আ পৃষ্ঠা ২৩
- Bengali Word আজিজ মেসের / মিসির English definition [আজিজ্মেসের্/মিসির্] (বিশেষ্য) মিসরের মন্ত্রী বা শাসনকর্তা। {(আরবি)আজিজে মিসির }
- Bengali Word আজিজি , আযিযি English definition [আজিজি] (বিশেষ্য) অনুনয়-বিনয়; বিনম্র প্রার্থনা (আজিজি করিনু তব না রাখিলা বাত-সৈয়দ হামজা)। { (আরবি)আজিজ + ই}
- Bengali Word আজিম , আযীম English definition [আজিম্] (বিশেষণ) ১ বিরাট; অত্যন্ত বড়ো (আজিম দরখ্ত এক দেখিবারে পায়-সৈয়দ হামজা)। ২ শ্রেষ্ঠ { (আরবি)‘আজীম }
- Bengali Word আজীব English definition [আজিব্] (বিশেষ্য) জীবিকা; ব্যবসায় (ব্যবহারাজীব=উকিল)। {(তৎসম বা সংস্কৃত ) আ+√জীব্ +অ(ঘঞ্)}
- Bengali Word আজীবন English definition [আজিবোন্] (ক্রিয়াবিশেষণ) সমগ্র জীবন ব্যেপে (আজীবন চলা)। □ (বিশেষণ) জীবন ব্যাপী; যাবজ্জীবন (আজীবনকাল পাষাণ কঠিন সরণে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত ) আ(অবধি)+জীবন; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আজীব্য English definition [আজিব্বো] (বিশেষ্য) ১ উপজীব্য; জীবিকার আশ্রয়। ২ সহায়। {(তৎসম বা সংস্কৃত ) আ+জীব্য}
- Bengali Word আজীমা English definition ⇒ আই
- Bengali Word আজু ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আজু] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) আজ; অদ্য (আজু হন্তে গুরু তুমি কহ উপদেশ-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) আজুঃ}
- Bengali Word আজুরা , অজুরা (বিরল) English definition [আজুরা, অজুরা] (বিশেষ্য) মজুরি; পারিশ্রমিক; বেতন (আজুরা না লই যদি এই কর্ম করে-সৈয়দ আলাওল)। {(আরবি)আজ্র }
- Bengali Word আজুড়ে , আজাড়ে English definition [আজুড়ে] (বিশেষণ) অত্যধিক; বেহুদা (তোমার যত আজুরে ভয়-রাজিয়া খান)। {(ফারসি ) আজার + (বাংলা) ইয়া}
- Bengali Word আজেজ , আজিয English definition [আজেজ্, আজিজ্] (বিশেষণ) ১ কিংকর্তব্যবিমূঢ়, হতবুদ্ধি (আজেজ হইল মর্দ হয়বতে পড়িয়া-সৈয়দ হামজা)। ২ সহায়হীন; অসমর্থ; অক্ষম। {(আরবি)আজিজ }
- Bengali Word আজেবাজে English definition [আজেবাজে] (বিশেষণ) অকেজো; বাজে; তুচ্ছ (গা এলিয়ে বসে আজেবাজে গল্পগুজব-মনোজ বসু; যত চিন্তা আজে আর বাজে-রখা)। {(আরবি)বাদ > (ফারসি) বাজে; অনু. আজে; দ্বন্দ্বসমাস}
