আজানুলম্বিত বাহু দুর্বাদল শ্যাম-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) আ(অবধি)+ জানু; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আজাব , আযাব English definition [আজাব্] (বিশেষ্য) শাস্তি; সাজা (দোজখের আজাব হতে রেহাই কি চাও?-জসীমউদ্দীন)। {( আরবি)আযাব }
- Bengali Word আজার , আযার English definition [আজার্] (বিশেষ্য) দুঃখ; কষ্ট; অসুবিধা (হউছফ পুছিল তুঝে কি আছে আজার-ফকির গরীবুল্লাহ)। { (ফারসি) আজার }
- Bengali Word আজারি , আযারী English definition [আজারি] (বিশেষণ) ব্যথিত; রুগ্ণ। {(ফারসি) আজারী }
- Bengali Word আজাড় English definition [আজাড়্] (বিশেষণ) ১ শূন্য; খালি; উজাড়। ২ উন্মুক্ত। □ অবসর; ফুরসত। □ (ক্রিয়া) আজাড়া; আজড়ানো। {আঞ্চলিক}
- Bengali Word আজাড়ে English definition ⇒ আজুড়ে
- Bengali Word আজায়েব , আজায়েবখানা English definition ⇒ আজব
- Bengali Word আজিজ , আযীয English definition [আজিজ্] (বিশেষণ) ১ শক্তিশালী। ২ প্রিয়। ৩ সম্মানিত। {(আরবি)আজীজ }