আ পৃষ্ঠা ২১
- Bengali Word আছোঁয়া English definition [আছোঁয়া] (বিশেষণ) ১ স্পর্শ করা হয়নি এমন। ২ অকলুষিত; অকলঙ্ক (শুধু ধপধপ করছে আছোঁয়া শাদা বরফ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {আ+ছোঁয়া; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word আছোলা English definition [আছোলা] (বিশেষ্য) ১ খোসা ছাল বা ছিলকা ছাড়ানো হয়নি এমন (আছোলা আম)। ২ আচাঁছা; অমসৃণ (আছোলাতক্তা)। {(আরবি )(নঞর্থক)+ছুল্ +আ=আছোলা}
- Bengali Word আছ্ প , আস্ প English definition [আছ্প] (বিশেষ্য) অশ্ব; ঘোড়া। {(ফারসি) আসপ }
- Bengali Word আছড়া English definition [আছ্ড়া] (বিশেষ্য) ছিটা; ছড়া; সেচ (পানির আছড়া)। আছড়া-আছড়ি (বিশেষ্য) ১ পরপর আছাড় খেয়ে পড়া। ২ ছড়াছড়ি; গড়াগড়ি; অঙ্গবিক্ষেপ। {(তৎসম বা সংস্কৃত) ছটা>ছড়া}
- Bengali Word আছড়ানো English definition [আছ্ড়ানো] (ক্রিয়া) আছাড় দেওয়া; সজোরে মাটিতে বা নিম্নে নিক্ষেপ করা। □ (বিশেষ্য) আছাড় দেওয়া; নিক্ষেপকরণ। □ (বিশেষণ) আছাড় দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত ) আ+√ক্ষিপ্> √আছ্ড়া+আনো}
- Bengali Word আজ , আজি ( পদ্যে ব্যবহৃত ) English definition [আজ্, আজি] (বিশেষ্য) অদ্য; today (আজ ভালো দিন)। □ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) অধুনা; বর্তমানে (আজ তার দিন ফিরেছে)। □ (ক্রিয়াবিশেষণ) এইবার; এক্ষণ (আজ তোমার দৌড় দেখিব)। আজকার, আজকের (বিশেষণ) বর্তমান দিনের; এই সময়ের। আজকাল, আজকালি (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) বর্তমান কালে; অধুনা। আজকাল করা (ক্রিয়া) গড়িমসি করা; টালবাহানা করা। আজকে (অব্যয় ), (ক্রিয়াবিশেষণ) ১ অদ্য; আজ(আজিকে এই সমাল বেলাতে বসে আছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ এইবার; এতদিনে (আজিকে হয়েছে শান্তি-রবীন্দ্রনাথ ঠাকুর)। আজ-নয়-কাল (বিশেষ্য) দীর্ঘসূত্রতা; গড়িমসি। আজবাদে কাল (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; অদূর ভবিষ্যতে। আজকের ⇒ আজকার। { (তৎসম বা সংস্কৃত) অদ্য>আজ্জ>আজ+ই}
- Bengali Word আজকার ১ , আযকার English definition [আজ্কার্] (বিশেষ্য) আল্লাহর নাম স্মরণ (তিনি বেশির ভাগ সময় জেকের আজকারেই কাটান)। {(আরবি)আযকার (বহুবচন) (একবচন), যিক্র }
- Bengali Word আজকার ২ , আজকাল , আজকে , আজকের English definition ⇒ আজ
- Bengali Word আজখোদ , আযখোদ English definition [আজ্খোদ্] (অব্যয়) ১ নিজে; স্বয়ং। ২ নিজ থেকে বিনা পরোয়ানায় (আজ খোদ হাজির)। {(ফারসি) আজখোদ }
- Bengali Word আজগুবি , আজগবি English definition [আজ্গুবি, আজ্গবি] (বিশেষণ) ১ অদ্ভুত; অপূর্ব (কাল রাতে এক স্বপন দেখেছি তাজ্জব আজগবি-মোহিতলাল মজুমদার)। ২ অবিশ্বাস্য। ৩ বানানো; ভিত্তিহীন (ধর্ম সম্পর্কে অন্ধ আবেগ ও অনুভূতি অনেক সময়ে আজগুবী বিকৃত ও মৌলিক ধর্মাদর্শ বিরোধী রূপ পরিগ্রহ করেছে -আনিস চৌধুরী)। ৪ অদৃশ্য; আকাশ থেকে প্রাপ্ত; আকাশ ফোঁড়া। আজগুবি কথা (বিশেষ্য) অদ্ভুত কথা; ভিত্তিহীন অবিশ্বাস্য রটনা। {(ফারসি) আয;+(আরবি)গায়বী }
- Bengali Word আজদা English definition ⇒ আজদাহা
- Bengali Word আজদাহা , আযদাহা , আজদা (বিরল) English definition [আজ্দাহা, আয্দাহা, আজ্দা] (বিশেষ্য) অজগর; বড়ো সাপ বিশেষ (রোষে ফুলে ওঠে কালা পানি যেন সুবিশাল আজদাহা-ফররুখ আহমদ)। □ (বিশেষণ) বিরাট; ভীষণ (আজিম আজদাহা সাপ পৌঁছিল আসিয়া-সৈয়দ হামজা)। {(ফারসি) আজদাহা }
- Bengali Word আজনবি English definition [আজ্নোবি] (বিশেষণ) ১ বিদেশী। ২ অপরিচিত। {(আরবি)আজনবী }
- Bengali Word আজনম English definition ⇒ আজনা
- Bengali Word আজনাই English definition ⇒ আঁজনাই {(তৎসম বা সংস্কৃত)অঞ্জনিকা}
- Bengali Word আজন্ত , আজনম ( পদ্যে ব্যবহৃত ) English definition [আজন্মো] (বিশেষণ) যাবজ্জীবন; চিরকালীন (আজন্ত প্রতীক্ষা)। □ (ক্রিয়াবিশেষণ) জন্মাবধি (আজন্ত এই কাজ করিতেছি)। □ (বিশেষ্য) যাবজ্জীবন; চিরকাল (আজনম-বুঝি আমরণ-সত্যেন্দ্রনাথ দত্ত)।আজনমকাল (বিশেষ্য) চিরকাল; যাবজ্জীবন (আপন আজন্তকালের স্নেহ মণ্ডিত পিতৃগৃহ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ(অবধি)+জন্মন্}
- Bengali Word আজপ্ত English definition [আগ্গঁপ্তো] (বিশেষণ) আদিষ্ট (ইহাও আজ্ঞপ্ত হইল যে, কোনও ব্যক্তি উপঢৌকন লইতে পারিবেন না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আজ্ঞপ্তি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত ) আ+√জ্ঞা+ণিচ্ +ত(ক্ত)=আজ্ঞাপিত>আজ্ঞপ্ত}
- Bengali Word আজব , আজায়েব English definition [আজোব্, আজায়েব্] (বিশেষণ) ১ অদ্ভুত; আশ্চর্য; অসাধারণ (গজব করিলে তুমি আজব কথায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অলৌকিক। {আজব্ (একবচন) (আরবি) আজা’ইব (বহুবচন) }
- Bengali Word আজব - ঘর , আজবখানা , আজায়েবখানা English definition [আজব্ ঘর্, আজবখানা, আজয়েব্খানা] (বিশেষ্য) যাদুঘর; প্রত্নশালা; museum।
- Bengali Word আজবক English definition ⇒ উজবুক