- Bengali Word আজ্জানো , আরযানো English definition [আজ্জানো, আর্জানো] (ক্রিয়া) চাষাবাদ করা; বপন বা রোপন করা। □ (বিশেষ্য) চাষাবাদ; বপন; রোপন। □ (বিশেষণ) বপনকৃত; রোপিত (নিজের আজ্জানো ধান)। {(আরবি)আর্দ (=ভূমি)+আনো (=ভূমিতে চারা রোপন)}
- Bengali Word আজ্ঞা ১ , আজ্ঞে , এজ্ঞে English definition [আগ্গাঁ, আগেঁ, এগ্গেঁ] (অব্যয়) মাননীয় ব্যক্তির কথায় সাড়াজ্ঞাপন বা সম্মতিসূচক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) আ+ √জ্ঞা +অ}
- Bengali Word আজ্ঞা ২ English definition [আগ্গাঁ] (বিশেষ্য) আদেশ; হুকুম; নির্দেশ। □ (অব্যয়) সম্মতি বা সাড়া জ্ঞাপন ধ্বনি।আজ্ঞাকারী (রিন্) (বিশেষণ) ১ হুকুমদাতা; আদেশদানকারী। ২ হুকুমপালক; আদেশ মান্যকারী (আজ্ঞাকারী দাস)।আজ্ঞাকারিণী (স্ত্রীলিঙ্গ)। আজ্ঞা ধীন, আজ্ঞাবহ (বিশেষণ ) আদেশ পালনকারী; বাধ্য। আজ্ঞানুবর্তী বিন আদেশপালক; অনুগত। □ (বিশেষ্য) আদেশপালক অনুচর; অনুগামী (কতলু খার আজ্ঞানুবর্তিগণ এই লিপি…প্রতিপালন করিবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আজ্ঞানুবর্তিতা (বিশেষ্য)। আজ্ঞাপক (বিশেষণ) আদেশক; আজ্ঞাদানকারী। □ (বিশেষ্য) নিয়োগকর্তা। আজ্ঞাপত্র, আজ্ঞালিপি (বিশেষ্য) হুকুমনামা; আদেশপত্র। আজ্ঞাপন (বিশেষ্য) আদেশদান। আজ্ঞাপিত (বিশেষণ) আদিষ্ট; আদেশ দেওয়া হয়েছে এমন। আজ্ঞাভঙ্গ (বিশেষ্য) আদেশ অমান্যকরণ; হুকুমের অবমাননা। {(তৎসম বা সংস্কৃত)আ+ জ্ঞা +অ +আ (টাপ্)}
- Bengali Word আজ্ঞে English definition ⇒ আজ্ঞা
- Bengali Word আজ্ঞেয়িক English definition [আগ্গেঁইক্] (বিশেষ্য) অজ্ঞেয়বাদী; খোদার স্বরূপ জ্ঞানগ্রাহ্য নয় এই মতের অনুসারী, agnostic(এমন কি তাঁহাদের মধ্যে নাস্তিক বা আজ্ঞেয়িকও কেহ কেহ থাকিতে পারেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অজ্ঞেয়+ইক(ঠক্)}
- Bengali Word আজড়ানো English definition [আজ্ড়ানো] (ক্রিয়া) ১ খালি করা; এক পাত্র থেকে অন্য পাত্রে ঢেলে পাত্রমুক্ত করা। ২ ব্যক্ত করা; প্রকাশ করা (পল্লী-কাহিনী না আজড়াইয়া মনের ফাঁপর দূর করিতে পারিল না-কাজী আবদুল ওদুদ)। ৩ খুলে ফেলা (কাপড় আজড়ানো)। {(তুলনীয় ) (হিন্দি) উজাড়না}
- Bengali Word আঝাল , আঝালা ২ English definition [আঝাল্, আঝালা] (বিশেষণ) ১ পরিমাণ মতো কিংবা যথেষ্ট ঝাল দেওয়া হয়নি এমন (আঝালা ব্যঞ্জন)। ২ ঝাল দিতে নেই এমন। আঝালি (বিশেষণ) ১ ঝালহীন। ২ (আলঙ্কারিক) নিস্তেজ; নির্জীব। {(আরবি)(সামান্য)+ঝাল}
- Bengali Word আঝালা ১ English definition [আঝালা] (বিশেষণ) ঝালাই দেওয়া হয়নি বা পান দ্বারা জোড়া দেওয়া হয়নি এমন। {আ+ঝালা}।