আ পৃষ্ঠা ২৯
- Bengali Word আত্মার্থ English definition [আত্তাঁর্থো] (বিশেষ্য) নিজ প্রয়োজন; স্বার্থ। □ (বিশেষণ) স্বার্থপর। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+অর্থ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মাশ্রয় English definition [আত্তাঁস্স্রয়্] (বিশেষ্য) নিজের উপর নির্ভর; স্বাবলম্বন। আত্মাশ্রয়ী (-য়িন্) বিণ। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+আশ্রয়; ( বহুব্রীহি সমাস)}
- Bengali Word আত্মাহুতি English definition [আত্তাঁহুতি] (বিশেষ্য) জান কোরবানি; আত্মবিসর্জন (এ জন্য কত নেতাকে অসময়ে আত্মাহুতি পর্যন্ত দিতে হয়েছে-আবদুল কাদির)। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+আহুতি; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মীয় English definition [আত্তিঁয়ো] (বিশেষ্য) ১ স্বজন; জ্ঞাতি; কুটুম্ব। ২ বন্ধু-বান্ধব; অন্তরঙ্গ ব্যক্তি। □ (বিশেষণ ) আত্ম সম্পর্কীয়; আপন, স্বীয়; নিজ। আত্মীয়া (স্ত্রীলিঙ্গ)। আত্মীয়তা (বিশেষ্য) ১ জ্ঞাতিত্ব; কুটুম্বিতা। ২ হৃদ্যতা। ৩ বন্ধুত্ব। আত্মীয় বিহীন (বিশেষণ) ১ জ্ঞাতিশূন্য। ২ বন্ধু-বান্ধবহীন। আত্মীয় স্বজন, আত্মীয় বন্ধু (বিশেষ্য ) ১ রক্ত সম্পর্কের আপন জন; জ্ঞাতি। ২ জ্ঞাতিতুল্য আপন লোকজন। {(তৎসম বা সংস্কৃত) আত্মন্ + ঈয়(ছ)}
- Bengali Word আত্মোপজীবী (-বিন্) English definition [আত্তোঁপোজিবি] (বিশেষণ) দৈহিক পরিশ্রমের দ্বারা জীবিকা নির্বাহ করে এমন। আত্মোপ-জীবিনী (বিশেষণ ) (স্ত্রীলিঙ্গ) দেহ খাটিয়ে অসম্মানজনক উপার্জনে জীবনধারণ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+উপজীবী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word আত্মোদরপূর্তি English definition [আত্তোঁদর্পুরতি] (বিশেষ্য) নিজের স্বার্থ-সিদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) (আত্ম + উদার) +পূর্তি; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মোন্নতি English definition ⇒ আত্মোৎকর্ষ
- Bengali Word আত্মোপকার English definition [আত্তোঁপকার্] (বিশেষ্য) নিজের উপকার; আপনার মঙ্গল। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+উপকার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মোপম English definition [আত্তোঁপমো/আত্তোঁপম] (বিশেষণ) নিজের ন্যায়; স্বসদৃশ। আত্মৌপম্য (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+উপম; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মোৎকর্ষ , আত্মোন্নতি English definition [আত্তোঁত্কর্শো, আত্তোঁন্নতি] (বিশেষ্য) ১ নিজের আত্মার উন্নতি বা শ্রীবৃদ্ধি। ২ স্বীয় গুণপনার সৃমদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+উৎকর্ষ, উন্নতি; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মোৎসর্গ English definition [আত্তোঁত্শর্গো] (বিশেষ্য) ১ আত্মত্যাগ; নিজ জীবন দান। ২ সুখ বা স্বার্থবিসর্জন। ৩ সম্যকভাবে আত্মনিয়োগ (দেশের কাজে আত্মোৎসর্গ করা)। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+উৎসর্গ; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্যন্তিক English definition [আত্তোন্তিক্] (বিশেষণ) ১ অতিরিক্ত; অত্যধিক; অত্যন্ত (নারীর প্রতি আত্যন্তিক শ্রদ্ধাবোধেরও অভাব প্রকাশমান-আনিস চৌধুরী)। ২ যৎপরোনাস্তি; অশেষ (গণবোধ্য মাতৃভাষাতে শাস্ত্রালোচনা থাকলে ক্রিয়াকর্মের আত্যন্তিক প্রসার পায়-সৈয়দ মুজতবা আলী)। আত্যন্তিকতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অত্যন্ত+ইক(ঠক্)}
- Bengali Word আথান্তর English definition ⇒ অথান্তর। {(তৎসম বা সংস্কৃত) অবস্থান্তর>}
- Bengali Word আথাল English definition [আথাল্] (বিশেষ্য) গোশালা; গোয়ালঘর (আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) অ+স্থল}
- Bengali Word আথাল পাথাল , আথালি - পাথালি English definition ⇒ আতালি পাতালি
- Bengali Word আথিবিথি , আথেবেথে English definition [আথিবিথি, আথেবেথে] (ক্রিয়াবিশেষণ) আস্তেব্যস্তে; শশব্যস্তে; অতি সত্বর; তাড়াতাড়ি (আনন্দে মা আথিবিথি করিয়া ডালা এলাইলেন, কুলা এলাইলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; আথেব্যথে মহাপ্রভু আচমন করি-বৃন্দাবন দাস)। {আস্তেব্যস্তে>}
- Bengali Word আদ English definition [আদ্] (বিশেষ্য) কোরানোক্ত দক্ষিণ আরবের জাতিবিশেষ (মাথা চাড়া দিয়ে কাঁটা বনে জাগে নতুন আদ সমুদ-ফররুখ আহমদ)। {(আরবি)আদি>}
- Bengali Word আদ ২ English definition [আদ্] (বিশেষণ) আদি; সাবেক; মূল; প্রথম (আদ বাড়ি)। {(তৎসম বা সংস্কৃত) আদি>}
- Bengali Word আদত ১ , আদৎ English definition [আদোত্] (বিশেষ্য) ১ স্বভাব; অভ্যাস। ২ আচার; রীতি, ধরন। {(আরবি)আদৎ}
- Bengali Word আদত ২ English definition [আদোত্] (বিশেষণ) ১ আসল; খাঁটি; প্রকৃত (কি আদত কথা কও-আবু ইসহাক)। ২ আস্ত; সমগ্র। {(তৎসম বা সংস্কৃত) আদিতঃ>}