আ পৃষ্ঠা ২৭
- Bengali Word আতঙ্ক English definition [আতঙ্কো] (বিশেষ্য) ভয়; শঙ্কা; ত্রাস। আতঙ্কিত (বিশেষণ) ১ ভীত; সন্ত্রস্ত; শঙ্কিত। ২ ভয়জড়িত; শঙ্কামিশ্রিত (একটা আতঙ্কিত প্রতিবাদ করলো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) আ√তঙ্ক্+ অ(ঘঞ্)}
- Bengali Word আতত English definition [আততো] (বিশেষণ) কল্পিত; অযৌক্তিক (তোমার বচন রাধা সবই আতত-বড়ু চণ্ডীদাস)। আততি ( বিশেষ্য) বিস্তৃতি (আততির আবর্ত-সেততে ঘেঁষাঘেঁষি-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) অতথ্য>আতত}
- Bengali Word আততায়ী (-য়িন্) English definition [আতোতায়ি] (বিশেষণ) (বিশেষ্য) প্রাণনাশের উদ্দেশ্যে আক্রমণকারী বা আঘাতকারী। □ ( বিশেষ্য) শত্রু; রিপু। আততায়ী (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) আতত + √অয়্+ ইন(ণিনি)}
- Bengali Word আতপ English definition [আতোপ্] (বিশেষ্য) ১ রৌদ্র; সূর্যকিরণ। আতপক্লান্ত (বিশেষণ) রৌদ্রের উত্তাপে পরিশ্রান্ত (আতপক্লান্ত ব্যক্তির শ্রান্তি ও ক্লান্তি দূর হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আতপচাল, তণ্ডুল (বিশেষ্য) আলোচাল; রৌদ্রে শুকানো অসিদ্ধ ধানের চাল। আতপতাপ (বিশেষ্য) সূর্যের তাপ; রৌদ্রের উষ্ণতা বা দাহ (একে মরুভূমি তাহাতে প্রচণ্ড আতপতাপ -মীর মশাররফ হোসেন)। আতপত্র, আতপবারণ (বিশেষ্য) আতপ থেকে রক্ষাকারী ছাতা (আতপত্রে শোভে রাঙ্গা ভাটী-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আতপস্নান ( বিশেষ্য) নগ্ন-শরীরে সূর্যের উত্তাপ বা কিরণ লাগানো; রৌদ্র সেবন; sun-bath। আতপ্ত (বিশেষণ) উত্তপ্ত; গরম (আতপ্ত পবনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+√তপ্+অ(অছ্)}
- Bengali Word আতর English definition [আতোর্] (বিশেষ্য) পুষ্পসার; ফুলের নির্যাস; সুগন্ধি (ফুলের আত্মা আতর হ’ল অমর হল ইঙ্গিতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। আতরওয়ালা (বিশেষণ) (বিশেষ্য) আতরবিক্রেতা; আতর ব্যবসায়ী। আতরদান, আতরদানি (বিশেষ্য) আতর রাখার পাত্র (মুখ নয় যেন আতরদান-কাজী নজরুল ইসলাম; আন আতরদানি গুল্বাগে -কাজী নজরুল ইসলাম)। {(আরবি)‘ঈতর}
- Bengali Word আতরাফ English definition [আত্রাফ] (বিশেষ্য) ১ নিম্ন সমাজ বা বংশের লোক। ২ অঞ্চল; আশপাশ। □ (বিশেষণ) নিম্ন সমাজস্থ; নীচ বংশীয় (দিকে দিকে আশরাফ-আতরাফ শিবির দিয়েছে দেখা-আহসান হাবীব)। {(আরবি)আত্রাফ (বহুবচন)}
- Bengali Word আতশ , আতস English definition [আতোশ্] (বিশেষ্য) ১ আগুন; অগ্নি (ময়দানের গরমি আতশ যেমন-সৈয়দ হামজা)। ২ হাউই; তুবড়ি। ৩ উত্তাপ। □ (বিশেষণ) হাউইয়ের মতো; তুবড়ির ন্যায় (আতস গমনে জায় নৃপ আজ্ঞা ধরি-সৈয়দ আলাওল)। আতশ পরস্ত (বিশেষ্য) (বিশেষণ) অগ্নিপূজক (সেই হইতে তাহারা ‘আতশপরস্ত’ নামে অভিহিত হইল-মোজাম্মেল হক। আতশবাজি (বিশেষ্য) তুবড়ি হাউই পটকা প্রভৃতি বাজি; fireworks (তাই দিয়ে বানালাম শুধু আতশবাজি- ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ আগুনের খেলা। আতশি, আতসি (বিশেষণ) অগ্নিময়; আগ্নেয় (জিবরাইলের আতশী পাখা সে ভেঙে যেন খান খান-কাজী নজরুল ইসলাম)। আতশি কাচ (বিশেষ্য) সূর্যের কিরণ কেন্দ্রীভূত করে অগ্নি উৎপাদনকারী কাচ বিশেষ। {(ফারসি) আতিশ}
- Bengali Word আতা English definition [আতা] (বিশেষ্য) সুমিষ্ট ফলবিশেষ। {(পর্তুগীজ) ata}
