আ পৃষ্ঠা ২০
- Bengali Word আচ্ছন্ন English definition [আচ্ছন্নো] (বিশেষণ) ১ আবৃত; আচ্ছাদিত; ঢাকা (মেঘাচ্ছন্ন)। ২ পরিব্যাপ্ত। ৩ অভিভূত; অচৈতন্য (আপনি মিথ্যা আভিজাত্যের মোহে আচ্ছন্ন হয়ে আছেন-বর)। {(তৎসম বা সংস্কৃত) আ+√ছদ্ +ত(ক্ত)}
- Bengali Word আচ্ছা English definition [আচ্ছা] (অব্যয়) ১ হাঁ; সম্মতি বা স্বীকার সূচক। ২ বেশ; খাসা; চমৎকার (আচ্ছা সেজেছে)। ৩ ধরা যাক (আচ্ছা, যদি নাই হয়)। ৪ খুব; ভালো (আচ্ছা করে পিটুনি দিল)। ৫ (ব্যঙ্গার্থ) বিলক্ষণ (আচ্ছা বেকুফ পাখী যাহোক-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(হিন্দি) আচ্ছা}
- Bengali Word আচ্ছাদ English definition ⇒ আচ্ছাদক
- Bengali Word আচ্ছাদক English definition [আচ্ছাদক্] (বিশেষণ) আচ্ছাদনকারী; আবরক। আচ্ছাদন, আচ্ছাদ (বিশেষ্য) ১ আবরণ; ঢাকনি। ২ চাঁদোয়া; ছাউনি। ৩ পরিধেয় বস্ত্রাদি (গ্রাসাচ্ছাদন)। আচ্ছাদনীয়, আচ্ছাদ্য (বিশেষণ) আচ্ছাদনের যোগ্য; আবৃত করণোপযোগী। আচ্ছাদিত (বিশেষণ) ১ আচ্ছাদন করা হয়েছে এমন; আবৃত; ঢাকা। ২ ছাদবিশিষ্ট; ছাওয়া। {(তৎসম বা সংস্কৃত) আ+ √ছদ্ + ণিচ্ +অক (ণ্বুল্)}
- Bengali Word আচ্ছিন্ন English definition [আচ্ছিন্নো] (বিশেষণ) বিচ্ছিন্ন করে নেওয়া হয়েছে এমন; ছিঁড়ে নেওয়া; খন্ডিত। {(তৎসম বা সংস্কৃত) আ+ছিদ্ +ত(ক্ত)}
- Bengali Word আছ , আছি , আছে , আছেন , আছিল English definition [আছ, আছি, আছে, আছেন, আছিলো] (ক্রিয়া) ১ হওয়া; থাকা। ২ বিদ্যমান বা উপস্থিত থাকা (আমি এখানে আছি)। ৩ জীবিত থাকা; বেঁচে থাকা (তিনি এখনও আছেন)। ৪ অবস্থান করা; বাস করা (সে এখন দেশে আছে)। ৫ সহায় হওয়া (আমার আল্লাহ্ আছে)। {(তৎসম বা সংস্কৃত) √অস্}
- Bengali Word আছওয়ার English definition ⇒ আসোয়ার
- Bengali Word আছমান English definition ⇒ আসমান
- Bengali Word আছাঁকা English definition [আছাঁকা] (বিশেষণ) ছাঁকা হয়নি বা ছাঁকা নয় এমন (আছাঁকা দুধ)। {আ(নঞর্থক)+ছাঁক্ +আ; (নঞ্ তৎপুরুষ সমাস) (বহুব্রীহি সমাস)}
- Bengali Word আছাঁটা English definition [আছাঁটা] (বিশেষণ) ছাঁটা হয়নি বা ছাঁটা নয় এমন (আছাঁটা চাল)। ২ অকর্তিত; কাটা হয়নি এমন (আছাঁটা চুল)। { (বাংলা) আ(নঞর্থক)+√ছাঁট্ +আ; (নঞ্ তৎপুরুষ সমাস) (বহুব্রীহি সমাস)}
- Bengali Word আছান English definition ⇒ আসান
- Bengali Word আছানা English definition [আছানা] (বিশেষণ) ছানা হয়নি বা চটকানো হয়নি এমন (আছানা আটা)। {আ+ছানা}
- Bengali Word আছালতন English definition ⇒ আসালতন
- Bengali Word আছাড় English definition [আছাড়্] (বিশেষ্য) উর্ধ্বে উঠিয়ে সজোরে ভূতলে নিক্ষেপ; বেগে নিম্নে বা মাটিতে নিক্ষেপ বা পতন (পায়ে ধরি পাক দিয়া মারিল আছাড় -ঘনরাম চক্রবর্তী)। আছাড় খাওয়া (ক্রিয়া) পা পিছলে মাটিতে বা নিম্নে পড়ে যাওয়া। আছাড় দেওয়া, আছাড় মারা (ক্রিয়া ) আছড়ানো; নিক্ষেপ করা। আছাড়ি-পিছাড়ি (বিশেষ্য) ওলট-পালট; এপাশ-ওপাশ (সাত দিনে সাত রাত্রি ধরিয়া ময়ূরপঙ্খী গুলি সমুদ্রের মধ্যে আছাড়ি-পিছাড়ি করিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {( আরবি)আশর }
- Bengali Word আছাড়ি English definition [আছাড়ি] (বিশেষ্য) দা কুড়াল কোদাল ইত্যাদির হাতল। {আছাড়+ই}
- Bengali Word আছাড়ি - পিছাড়ি English definition ⇒ আছাড়
- Bengali Word আছি , আছিল English definition ⇒ আছ
- Bengali Word আছিদর English definition [আছিদর্] (বিশেষ্য) ১ নিচ্ছিদ্র। ২ নির্দোষ; দোষশূন্য। ৩ (আলঙ্কারিক) দোষদুষ্ট; সদোষ। ৪ (আলঙ্কারিক) ধূর্ত। আছিদরী (স্ত্রীলিঙ্গ) (অতি আছিদরী রাধা-বড়ু চণ্ডীদাস)। { (তৎসম বা সংস্কৃত) অচ্ছিদ্র>}
- Bengali Word আছুদা , আসুদা English definition [আছুদা] (বিশেষণ) তৃপ্ত; পরিতৃপ্ত; সন্তুষ্ট (আছুদা হইয়া সবে খাও নিয়ামত-সৈয়দ হামজা)। আছুদাগি (বিশেষ্য) পরিতৃপ্ত; তৃপ্তি; সন্তুষ্টি। {(ফারসি) আসুদাহ }
- Bengali Word আছে , আছেন English definition ⇒ আছ