- Bengali Word আতান্তর English definition [আতন্তর্] (বিশেষ্য) বিপদ; দুঃখ; কষ্ট (বড়ই আতান্তরে পড়েছি)। {(তৎসম বা সংস্কৃত) অবস্থান্তর>}
- Bengali Word আতাম্র English definition [আতাম্ম্রো] (বিশেষণ) ঈষৎ তাম্রবর্ণ; পাটল (আতাম্র কুন্তলা)। { (বাংলা) আ + (তৎসম বা সংস্কৃত) তাম্র}
- Bengali Word আতালি পাতালি , আথালি পাথালি , আথাল - পাথাল English definition [আতালি পাতালি, আথালিপাথালি, আথাল্পাথাল্] (ক্রিয়াবিশেষণ) ১ এদিকে ওদিকে, চতুর্দিকে (শর শেলগুলি আথালি পাথালি- ঘনরাম চক্রবর্তী)। ২ ব্যস্ত-সমস্তভাবে; ব্যাকুল হয়ে। {(প্রাকৃত) উত্থল্লপত্থল্ল>উথাল + ই, পাথাল+ই = আথালি পাথালি। {(তৎসম বা সংস্কৃত) উত্তাল+পাতাল> পাতালি, অনু. আতালি}
- Bengali Word আতায়ী (বিরল) English definition [আতাঈ] (বিশেষ্য) চিল; পক্ষী-বিশেষ (একটি আতায়ী বাঁধী নীড় নিবসিছে মনের হরষে-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) আত্যয়িক (বিপজ্জনক)>}
- Bengali Word আতিক্ত , আতিতা English definition [আতিক্তো আতিতা] (বিশেষণ) ঈষৎ তিক্ত; প্রায় তিতা; তিতকুটে। { (বাংলা) আ + (তৎসম বা সংস্কৃত) তিক্ত}
- Bengali Word আতিথেয় English definition [আতিথেয়ো] (বিশেষণ) অতিথির সেবা করতে ভালোবাসে এমন; অতিথিসেবাপরায়ণ। □ (বিশেষ্য) (বিরল) অতিথি সেবার সামগ্রী; অতিথির খাদ্য পানীয় শয্যা ইত্যাদি। আতিথেয়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অতিথিসেবা-পরায়ণা (তুমি এমনই আতিথেয়ী যে, সম্ভাষণ দ্বারাও আমার সংবর্ধন করিলে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আতিথেয়তা (বিশেষ্য) অতিথি সেবা; অতিথি সৎকার (আতিথেয়তার প্রশ্রয় নেবে ষোল আনা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অতিথি + এয়(ঢক্)}
- Bengali Word আতিথ্য English definition [আতিত্থো] (বিশেষ্য) ১ অতিথিসেবা; অতিথি সৎকার। ২ অতিথির খাদ্য পানীয় আশ্রয় ইত্যাদি। আতিথ্য গ্রহণ, আতিথ্য স্বীকার ( বিশেষ্য) অতিথি হওয়া; অতিথি সেবার সামগ্রী গ্রহণ। {(তৎসম বা সংস্কৃত) অতিথি+য}
- Bengali Word আতিপাতি English definition [আতিপাতি] (ক্রিয়াবিশেষণ) তন্ন তন্ন করে; পুঙ্খানুপুঙ্খরূপে। আতিবিতি (ক্রিয়াবিশেষণ) শশব্যস্তে; আস্তেব্যস্তে; অতিসত্বর; তাড়াতাড়ি (আতিবিতি গেল রায় বিদ্যার ভবন-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) অতিব্যস্ত>আস্তব্যস্ত>}
- Bengali Word আতিশয্য English definition ⇒ অতি
- Bengali Word আতু আতু করা English definition [আতুআতু করা] (ক্রিয়া) (ব্যঙ্গার্থ) অতিরিক্ত যত্ন করা; আদরযত্ন বা সাবধানতার বাড়াবাড়ি করা (আতু আতু করে ছেলেটাকে একেবারে অপদার্থ বানিয়েছে। {(তৎসম বা সংস্কৃত) আত্মতা>}
- Bengali Word আতুর English definition [আতুর্] (বিশেষণ) ১ রুগ্ণ অসুস্থ। ২ কাতর; আর্ত (আতুর দিঠিতে শুধায় সে নীরবে রে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অভিভূত (শোকাতুর)। আতুরাশ্রম, আতুরনিবাস, আতুরালয় (বিশেষ্য) ১ আর্ত পীড়িতদের বিনামূল্যে থাকার স্থান। ২ হাসপাতাল; দাতব্য চিকিৎসালয়। {(তৎসম বা সংস্কৃত) আ+ √তুর্ + অ(ক)}
- Bengali Word আতেলা English definition [আতেলা] (বিশেষণ) তৈলহীন; তেল নেই এমন; রুক্ষ। {আ + তেলা; (বহুব্রীহি সমাস)}